আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
আজ সকালে বিয়ের সাজে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারকা নবদম্পতি। সেখানে তাঁরা লিখেছেন, তুমিই আমার সূর্য, তুমিই আমার চাঁদ, তুমিই আমার জীবনের সমস্ত তারা। দু’জনের সাজপোশাকেই আগাগোড়া দক্ষিণী ছোঁয়ার দেখা মিলেছে। দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে এই শুভ পরিণয় সম্পন্ন হয়। বলাবাহুল্য, অদিতি এবং সিদ্ধার্থের চুপিসাড়ে এই বিয়ে তাঁদের অগণিত ভক্ত এবং বন্ধুদের যথেষ্ট অবাক করেছে। বিয়ের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তাঁদের বন্ধু এবং অনুরাগীরা ভালবাসা, শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
উল্লেখ্য, অদিতি এবং সিদ্ধার্থ দুই তারকারই এটি দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে সত্যদীপ মিশ্রর সঙ্গে বিবাহ হয় অদিতির। তবে বিভিন্ন কারণে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। অন্যদিকে, ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু ছ’বছর পর তাঁদের সম্পর্কও ভেঙে যায়। শোনা যায়, তারপর থেকেই অদিতি এবং সিদ্ধার্থের প্রেম শুরু হয়। আজ শুভ পরিণয়ের মাধ্যমে তাঁদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন এই তারকা দম্পতি।