মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ার মতো টাকার পতনের ক্ষেত্রেও মোদি সরকার রেকর্ড করে ফেলেছে। চলতি সপ্তাহের শেষে ডলারের নিরিখে টাকার দাম দাঁড়িয়েছে ৮৬.৭০ টাকা। গত ১৮ মাসের মধ্যে চলতি সপ্তাহেই টাকার মূল্য সবচেয়ে বেশি পড়েছে। গত তিন মাস ধরে টাকার দাম নাগাড়ে পড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, মোদির জমানায় ২০১৫-সাল থেকে গত দশ বছরে ডলারের সাপেক্ষে টাকার মূল্য কমেছে ৪১.৩০ শতাংশ। ২০১৫-র জানুয়ারিতে ছিল ৬১.৪০ টাকা, ২০২৫ এর জানুয়ারিতে হয়েছে ৮৬.৭০ টাকা। ভারতীয় মুদ্রার এই অস্বাভাবিক পতন সত্ত্বেও সরকারি ব্যর্থতাকে আড়াল করতে কেন্দ্রীয় মন্ত্রীরা যুক্তি হিসেবে বলার চেষ্টা করছেন, সব দেশের মুদ্রার মূল্যই ডলারের নিরিখে কমেছে। কিন্তু এই তথ্য জল মেশানো। দেখা যাচ্ছে, ২০২৪-এর জানুয়ারি থেকে ২০২৫-এর জানুয়ারির মধ্যে চীনের মুদ্রার মূল্য ৭.১০ ইউয়ান থেকে কমে হয়েছে ৭.৩৩ ইউয়ান। অথচ এই সময়ে ভারতীয় মুদ্রা টাকার দাম ৮২.২০ টাকা থেকে ৮৬.৭০ টাকা হয়েছে। অর্থাৎ এক বছরে চীনের মুদ্রার দাম পড়েছে ৩.২৪ শতাংশ। ভারতের সেখানে ৪.৭১ শতাংশ। টাকার দামের এই ধারাবাহিক পতনের কারণে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি তুলে নিচ্ছেন। তথ্য বলছে, গত এক মাসে এদেশের শেয়ার বাজার থেকে ৬০০ কোটি ডলার লগ্নি তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। টাকার অবমূল্যায়ন সবচেয়ে বেশি আশঙ্কা ঘটিয়েছে আমদানি ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন, লাগাতার টাকার দাম কমায় দেশের আমদানি খরচ দ্রুত বাড়তে চলেছে। এর মধ্যে রয়েছে অশোধিত তেল, ভোজ্য তেল, সোনা, হীরে, বৈদ্যুতিন যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, প্লাস্টিক, রাসায়নিক সামগ্রী ইত্যাদি। অর্থনীতির সাধারণ নিয়ম বলে, আমদানি খরচ বাড়লে দেশে উৎপাদিত পণ্যের দামও বাড়ে। ফলে সেই পণ্যের চাহিদা কমার সম্ভাবনাও থাকে। আবার আমদানি খরচ বাড়লে জ্বালানির সঙ্গে কাঁচামালের দামও বাড়ে। তাতে উৎপাদন খরচ বাড়ায় বর্ধিত দামের পণ্যটি প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ে। অর্থনীতি বৃদ্ধির পথে এ এক মস্তবড় অন্তরায়।
অর্থনীতিবিদদের ব্যাখ্যা, মার্কিন অর্থনীতি চাঙ্গা হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় ডলার যত শক্তিশালী হচ্ছে, ভারতের অর্থনীতি বৃদ্ধির শ্লথ গতি এবং কাজের বাজার না তৈরি হওয়ার কারণে টাকার মূল্যে নেতিবাচক চাপ তৈরি হচ্ছে। স্বঘোষিত ‘বিশ্বগুরু’ (এখন ‘বিশ্ববন্ধু’তে রূপান্তরিত) অবশ্য এসব নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেন না। তিনি স্বপ্ন দেখান। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির। যদিও সকলেই জানে, এদেশে আমদানি খরচ বেড়ে গেলে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বাড়বে। এই ঘাটতি যত বাড়বে, বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে তত টান পড়বে। পাশাপাশি, আমদানিতে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে উৎপাদিত পণ্যের বর্ধিত দাম মূল্যবৃদ্ধিকে উস্কে দেবে। এবং এই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমাতে পারছে না। এই চক্রব্যূহ থেকে বেরনোর পথ বাতলেছে সর্বোচ্চ ব্যাঙ্ক। কিন্তু সেই পথ অনুসরণে কোনও আগ্রহ দেখাচ্ছে না মোদি সরকার। আগামী ১ ফেব্রুয়ারি আরও একটা বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অর্থনীতি ঘুরে দাঁড়াতে সেখানে কোনও আশার আলো দেখা যাবে, সেই সম্ভাবনা কম। সব মিলিয়ে একটা স্থবিরতা দেখা দিয়েছে। ২০১৪ সালে লোকসভা ভোটের আগে যখন টাকার বিনিময় মূল্য ছিল ৫৮ টাকা, তখন নির্বাচনী প্রচারে মোদির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে তাঁরা ডলারের মূল্য ৪০ টাকায় নামিয়ে আনবেন। দশ বছর পর এখন সেই মোদিবাহিনী হয়তো মুখ লুকানোর জায়গা খুঁজছেন।