সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
পরতে পরতে রোমহর্ষক ঘটনায় ভরা এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে সোহিনি গুহ রায়কে। এই প্রথম ওটিটিতে কাজ করবেন নায়িকা। তাঁর কথায়, ‘সিরিজের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া এখন সকলের জীবনের অন্যতম অংশ হয়ে উঠেছে। তবে সমাজমাধ্যমই যদি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে, তা উদ্বেগের বিষয়।’ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিষ রায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়কে। ইন্দ্রাশিষের কথায়, ‘সোশ্যাল মিডিয়া আজ মানুষের জীবন বদলেও দিতে পারে আবার ধ্বংসও করতে পারে। সিরিজটা করতে গিয়ে এই বিষয়টা ভীষণ ভাবিয়েছে।’ শান্তিলালের কথায়, ‘আমাদের সময়ে মূল্যায়ণ হতো চরিত্র দিয়ে, অনলাইন ক্লিক দিয়ে নয়। এখন সকলেই লাইক, শেয়ারের পিছনে ছুটছে।’
ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। পরিচালক বললেন, ‘এই বিশ্বকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতেই হবে। সেই জন্য সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটে কাহিনি নির্বাচন গুরুত্বপূর্ণ।’ চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে শুভজিৎ রায় ও কুশল চৌধুরী। প্রাঞ্জল দাসের আবহ সঙ্গীতে সেজে উঠেছে সিরিজটি।