ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি। ... বিশদ
পাশাপাশি, ডেনমার্ক সহ একাধিক রাষ্ট্রকে কার্নিভালে আমন্ত্রণ জানানো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন জেলা প্রশাসন ও পুলিসের উদ্যোগে ক্লাব কর্তা, জনপ্রতিনিধিদের নিয়ে শ্রীরামপুরে একটি বৈঠক হয়। সেখানেই পুজোর কার্নিভালকে আন্তর্জাতিক করার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। শ্রীরামপুরে ডেনমার্কের বাণিজ্য বসতি ছিল। আবার হুগলির চন্দননগর ও চুঁচুড়ায় ফরাসি ও ডাচদের কলোনি ছিল। সেই কারণে বিদেশি রাষ্ট্রকে কার্নিভালে আমন্ত্রণ জানানো নিয়ে কথাবার্তা হয়েছে। জেলাশাসক বলেন, ‘মহকুমা সদর শ্রীরামপুরে কার্নিভাল করার সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন পরামর্শ আমরা প্রস্তাব আকারে নিয়েছি। ১৮টি পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে।’ প্রশাসনিক বৈঠকে ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে শ্রীরামপুরের ১০টি, উত্তরপাড়ার তিনটি এবং ডানকুনির একটি পুজো কার্নিভালে থাকবে। বৈদ্যবাটি ও কোন্নগরের দু’টি করে পুজো কমিটিও শোভাযাত্রা নিয়ে আসবে। শ্রীরামপুর সাবেক দিনেমার কলোনি ছিল। সেই কারণে ডেনমার্ক সহ একাধিক বিদেশি রাষ্ট্রকে কার্নিভালের জন্য আমন্ত্রণের পরিকল্পনা হয়েছে।’