আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
বিচার চাই বলে চেঁচালেই কি বিচার মেলে? শুধু রাস্তার মোড়ে মোড়ে উচ্চকিত স্লোগান তুললেই কি স্বর্গ থেকে বিচার নেমে আসবে? সুপ্রিম কোর্টের শুনানির আগের রাতে নিয়ম করে রাত ও ভোর দখলের কর্মসূচি, গান সঙ্গীত, কবিতা, রাস্তাজুড়ে শিল্পীদের তুলির টান। মানববন্ধন। এই আকাশছোঁয়া আবেগকে নিশ্চিতভাবে সম্মান করি। মনুষ্যত্ব আছে এমন সবাই আমরা বিচার চাই। দ্রুত অপরাধীর কঠোরতম শাস্তি হোক, প্রথম দিন থেকে রাজ্য সরকারও চায়। সেই লক্ষ্যেই নয়া বিলও পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। এটাও দেখতে হবে কলকাতা পুলিসের হাত থেকে তদন্ত নেওয়ার পর এখনও সামান্যতম কোনও ব্রেক থ্রু কি করতে পেরেছে কেন্দ্রীয় সংস্থা। ১১ বছর পর আবার যে সংস্থাকে ভর্ৎসনা করে দেশের সর্বোচ্চ আদালতকে বলতে হয়েছে, এবার অন্তত খাঁচা থেকে বেরিয়ে আসুন। স্বভাবতই এ হেন তদন্তকারী সংস্থা মানুষকে কতটা বিচার দিতে পারবে এবং কতদিনে, সেই সংশয় কিন্তু তৈরি হচ্ছে। ভয় একটাই, যদি বিচার না পাওয়া পর্যন্ত হাসপাতালে কর্মবিরতি চলে তাহলে গরিব মানুষের আরও কী শোচনীয় পরিণতি অপেক্ষা করছে! আবেগ স্বাগত, কিন্তু জেদ নয়। বিচার কিন্তু হাসপাতালের প্রতিটা রোগীরও ন্যায্য অধিকার। মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, চিকিৎসকরা সাড়া দেননি। সুপ্রিম কোর্টের নির্দেশ তাঁরা মানেননি। নির্বাচিত সরকারের উপর এই অবিশ্বাস ও সর্বোচ্চ আদালতের অবমাননার মুখে দাঁড়িয়ে বিচারের বাণী নীরবে নিভৃতে, না প্রকাশ্যে কাঁদবে তার জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই।
এই সংশয়ের কারণ সিবিআইয়ের হাতে ৭ হাজার মামলা ঝুলে। এর মধ্যে ৩৬১টি মামলা ২০ বছরের বেশি পুরনো। ৬৫৮টি আর্থিক দুর্নীতির মামলায় এখনও তদন্ত শেষ করতে পারেনি। এমনিতে ৯০ দিনে তদন্ত শেষ হওয়ার কথা। বহু ক্ষেত্রে বছরের পর বছর ধরপাকড়, চার্জশিট দেওয়ার পরও শেষে অভিযুক্তরা হয় বেকসুর খালাস হয়ে গিয়েছেন কিংবা সিবিআই নিজেই প্রমাণের অভাবে তদন্তে যবনিকা টানতে বাধ্য হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই আবার গুরুত্বপূর্ণ শুনানি। অনেক আশা আমাদের। একটা কিছু হবে। বিচারের দিকে অগ্রসর হওয়ার একটা ইঙ্গিত অন্তত মিলবে। কিন্তু গত ৯ সেপ্টেম্বরের শুনানিতে সিবিআই যখন সুপ্রিম কোর্টে বলল, তথ্য-প্রমাণ পেতে অসুবিধা হয়েছে। প্লেস অব অকারেন্স এবং অপরাধের সিন আমূল বদলে ফেলা হয়েছে। তথ্য নষ্ট করার চেষ্টা হয়েছে। তখন বুঝতে অসুবিধা হয় না, প্রথম থেকেই তারা তদন্তের চেয়ে ব্যর্থতা ঢাকার অজুহাত খুঁজতেই ব্যস্ত। এধরনের অনুসন্ধানে সিবিআইয়ের পেশাদার গোয়েন্দাদের দক্ষতা প্রমাণিত। সেই জন্যই তাঁদের এত দর। কোনও অপরাধীই সব তথ্য-প্রমাণ পরিপাটি গুছিয়ে রেখে যায় না। সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিচার পাইয়ে দেওয়াই কিন্তু সিবিআইয়ের দুঁদে গোয়েন্দাদের বিশেষত্ব। অথচ গত সোমবারের শুনানিতে সিবিআইয়ের স্বনামধন্য কৌঁসুলির গলায় বারবার ব্রেক থ্রুয়ের বদলে অজুহাতের সুরই প্রকাশ পাচ্ছিল। ঘরপোড়া গোরু বলেই বলতে বাধা নেই আর জি কর কাণ্ডে সরাসরি এখনও পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিসের হাতে। তিনি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআইয়ের হাতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন বটে, তবে তা স্রেফ দুর্নীতির মামলায়। তার সঙ্গে খুন কিংবা ধর্ষণের যোগ এখনও প্রতিষ্ঠিত হয়নি। তাহলে যে বিচারের দাবিতে গোটা নাগরিক সমাজ আজ পথে নেমেছে তারা কবে সুবিচার পাবে। আজ কাল পরশু... পুজোর আগে কিংবা পরে, বছর ঘুরে, কিংবা অর্ধদশক পরে!
অনুরোধ একটাই, প্রতিবাদ চলুক, কিন্তু দয়া করে পুজোর আগের বাজারটা নষ্ট করে দেবেন না। ৮০ হাজার কোটির ব্যবসা। চার বছর আগের কোভিড টানা দু’বছর বিক্রিবাটা স্তব্ধ করে দিয়েছিল। দিন আনা দিন খাওয়ারা এখনও সেই যন্ত্রণা, সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি। তার উপর মিছিল প্রতিবাদে পুজোর কেনাকাটা রোজ ব্যাহত হলে গরিব হকার ভাইদের বিচার দেবে কে? একজনকে বিচার দেওয়া মানে কি অন্যদের সঙ্গে অবিচার! তাও তো আর এক অন্যায়ের জন্ম দেবে! আবেগ থাকতে বাধ্য, নির্যাতিতার বিচারও নিঃসন্দেহে আমাদের সবার অগ্রাধিকার, কিন্তু সুবিচার কোনও মামলাতেই রাতারাতি মেলে না। প্রমাণ থাকলেও না, আর প্রমাণ না থাকলে তো কথাই নেই। বুকে হাত দিয়ে বলুন তো, কবে কোথায় ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছে? বিচার চাই। গত পাঁচ সপ্তাহ ধরে এই আওয়াজ তুলেই সমস্ত আবেগ দলা পাকিয়ে বুকে উঠে আসছে। নির্যাতিতার পরিবার, ডাক্তার, শিক্ষানবিশ ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজের এক সুর। কিন্তু আড়াল থেকে রাজনৈতিক উস্কানি কি নেই? ঘোলাজলে মাছ ধরতে কখনও সামনে, আবার কখনও আড়াল থেকে কারা সক্রিয়। পর পর নির্বাচনী রাজনীতিতে পরাজয়ের হতাশা কাটানোর অবলম্বন যদি একটা পৈশাচিক ঘটনা হয়, তাও কি সমর্থনযোগ্য? ফেসবুকে বেশ কিছু স্বনামধন্য ডাক্তারের প্ররোচনাই প্রমাণ করছে, শুধু বিচার নয়, আরও কিছু চাই! রাজ্যকে অশান্ত করতে পারলেই বিচার মিলবে তো?
১০০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তদন্তভার হস্তান্তর হয়েছে বলে সিবিআই আসল অপরাধীকে ধরতে পারবে না, এই তথ্য মানা যায়? নাকি বিশেষ কিছু করার নেই দেখেই চারদিন পর তদন্তভার নেওয়ার অজুহাত খাড়া করা হচ্ছে সচেতনভাবে। কোন ঘটনায় সিবিআই দু’ঘণ্টার মধ্যে তদন্তের দায়িত্ব পেয়েছে? চাঞ্চল্যকর শিনা বোরা হত্যাকাণ্ডটি ঘটেছিল ২০১২ সালের এপ্রিল মাসে। সিবিআই তদন্তে যুক্ত হয় তিন বছর পর ২০১৫ সালে। দীর্ঘ তিন বছর পর। এতদিন কি প্লেস অব অকারেন্স (পিও) অক্ষত ছিল? অপরাধের সিন? বাস্তবের মাটিতে এটা হতে পারে? প্রথম চার্জশিট দেওয়া হয় আরও দু’বছর পর ২০১৭ সালে। চার্জশিট দিতে এতটা সময় লাগল কেন? এই মামলায় শিনার বাবা-মা গ্রেপ্তার হয়েছিলেন। তাঁদের গাড়ির ড্রাইভারের দেওয়া বয়ান থেকেই কিনারা করা গিয়েছে বলে সিবিআই দাবি করেছিল। কিন্তু এতকিছুর পরও এখনও দোষী সাব্যস্ত হয়ে কারও ফাঁসি কিংবা যাবজ্জীবন হয়েছে শুনেছেন? উল্টে সিবিআই নিজেই রণেভঙ্গ দিয়েছে যথেষ্ট প্রমাণের অভাবে। একে একে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। দু’বছর আগে শিনার মা ইন্দ্রাণী মুখার্জি ছ’বছর কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে যান। ফাঁসি তো দূর অস্ত নিদেনপক্ষে কারও যাবজ্জীবন পর্যন্ত হয়নি।
হালের আর এক রোমহর্ষক ধর্ষণ ও খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটে যোগীরাজ্যে। হাতরাসে ১৪ সেপ্টেম্বর ২০২০। সিবিআই তদন্তের দায়িত্ব পায় প্রায় সাতাশ দিনের মাথায় ১১ অক্টোবর। চারজন অভিযুক্তই গ্রেপ্তার হন। কিন্তু প্রায় তিন বছর মামলা চলার পর প্রমাণের অভাবে সিংহভাগ অভিযুক্তই বেকসুর খালাস। তাহলে কোন আক্কেলে হাতরাস মামলার তদন্তকারী দুই অফিসার সম্পদ মীনা এবং সীমা আহুজাকে আর জি কর কাণ্ডের তদন্তে যুক্ত করা হল? এই প্রশ্নও কিন্তু উঠছে নাগরিক সমাজে। এরাজ্যে রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে হালের শিক্ষা, খাদ্য, গোরু পাচারের মতো গুরুত্বপূর্ণ কোন মামলায় সিবিআই ব্রেক থ্রু করতে সমর্থ হয়েছে? এককথায় উত্তর, একটি ক্ষেত্রেও নয়। কিছু গ্রেপ্তার হয়েছে মাত্র। তারাও একে একে ছাড়া পাচ্ছেন। গত সপ্তাহে অনুব্রত কন্যা ও মানিক ছাড়া পেয়ে গিয়েছেন। সিবিআইয়ের মুখে ঝামা ঘষে জেল থেকে বেরিয়ে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, হেমন্ত সোরেন, মণীশ সিশোদিয়া। বোফর্স মামলা সম্ভবত এদেশের দুর্নীতির ইতিহাসে সবচেয়ে চর্চিত মামলা। সেখানেও সিবিআইয়ের অগ্রগতি শূন্য। দীর্ঘ প্রায় আড়াই দশক তদন্ত চালানোর পর এজেন্সি নিজেই মামলাটি গুটিয়ে নেওয়ার আবেদন করে আদালতে। ২০১১ সালে আদালতের অনুমতি নিয়ে সিবিআইয়ের পক্ষ থেকে মামলাটিকে ‘ক্লোজ’ করা হয়। এখানেই প্রশ্ন ওঠে, গালভরা তদন্তের নামে সিবিআইয়ের এই ট্র্যাক রেকর্ড সত্যি কি সুবিচার পাওয়ার উপযোগী? মুষ্টিবদ্ধ হাত বারবার আকাশের দিকে ছুড়লেও কোনও বিচার প্রক্রিয়া কিন্তু একদিনে শেষ হওয়ার নয়। তদন্ত হবে। অভিযুক্ত এক বা একাধিক যত জনই হোন তাঁদের বিরুদ্ধে চার্জশিট পেশ হবে। অভিযুক্ত যদি গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে। আদালত তা যুক্তিগ্রাহ্য মনে করলে তারপর ট্রায়াল। পক্ষে বিপক্ষে দীর্ঘ সওয়াল। যদি চার্জশিট দুর্বল হয় তাহলে বিচারপর্বেই জাল কেটে বেরিয়ে যাবেন অভিযুক্তরা। আর জি কর কাণ্ডে এখনও তদন্তই শেষ হয়নি। তার আগেই পদে পদে হোঁচট খাচ্ছে তদন্তকারী সংস্থা। এই ব্যর্থতার দায় কার?
কলকাতায় নাবালিকা হেতাল পারেখ খুন ও ধর্ষণের ঘটনাটি ঘটে ১৯৯০ সালে। গ্রেপ্তার হয় আবাসনের রক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়। দীর্ঘ
মামলা চলে। ধনঞ্জয়ের ফাঁসি হয় ১৪ বছর পর, ২০০৪ সালের ১৪ আগস্ট। এখন বলা হচ্ছে, ধনঞ্জয় নাকি আসল দোষী নন। মিথ্যা মামলা সাজিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার চেয়েও রোমহর্ষক ধর্ষণের ঘটনা ঘটে ২০১২ সালের ১৬ ডিসেম্বর। দিল্লিতে চলন্ত বাসের মধ্যে ধর্ষিত ও নির্যাতিত হন নির্ভয়া। সেদিনও গোটা দেশ উত্তাল হয়েছিল। প্রতিবাদের
ঢেউ দিল্লির সীমানা পেরিয়ে বিদেশেও আলোড়ন ফেলেছিল। কিন্তু বিচার পেতে লেগেছিল আট
বছর। ওই ঘটনায় চার অভিযুক্তের ফাঁসি হয় ২০২০ সালের মার্চ মাসে। সম্ভবত এটাই ভারতে এখনও পর্যন্ত শেষ ফাঁসির ঘটনা।
ধর্ষণের ঘটনার বাইরে জঙ্গি হামলা এবং দেশবিরোধী নাশকতার ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে গত দেড় দশকে তিন-তিনটি ফাঁসির সাজা দেওয়া হয়েছে। সংসদে হামলায় যুক্ত থাকার ঘটনায় আফজল গুরু, মুম্বই হামলার প্রধান চক্রী পাকিস্তানি অনুপ্রবেশকারী আজমল কাসব এবং ১৯৯৩ সালের মুম্বই হামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমন। মেমনের ফাঁসি হয় ঘটনার দু’দশক পর, ২০১৫ সালে। আফজল গুরু ছিলেন সংসদে হামলায় অন্যতম প্রধান চক্রী। তাঁর ফাঁসি হয় ঘটনার ১২ বছর পর, ২০১৩ সালে। আর মুম্বই শহরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার প্রধান ষড়যন্ত্রী হিসেবে কাসবের ফাঁসি হয় ২০১২ সালে, ঘটনার চার বছর পর।
এতগুলো ঘটনার উদাহরণ দিলাম একটাই কারণে। কোথাও বিচার কিন্তু রাতারাতি আসেনি। বছর পেরিয়ে দশক, দু’দশক, তারপরও পেরিয়ে গিয়েছে সময়। অনেক ক্ষেত্রেই বিচার যখন এসেছে তখন প্রথম দিনের চোখের জল শুকিয়ে গিয়েছে। রাজনীতির কুশীলবরা বদলে গিয়েছেন বেমালুম। কিন্তু এক্ষেত্রে? একটা বর্বরোচিত ঘটনাকে নাগরিক আন্দোলনের উনুনে তা দিয়ে সরকারকে নাস্তানাবুদ করার ছক। পিছন থেকে ইন্ধন জুগিয়ে বিচার পাওয়া নয়, চেয়ার দখলের ছক কোনওদিন সফল হতে পারে না। সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড মোটেই আহামরি কিছুই নয়। মনে রাখবেন, কনভিকশনের রেট আধ শতাংশেরও কম।