ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
দেখলেন, কয়েক ধাপ সিঁড়ি, তার আগে মোটা কুশনের মস্ত এক পাপোশ। সিঁড়ির ধাপে, পাপোশের এপাশে ওপাশে অজস্র জুতো-চপ্পল রাখা। বাধ্য হয়ে চপ্পল খুলে সিঁড়িতে পা রেখেছেন কি রাখেননি, দরজা ঠেলে বাইরে বেরিয়েই হাঁ হাঁ করে উঠলেন এক ভদ্রলোক— ‘আরে দাদা, করেন কী! করেন কী!’
বটুবাবু থমকালেন। লোকটি সম্ভবত তাঁরই মতো, চোখ দেখাতে এসেছিলেন মনে হয়। কাজ হয়ে গেছে, বেরিয়ে আসছেন।
নিজের জুতোয় পা গলাতে গলাতে বলেন ভদ্রলোক— ‘এখানে মোটেই দু-পায়ের জুতো খুলে রাখবেন না দাদা! প্রচুর জুতো চুরি হয়। সাধ করে কি ওই নোটিস ঝুলিয়েছে?’
বটুবাব অস্ফুটে প্রশ্ন করলেন- ‘তবে?’
‘আসুন আমার সঙ্গে—।’ বলেই খপ্ করে তাঁর হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন ভদ্রলোক, যেদিক দিয়ে বটুবাবু ভেতরে প্রবেশ করেছেন সেই দিকে। যেতে যেতে বটুবাবু লক্ষ করলেন ভদ্রলোকের এক পায়ে জুতো, এক পা খালি।
নুড়ি বিছানো পথ, ধারে রেলিং ঘেরা কেয়ারি করা বাগান। কিছুটা গিয়ে রেলিংয়ের ফাঁকে হাত গলিয়ে একটা গাছের আড়াল থেকে আরেক পাটি জুতো বের করলেন ভদ্রলোক। আকর্ণ হেসে জানতে চাইলেন— ‘কী, কেমন বুদ্ধির কাজ করেছি? জুতো রাখবেন এভাবে। একপাটি উধার। একপাটি ইধার। নিন, একপাটি রাখুন এখানে।’
যন্ত্রচালিতের মতো বটুবাবু একপাটি গাছের আড়ালে সেঁধিয়ে দিলেন।
বেরিয়ে যাচ্ছিল লোকটা। বটুবাবু থামালেন— ‘তা দাদা, এরা চোখ কেমন দেখে? মানে আপনার অভিজ্ঞতা কী?’
‘ভালো! বেশ ভালো। আমি তো পাওয়ার চেক করালাম। ফিস মাত্র একশো টাকা নিল। কিন্তু দেখলাম, চশমা করাতে গেলে চার্জ অনেক বেশি।’
‘আমিও পাওয়ারটাই দেখাব বলে এসেছি। অনেকেই বলছে খুব ভালো চেক করে।’
‘আসলে এটা তো আই হসপিটাল! অপারেশন-টপারেশন সবই হয়। একটা বড় হাসপাতালের শাখা বলতে পারেন। কিন্তু ওই, জুতো ভিতরে রাখতে দেবে না! আর তাই বড় জুতো চুরি হয় মশাই!’
লোকটির বোধহয় তাড়া ছিল। ছটফটিয়ে চলে গেলেন। যাইহোক, মনে ভরসা নিয়ে দরজার বাইরে আরও একপাটি চপ্পল খুলে বটুবাবু ভিতরে প্রবেশ করলেন।
চোখ দেখিয়ে, চশমার বিভাগে কথা বলে সন্তুষ্ট হয়ে চশমার অর্ডার দিয়ে খুশি মনে বটুবাবু বাইরে এলেন। অনেক জুতোর ভিড়ে তাঁর একপাটি চপ্পল খোঁজ করতে গিয়ে গলদঘর্ম হয়ে গেলেন। পাচ্ছেন না! ধাঁধা লেগে যাচ্ছে। মিনিট পাঁচেক চেষ্টার পর মনে হল আরেক পাটি যেখানে রেখে এসেছেন সেটা পরে এসে খুঁজলে মিলিয়ে পাওয়া সহজ হবে! সেদিকে হাঁটা দিলেন।
সেই গোপন স্থানে হাত গলিয়ে ভীষণ চমক খেলেন বটুবাবু। এটা কীভাবে সম্ভব? একটা নয়, এখানে রয়েছে দু’পাটিই! তাজ্জব!
বাইরে বের করে এনে ভালো করে মেলালেন বটুবাবু। নাহ, কোনও ভুল নেই। পায়ে গলালেন। অনুভবে নিশ্চিত হলেন, তাঁর জুতো জোড়াই!
বাগান পেরিয়ে গেটের বাইরে বেরতে যাচ্ছেন, দাঁত বের করে মুখোমুখি দাঁড়াল এক চোয়াড়ে মতো ছোকড়া, ‘আপনার চটি দুটো পেয়েছেন তো জেঠু? আমি গুছিয়ে রেখেছিলাম।’
বটুবাবু থতমত। কী বলবেন ভেবে পাচ্ছেন না। আমতা আমতা করে শুধালেন— ‘তুমি কে বাবা?’
‘আমি মুস্কান। জুতো চোর।’
হাঁ হয়ে যান বটুবাবু। বলে কী! অবলীলায় একটা ছেলে দাঁড়িয়ে বলছে সে জুতো চোর?
‘অবাক হচ্ছেন তো জেঠু? অবাক হওয়ার কিছু নেই। কত লোক কত কিছু চুরি করে। আমি জুতো চুরি করি। এটা আমার ব্যবসা! এই ক্লিনিকে আমি পষ্ট বলে দিয়েছি, যদি জুতো চুরিতে বাধা দেবে তো অন্য কিছু চুরি করব। ব্যস, ভড়কে গেছে! রাস্তা সাফ।’
‘কিন্তু এতে তো ক্লিনিকের বদনাম হবে বাবা!’ এবার বটুবাবুর কথা ফোটে।
‘তা কেন? আমি কি আর সব জুতো চুরি করে নিচ্ছি? সব জুতো কি চুরি করার মতো? এই যে, যে লোকটা আপনাকে নিয়ে গিয়ে জুতো রাখাল, ওর জুতো চুরি করে পোষালে কি আমি ছেড়ে দিতাম? হাঁ, জুতা হল আপনারটা! ভালো কোম্পানির জুতো, ভালো দোকানের জুতো!’
বটুবাবু একবার নিজের পায়ের দিকে তাকালেন। ‘আমারটা তবে ছেড়ে দিলে কেন বাবা?’
আপনি তো টর্পেডোদা’-বুলেটদা’-রকেটদা’র বাবা! আমি আপনাকে চিনি। খুব ভালো লোক। সাদাসিধে মানুষ। আপনার নানারকমের ঘটনা নিয়ে একটা বইও আছে। আমার পরিবারের সবাই পড়েছে। আপনার জুতা চুরি করব? তাই করলাম না।’
‘তুমি আমার ছেলেদের চেনো?’
‘চিনি, কিন্তু কথা হয় না। ওনারা আমাকে চেনেন না।’
এবার ক্রমে ক্রমে বটুবাবু ধাতস্থ হচ্ছেন। জিজ্ঞাসা করে বসলেন— ‘আচ্ছা, আমি তো তোমাকে ত্রিসীমানায় কোথাও দেখিনি। তুমি কী করে এতসব লক্ষ করলে? কখন করলে?’
এই বাগ-বাগিচা ঘিরে আমার নজরদারি চলে জেঠু। ওদের যেমন ক্যামেরা আছে, আমারও তো কিছু আছে, নাকি?’ বলেই প্রসঙ্গ পরিবর্তন করলো মুস্কান নামের চোয়াড়ে- ‘তা, চোখের কী সমস্যা হল জেঠু? চোখ দেখালেন?’
‘ওই পাওয়ারের রুটিন চেক আপ আর কি! পাওয়ার বেড়েছে। চশমাও করতে দিলাম। বুধবার আসতে বলল।’
‘বেশ, আবার আসবেন। দেখা হবে জেঠু।’ ছেলেটি চলে যেতে উদ্যত।
পিছু ডেকে দাঁড় করালেন বটুবাবু- ‘একটা কথা ছিল বাবা!’
‘কী কথা, বলুন জেঠু—’
‘তুমি যদি আমার সব কথা জানো তো এটাও তো জানো বাবা, আমার নানারকম ভালোমানুষি নিয়ে সবাই হাসাহাসি করে। খুব বেশি করে তোমার জেঠিমা। আমাকে খুব ঠোকা দিয়ে কথা বলে। এই যে, ধর এই আজকের কথা, বাড়িতে বলব, তো কেউ বিশ্বাসই করবে না!’
‘একথা বাড়িতে বলবেন জেঠু?’
‘কী বল, বলব না! এই যে তোমার কত দক্ষতা, আবার আমার প্রতি এই যে মায়া! বলার কথা নয়?’
ছেলেটি একটু চুপ করে থাকে। তারপর জানতে চায়, ‘আমাকে কী করতে হবে জেঠু?’
‘আমি যেদিন চশমা নিতে আসবো, তোমার জেঠিমাকে নিয়ে আসব চোখ দেখাতে। সেদিন ওর জুতো জোড়া গায়েব করে দিতে হবে বাবা! ওকে আমি খালি পায়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাব।’
হেসে ফেলল চোয়াড়ে। জিভ কেটে বলল- ‘এ কী বলছেন জেঠু! জেঠিমার জুতো চুরি করব?’
‘হ্যাঁ বাবা, করতে হবে। তবেই তো পালটা কথা শোনাতে পারব আমি। ঠোকা দিয়ে ঠোকা দেওয়া বন্ধ করতে পারব।’
হাসতে হাসতে বলল চোয়াড়ে- ‘বেশ, তাই হবে। তবে ওনাকে হাঁটিয়ে নিয়ে যাবেন না কিন্তু। রিকশয় নিয়ে যাবেন।’
‘রিকশ ওকে নেয় না রে বাবা, এত মোটা মানুষ, তায় সঙ্গে আমি! দু’জন! টোটোয় চাপিয়ে নিয়ে যাব। আর বাড়ি নয়, জুতোর দোকান। জুতো কিনে তারপর ঢুকব। আগের জুতো তুমি নিও। তবু ওকে জব্দ করা চাই।’
‘বেশ।’ রাজি হল মুস্কান, ‘তবে বুধবার বললেন তো!’
‘হ্যাঁ, আগামী পরশু বুধবার।’ বটুবাবু উৎসাহিত। ফুটছেন।
বুধবার, ক্লিনিক থেকে বেরিয়ে দারুণ খুশি বটুবাবু। কথা রেখেছে মুস্কান। বিন্দুবাসিনীর চপ্পল গায়েব! তবুও দু-চার মিনিট খোঁজাখুঁজির একটা নিপাট অভিনয় করলেন।
পাওয়া গেল না দেখে ঝাঁঝিয়ে উঠলেন বিন্দুবাসিনী- ‘তোমার চটি নেয়নি মুখপোড়া চোরেরা, আমারটাই পছন্দ হল?’
পালটা দিলেন বটুবাবু, ‘হবে না? সাফসুতরো ঝকঝকে তকতকে দেখেছে, নিয়ে গেছে! তিন বছর আগে কেনা! চপ্পল পায়ে দাও তুমি? দিলে ড্যামেজ হতো, চোখও পড়ত না।’
‘আমি কোথায় বেরই যে চপ্পল ড্যামেজ হবে? এই তো কতমাস পর বাড়ির বাইরে পা দিলাম। প্রয়োজন পড়ে না, বেরই না। তোমার মতো? রিটায়ার্ড লাইফ! আরাম কর, তা না শুধু টো টো করে ঘোর!’
‘আমি প্রয়োজন ছাড়া ঘুরি না।’
‘এই তো আমাকে খামোখা এখানে টেনে আনলে! আমার চোখের পাওয়ার আন-চেঞ্জ! চশমাও বদলাতে হল না! তোমার দরকার তুমি বেরোও। মাঝখান থেকে চপ্পল জোড়া গেল!’
‘আরে বাবা, চেক না করালে বোঝা যেত তোমার পাওয়ার আন-চেঞ্জ? মাঝে মাঝে তো দেখে নেওয়া দরকার!’
‘আমার তো কোনও অসুবিধা ছিল না!’ বলতে বলতে নুড়ি পাথর বিছানো পথে পা রাখলেন বিন্দুবাসিনী। এক পা দু-পা করে হাঁটতে থাকলেন। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এল- ‘আঃ কী আরাম!’
বটুবাবু বেকুব। তবে কি তাঁর পরিকল্পনা মাঠে মারা গেল!
বিন্দুবাসিনী প্রসন্ন— ‘এমন পথে হেঁটেও সুখ! এমন রাস্তা পেলে আমি রোজ হাঁটতাম। চটি চুরি না হলে কি এই সুখ বুঝতে পারতাম? যে চটি চুরি করেছিস, বেশ করেছিস বাবা! বেঁচে থাক!’
বটুবাবু এদিক ওদিক দেখছেন। মুস্কান কি দেখছে? না দেখুক, শুনছে কি এসব?
সবেরই তো শেষ আছে। বিন্দুবাসিনীর হাঁটা পর্বও শেষ হল একসময়। বটুবাবু টোটো ডাকলেন। হুকুম করলেন- ‘হরগঞ্জ বাজার।’ ঝিরিঝিরি বৃষ্টিও নামল এইসময়।
অরবিন্দ রোডে প্রিন্স নামের দোকানের সামনে টোটো থামাতে বললেন। নিজে নেমে, বিন্দুবাসিনীকে নামাতে নামাতে বেশ ভিজে গেলেন দু’জন। এরপর রেলিং ঘেরা ফুটপাতের খোলা অংশ খুঁজে দোকানে পৌঁছতে ভিজে গেলেন আরও কিছুটা। ভিজল বটুবাবুর চপ্পলও। তাই দোকানে ঢুকতে যেতেই ‘জুতো খুলে, জুতো খুলে’ বলে দৌড়ে এল এক ছোকরা সেলসম্যান।
বটুবাবু সংকুচিত। একজনের পায়ে জুতো, অন্যজনের পা নিরাভরণ। যার পা নিরাভরণ, তিনি নিঃসঙ্কোচে পাপোশে পা মুছে দোকানে ঢুকে গেলেন। বটুবাবুও স্ত্রীকে অনুসরণ করলেন।
পছন্দের ব্যাপারে বিন্দুবাসিনী বরাবরই উদাসীন। যা হোক কিছু হলেই হল। তিনি সাদামাটা চপ্পলই চাইছিলেন। বটুবাবু বললেন- ‘তুমি তো নতুন চশমা নিতে চাইলে না। শ’ছয়েক টাকা বরাদ্দ ছিল। তবে দামি চপ্পল নিতে আপত্তি কী?’ বলে নতুন চশমা চোখে এঁটে গিন্নির হাল ফ্যাশনের একজোড়া চপ্পল পছন্দ করে কিনে দিলেন।
চপ্পল সরাসরি বটুগিন্নির পায়ে। বটুবাবু বললেন, ‘বাক্সের দরকার নেই।’
এখানেও মতের অমিল। বিন্দুবাসিনী বললেন, ‘দরকার আছে। ফাঁকা বাক্সই হাতে নাও।’
দরজা ঠেলে দোকানের বাইরে এলেন দু’জনে। বৃষ্টি থেমেছে। কিন্তু বটুবাবুর ছেড়ে রাখা চপ্পলকে ঝুপ্পুস ভিজিয়ে দিয়ে গেছে। চপ্পলে পা গলাতে যাচ্ছেন, হাঁ হাঁ করে উঠলেন বিন্দুবাসিনী- ‘চামড়ার জুতো! অ্যাত্তো ভিজেছে এখন পড়ে হাঁটলেই সল্যুশন খুলে যাবে।’
বটুবাবু থমকালেন।
পিছনে দাঁড়ানো সেলসম্যান ছোকরাকে হুকুম করলেন বটুগিন্নি- ‘অ্যাই খোকা, তোমার জন্যই তো এই দশা হল! দাও, চপ্পল জোড়া এই বাক্সে ভরে দাও।’
ভেজা চপ্পল ভরা বাক্স বয়ে ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে বটুবাবু ভাবতে থাকেন— তাঁর কপালটাই এমন! বিড়ম্বনা কখনও তাঁর পিছু ছাড়ে না। কাকে খালি পায়ে হাঁটিয়ে বাড়িতে ঢোকাবেন ভেবেছিলেন, আর এখন কে ঢুকবে!