Bartaman Patrika
হ য ব র ল
 

মহাকাশ মিউজিয়াম

আগামী ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস। তার আগে কলকাতার মুকুন্দপুরের মহাকাশ মিউজিয়াম ঘুরে এসে লিখলেন চকিতা চট্টোপাধ্যায়।

বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে...’
হ্যাঁ, মানুষের মনের এই ইচ্ছেই একদিন পূর্ণ  হয়েছিল, যেদিন মানুষ সত্যি সত্যিই উড়তে পেরেছিল আকাশে! তারপর উড়তে উড়তে পৌঁছে গিয়েছিল সেই সুদূর মহাকাশে। পা রেখেছিল এক্কেবারে চাঁদের মাটিতে! তোমরা যদি সেই রূপকথার রাজ্যে প্রবেশ করতে চাও, তাহলে চলে এসো যেকোনও শনি, রবি ও ছুটির দিন সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টার মধ্যে মুকুন্দপুরে অবস্থিত ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স পরিচালিত মহাকাশ মিউজিয়ামে। টিকিটের দাম মাথা পিছু একশো টাকা। তবে, ছাত্রছাত্রীরা স্কুল বা কলেজ থেকে দল বেঁধে এলে থাকে বিশেষ ছাড়। 
মিউজিয়ামটি উৎসর্গ করা হয়েছে প্রথম ভারতীয় তথা বাঙালি শূন্যে ভ্রমণকারী রামচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রথম রকেট-মেইল-পাইওনিয়ার আরও এক কলকাতাবাসী বিদেশি স্টিফেন হেক্টর টেলার স্মিথের নামে। ২০২৩ সালের ৪ ডিসেম্বর এটি উদ্বোধন করেছিলেন প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা।
মোট বারোটি ঘর আছে এই মিউজিয়ামে। যা সাজানো হয়েছে মূলত কেমনভাবে মহাকাশ অভিযান শূন্য থেকে শুরু করে আজকের জায়গায় এসে পৌঁছেছে সেই সম্পর্কিত তথ্যপ্রমাণ দিয়ে।
প্রথমেই আছে স্পেস রুম। এখানে রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির ডিজাইন করা এক কাল্পনিক উড়োজাহাজের নকশা! আছে সাইকেলের চেন ও প্যাডেল ব্যবহার করে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম যে এরোপ্লেনটি তৈরি করেছিলেন তার ফোটো ও মডেল। ১৭৮৩ সালের প্রথম বেলুনে ওড়ার ছবিও প্রদর্শিত হয়েছে এই রুমে।
রাশিয়ার স্পুটনিকের নাম তো শুনেছ? সেই স্পুটনিক কেমন দেখতে ছিল তা জানানোর জন্য এই রুমেই রাখা রয়েছে তার একটি মডেল। মহাকাশের বুকে ভেসে বেড়ানোর প্রথম কৃতিত্ব কিন্তু কোনও মানুষের নয়, রাশিয়ার পথকুকুর লাইকার! মহাকাশযানে চড়া অবস্থায় সেই লাইকার ছবিও দেখতে পাবে এখানে। আছে প্রথম নভশ্চর, যিনি মহাকাশে ভেসে বেড়িয়েছিলেন, রাশিয়ার সেই ইউরি গ্যাগারিনের ফোটো। আছে মহাকাশে ৪৩৮ দিন কাটিয়ে আসা ভ্যালেরি পালিয়াকভের ছবিও। সেই সঙ্গে আছে প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভার একটি দুষ্প্রাপ্য ফোটো তাঁর সই সমেত। 
স্পেসক্রাফ্টের ভেতরে মানুষ তো ভেসে থাকে। তাই ঘুমোনোর সময় স্লিপিং-ব্যাগের ভেতর ঢুকে নিজেদের স্ট্যারপ দিয়ে দেওয়ালের সঙ্গে বেঁধে রেখে ঘুমোতে হয়! এই রুমে দেখতে পাবে সেই অবস্থায় তোলা তাঁদের ছবি। আর মহাকাশ অভিযান ফেরত তেমনই একটি আসল স্ট্যারপও! এখানে আছে হ্যাভেলস টেলিস্কোপের মডেল, আদিত্য ওয়ানের মডেল এবং সাম্প্রতিকতম চন্দ্র অভিযানের অন্যতম আকর্ষণ ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’-এর মডেলও।
মিউজিয়ামের অ্যাপোলো রুমে দেখা পাবে অ্যাপোলো ইলেভেনের রেপ্লিকা। যেটি আসলটির থেকে মাত্র ২০ শতাংশ ছোট। তবে তার প্রতিটি নাট, জানলা ইত্যাদি হুবহু আসলটির মতোই! আসল যানটির একটি ছোট্ট টুকরোও এখানে রাখা আছে যা তোমরা ছুঁয়ে দেখতে পার। মহাকাশে মানুষকে যেহেতু শুয়ে শুয়ে পাড়ি দিতে হয়, তাই এই রেপ্লিকা-যানটির ভেতরে শায়িতভাবে রয়েছে মার্কিন নভশ্চর নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন ও মাইকেল কলিন্সের মডেল। অভিযানের আগে তাঁদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল, যেখানে শেখানো হয়েছিল প্যারাসুট ল্যান্ডিংয়ের পর যেকোনও পরিবেশে কেমন করে তাঁরা জীবনধারণ করতে পারবেন। প্রয়োজনে সাপের রক্ত খেয়ে, প্যারাসুটের কাপড় কেটে জামাকাপড় ও তাঁবু তৈরি করে কীভাবে বাঁচবেন, যতক্ষণ না তাঁদের উদ্ধার করা হচ্ছে। এই সমস্ত কিছুই ফোটোর মাধ্যমে দেখানো আছে এই রুমে। আছে মহাকাশচারীর পোশাক পরা নীল আর্মস্ট্রংয়ের মডেল। আছে চাঁদের মাটিতে প্রথম পা রাখার পর নীল আর্মস্ট্রংয়ের জুতোর ছাপের ফোটোও। 
চাঁদের মাটিতে পা রাখতে না পারলেও সেই মাটি কিন্তু তোমরা ছুঁয়ে দেখতে পার! এখানে রয়েছে সে ব্যবস্থাও! সঙ্গে রয়েছে মঙ্গলের মাটি স্পর্শ করার সুযোগও! শুধু কী তাই? আছে নীল আর্মস্ট্রংয়ের মাথার চুল স্পর্শ করার সুযোগ! স্বপ্নপূরণের এমন সুযোগ পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না?
এবার বলব তাঁদের সম্পর্কে, যাঁদের দু’জনের নামে এই মিউজিয়ামটিকে উৎসর্গ করা হয়েছে।
১৮৮৯ সালে রীতিমতো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সকলকে জানানো হয়েছিল যে, কলকাতার ‘নেটিভ’ বাবু রামচন্দ্র চট্টোপাধ্যায় বেলুনে চড়ে সেটা নিজের হাতে চালাবেন! এবং তা সকলের চোখের সামনেই! এ দৃশ্য দেখবার জন্য মানুষ দলে দলে টিকিট কেটে ভিড় জমিয়েছিল নারকেলডাঙার গ্যাস ওয়ার্কার্স গ্রাউন্ডে! মিউজিয়ামের একটি প্যাসেজে ডিসপ্লে করে রাখা আছে সে যুগের খবরের কাগজের বিজ্ঞাপনের সেই সব কাটিং। ১৮৮৯ সালের মে মাসে, নারকেলডাঙা থেকে বিকেল সাড়ে চারটের সময়, বাবু রামচন্দ্র চট্টোপাধ্যায় ‘হট-এয়ার’ বেলুনে চড়ে সাফল্যের সঙ্গেই ভাসতে ভাসতে চলে গিয়েছিলেন সোদপুর পর্যন্ত। সেখানে প্যারাসুটে করে ল্যান্ড করেছিলেন তিনি! সেই যুগে তো ফোটোগ্রাফের এত চল ছিল না, তাই তাঁর সেই ঐতিহাসিক উড়ে যাওয়ার এবং প্যারাসুটে চড়ে নামার সমস্ত দৃশ্যকে তাঁদের পটচিত্রের মধ্যে এঁকে রেখেছিলেন কালীঘাটের পট-শিল্পীরা! তাই সে দৃশ্যগুলো আজও অমর হয়ে আছে! এখানে এলে দেখতে পাবে সেই সব দুষ্প্রাপ্য ছবিও!
আর ছিলেন ভারতবর্ষের শিলংয়ে জন্ম নেওয়া প্রথম রকেট-মেইল-পাইওনিয়ার স্টিফেন হেক্টর টেলার স্মিথ। যিনি ১৯৩৪ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত তিনশো মেইল রকেট পাঠিয়েছিলেন কলকাতা থেকে ডায়মন্ডহারবার ও সাগরদ্বীপে! ডিসপ্লে করা আছে সেসব মেইলের ঠিকানা লেখা খাম ও স্ট্যাম্প। তিনি তাঁর মিসাইলে করে জামাকাপড়, ওষুধপত্র এমনকী মুরগির মতো জীবিত প্রাণীও ত্রাণ হিসেবে পাঠাতে সক্ষম হয়েছিলেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়!
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ওপর একটি তথ্যচিত্র এখানে দেখানো হয়। চোখে থ্রি-ডি চশমা পরে দেখে নিতে পার কেমন করে মহাকাশচারীরা স্পেস স্টেশনের ভেতর উড়ে বেড়ান, হাসতে হাসতে শূন্যে জলের ফোঁটা ভাসিয়ে দেন! এছাড়াও জানতে পারবে মহাকাশ সম্পর্কিত অনেক 
অজানা তথ্যও।
বিল্ডিংয়ের পাঁচতলা থেকে দড়ির সাহায্যে ঝোলানো আছে একটি ‘ফুকো-র পেন্ডুলাম’। ১২ ঘণ্টা অন্তর পৃথিবীর প্ল্যান অব রোটেশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পেন্ডুলামটির রোটেশনেরও পরিবর্তন হয়। সবটাই অক্ষাংশ আর দ্রাঘিমাংশের অনুপাতে। আগে এই পেন্ডুলামটিকে ঘড়ি হিসেবে ব্যবহার করা হতো। এর পাশেই রাখা আছে একটি জায়ান্ট স্পেস টেলিস্কোপের রেপ্লিকা।
স্পেস ইন্ট্রুমেন্ট রুমে রাখা আছে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন প্লেমোড, যেগুলো মহাকাশে গিয়ে আবার ফিরে এসেছে। আছে চাঁদে গিয়ে যে ‘এক্স রে-ডিটেক্টর’টি ফিরে এসেছিল, সেটি। আছে স্পেস শাটল। যা দিয়ে হ্যাভেল স্পেস টেলিস্কোপ সারানো হয়, আছে স্পেস এয়ারক্রাফ্টের একটি রেপ্লিকাও।
লিটারেচার-রুমে আছে যে সব পত্র-পত্রিকায় মহাকাশ অভিযানের খবর বিভিন্ন সময় বেরিয়েছিল সেগুলোর আসল কপি। মিউজিয়ামের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তীকে উপহার দেওয়া বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের লেখা অটোগ্রাফ সহ বইও আছে এই রুমে। আছে বিখ্যাত বিজ্ঞানীদের থ্রি-ডি ছবি। এখানে দেখতে পাবে স্বনামধন্য বিজ্ঞানী মেঘনাদ সাহার হাতে লেখা ডায়েরি! যার প্রতিটি পাতা স্ক্যান করে টাঙানো আছে দেওয়ালে! আছে সত্যেন্দ্রনাথ বসুর নিজের হাতে করা ক্যালকুলেশনের পাতাও!
টেলিস্কোপে চোখ রেখে আকাশ দেখতে চাও? সে ব্যবস্থাও আছে এখানে। শুধু তাই নয়, চাইলে এখানেই অর্ডার দিয়ে তৈরি করে নিতে পার, তেমনই একটি টেলিস্কোপ নিজের জন্য!
ফসিল রুমে ছুঁয়ে দেখতে পারবে সাড়ে চার হাজার কোটি বছর আগের ম্যাটিওর! আর একটি রুমে সম্পূর্ণ সৌরজগৎকে ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। এই পুরো মিউজিয়ামটি ঘুরে দেখতে এবং বুঝতে গাইড হিসেবে এখানকার রিসার্চ স্কলারদের পাওয়াটাও বাড়তি লাভ। 
ফেরার সময় স্মারক হিসেবে সংগ্রহ করার জন্য পাবে অ্যাপোলো-১১-এর মডেলটি। সেই সঙ্গে মহাকাশচারী রাকেশ শর্মার ছবি দেওয়া কফি মাগ আর টি-শার্ট। 
তাহলে মহাকাশকে ছুঁয়ে দেখতে দেরি না করে চটপট চলে যাও কলকাতার এই নতুন দর্শনীয় স্থান মহাকাশ মিউজিয়ামে!
18th  August, 2024
যারা রং বদলায়

শুধু গিরগিটিই নয়, আরও বেশ কিছু প্রাণী আছে, যাদের রং বদলের ক্ষমতা রয়েছে। সেইসব প্রাণীর খোঁজ দিলেন স্বরূপ কুলভী বিশদ

18th  August, 2024
কমিকস চরিত্র টিনটিনের স্রষ্টা হার্জ
কালীপদ চক্রবর্তী

ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই টিনটিনের নাম শুনেছ। যারাই কমিকস পড়তে ভালোবাসে, তারাই টিনটিনের নেশায় পাগল। টিনটিন সিরিজের বই পৃথিবী জুড়ে এখনও পর্যন্ত ২০ কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে।  বিশদ

18th  August, 2024
স্বাধীনতার স্বাদ

আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনের মাহাত্ম্যের কথা জানাল চাকদহ রামলাল অ্যাকাডেমির পড়ুয়ারা।
বিশদ

11th  August, 2024
ভূত উদ্ভিদ

বৃষ্টি পড়লে ভূতের গল্প শুনতে বা পড়তে বেশ লাগে কিন্তু ভূত গাছের কথা কি তোমরা শুনেছ কখনও? শোন আজ তোমাদের ভূত গাছের গল্প বলি।​​​​​​ 
বিশদ

11th  August, 2024
হরেকরকম  হাতের কাজ

ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

11th  August, 2024
আলোছায়া মুখ
সঞ্জয় কর্মকার

সুবর্ণরেখা নদীর পাড়ে দাঁড়িয়ে দূরের লোধাশুলির জঙ্গলটার দিকে অপলক তাকিয়ে আছে তিতলি। একটু আগেই  মুষলধারায় বৃষ্টি হয়ে গেল। এখন অবশ্য জারুল রঙা মেঘ ভেদ করে শেষ বিকেলের আলো সোনার কুচির মতো ছড়িয়ে পড়েছে নদীর চরে। বিশদ

04th  August, 2024
সৌরজগতের শেষ সীমা!

ওর্ট ক্লাউড! এটিই নাকি সৌর জগতের শেষ সীমানা। পৃথিবী থেকে কত দূরে তার অবস্থান? খোঁজ করলেন স্বরূপ কুলভী বিশদ

04th  August, 2024
জানা অজানা: চেনা নামের অন্তরালে
সোমনাথ সরকার

১৮৩১ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার নারকেলবাড়িয়া গ্রামে ঘটল অভূতপূর্ব ঘটনা। জমিদারি প্রথার বিরুদ্ধে লড়তে গিয়ে সেখানে বাঁশ ও কাদামাটি দিয়ে গড়ে উঠল বাঁশের কেল্লা। সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত মানুষজন সেই কেল্লা থেকেই মরণপণ লড়াই করল আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ সেনার সঙ্গে। বিশদ

04th  August, 2024
কবির গৃহবদল
অভীক বসু

ঐ দেখা যায় ছাতিমতলা
কাছেই তালধ্বজ, বিশদ

04th  August, 2024
ওলিম্পিকসে বিপত্তি! 
সৌম্যেন্দু সামন্ত

১৯২০ সালের ওলিম্পিকসের আসর বসে বেলজিয়ামের অ্যান্টওয়ের্প শহরে। ৪×১০০ মিটার রিলে দৌড়ে প্রথম হয়ে সোনা জয় করেন আমেরিকার প্রতিযোগীরা। সোনাজয়ী সেই দলের অন্যতম সদস্য ছিলেন মরিস কার্কসে। ওলিম্পিকসের শেষ দিনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর অর্জিত পদক গ্রহণ করতে অন্যান্য আরও অনেকের সঙ্গে মরিসও পৌঁছে যান। বিশদ

28th  July, 2024
বিলুপ্তির পথে বিশ্বের বৃহত্তম ফুল 
কল্যাণকুমার দে

বিশ্বের বৃহত্তম ফুল র‌্যাফলেসিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুর্গম ও প্রত্যন্ত রেইন ফরেস্টে দেখা মেলে এই ফুলের। এটি একটি পরজীবী উদ্ভিদ। এক-একটি ফুলের ওজন হয় প্রায় ১৫ কেজি। সম্প্রতি গভীর সঙ্কটে এই ফুল।  বিশদ

28th  July, 2024
হরেকরকম হাতের কাজ: বাক্সের উপর পাটের নকশা 
কমলিনী চক্রবর্তী

শুরু হয়েছে নতুন বিভাগ ‘হরেকরকম হাতের কাজ’। ফেলে দেওয়া অপ্রয়োজনীয় জিনিস কাজে লাগিয়ে কেমন করে সুন্দর ক্রাফ্ট তৈরি করা যায়, থাকবে তারই হদিশ। এবারের বিষয় বাক্সের উপর পাটের নকশা। এমন সব হাতের কাজ শেখানো হচ্ছে, যা কিশোর-কিশোরীরা অনায়াসেই বাড়িতে বসে তৈরি করতে পারবে। বিশদ

28th  July, 2024
একাগ্রতায় বিশ্বজয়

বিশ্বজয়ী অধিনায়কদের তালিকায় কপিল ও ধোনির পর নতুন সংযোজন রোহিত। এই তিন ক্রিকেট ক্যাপ্টেনের দৌলতে চারবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে দেশ। তাঁদের রূপকথার মতো উত্থানের গল্প শোনালেন সৌরাংশু দেবনাথ
বিশদ

21st  July, 2024
সিমলার হানাবাড়ি
সায়নদীপ ঘোষ

ভ্রমণপ্রেমীদের অন্যতম পছন্দের জায়গা সিমলা। পাহাড়ের গায়ে ঠিক যেন রূপকথার শহর। যাওয়ামাত্র মনপ্রাণ জুড়িয়ে যায়। তবে এই সুন্দর শৈলশহরে রয়েছে এক ভূতুড়ে বাড়ি। স্থানীয়দের বিশ্বাস, সন্ধ্যার পর সেখানে গেলেই নাকি এক অশরীরীর দেখা মেলে। তাই সূর্য ডোবার পর পারতপক্ষে সেখানে কেউ যান না। বিশদ

21st  July, 2024
একনজরে
রপ্তানি ক্ষেত্রে পূর্বাঞ্চলের রাজ্যগুলির খনিজ ও আকরিকের উপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার শহরে সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পূর্ব ভারতের উন্নয়নে কেন্দ্র আলাদা বাজেট বরাদ্দ করেছে। ...

প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে এক তৃণমূল নেতাকে ঘেরাও করল ক্ষুব্ধ জনতা। মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গি এলাকায় এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূলের চ্যাংরাবান্ধা অঞ্চল সভাপতি জছিরুদ্দিন মহম্মদ ওরফে খাটোকে গ্রামবাসীদের একাংশ ঘেরাও করে রাখেন। ...

ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ খেলতে বুধবার জামশেদপুর যাচ্ছে মোহন বাগান। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও আশিক কুরুনিয়ানকে পাচ্ছে না সবুজ-মেরুন ব্রিগেড। ...

ইস্কো কারখানার সম্প্রসারণ নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জনশুনানিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। কর্মসংস্থান না দেওয়া, এলাকার উন্নয়ন না করা সহ একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন কারখানা সংলগ্ন এলাকার মানুষজন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পুজোপাঠে ও সাধুসঙ্গে মানসিক শান্তিলাভ। দীর্ঘ প্রতীক্ষার পর কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস
১৬১৩- বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর মৃত্যু
১৯০৮ - ভারতীয় বাঙালি বিজ্ঞানী তথা কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ পরমনাথ ভাদুড়ীর জন্ম
১৯১১- লিওনার্দো দা ভিঞ্চির  মোনালিসা ছবিটি লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়
১৯৩১- গায়ক বিষ্ণু দিগম্বর পালুসকরের মৃত্যু
১৯৭২- বন সংরক্ষণ আইন চালু হল
১৯৭৮- ভিনু মানকড়ের মৃত্যু
১৯৭৮- অভিনেত্রী ভূমিকা চাওলার জন্ম
১৯৮৬- জামাইকার স্প্রিন্টার উসেইন বোল্টের জন্ম
১৯৯৫- ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের মৃত্যু
২০০৬- বিশিষ্ট সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৪ টাকা ৮৪.৭৮ টাকা
পাউন্ড ১০৭.১৪ টাকা ১১০.৬৮ টাকা
ইউরো ৯১.৩৫ টাকা ৯৪.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭১,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৫,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৫,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৫ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া ২৯/৩০ অপরাহ্ন ৫/৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র ৪৮/৮ রাত্রি ১২/৩৪। সূর্যোদয় ৫/১৯/১৬, সূর্যাস্ত ৬/০/১৪। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৪ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/৯ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৯/১ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৬ গতে ৩/২৮ মধ্যে। রাত্রি ৯/১ গতে ১০/৩১ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ১০/৪ মধ্যে পুনঃ ১১/৩৯ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/৩০ গতে ৩/৫৫ মধ্যে। 
৪ ভাদ্র, ১৪৩১, বুধবার, ২১ আগস্ট, ২০২৪। দ্বিতীয়া রাত্রি ৮/১৬। শতভিষা নক্ষত্র দিবা ৬/২৬ পরে পূর্বভাদ্রপদ নক্ষত্র শেষরাত্রি ৪/৫১। সূর্যোদয় ৫/১৮, সূর্যাস্ত ৬/৩। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৯/৩০ গতে ১১/৮ মধ্যে ও ৩/১৩ গতে ৪/৫১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৪৮ মধ্যে ও ১/৩০ গতে ৫/১৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৩৫ গতে ৩/১৩ মধ্যে এবং রাত্রি ৮/৪৮ গতে ১০/২২ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে ও ১১/৪১ গতে ১/১৬ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৩/৫৪ মধ্যে। 
১৬ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
২০৭ পয়েন্ট উঠল সেনসেক্স

01:57:35 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়

11:01:43 PM

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়

10:46:34 PM

আর জি কর কাণ্ড: আন্দোলনরত ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে চার আধিকারিককে বদলি করল স্বাস্থ্য ভবন

10:41:39 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

10:05:02 PM

অন্ধ্রপ্রদেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫

10:02:32 PM