সৎসঙ্গ ও আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ পাঠে মানসিক তৃপ্তি। কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ থেকে উপকৃত ... বিশদ
তপন ব্লকের ৪ নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর স্কুল পাড়া মোড় থেকে সুহরি আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার। গ্রামের ভিতরে ১০০ মিটার পাঁচ বছর আগে ঢালাই হলেও বাকি অংশ কাঁচা। রাস্তার ধারে পুকুর থাকায় পাড় ভেঙে সরু হয়ে গিয়েছে রাস্তাটি। যে রাস্তা দিয়ে এক সময় ট্রাক্টর ও অন্যান্য গাড়ি ঢুকতে পারত, এখন আর পারে না। এলাকার বাসিন্দা বিক্রম সরকার বলেন, রাস্তা এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্সও ঢোকে না গ্রামে। রোগীকে কাঁধে করে মেইন রোডে নিয়ে যেতে হয়।
গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির অনিমা ওরাওঁ বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সহ বিডিও অফিসে সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা হয়নি। তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন, আমাদের কাছে লিখিত আবেদন করলে রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়া হবে।
গ্রাম পঞ্চায়েত সদস্য এবং জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর দাবি, এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির বলে রাস্তাটি পাকা হচ্ছে না। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত রঞ্জন ধর। বলেছেন, তৃণমূল দলীয় প্রতীক দেখে কাজ করে না। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তা পাকা করে দেওয়া হচ্ছে। ওই রাস্তাটিও পাকা করে দেওয়া হবে।
(তপনের সুহরি আদিবাসী পাড়ার কাঁচা রাস্তার বেহাল দশা। চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা।-নিজস্ব চিত্র)