কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
মাছের মাথা দিয়ে মুগের ডাল
উপকরণ: সোনা মুগের ডাল বাটি, মাছের মাথা ১টা, পেঁয়াজ ১টা, আদা বাটা চা চামচ, কাঁচালঙ্কা ২টো, জিরে চা চামচ, শুকনো লঙ্কা ২টো, তেজপাতা ১টা, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো চা চামচ।
পদ্ধতি: সোনা মুগ ডাল অল্প ভেজে নিন। তারপর তা সেদ্ধ করে নিন। ইতিমধ্যে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে নুন ও হলুদ মাখিয়ে নিন। এরপর একটা কড়াইতে তেল দিয়ে মাছের মাথা ভেজে তুলে রাখুন। ওই কড়াইতেই আরও কিছুটা তেল যোগ করে তেজ পাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন। তারপর বাকি সব মশলা দিয়ে কষিয়ে নিন। এই মশলায় সেদ্ধ করা ডাল নিয়ে নাড়ুন। তারপর মাছের মাথা দিয়ে দিন। নুন দিয়ে ঢিমে আঁচে ডাল ফুটতে দিন। ফুটে উঠলে এবং ঘন হলে নামিয়ে নিন।
লাবড়া
উপকরণ: সর্ষের তেল ৫ বড় চামচ, শুকনো লঙ্কা ৩টে, পাঁচফোড়ন আন্দাজ মতো, আদা বাটা ১ বড় চামচ, জিরে বাটা ১ বড় চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো চামচ, আলু, পটোল, কুমরো, বেগুন, টম্যাটো (সব সব্জি লম্বা করে কাটা বড় বাটির ১ বাটি), পুঁইশাক ১ আঁটি, নুন স্বাদ মতো।
পদ্ধতি: কড়াইতে তেল গরম করে নিন। তাতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুগন্ধ বেরলে তাতে আদা বাটা, জিরে বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর হলুদ গুঁড়ো দিন। একসঙ্গে কষে নিন। এরপর সব সব্জি দিয়ে নাড়তে থাকুন। মশলায় সব্জি মোটামুটি মজে গেলে পুঁইশাক দিন। নুন ও বাকি মশলা দিয়ে অল্প জলের ছরা দিন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। শাক আর সব্জি মশলায় মজে গেলে এবং সেদ্ধ হলে নামমাত্র চিনি দিয়ে একবার নেড়ে নিন। দুটো শুকনো লঙ্কা ভেজে রাখুন। তরকারি গা মাখা হলে ভাজা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। (সব্জির মধ্যে শিমও দিতে পারেন।)
দই পোনা
উপকরণ: কাতলা মাছের পেটি ও গাদা মিলিয়ে ২ পিস, জৈত্রী টা ফুল, পোস্ত বাটা ২ বড় চামচ, দই কাপ, কর্নফ্লাওয়ার ১ চামচ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি টা, কাঁচালঙ্কা ১টা, নুন স্বাদ অনুযায়ী, সর্ষের তেল ২ বড় চামচ।
পদ্ধতি: কাতলা মাছে নুন মাখিয়ে ভেজে নিন। একটা কড়াইতে তেল গরম করে নিন। তাতে কাঁচালঙ্কা আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। ইতিমধ্যে একটা পাত্রে পোস্ত বাটা আর দই একসঙ্গে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণ কষানো মশলায় নিয়ে দিন। পরিমাণ মতো নুন ও গরম জল দিয়ে ফোটান। তারপর ভাজা মাছ দিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে কর্নফ্লাওয়ার জলে গুলে মিশিয়ে দিন। ঘন হলে নামিয়ে নিন।