Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কঠিন সময়ে সুগার কন্ট্রোল

পরামর্শে এসএসকেএম হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডাঃ শুভঙ্কর চৌধুরী

অনিয়ন্ত্রিত সুগারে বিপদ বেশি
ডায়াবেটিস থাকলেই করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি এমন তথ্য সর্বৈব ভুল। সুস্থ মানুষ এবং সুগার রোগীর সংক্রমণ হওয়ার আশঙ্কা সমান সমান। তবে হ্যাঁ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীর দেহের অভ্যন্তরীণ অঙ্গ দুর্বল হয়ে পড়ে। ফলে করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত হয়ে পড়লে তাঁর শারীরিক জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে! অতএব চিকিৎসকের বলে দেওয়া নিয়ম মেনে চলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলেই করোনার সঙ্গে লড়াইও সহজ হবে।

কেমন লড়াই?
লড়াইয়ের জন্য দরকার দুটি বিষয় মেনে চলা—
ক্যালরি মেপে খাবার খাওয়া ও এক্সারসাইজ করা।
ডায়েট: সাধারণ শাকসব্জি, মাছ, ডাল পরিমিত ভাত অথবা রুটি খেয়ে সুগার নিয়ন্ত্রণে রাখা যায়। তবে প্রতিরোধ ক্ষমতা যাতে না কমে, তার জন্য পাতে প্রোটিনজাতীয় খাদ্য অর্থাৎ ডিম, মাছ, মাংস, ডাল, সোয়াবিন পর্যাপ্ত মাত্রায় রাখতে হবে। কারণ প্রোটিনজাতীয় খাদ্য দেহের রোগপ্রতিরোধী ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সাইট্রাসজাতীয় ফলে ভিটামিন সি থাকে। তাই পাতি লেবু, কমলা লেবু, মুসুম্বি খেতে পারেন রোগী।

শরীরচর্চা
বাড়িতেই একজায়গায় দাঁড়িয়ে জগিং করার মতো ডান-পা, বা-পা ওপরে তুলে-নামিয়েও এক্সারসাইজ করা যায়।ঘাম ঝরানো যায় ওঠ-বোসের মতো এক্সারসাইজ করেও। এভাবে প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট এক্সারসাইজ করতে হবে।

টেনশন কমানো
দুশ্চিন্তা করলে শরীরে কর্টিজল নামে হর্মোন বেরয় যা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমায় দুশ্চিন্তা। তাই দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করার জন্য ধ্যান করতে পারেন। নিতে পারেন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শও।

ওষুধ ও ইনসুলিন
কোভিড পরিস্থিতিতে, গত কয়েকমাসে ওষুধ নিয়ে নানারকম সিদ্ধান্তহীনতা কাজ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে এসিই ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপটর ব্লকার নিয়ে সন্দেহ ছিল গবেষকদের মধ্যে। প্রথম দিকে বলা হচ্ছিল, এই ওষুধ সেবনকারীর কোভিড হলে শারীরিক জটিলতা বাড়ার আশঙ্কা আছে! অথচ পরবর্তীকালে গবেষণায় দেখা যায়, ওষুধগুলি হার্ট, কিডনি, ফুসফুসের সুস্থতা বজায় রাখতে সাহায্য করছে। ফলে ওষুধগুলি সেবনে রোগীর ক্ষতি নেই।

যখন ওষুধ অমিল
প্রেসক্রিপশনে যে ব্র্যান্ড নেমের ওষুধ লেখা আছে, তা দোকানে পাওয়া যাচ্ছে না জানাচ্ছেন বহু রোগী। প্রশ্ন হল সেক্ষেত্রে করণীয় কী? সাধারণত চিকিৎসকরা একই ওষুধ উলটেপালটে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডনেম-এর কিনে খেতে উৎসাহ দেওয়া দেন না।তার মূল কারণ হল, বায়ো অ্যাভেলেবিলিটি। অর্থাৎ যে ডোজের ট্যাবলেট রোগীকে দেওয়া হল, সেই ট্যাবলেট থেকে কত পরিমাণ ওষুধ রোগীর শরীরে ঢুকছে তার মাত্রা। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরা যাক ‘ক’ সংস্থার তৈরি ১০০ মিলিগ্রাম শক্তির ট্যাবলেটে মূল রোগের ওষুধ আছে ৯০ মিলিগ্রাম। আবার ‘খ’ সংস্থার তৈরি ১০০ মিলিগ্রাম শক্তির ট্যাবলেটে মূল রোগের ওষুধ রয়েছে ১১০ মিলিগ্রাম! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, দুটি ওষুধই রোগীর জন্য কার্যকরী। ট্যাবলেট প্রস্তুতের ক্ষেত্রে এটুকু বেশি বা কম মাত্রায় ওষুধ রাখা যায়। অর্থাৎ নিয়ম অনুযায়ী, মোটামুটি প্রতি ১০০ মিলিগ্রাম শক্তির ট্যাবলেটে ৯০ থেকে ১১০ মিলিগ্রাম মূল ওষুধ ব্যবহার হলে বুঝতে হবে, ওই ব্রান্ডগুলি ওষুধের গুণগত মান বজায় রাখছে। তবে সম্পূর্ণ অপরিচিত কোনও সংস্থা কেমন ওষুধ তৈরি করছে, তা সম্পর্কে অজ্ঞাত থাকলে মুশকিল।
এছাড়া ট্যাবলেট তৈরির সময় মূল ওষুধ ছাড়াও অন্যান্য উপাদান লাগে। ব্র্যান্ড নেম ভেদে এই উপাদানগুলিরও পরিবর্তন হয়। এইরকম নানা কারণে চিকিৎসকরা হুট করে ভিন্ন ব্রান্ডের ওষুধ রোগীকে প্রেসক্রাইব করেন না।তবে একান্তই নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধ না পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্য সংস্থার তৈরি একই ওষুধ খাওয়া যায়।

ইনসুলিন
২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে ইনসুলিন রাখতে পারলে ভালো হয়। তবে সবসময় তা সম্ভব নাও হতে পারে। তাই বলে দুশ্চিন্তা করার দরকার নেই। ঘরের সাধারণ উষ্ণতাতেও এক মাস পর্যন্ত ইনসুলিন ভালো থাকে। তবে খুব ভালো হয়, সরাসরি আলো, তাপ থেকে বাঁচাতে পলিথিনের প্যাকেটে ইনসুলিন রেখে প্যাকেটিটিকে একটি মাটির জালার ভেতর রাখতে পারলে।

সুগার টেস্ট
সম্ভব হলে সুগার মাপক যন্ত্রের সাহায্যে নিয়মিত রক্তে গ্লুকোজের মাত্রা দেখে একটা কাগজে লিখে রাখুন। তবে যাঁদের বাড়িতে এই সুবিধা নেই, তাঁরা ডায়াগনস্টিক সেন্টারে ফোন করতে পারেন। কোভিড সংক্রান্ত নিয়ম মেনে বাড়িতে এসে সেন্টারের স্বাস্থ্যকর্মীই নমুনা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন।
এছাড়া শারীরিক সমস্যা নিয়ে সরাসরি চিকিৎসকের চেম্বারে যেতে না পারলে টেলিমেডিসিন ব্যবস্থার সাহায্য নিন। ফোনে কথাও বলতে পারেন চিকিৎসকের সঙ্গে। এভাবেই সুস্থ থাকুন। ভালো থাকুন। ভয় দূরে রাখুন।
লিখেছেন সুপ্রিয় নায়েক
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
25th  June, 2020
লকডাউনে বাড়িতে হঠাৎ
আগুনে পোড়ার বিপদে কী করবেন? 

পরামর্শে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রূপনারায়ণ ভট্টাচার্য। 
বিশদ

02nd  July, 2020
করোনা জয়ী
চোয়াল শক্ত রাখুন, অর্ধেক
রোগ তাতেই সারবে 

দেশবন্ধু দাস: কর্মজীবনে সর্বদা সরকারি নীতি ও ব্যবস্থাপনার উপর ভরসা করে এসেছি। গত ৩১ মার্চ করোনা পজিটিভ জানার পর কোনওরকম হতাশ না হয়েই রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার উপর প্রচণ্ড আস্থাশীল ছিলাম।  
বিশদ

02nd  July, 2020
প্রাণচঞ্চল রাখুন ছোটদের 

পরামর্শে বিশিষ্ট মনোবিদ অমিত চক্রবর্তী।বাচ্চাদের অবসাদ হয় না— এখনও বেশিরভাগ মানুষ এই ধারণা রাখেন। যদিও বর্তমানে মনোবিজ্ঞান বলছে, সাত থেকে আট বছরের বাচ্চারও অবসাদ হতে পারে। তবে আশার কথা হল, ছোট বয়সে অবসাদে আক্রান্ত হওয়ার ঘটনা অনেকটাই কম।   বিশদ

02nd  July, 2020
ঝুঁকি নিয়েও নিজেকে
উজাড় করে দিচ্ছেন ডাক্তাররা 

প্রাণের ঝুঁকি নিয়েও নিজেকে উজাড় করে পরিষেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। বুধবার ছিল চিকিৎসক দিবস। এই উপলক্ষে একথা জানালেন দক্ষিণ কলকাতার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ পূজা সাউ।  বিশদ

02nd  July, 2020
ডিপ্রেসন কাটাবেন কীভাবে? 

ডায়াবেটিসের মতো মনের অসুখও এখন মহামারীর আকার নিয়েছে। ডিপ্রেসন বা অবসাদ সেগুলির মধ্যে একটি। এরই মধ্যে টানা লকডাউন এবং তার ক্ষতিকর প্রভাব পড়েছে মনে। অনেকেরই কিছু ভালো লাগছে না। উত্তর হাতড়ে যাচ্ছেন বর্তমান পরিস্থিতি থেকে মুক্তির। সামগ্রিকভাবে ডিপ্রেসন থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাঞ্জন পান। 
বিশদ

02nd  July, 2020
করোনা ডেকে আনছে সুগার?
উত্তর খুঁজছে চিকিৎসক মহল

বিশ্বজিৎ দাস, কলকাতা: করোনা ভাইরাসের সঙ্গে সুগারের কোনও সম্পর্ক আছে কি? এই প্রশ্নেই এখন শোরগোল পড়ে গিয়েছে বাংলা সহ গোটা দুনিয়ায়। আলোচনা আরও বেড়েছে বিখ্যাত নেচার পত্রিকার ২৪ জুন সংখ্যায় এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর। লেখাটি শুরুই হয়েছে কোভিড আক্রান্ত এক ১৮ বছরের তরুণের হঠাৎ করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা দিয়ে।
বিশদ

29th  June, 2020
করোনা ও ডেঙ্গু-ম্যালেরিয়ার
একসঙ্গে মোকাবিলা কীভাবে

রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। দু-এক পশলা বৃষ্টির হাত ধরে থাবা বসাচ্ছে বরাবরের শত্রু ডেঙ্গু। ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়াও যেন কোনও সময়ে ফেলতে পারে বিপদে। একইসঙ্গে এতগুলি রোগের সঙ্গে যুঝবেন কীভাবে? পরামর্শে মুকুন্দপুরের আরটিআইআইসিএস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অরিন্দম বিশ্বাস। বিশদ

25th  June, 2020
 লকডাউনে পেটের রোগ কী করবেন?

বর্তমানে শুধু করোনাতেই মানুষ আক্রান্ত হচ্ছেন, তা তো নয়। অন্যান্য শারীরিক সমস্যাতেও নাজেহাল। লকডাউন, মানসিক উত্তেজনা ও ব্যায়াম বন্ধ হওয়ায় অনিদ্রা ও বদহজম আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। পরামর্শে বিশিষ্ট গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ডাঃ সত্যপ্রিয় দে সরকার। বিশদ

25th  June, 2020
আপনার করোনা ঝুঁকি বুঝবেন কীভাবে?

 কোভিড ১৯-এর বাড়বাড়ন্ত মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করেছে। এমন কঠিন পরিস্থিতিতে প্রায় প্রত্যেকটি মানুষই চাতকের মতো জানতে চাইছেন তাঁদের সংক্রমণের ঝুঁকি কতটা। এই বিষয়ে মানুষকে প্রাথমিকভাবে সাহায্য করতে পারে ‘আরোগ্য সেতু’ অ্যাপ।
বিশদ

25th  June, 2020
রোগমুক্ত থাকতে
ধ্যান ও খালি হাতের ব্যায়াম

 শরীরচর্চায় দেহ থেকে ‘এন্ডোর্ফিন’ নামে ‘ফিল গুড হর্মোন’ নিঃসৃত হয়। ফলে মেজাজ ভালো থাকে। দুশ্চিন্তা কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীর থাকে চাঙ্গা, ফুরফুরে। আর ধ্যানের উপকারিতা? সে তো যুগ যুগ করে মানুষ পেয়ে আসছে। পরামর্শে বিশিষ্ট যোগবিশারদ প্রেমসুন্দর দাস। বিশদ

25th  June, 2020
করোনা হয়েছে তো কী,
এই তো দিব্য আছি! 

ডাঃ মেঘনাদ রায়: ৩০ মে, শনিবার সকালে একটু গলাব্যথা আর কাশি হচ্ছিল। ভাবলাম এ আর নতুন কী, প্রায়ই হয়। আগের দিন একটু ঠান্ডাও লেগেছিল। কাশি বাড়তে শুরু করল। একটা সময় এমন কাশি, কথা বলা যায় না! তাতেও অতটা সন্দেহ হয়নি। কারণ জ্বর ছিল না। 
বিশদ

18th  June, 2020
করোনা সঙ্কটে চোখের যত্ন 

পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সেক্রেটারি এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ রতীশচন্দ্র পাল। 
বিশদ

18th  June, 2020
লকডাউনে বাড়িতে চোট
আঘাত, সামলাবেন কীভাবে? 

পঞ্চম দফার লকডাউনে জরুরিভিত্তিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার প্রচেষ্টা হলেও, এখনও বহু মানুষই গৃহবন্দি। এই সময় বাড়িতে ছোট বড় সকলের চোট-আঘাত লাগতে পারে। এদিকে বহু ডাক্তারবাবুর চেম্বার বন্ধ। ফলে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। কীভাবে পরিস্থিতি সামলাবেন, জানাচ্ছেন পিজি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ আনন্দকিশোর পাল।  
বিশদ

18th  June, 2020
সুস্থ আর সতেজ থাকুন লেবুতে 

আন লক ফেজ ওয়ান শুরু হয়ে গিয়েছে। গৃহবন্দি জীবন ছেড়ে অনেকে বেরিয়ে পড়েছি কাজে। অতএব এই মুহূর্তে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করা চাই। ওষুধের সাহায্য ছাড়া, স্রেফ কিছু ঘরোয়া খাবারের ওপর ভরসা করেও বাড়িয়ে তোলা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। জানালেন পিয়ারলেস হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান সুদেষ্ণা মৈত্র নাগ। 
বিশদ

18th  June, 2020
একনজরে
সংবাদদাতা, বালুরঘাট: সর্পাঘাতে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার জলঘর গ্রাম পঞ্চায়েতের চকভাতশালা এলাকায়। মৃত ওই ছাত্রের নাম দেব সোরেন(১২)।   ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রতিবেশী দেশ চীন থেকে যে কোনও সময় শুরু হতে পারে সাইবার আক্রমণ। বিনা খরচে কোভিড পরীক্ষা করিয়ে দেওয়ার টোপ দিয়ে যে কোনও লোকের কাছে ই-মেল বা এসএমএস আসতে পারে।   ...

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লকডাউনের সুযোগে খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগ উঠছে। এই প্রবণতা বাড়ছে দেখেই রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র।   ...

সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার লালগোলা থানার নাটাতলা মোড় সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ তরল মাদক কোডাইন ফসফেট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম আনোয়ার শেখ। তার বাড়ি লালগোলা থানার তারানগরে।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শত্রুরা পরাভূত হবে। কর্মে পরিবর্তনের সম্ভাবনা। স্থাবর ও অস্থাবর সম্পদের জন্য ব্যয়-বৃদ্ধির যোগ আছে। কোনও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০২: স্বামী বিবেকানন্দের প্রয়াণ
১৯৩৪: নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরির মৃত্যু
১৯৯২: টেনিস খেলোয়াড় ইয়ুকি ভামরির জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.০৯ টাকা ৭৫.৮১ টাকা
পাউন্ড ৯১.৬৯ টাকা ৯৪.৯৯ টাকা
ইউরো ৮২.৬৫ টাকা ৮৫.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ৯৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ৪৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭, ১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮, ৯৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৯, ০৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ আষাঢ় ১৪২৭, ৩ জুলাই ২০২০, শুক্রবার, ত্রয়োদশী ২০/৪২ দিবা ১/১৭। জ্যেষ্ঠা ৪৭/৫০ রাত্রি ১২/৮। সূর্যোদয় ৫/০/৬, সূর্যাস্ত ৬/২১/২২। অমৃতযোগ দিবা ১২/২৭ গতে ২/৪৭ মধ্যে। রাত্রি ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৫২ মধ্যে পুনঃ ৩/৩/৩৫ গতে উদয়াবধি। বারবেলা ৮/২০ গতে ১১/৪১ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২১ মধ্যে। 
১৮ আষাঢ় ১৪২৭, ৩ জুলাই ২০২০, শুক্রবার, ত্রয়োদশী দিবা ১২/৫০। জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি ১২/২৭। সূযোদয় ৫/০, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ মধ্যে ও ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/০ মধ্যে। বারবেলা ৮/২১ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/২ গতে ১০/২২ মধ্যে। 
১১ জেল্কদ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শত্রুরা পরাভূত হবে। বৃষ: বিদ্যার্থীদের সামনে ভালো সুযোগ। মিথুন: কর্মে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯০২: স্বামী বিবেকানন্দের প্রয়াণ ১৯৩৪: নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরির মৃত্যু ...বিশদ

07:03:20 PM

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়াল 
মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ছাড়িয়ে গেল। শনিবার রাতে ...বিশদ

09:57:35 PM

বেলভেড়িয়া রোডে বহুতলে আগুন, অকুস্থলে দমকলের ৫টি ইঞ্জিন 

09:25:00 PM

গুলিবিদ্ধ উত্তর বারাকপুরের কাউন্সিলার 
উত্তর বারাকপুরের তৃণমূল কাউন্সিলারকে গুলি করে খুনের চেষ্টা। গুলিবিদ্ধ কাউন্সিলার ...বিশদ

09:23:35 PM

কর্ণাটকে করোনা পজিটিভ আরও ১,৮৩৯ জন, মোট আক্রান্ত ১১,৯৬৬ 

08:58:07 PM