ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি। ... বিশদ
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সোমবার আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৩ বছরের রজনীকান্ত। তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছিল, অভিনেতার শরীরের কোনও এক অংশের ধমনীতে সামান্য ফোলাভাব লক্ষ্য করা গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে জানা যায়, গত ১ অক্টোবর রজনীকান্তের অস্ত্রোপচার করা হতে পারে। এরপর সেদিন সন্ধ্যায় বুলেটিন প্রকাশ করে হাসপাতাল। তাতে জানানো হয়, রজনীকান্তের ধমনীতে একটি ফোলাভাব ছিল। যা অভিনেতার হৃদপিণ্ডের প্রধান রক্তনালীতে সমস্যা সৃষ্টি করছিল। কিন্তু অস্ত্রোপচার ছাড়াই এই চিকিৎসা সম্ভব হয়। ট্রান্সক্যাথেটার পদ্ধতির সাহায্যে চিকিৎসা করা হয় তাঁর। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট চিকিৎসক থালাইভার চিকিৎসা করেন। পাশাপাশি বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর অনুরাগীদের জানিয়েছিল, রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী দু'দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে।