আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
মহারাষ্ট্রের নাগপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি সরকারের সড়ক পরিবহণমন্ত্রী। সেখানেই ওই বিস্ফোরক দাবি করেন গাদকারি। বলেন, ‘একটা মজার ঘটনা ঘটেছিল। একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানান, আমি প্রধানমন্ত্রী হতে চাইলে তাঁরা সমর্থন করবেন। পাল্টা জিজ্ঞাসা করি, আমাকে সমর্থন করবেন কেন? আর আমারই বা আপনাদের সমর্থন কেন দরকার পড়বে?’ প্রস্তাব প্রত্যাখান করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়া কখনই আমার জীবনের লক্ষ্য ছিল না। বরাবর সংগঠন ও দায়িত্বের প্রতি অনুগত থেকেছি। কোনও পদের জন্য তার সঙ্গে আপস করতে পারব না।’ কিন্তু যে ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে ওই প্রস্তাব দিয়েছিলেন, তাঁর নাম বা পরিচয় জানাননি গাদকারি।
রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবিরে অনেকেই গাদকারিকে মোদির প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তাছাড়া, সঙ্ঘের একটা বড় অংশও নাগপুরের সাংসদকে প্রশাসনের সর্বোচ্চ পদে দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে গাদকারির এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গ তুলেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চতুর্বেদীর কটাক্ষ,‘আসলে শীর্ষ পদে বসার ব্যাপারে নিজের ঐকান্তিক আকাঙ্খার কথা নীতিন গাদকারিজি এভাবে প্রকাশ করে ফেললেন। বিরোধীদের ঘাড়ে বন্দুক রেখে তিনি আসলে মোদিকেই বার্তা দিচ্ছেন।’
উদ্ধবের দলের এই নেত্রী আরও বলেছেন, ‘ইন্ডিয়া মঞ্চে দেশকে নেতৃত্বদানের মতো অনেক নেতা রয়েছেন। তাই জোটের বিজেপি থেকে কাউকে ধার করার কোনও প্রয়োজনই নেই।’