সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
পেটকাটির বাসিন্দা ওই যুবক দু’দিন ধরে শপিংমলে আসছিল। তার লক্ষ্যই থাকত দামি চকোলেট চুরি করা। সেগুলি কম দামে বাজারে বিক্রিয় করছিল সে। দু’দিনে ভালোই লাভ হওয়ার রবিবার এসেই সে ধরা পড়ে যায়। তার হেফাজত থেকে উদ্ধার হয় ১০টি চকোলেট। এরপর মল কর্তৃপক্ষ থানায় বিষয়টি জানায়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিস। অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শপিংমল কর্তৃপক্ষ। যুবকের কথায় অসঙ্গতি মেলায় পুলিস তাকে গ্রেপ্তার করে। জেরায় সে চুরির কথা পুলিসের কাছে স্বীকারও করে নেয়।
পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভদীপ মণ্ডল। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত যুবক নেশা করে। নেশার টাকার জন্যই সে মলে গিয়ে চুরি করেছিল। অভিযুক্তর দাবি, ২০০ টাকা দামের তিনটি চকোলেট চুরি করেছি। বাইরে এসে ৫০০ টাকায় বিক্রি করেছি। এরকম কাজ আর করব না।
ওই মলের ম্যানেজার সুরঞ্জন রায়চৌধুরী বলেন, বেশকিছু দিন ধরে চকোলেট চুরি হচ্ছিল। চকোলেটে বারকোড থাকে না। কিছুদিন ধরেই দামি চকোলেট কমছিল। স্টক মিলছিল না। রবিবার আমরা সতর্ক হয়ে যাই। সেকারণেই অভিযুক্ত হাতেনাতে ধরা পড়ে। ১০টি দামি চকোলেট এখনও পর্যন্ত চুরি হয়েছে। আমরা পুলিসকে লিখিতভাবে জানিয়েছি। পুলিস জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।