ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি। ... বিশদ
৪০ নম্বর ওয়ার্ড থেকে মহম্মদ সোনাউল্লা ফোনে মেয়রকে জানান, তাঁদের এলাকায় মসজিদের পাশে রাস্তাটি এখনও বেহাল হয়ে রয়েছে। ৩০ নস্বর ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দা আদেশ চক্রবর্তী বলেন, পুজো এসে গেল। অনেকবার বলার পরও বেহাল সত্যেন বোস রোড এখনও সংস্কার হয়নি। ওয়ার্ড নম্বর ৪০ ওয়ার্ড থেকে আনোয়ার হোসেন বলেন, আমাদের এলাকার দুর্গানগরের রাস্তা এখনও সংস্কার হয়নি। ১ নম্বর ওয়ার্ড থেকে টিঙ্কু রাউত জানান, প্রায় চার মাস ধরে তাঁদের এলাকায় রাস্তা ভেঙেচুরে পড়ে রয়েছে। কিন্তু ভাঙা রাস্তা সারাই হয়নি।
মেয়র জবাবে নাগরিকদের বলেন, মাঝে ১৫ দিন নদী থেকে বালি-পাথর তোলা বন্ধ ছিল। তারপর বৃষ্টি নামে। তারমধ্যেও কাজ হচ্ছে। কিছু বড় কাজ রয়েছে। বকেয়া বিলের জন্য এজেন্সি কাজ নিতে চাইছে না। আমরা সরকার থেকে যেটুকি পাচ্ছি তা দিয়ে কাজ চলছে। তারপরেও নিজস্ব তহবিল থেকে কাজ করছি।
অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, পুজোর আগে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। এ ধরনের ভাঙা ও বেহাল রাস্তা সংস্কারের নব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছে। কিছু কাজের ক্ষেত্রে
ওয়ার্ক অর্ডার পরও ঠিকাদাররা কাজ হাতে নিচ্ছেন না। তবে সবমিলিয়ে পুজোয় বেহাল রাস্তা নিয়ে নাগরিকদের যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য আমরা সজাগ রয়েছি। সেই মতো কাজও চলছে। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা। - নিজস্ব চিত্র।