সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত ... বিশদ
সম্প্রতি একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন এপি ধিঁলো। সেখানে তিনি দাবি করেন, দিলজিৎ নাকি তাঁকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করেছন। পাশাপাশি অনুরোধ করেন, ব্লক খুলে দেওয়ার জন্য। এরপরই এপির উপর চড়াও হন দিলজিতের অনুরাগীরা। কয়েকজন দাবি করেছেন, এমন কাজ দিলজিৎ করতেই পারেন না। জবাব দিয়েছেন দিলজিৎ নিজেও। তিনি বলেছেন, ‘আমার ক্ষোভ প্রশাসনের উপর। কোনও শিল্পীর প্রতি ক্ষোভ নেই।’ এপিকে তিনি ব্লক করেননি বলেও জানান অভিনেতা-গায়ক। যদিও একটি স্ক্রিনশট দিয়ে এপি ফের দাবি করেন, মিথ্যা বলছেন দিলজিৎ। ‘জানি মানুষ আমায় পছন্দ করেন না। তবু সকলের অন্তত বোঝা উচিত যে কোনটা সত্যি আর কোনটা নয়।’ এপির এমন অভিযোগের জবাবে দিলজিৎ লেখেন, ‘আমার মতবিরোধ সরকারের সঙ্গে। অন্য কোনও শিল্পীর সঙ্গে নয়।’ তবু যেন থামতে নারাজ এপি। তিনি ফের জানান, তিনি তাঁর অনুরাগীদের ভুল বোঝান না, এমনকী কোনওরকম বিতর্কেও জড়াতে চান না। দুই গায়কের মধ্যে ব্লক ইস্যুকে কেন্দ্র করে এমন বিবাদ নজিরবিহীন বলেই মনে করছেন অনুরাগীরা।