আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ
শনিবার রাতে বৃষ্টির পরই শিলিগুড়িতে গরমের দাপট কিছুটা কমে। সকালে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়। দুপুরেও কয়েক পশলা বৃষ্টি হয়। তাই গরমের দাপট ছিল না। এই অবস্থায় বিকেল হতেই হিলকার্ট রোড, হংকং মার্কেট, বিধান মার্কেট, বিধান রোড, হকার্স কর্নার, জংশন মার্কেট, এসজেডিএ মার্কেট সর্বত্র বাজারে ছিল ক্রেতার ভিড়। এমনকী বর্ধমান রোড, সেভক রোড ও মাটিগাড়ার সিটিসেন্টারে শপিংমলেও ছিল ভিড়। জামা, চটি-জুতো সহ প্রসাধনী সামগ্রী কেনেন অনেকেই।
কেউ কেউ বলেন, পুজোর তিন সপ্তাহ বাকি। বিভিন্ন দোকান ঘুরে চলতি ফ্যাশন, জামা, জুতো, শাড়ি সহ পোশাকের সংগ্রহ সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। বিশ্বকর্মা পুজোর পর কেনাকাটা করব। হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সনৎ ভৌমিক বলেন, বাজারে ভিড় হলেও কেনাকাটা সেভাবে জমেনি। বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মুহুরি বলেন, বিশ্বকর্মা পুজোর পর বাজার জমবে বলেই আশা করছি।
আবহাওয়া অনুকূল হওয়ায় কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে ক্রেতাদের ভিড় ছিল। বিশেষ করে ছোটোদের পোশাক, জুতো, মেয়েদের প্রসাধনী সামগ্রীর দোকানে ভিড় ছিল নজরকাড়া। দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জের বাজারের ছবিটাও ছিল একইরকম। স্থানীয়রা বলেন, শনি থেকে সোমবার পর্যন্ত ছুটি। মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। তাই সময় নিয়ে প্রথম পর্যায়ের কেনাকাটা সারছি। জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, পুজোর বাজার জমতে শুরু করেছে। টানা কয়েকদিন ছুটি ও আবহাওয়া ভালো থাকায় ক্রেতারা বাজারমুখী হয়েছেন।
আলিপুরদুয়ারের বাজারও ছিল জমজমাট। দিনভর রোদের তেজ ছিল না। মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে ঠান্ডা হাওয়া থাকায় বাজারে ভিড় করেন ক্রেতারা। মাড়োয়ারিপট্টি, বাটা মোড়, শামুকতলা রোড, সুপার মার্কেট, নিউ টাউন, মাধব মোড়, কলেজ হল্টের পোশাকের দোকানে ভিড় ছিল। তবে শপিংমলগুলিতে ভিড় কিছুটা কম ছিল। আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সন্দীপ ভার্মা বলেন, ঠান্ডার আমেজ থাকায় বাজারে ভিড় করেন ক্রেতারা। তবে জলপাইগুড়িতে এদিন বাজারে তেমন ভিড় ছিল না। জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ শা বলেন, বিশ্বকর্মা পুজোর পর পুজোর বাজার জমবে বলেই আশা করছি।
( শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে ভিড়। - নিজস্ব চিত্র। )