আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
সাফল্য
‘তাজ’, ‘জি করদা’র মতো সফল সিরিজের নায়ক অসীম। তাঁর কাছে সাফল্যের সংজ্ঞা কী? অভিনেতার উত্তর, ‘আজ পর্যন্ত কোনও কাজ করে আমার কখনও মনে হয়নি যে, সেটা করা উচিত হয়নি। ফলে যে কাজই করেছি, তাতে আনন্দ পেয়েছি। আমার কাছে এটাই সাফল্য।’ ‘কঁহা শুরু কঁহা খতম’ ছবির শ্যুটিং অভিজ্ঞতাও অসীমকে সমৃদ্ধ করেছ। তাঁর কথায়, ‘শ্যুটিংয়ে কাজ এবং কাজের অবসরে সহজ সম্পর্ক ছিল সকলের সঙ্গে। সেকারণেই আনন্দ ছিল। রাকেশ বেদি, সুপ্রিয়া পিলগাঁওকরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।’
অর্থের টানে
কেরিয়ারের শুরুর দিকে অর্থের প্রয়োজন অনেক বেশি ছিল অসীমের। সেকারণেই টেলিভিশন শো করেছেন। তিনি বলেন, ‘টাকার প্রয়োজনে আমি দু-একটা টেলিভিশন শো করতে বাধ্য হয়েছি। পকেটে টাকা এলে স্থিতিশীলতা আসে। আর ‘না’ বলার ক্ষমতাও আসে। টাকা না থাকলে কাজের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। আর্থিক দিক থেকে পরিবারের কোনও সঞ্চয়ও ছিল না। তাই আমার আর্থিক নিরাপত্তার প্রয়োজন ছিল।’
অডিশন
বলিউডে কাজের সুযোগ পাওয়া অসীমের ক্ষেত্রে খুব সহজ ছিল না। তিনি জানান, একটা সময় প্রতিদিন তিন-চারটে করে অডিশন দিতেন। প্রত্যাখ্যানকে গ্রহণ করতে শিখেছেন সেই অভ্যেস থেকেই। ‘মাসে প্রায় ৫০টা অডিশন দিতাম। সুযোগ পেতাম না। আমি ভাবতাম আমি আমার কাজ করেছি, পাওয়া বা না পাওয়া সেটা আমার ভাগ্য।’ তাঁর কেরিয়ারের প্রথম ছবি ‘তুম বিন ২’। ‘শুনেছি, ওই ছবিটার জন্য অন্তত ৫০০ জন অডিশন দিয়েছিলেন। সেখানে সুযোগ পেয়ে আমার মনে হয়েছিল, আমাকে নির্বাচন করা হয়েছে, এটা আমার ভাগ্য এবং পরিশ্রমের ফল’, বলেছিলেন অসীম।
অন্তহীন প্রতিযোগিতা
যে কোনও পেশায় প্রতিযোগিতা স্বাভাবিক। তা নিয়ে ভাবনাচিন্তা করে সময় নষ্ট করতে চান না অসীম। তিনি বললেন, ‘প্রতিযোগিতা যতক্ষণ নিজের সঙ্গে, ততক্ষণ ভালো। কিন্তু অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নামলে মুশকিল। কারণ এই প্রতিযোগিতা অন্তহীন।’