সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
প্রসঙ্গত, চুঁচুড়ার ঝাঁপপুকুরে আবর্জনা ফেলা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী এক মহিলা ও তাঁর ছেলেকে গুলি করেছিলেন সুনীল। রবিবার দুপুরের ঘটনায় মহিলা ও তাঁর ছেলে গুরুতর জখম হন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। তবে দু’জনের অবস্থাই স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার দিন রাতেই সুনীলকে পুলিস গ্রেপ্তার করেছিল। পেশায় একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী সুনীল তাঁর দো-নলা বন্দুক দিয়ে গুলি করেছিলেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি রগচটা এবং ঝগড়ুটে হিসেবে পরিচিত। আগেও একাধিক কাণ্ড তিনি করেছেন। তাঁর জীবনযাপনের কারণে স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গিয়েছে। তিনি ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন। গুলিকাণ্ডে সুনীলের ছেলে, মেয়ের যুক্ত থাকার প্রমাণ পেয়ে পুলিস তাঁদেরও গ্রেপ্তার করে। ফলে ঝাঁপপুকুরের গুলিকাণ্ডে ধৃতের সংখ্যা দাঁড়াল তিন।