ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি। ... বিশদ
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা জ্যোৎস্না সরকার আলিপুর আদালতে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত এক অন্তর্বর্তী রায়ে মাসে ছ’হাজার টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ, গত সাতমাস ধরে টাকা দেননি ছেলে। সম্প্রতি বৃদ্ধা ফের আদালতের দ্বারস্থ হন। শনিবার ছিল শুনানি। অসুস্থ থাকায় জ্যোৎস্নাদেবী আসতে পারেননি। তাঁর আইনজীবী ছিলেন আদালতে। বিচারক অভিযোগ শোনার পর সমীরবাবুকে বলেন, ‘শুধুমাত্র নিজের ও ছেলে‑মেয়ের স্বার্থ দেখবেন না। তাতে আপনার ভালো হতে পারে না। অভাব‑অনটন থাকলেও বৃদ্ধ বাবা‑মাকে কখনই বোঝা ভাববেন না। তাঁদের দেখভাল করাও আপনার গুরুদায়িত্ব।’ সমীর বলেছেন, ‘এ নিয়ে আমি কোনও কথা বলব না।’