ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি। ... বিশদ
পুজোর মুখে শনিবারও বৃষ্টি অব্যাহত থাকায় সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের উদ্বেগ বাড়ছে। তবে আবহাওয়াবিদরা আশ্বস্ত করেছেন, রবিবার থেকে রাজ্যে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগ পরিস্থিতির আশঙ্কা এখনও পর্যন্ত নেই। কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটির প্রভাব এ রাজ্যে খুব একটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে পুজোর আগে বাংলা থেকে বর্ষাকাল বিদায়ের আশা খুব একটা নেই। দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া যেভাবে এগচ্ছে, তাতে এ রাজ্যে পুজোর দিনগুলিতেও আবহাওয়াগতভাবে বর্ষাকাল থাকবে বলে মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে পুজোর সময় কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পও বেশি মাত্রায় আছে। তাই পুজোর সময় ভ্যাপসা অস্বস্তিকর গরম থাকবে। শনিবার ঘূর্ণাবর্তটির অবস্থান ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে। উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি এর সঙ্গে মিশে যায়। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্ত হয়ে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। সেই কারণে এদিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত ঝিরিঝিরে বৃষ্টি চলে। বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১১.৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিন।