ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য ... বিশদ
পিঙ্কি দে ১৫ বছর ধরে সার্কাসে খেলা দেখাচ্ছেন। বিভিন্ন রাজ্য ঘুরেছেন। প্রিয়াঙ্কা তখন ছোট। তাঁবুর মধ্যে এক কোণে দাঁড়িয়ে থাকত। হাঁ করে তাকিয়ে দেখত মায়ের দিকে। তারপর বায়না খেলা শেখাও। মায়ের হাত ধরে তা শিখলও। করতে করতে বয়স হয়ে গেল ষোল। এদিকে বাবা অসুস্থ। সংসারে অভাব। ক্লাস এইটে স্কুল ছেড়ে পাকাপাকি যোগ দিল সার্কাসে। বারুইপুরেই প্রথম দেখাল খেলা। প্রচুর হাততালি। এবছর আবার সেই বারুইপুরের রাসমাঠেই এসেছে। দুর্গাপুরের বড়জোড়ার বাসিন্দা তাঁরা। পিঙ্কি দের স্বামী ব্যান্ডে গান গাইতেন। এখন অসুস্থ। পিঙ্কি মামার কাছে সার্কাসের খেলা শিখেছিলেন। তিনি বলেন, ‘লকডাউনের সময় পেট চালাতে শাড়ি বিক্রির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে পর্যন্ত হয়েছে।’ এখন মা-মেয়ের দৌলতে হাল ফিরেছে সংসারের। প্রিয়াঙ্কা বলেন, ‘মায়ের খেলা দেখেই শিখেছি। কিছু ভুল হলে মা খুব বকে। দু’বছরে ভালো হিন্দি বলতেও শিখেছি।’ আর মা বলেন, ‘ওর বাবা অসুস্থ। মেয়ে খেলা দেখাতে ভালোবাসত। নিজের ইচ্ছেতেই এসেছে।’ আর জানালেন, যেখানেই থাকি ভোটের সময় ঠিক বাড়ি যেতে হয়। দর্শকরা খেলা দেখে আনন্দ পেলে তবেই এই লড়াইয়ের সার্থকতা।