আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
আর দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেনের রূপকারের এই টুইটেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তার মর্মার্থ, সম্ভবত বন্দে ভারত স্লিপার ট্রেনের এসি ফার্স্ট ক্লাস এবং এসি সেকেন্ড ক্লাসের কোনও কোচই তৈরি হয়নি। অর্থাৎ, এক্ষেত্রে একটি কুমির ছানাকেই বারবার দেখিয়ে বাজার গরম করা হচ্ছে। ফলে রেলমন্ত্রীর ঘোষণা মতো এ বছরের শেষে শয়নযান বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রী পরিষেবা আদৌ শুরু হবে কি না, তা নিয়েই ঘোরতর সংশয় তৈরি হয়েছে। একইসঙ্গে এস মনির অভিযোগ, ছ’বছর আগে এর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এত বছর পরেও তা কার্যকর করা গেল না। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি রেল। মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তবে রেল বোর্ড সূত্রে সাফাই দেওয়া হয়েছে, পুরোটাই নির্ধারিত পরিকল্পনা মেনে হচ্ছে। মানা হচ্ছে সময়সীমাও। নির্দিষ্ট সময়েই যাবতীয় কাজ শেষ হবে। রেলমন্ত্রী সব জেনেবুঝেই ঘোষণা করেছেন।