আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
যে নোটিস পাঠানো হয়েছে সেখানে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সদস্য হিসেবে হরনাথ চক্রবর্তী, অঞ্জন দত্ত, অশোক বিশ্বনাথন, পরমব্রত চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ পালোধি, অদিতি রায়, তথাগত মুখোপাধ্যায়, অপর্ণ সেন, সুদেষ্ণা রায়, সুব্রত সেন, কমলেশ্বর, তথাগত মুখোপাধ্যায় সহ একাধিক পরিচালকের নাম রয়েছে। পরিচালকদের পক্ষ থেকে আইনজীবী সৌমভ মুখোপাধ্যায় আইনি লড়াই লড়বেন।
পরিচালক হরনাথ চক্রবর্তী এ বিষয়ে বলেছেন, ‘৬০ শতাংশ বলতে কাকে কাকে বোঝানো হল। ৬০ শতাংশের মধ্যে কি আমিও পড়ি? অন্য কোন পরিচালকরা পড়েন? অনেকেই তো রয়েছেন। তার জন্যই ডিরেক্টর্স গিল্ডের থেকে প্রতিবাদ চিঠি গিয়েছে। সমস্ত ইন্ডাস্ট্রিতেই এমন একজন-দু’জন থাকেন। তাঁদের জন্য গোটা ইন্ডাস্ট্রিকে এমন বদনাম করা কি ঠিক? এতজনকে দোষারোপ করা কি উচিত?’ ফেডারেশন সভাপতি অবশ্য বিষয়টি ‘আইনি পথেই’ দেখবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি যৌন হেনস্তা এবং অশালীন-অনৈতিক আচরণের ঘটনা রুখতে, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের রক্ষাকবচ হিসেবে ‘সুরক্ষা বন্ধু’ কমিটি তৈরি করা হয়। যেখানে লিখিতভাবে বা ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।