Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

প্রতীক বদলে ডিজিটাল ছোঁয়া
দেবজ্যোতি রায়

সাহিত্য বা লেখালিখিতে সর্বদা সময়ের দাবিই উঠে আসে। প্রতিফলিত হয় তৎকালীন সময়ের পটভূমি, চরিত্র, চিত্রায়ন। অতীতেও হয়েছে, আধুনিক বা নব্য আধুনিক যুগও তার ব্যতিক্রম নয়। বর্তমানে আধুনিক সাহিত্য বা পটভূমির একটা বড় অংশ দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। সময়ের সেই দাবি আর সংস্কৃতির মেলবন্ধনে বিস্কুট হয়েছে কুকিজ, ট্যাক্সি বদলে হয়েছে ক্যাব, সং বা গান তার নাম পাল্টে হয়েছে নাম্বার। ঠিক সেই নিয়মেই পরিবর্তন এসেছে রাজনীতির আঙিনাতেও। বিশেষ করে ভোট ময়দানে রাজনৈতিক দলগুলির সিম্বল বা প্রতীক বাছার ক্ষেত্রে।
ভারতীয় গণতন্ত্রে প্রতীকের ব্যবহার শুরু হয় একেবারে গোড়া থেকে। ১৯৫২ সালে প্রথম সাধারণ নির্বাচন যখন হয় তখনই ভাবা হয় প্রতীকের কথা। দেশের সংখ্যাগরিষ্ঠ নিরক্ষর ভোটারের কথা মাথায় রেখে কিছু চিহ্ন ঠিক করা হয়েছিল। সেই তালিকায় সব্জি ‘ক্যাপসিকাম’ থেকে ‘এয়ার কন্ডিশনার’, ‘মই’ থেকে ‘চপ্পল’ অনেক কিছুই রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে সেই প্রতীকের তালিকা। টাইপরাইটার, টেলিফোন, ক্যামেরার মতো পুরোনো কমন সিম্বলের পাশাপাশি ভ্যাকিউম ক্লিনার, এয়ার কন্ডিশনারের মতো সামগ্রী প্রতীক হিসেবে ঢুকে গিয়েছে। কৃষিপ্রধান ভারতে ভোটদান প্রথার গোড়ার দিকে প্রতীক ছিল ‘লাঙল কাঁধে চাষী’। বলদ দিয়ে জমি চাষ করার জন্য কখনও তা হয়েছে ‘দু’টি গোরু’। কখনও আবার ব্যালটে উঠে এসেছে ‘গোরুর গাড়ি’।
দেশের বর্তমান দুই প্রধান দল বিজেপি ও কংগ্রেসের ক্ষেত্রেও বিভিন্ন সময় প্রতীক বদলেছে তিনবার। আদি প্রতীক ‘জোড়া বলদ’ থেকে কংগ্রেসের প্রতীক হয়েছে ‘হাত’। আবার গোড়ায় ‘প্রদীপ’ প্রতীকের জনসংঘই বিজেপি হওয়ার পরে প্রতীক নিয়েছে ‘পদ্ম’। বিজেপির আদি দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘ ১৯৫১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভোটে লড়েছিল ‘প্রদীপ’ প্রতীক নিয়ে। ১৯৭৭ সালে যখন বেশ কিছু কংগ্রেস বিরোধী দলকে নিয়ে জনতা পার্টি গঠন হয় এবং জনসংঘ তাতে যোগ দেয় তখন প্রতীক হয়ে যায় ‘লাঙল কাঁধে কৃষক’। তিন বছর পরেই জনতা পার্টি ভেঙে যায়। জন্ম নেয় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তখন থেকেই প্রতীক ‘পদ্ম’।
অন্যদিকে, ১৯৫২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কংগ্রেসের প্রতীক ছিল ‘জোড়া বলদ’। মাঠে লাঙল নিয়ে যাওয়া ‘জোড়া বলদ’ প্রতীক নিয়েই প্রথম চারটি লোকসভা নির্বাচনে লড়ে কংগ্রেস। ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধী দল ভেঙে গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আর)। প্রতীক হয় ‘গাই-বাছুর’। তখন আদি কংগ্রেসের হাতেই থেকে যায় ‘জোড়া বলদ’ প্রতীক। এর পরে ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী গঠন করেন কংগ্রেস (আই)। তখন থেকেই প্রতীক হয় ‘হাত’। এক সময় গ্রামে গ্রামে ছিল তীব্র জলসঙ্কট। ছিল না গভীর নলকূপ। ভরসা বলতে পুকুরের জল বা কুয়ো। তাই ‘কপিকল লাগানো কুয়োও’ কখনও হয়ে উঠেছে আমজনতার প্রতীক। পাল্টেছে সময়। তার সঙ্গে পাল্লা দিয়ে ভেঙেছে দল। তৈরি হয়েছে নতুন পার্টি। আর সেই বদলানো সময়ের সঙ্গে দলের প্রতীক হয়েছে কখনও ট্যাক্সি, কখনও মোটরবাইক, কখনও আবার সাইকেল।
বর্তমান যুগ হল ‘এজ অব ডিজিটাল এরা’। প্রচার আর শুধু দেওয়াল লিখন, পোস্টার-হোর্ডিং-ব্যানারে সীমাবদ্ধ নেই। কাগজ-টিভির তথাকথিত মাধ্যম ছাড়িয়ে মতামত গঠনের প্রধান মাধ্যমে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া। আর সিংহভাগ ভোটের লড়াই যখন সোশ্যাল মিডিয়াজুড়ে, আমজনতা যখন ধরা দিচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে, তখন ভোটের প্রতীকই বা কেন কৃষক, লাঙল, কুড়ুল বা ঝাড়ুর মধ্যে সীমাবদ্ধ থাকবে! স্বাভাবিক নিয়মেই সেই প্রতীকের উপর প্রভাব ফেলেছে ডিজিটাল জমানা। নির্দল বা স্বীকৃতিহীন দলের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করেছে দেশের নির্বাচন কমিশন। ট্রাডিশনাল কান্ট্রির তকমা ঝেড়ে আরবান নেশন-এ রূপ নিয়েছে ভারত। তাই প্রতীকও হয়ে উঠেছে দেশবাসীর নিত্য জীবনযাত্রায় ব্যবহার্য সামগ্রী — সিসিটিভি থেকে কম্পিউটার মাউস, ল্যাপটপ থেকে পেন ড্রাইভ, মেবাইল চার্জার থেকে ব্রেড টোস্টার। এমনকী, একঝাঁক আনুষঙ্গিক উপকরণ বা অ্যাকসেসরিজ।
আগে যেখানে নির্দল প্রার্থীদের জন্য গোরুর গাড়ি, কুড়ুল, ঝাঁপি বা ঝুড়ি, মোমবাতি, গাজরের মতো ‘ফ্রি সিম্বল’ ছিল। সেখানে নির্বাচন কমিশন এবার ডিজিটাল জমানার সঙ্গে তাল মিলিয়ে পেনড্রাইভ, মাউস বা ল্যাপটপের মতো একগুচ্ছ প্রতীক প্রকাশ করেছে। সূচনা করেছে নয়া যুগের। লণ্ঠন, ঝাড়ু একদা যেখানে কমিশনের ফ্রি সিম্বল ছিল, সেখানে তা এখন আরজেডি এবং আম আদমি পার্টির নিজস্ব প্রতীকে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন হল আদতে ভারত থেকে ইন্ডিয়াতে রূপান্তর। একসময় যে পরিবর্তন শুরু হয়েছিল গোরুর গাড়ি বা সমতুল্য প্রতীকের হাত ধরে। তথ্য বলছে, প্রথম লোকসভা ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ৯০ শতাংশই ছিল গ্রামীণ ভারত থেকে। আর আট বছর আগে ২০১১ সালে হওয়া সর্বশেষ আদম সুমারি অনুযায়ী দেশের মাত্র ৩৭ শতাংশ মানুষ বসবাস করেন শহর ও নগরে। পশ্চিমবঙ্গের ৩৩ শতাংশ মানুষ শহরে বসবাস করেন। গুজরাত ও মহারাষ্ট্রের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় ৫০ শতাংশ। আর এই শহুরে জনসংখ্যার কাছে ল্যাপটপ, স্মার্টফোন একটা শক্তিশালী সোশ্যাল সিম্বল। এ বছরে সারাদেশের ৯০ কোটি ভোটারের মধ্যে ৩৭ কোটির বয়স ১৮-৩৫ বছরের মধ্যে। যাঁদের মধ্যে আবার দেড় কোটি প্রথমবারের ভোটার। প্রসঙ্গত, এবার ভোটার তালিকায় ২০ লক্ষ ৬০ হাজার নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। যা ভারতে সর্বোচ্চ। আর ইন্টারনেট যেহেতু শহর থেকে গ্রামকে গোটা বিশ্বের সঙ্গে একসুতোয় বেঁধে ফেলেছে, সেই ‘বিশ্বজাল’কে ভর করেই ডিজিটাল সরঞ্জামের রমরমা; সেখানে নির্বাচনী প্রতীকেও যে তা প্রতিফলিত হবে সেটাই স্বাভাবিক। বিশেষজ্ঞরা মনে করছেন, এটা হচ্ছে নতুন যুগের ভারত। কমিশনের সময়োপযোগী প্রতীকের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে নিজেদের পালে টানতে সুবিধা হবে রাজনৈতিক নেতাদের। যেখানে দেশের একটা বড় অংশ তরুণ প্রজন্ম। এছাড়া এই অভিনব প্রতীক মতামত গড়তেও বড় ভূমিকা নেবে।
মার্কেটিং বা কমিউনিকেশন বলে, কোনও সংস্থার ‘লোগো’র মতো নির্বাচনী প্রতীকও আসলে সংশ্লিষ্ট দল বা পার্টি সুপ্রিমোর ‘ব্রান্ড ভ্যালু’ গড়তে কাজ করে। আন্না হাজারের সঙ্গে দুর্নীতিবিরোধী অভিযানে নেমে যখন আম আদমি পার্টি প্রতিষ্ঠা করেন অরবিন্দ কেজরিওয়াল, তখন তিনি প্রতীক হিসেবে ঝাড়ু বাছেন। প্রচারে ঝড় তোলেন, এর মাধ্যমেই দেশ থেকে দুর্নীতি ঝেঁটিয়ে বিদায় করা হবে। আর ‘স্বচ্ছ ভারত’ অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন হাতে সেই ঝাড়ু ধরলেন, তখন অনেকে মনে করেন, দুর্নীতিবিরোধী ভারত গড়তে ঝাঁটাই উপযুক্ত প্রতীক।
আবার দলের সেই প্রতীককে কেন্দ্র করেই তৈরি হয় নির্বাচনী স্লোগান। আর আজকের সোশ্যাল মিডিয়ার যুগে দলের কর্মী-সমর্থকেরা সেই প্রতীক নিয়ে সেলফি তুলে পোস্ট করেন। যাতে সম্ভাব্য ভোটারদের কাছে টানা যায়। দলে ভাঙনের পর প্রতীক নিয়ে আইনি লড়াইয়েরও নজির রয়েছে নির্বাচনী ইতিহাসে। সেই তালিকায় রয়েছে জনতা পার্টি, জনতা (এস), চরণ সিংয়ের ভারতীয় লোকদল, কংগ্রেস এবং কংগ্রেস (আই)। বা সাইকেল প্রতীক নিয়ে সাম্প্রতিক কালের বাবা-ছেলে মুলায়ম-অখিলেশের লড়াই।
গ্রাফিক্স : সোমনাথ পাল  সহযোগিতায় : স্বাগত মুখোপাধ্যায়
21st  April, 2019
অচেনা কাশ্মীর
ফিরদৌস হাসান

 ২০১৪ সালের পর এই প্রথম এত তুষারপাত হয়েছে উপত্যকায়। সাদায় মুখ ঢেকেছিল ভূস্বর্গ। আর তার সঙ্গে তাল মিলিয়ে পাল্লা দিয়েছিল পর্যটনও। বরফঢাকা উপত্যকার নৈসর্গিক দৃশ্য উপভোগ করার সুযোগ কে-ই বা হাতছাড়া করতে চায়! তাই তো জানুয়ারিতে দেশি-বিদেশি পর্যটকদের কোলাহলে উপত্যকা গমগম করছিল।
বিশদ

14th  July, 2019
জল সঙ্কট 

কল্যাণ বসু: দুধ সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় নেহরু টুপি, গলায় মালা ঝুলিয়ে মন্ত্রী দু’হাত জোড় করে হাসিমুখে মঞ্চের দিকে যাচ্ছেন। চারদিকে জয়ধ্বনি, হাততালি। মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে মন্ত্রী বলতে শুরু করেছেন সবে।  বিশদ

07th  July, 2019
জগন্নাথের ভাণ্ডার
মৃন্ময় চন্দ

‘রথে চ বামনং দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে’। অর্থাৎ, রথের রশি একবার ছুঁতে পারলেই কেল্লা ফতে, পুনর্জন্ম থেকে মুক্তি। আসলে সর্বধর্মের সমন্বয়ে বিবিধের মাঝে মিলন মহানের এক মূর্ত প্রতিচ্ছবি এই রথযাত্রা। সেই কারণেই নিউজিল্যান্ডের হট প্যান্টের গা ঘেঁষে সাত হাত কাঞ্চীপূরমীয় ঘোমটা টানা অসূর্যমপশ্যা দ্রাবিড়ীয় গৃহবধূও শামিল হন রথের রশি ধরতে। অর্কক্ষেত্র, শঙ্খক্ষেত্র আর শৈবক্ষেত্রের সমাহারে সেই মিলন মহানের সুরটিই সতত প্রতিধ্বনিত নীলাচলে। তাই নীলাচলপতির দর্শনে অক্ষয় বৈকুণ্ঠ লাভের আশায় ভিড়ের ঠেলায় গুঁতো খেতে খেতে চলেন সংসার-বঞ্চিত বাল্যবিধবারা। একই মনোবাসনা নিয়ে চলেছেন অন্ধ, চলেছেন বধির, চলেছেন অথর্ব।
বিশদ

30th  June, 2019
স্টেফির হাফ সেঞ্চুরি
প্রীতম দাশগুপ্ত

 মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্টরা নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই শুরু করেছেন তখন। ঠিক একই সময়ে জার্মানির অখ্যাত শহর ব্রুয়ে বেড়ে উঠছিল স্টিফানি মারিয়া গ্রাফ। ১৯৬৯ সালের ১৪ জুন জার্মানির ম্যানহাইনে জন্ম স্টিফানির। মেয়ের দুষ্টুমি বন্ধের দাওয়াই হিসেবে স্টিফানির বাবা পিটার তার হাতে ধরিয়ে দিয়েছিলেন একটা পুরনো টেনিস র‌্যাকেট।
বিশদ

23rd  June, 2019
বাঙালি জীবনের গল্পই ছিল তাঁর ছবির বিষয় 
রঞ্জিত মল্লিক

ঢুলুদার সঙ্গে কাজ করা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। অমন রসিক মানুষ খুব কমই দেখেছি। মৃণাল সেন কিংবা সত্যজিৎ রায়ের মধ্যেও আমি রসবোধ দেখেছি। কিন্তু ঢুলুদার রসবোধ তুলনাহীন। 
বিশদ

16th  June, 2019
শতবর্ষে স্রষ্টা 
সন্দীপন বিশ্বাস

সবাই তাঁকে চেনেন ঢুলুদা নামে। পোশাকি নাম অরবিন্দ মুখোপাধ্যায়। সেই মানুষটির হাত দিয়ে বেরিয়েছিল ‘আহ্বান’, ‘অগ্নীশ্বর’, ‘ধন্যি মেয়ে’, ‘মৌচাক’-এর মতো অমর ছবি। আগামী মঙ্গলবার, ১৮ জুন তাঁর জন্মশতবর্ষ।  
বিশদ

16th  June, 2019
ধ্বংসের প্রহর গোনা 
মৃন্ময় চন্দ

আরও একটা বিশ্ব পরিবেশ দিবস গেল। অনেক প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি...। কিন্তু দূষণ বা অবৈজ্ঞানিক নির্মাণ কি কমছে? উদাসীনতায় আজ ধ্বংসের মুখে যে এরাজ্যের সমুদ্রতটও! 
বিশদ

09th  June, 2019
বিরাট সম্ভাবনা ভারতের

রাতুল ঘোষ: প্রায় দেড় মাসব্যাপী সাত দফার লোকসভা নির্বাচন পর্ব শেষ। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদির প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় ইনিংসের সূচনা হয়েছে। অতঃপর পরবর্তী দেড় মাস আসমুদ্রহিমাচলব্যাপী ভারতবর্ষের সোয়াশো কোটি জনগণ আন্দোলিত হবেন দ্বাদশ আইসিসি বিশ্বকাপ ঘিরে।
বিশদ

02nd  June, 2019
মোদি ম্যাজিক
সমৃদ্ধ দত্ত

আর নিছক জয় নয়। দেখা যাচ্ছে জয় খুব সহজ তাঁর কাছে। ২০ বছর ধরে কখনও মুখ্যমন্ত্রী হয়ে, কখনও প্রধানমন্ত্রী হয়ে জিতেই চলেছেন। সুতরাং ওটা নিয়ে ভাবতে হচ্ছে না। তাহলে এরপর টার্গেট কী? সম্ভবত ইতিহাস সৃষ্টি করা। এক রেকর্ড সৃষ্টি করাই লক্ষ্য হবে নরেন্দ্র মোদির। কিসের রেকর্ড?
বিশদ

26th  May, 2019
ভোটের ভারত 

রাত নামল দশাশ্বমেধ ঘাটে। অন্ধ ভিক্ষুককে প্রতিবন্ধী ফুলবিক্রেতা এসে বলল, চলো ভান্ডারা শুরু হয়েছে। ফুল বিক্রেতার হাত ধরে অন্ধ ভিক্ষুক এগিয়ে গেল বিশ্বনাথ গলির দিকে। পোস্টার, ফ্লেক্স, টিভি চ্যানেল আর সভামঞ্চ থেকে মুখ বাড়িয়ে এসব দেখে গোপনে শ্বাস ফেলল ভোটের ভারত! যে ভারত ঘুরে দেখলেন সমৃদ্ধ দত্ত।
 
বিশদ

19th  May, 2019
মাসুদনামা

অবশেষে আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার। ভারতের কূটনীতির কাছে পরাস্ত চীন এবং পাকিস্তান। কীভাবে উত্থান হল তার? রাষ্ট্রসঙ্ঘের সিদ্ধান্তে মোদির লাভই বা কতটা হল? লিখলেন শান্তনু দত্তগুপ্ত
বিশদ

12th  May, 2019
কবিতর্পণ 

তিনি রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্রী। জোড়াসাঁকো ও শান্তিনিকেতনে শৈশব কাটানোর সুবাদে কবিগুরুকে খুব সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল তাঁর। যদিও শৈশবের বেশিরভাগ স্মৃতিই কালের নিয়মে ঢাকা পড়েছে ধুলোর আস্তরণে। তবুও স্মৃতির সরণিতে কিছু ঘটনা ইতিউতি উঁকি মেরে যায়। একসময়ে নিজে অভিনয় করেছেন সত্যজিৎ রায়, তপন সিংহের মতো পরিচালকদের ছবিতে। দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চেও। আজ তিনি অশীতিপর। আরও একটি পঁচিশে বৈশাখের আগে ঠাকুরবাড়ির কন্যা স্মিতা সিংহের কবিতর্পণের সাক্ষী থাকলেন বর্তমানের প্রতিনিধি অয়নকুমার দত্ত। 
বিশদ

05th  May, 2019
চিরদিনের সেই গান
শতবর্ষে মান্না দে 
হিমাংশু সিংহ

২৫ ডিসেম্বর ২০০৮। কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহ। একসঙ্গে আসরে প্রবাদপ্রতিম দুই শিল্পী। পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত মান্না দে ও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। একজনের বয়স ৮৯ অন্য জনের ৭৭। মঞ্চে দুই মহান শিল্পীর শেষ যুগলবন্দি বলা যায়।  
বিশদ

28th  April, 2019
রাজনীতির ভাগ্যপরীক্ষা
আকাশদীপ কর্মকার

 এই মুহূর্তে দেশের রাজনীতিতে মুখ্য আলোচিত বিষয় লোকসভা নির্বাচন। রাজনীতিকদের ভাগ্যপরীক্ষা। এই নির্বাচনে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের শক্তি পরীক্ষার পাশাপাশি ভাগ্য পরীক্ষা দেশের হাইপ্রোফাইল ব্যক্তিদেরও।
বিশদ

21st  April, 2019
একনজরে
নয়াদিল্লি, ১৯ জুলাই (পিটিআই): স্বাধীনতা দিবসের বক্তৃতা নিয়ে পরামর্শ চেয়ে আবারও জনতার দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এই আহ্বান জানিয়ে মোদি লিখেছেন, সাধারণ মানুষের চিন্তাভাবনার কথা জানবে গোটা দেশ। ...

সংবাদদাতা, রামপুরহাট: গ্রামের একমাত্র জল নিকাশির জায়গায় রাইসমিল গড়ে তোলার প্রতিবাদে শুক্রবার রামপুরহাট-১ ব্লকের খরুণ গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানালেন তিনটি গ্রামের বাসিন্দারা। এই ব্লকের চাকপাড়া, মালসা ও ফরিদপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ফিবছর বর্ষার সময় আমরা খুবই দুশ্চিন্তায় থাকি।   ...

সংবাদদাতা, বালুরঘাট: বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলিতে দুর্নীতি ঠেকাতে নিজে দাঁড়িয়ে থেকে ত্রিপল বিলি করছেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বিডিও। পাশাপাশি ত্রাণ শিবিরে খাবার বিলিতেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।  ...

  কটক, ১৯ জুলাই: একুশতম কমনওয়েলথ টেবল টেনিস প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতল ভারতীয় টিটি দল। শুক্রবার কটকে এই প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি।প্রতিকার: আজ দই খেয়ে শুভ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২০: মা সারদার মৃত্যু
১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম
১৮৯৯: লেখক বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম
১৯৫৫: প্রাক্তন ক্রিকেটার রজার বিনির জন্ম
২০১২: বাংলাদেশের লেখক হুমায়ুন আহমেদের মূত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৯৫ টাকা ৬৯.৬৪ টাকা
পাউন্ড ৮৪.৭৭ টাকা ৮৭.৯২ টাকা
ইউরো ৭৬.১০ টাকা ৭৯.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৩,৯২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৪,৪৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪১,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ১০/১৮ দিবা ৯/১৪। শতভিষা অহোরাত্র। সূ উ ৫/৬/৩, অ ৬/১৯/৩১, অমৃতযোগ দিবা ৯/৩১ গতে ১/২ মধ্যে। রাত্রি ৮/২৮ গতে ১০/৩৮ মধ্যে পুনঃ ১২/৪ গতে ১/৩১ মধ্যে পুনঃ ২/১৪ গতে ৩/৪০ মধ্যে, বারবেলা ৬/৪৬ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/১ মধ্যে পুনঃ ৪/৪০ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/৪০ মধ্যে পুনঃ ৩/৪৬ গতে উদয়াবধি।
৩ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০১৯, শনিবার, তৃতীয়া ৪/২৪/৪ দিবা ৬/৫১/২। শতভিষানক্ষত্র ৬০/০/০ অহোরাত্র, সূ উ ৫/৫/২৪, অ ৬/২১/৫৭, অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১/১ মধ্যে এবং রাত্রি ৮/২৫ গতে ১০/৩৭ মধ্যে ও ১২/৪ গতে ১/৩২ মধ্যে ও ২/১৬ গতে ৩/৪৪ মধ্যে, বারবেলা ১/২৩/১৫ গতে ৩/২/৪৯ মধ্যে, কালবেলা ৬/৪৪/৫৮ মধ্যে ও ৪/৪২/২৩ গতে ৬/২১/৫৭ মধ্যে, কালরাত্রি ৭/৪২/২৩ মধ্যে ও ৩/৪৪/৫৮ গতে ৫/৫/৪১ মধ্যে। 
১৬ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। বৃষ: মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যোন্নতির ইঙ্গিত। মিথুন: সম্পত্তি লাভের ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯২০: মা সারদার মৃত্যু১৮৬৩: কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ...বিশদ

07:03:20 PM

একুশে জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী
একুশে জুলাইয়ের মঞ্চে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতি পর্ব ...বিশদ

05:54:05 PM

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের বৈঠক, মিলল না রফাসূত্র

05:05:54 PM

ইন্দোনেশিয়া ওপেন: চেন ইউ ফেইকে হারিয়ে ফাইনালে পি ভি সিন্ধু 

04:32:32 PM

শীলা দীক্ষিত প্রয়াত 
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। ...বিশদ

04:12:00 PM