Bartaman Patrika
সম্পাদকীয়
 

আপনি আচরি ধর্ম

‘কাক-এ নিয়ে গেল কান, কাকের পিছে ধাবমান’—গত আগস্ট মাসে আর জি কর হাসপাতালে এক তরুণী-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এবং এই জানুয়ারিতে মেদিনীপুর হাসপাতালে এক প্রসূতির মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে গেল গেল রব উঠেছে, তাতে ওই প্রবাদ বাক্যটি মনে আসতে পারে অনেকের। কোনও ঘটনা বা দুর্ঘটনার ক্ষেত্রে তথ্য ও উপযুক্ত সাক্ষ্য প্রমাণকেই আইনি ভাষায় ‘সত্য’ বলে বিবেচনা করা হয়। আদালত তাতেই সিলমোহর দেয়। কোনও রাগ, উষ্মা, বিদ্বেষ, ধারণা, বিশ্বাস বিচারের ক্ষেত্রে একেবারেই গুরুত্বহীন। আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত বলে দাবি তুলে গত ছ’মাস উত্তাল হয়েছে এই রাজ্য। অথচ কয়েকমাস ধরে নিরবচ্ছিন্ন তদন্ত চালিয়ে সিবিআই মাত্র একজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট পেশ করেছে, তার ভিত্তিতে অভিযুক্তের সাজাও ঘোষণা করতে চলেছে নিম্ন আদালত। গত ৮ জানুয়ারি মেদিনীপুর সরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত! একটি বেসরকারি সংস্থার সরবরাহ করা স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে বলে গত কয়েকদিন লাগাতার প্রচারে স্বাস্থ্যদপ্তরকে ‘অপরাধী’ করে দেগে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ নিয়ে মামলাও হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। সরকার কী রিপোর্ট দেয়, বিচারে কী উঠে আসে—তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যেই রাজ্য স্বাস্থ্যদপ্তর নিয়োজিত বিশেষজ্ঞদের কমিটি এবং সিআইডি পৃথকভাবে তদন্ত চালিয়ে যে দুটি রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে—তাতে সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে ‘গাফিলতির’ স্পষ্ট প্রমাণ মিলেছে। যার মোদ্দা কথা হল, সেই রাতে মৃত প্রসূতিসহ আরও কয়েকজনকে অ্যানাস্থেশিয়া দেওয়া ও সিজার করেছেন শিক্ষানবিশ পড়ুয়া চিকিৎসকরা, যা করার অভিজ্ঞতা ও এক্তিয়ার তাঁদের নেই। সেই সময়ে ডিউটিতে থাকা সিনিয়র চিকিৎসকেরা নাকি অপারেশন থিয়েটারে পা মাড়াননি। এই ১২ জনকেই ‘সাসপেন্ড’ করেছে সরকার। তথ্য ও উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সরকার এমন পদক্ষেপ করলেও এর বিরুদ্ধে মেদিনীপুর হাসপাতালে প্রতিবাদে সরব ডাক্তাররা! প্রশ্নটা নৈতিকতার।
কে না জানে, কোনও সরকারকে হেনস্তা করার মোক্ষম জায়গা হল স্বাস্থ্যক্ষেত্র। এ রাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রীই স্বাস্থ্যমন্ত্রী, তাই কান টেনে নিয়ে যাওয়ার গুজবও আকাশছোঁয়া। কিন্তু সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে স্বাস্থ্যক্ষেত্রের কোনও উন্নতি হয়নি? উত্তর লুকিয়ে আছে সরকারি পরিসংখ্যানে। যেমন, বাম জমানার শেষ স্বাস্থ্য বাজেটে ৩ হাজার ৫০০ কোটি টাকা থেকে এখন বেড়ে তা হয়েছে ২০ হাজার ১৯৫ কোটি টাকা। স্বাধীনতার পর রাজ্যে মেডিক্যাল কলেজ হাসপাতাল ছিল ১১টি। এখন ৩৭টি। এর মধ্যে সরকারি ২৪টি। রাজ্যে এমবিবিএস-এ আসন সংখ্যা ১৩৫০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজার ৬৫০। এমডি আসনের সংখ্যা বেড়েছে ১৮৪৮টি। সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার। ডাক্তার নিয়োগ হয়েছে ১৪ হাজার। একইহারে বেড়েছে নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র ও তার আসন সংখ্যাও। এর বাইরে রয়েছে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প, যার সুবিধা পাচ্ছেন রাজ্যের ৯ কোটি মানুষ। স্বাস্থ্য পরিকাঠামো, সবস্তরের লোকবল বাড়ানোর দায়িত্ব অবশ্যই প্রশাসনের। ওবিসি নিয়ে আদালতে মামলা চলায় বহুদিন ধরেই ডাক্তার নিয়োগ করা যাচ্ছে না। তবু একথা ঠিক, সুষ্ঠভাবে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন ও শূন্যপদ পূরণে আরও তৎপরতা দরকার। কিন্তু হাসপাতালে চিকিৎসার বিষয়টি দেখার কাজ তো ডাক্তারদের। সব ডাক্তারই কি ঠিকঠাক মতো দায়িত্বপালন করেন? সে কাজ তো স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্যসচিব করে দিতে পারবেন না। দুর্ভাগ্যের হলেও এক্ষেত্রেও তথ্য বলছে, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার ত্রুটি নিয়ে যত অভিযোগ ওঠে, তার সিংহভাগই চিকিৎসা সংক্রান্ত। এর দায় কার? ডাক্তারবাবুরা কি তা অস্বীকার করতে পারেন?
অন্যান্য রাজ্যে সরকারি হাসপাতালে একজন চিকিৎসক কতক্ষণ ডিউটি করেন? হাসপাতাল ছাড়াও কেন্দ্র-রাজ্যে বিভিন্ন সরকারি অফিসে প্রতিদিন ডিউটির সময় কতক্ষণ? এসব প্রশ্নের উত্তর কম-বেশি সকলেরই জানা। এ রাজ্যেও একজন ডাক্তারের দৈনিক আট ঘণ্টা হাসপাতালে থাকার কথা। কিন্তু এই নিয়ম যে দিনের পর দিন লঙ্ঘিত করে চলেছেন বহু চিকিৎসক তা সরকার ও ভুক্তভোগী মাত্রই জানে। প্রসূতি মৃত্যুকাণ্ডে যাঁদের সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে দু’জন ওইদিন বেসরকারি হাসপাতালে ‘সিজার’ করতে ব্যস্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। শুধু জেলা নয়, সরকারি স্বাস্থ্য পরিষেবায় ‘মক্কা’ এসএসকেএম হাসপাতাল, মুখ্যমন্ত্রীসহ ভিভিআইপিদের চিকিৎসায় যাঁদের নিশ্চিত উপস্থিতি দেখা যায়, তাঁদের মধ্যেও কেউ কেউ সরকারি ডিউটির সময়ের মধ্যেই বেসরকারি হাসপাতালে রোগী দেখেন, অপারেশনও করেন। সরকারি অব্যবস্থা নিয়ে যেসব ডাক্তারবাবু সরব, তাঁদের ‘আপনি আচরি ধর্ম’ শেখাবে কে? বৃহস্পতিবারও সরকারি ডাক্তারদের আট ঘণ্টা ডিউটির কথা স্মরণ করিয়ে দিতে হয়েছে মুখ্যমন্ত্রীকে! এজন্য একটু লজ্জিত তো হওয়াই যায়।
18th  January, 2025
গ্রাহক সচেতনতা বেশি জরুরি

‘তারণা’ একটি সুপ্রাচীন ব্যাধি। যেদিন থেকে মানুষ নিজেকে ‘বুদ্ধিমান’ এবং ‘সভ্য’ ভাবতে আরম্ভ করেছে প্রতারণার জন্ম বস্তুত সেদিন থেকেই। বুদ্ধিমান মানুষ ‘ভালো’ এবং ‘মন্দ’ দুটি কাজই করার অধিকারী।
বিশদ

সমাধান ‘অপরাজিতা’ আইন 

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ আদালত। সোমবার ঘোষিত এই রায় অবাক করেছে মুখ্যমন্ত্রী এবং মৃতার মা-বাবা থেকে শুরু করে বেশিরভাগ মানুষকে। অসন্তোষ গোপন করেননি মুখ্যমন্ত্রী। তাঁর তাৎক্ষণিক ঘোষণা মতোই, এই রায়কে হাইকোর্টে অতিদ্রুত চ্যালেঞ্জও করেছে রাজ্য।
বিশদ

23rd  January, 2025
মামুলি সিবিআই

কেটে গিয়েছে প্রায় সাড়ে চার মাস। অসংখ্য মানুষ প্রত্যাশায় ছিলেন অভয়া কাণ্ডে অপরাধীর দৃষ্টান্তমূলক চরম শাস্তিই দেবে আদালত।
বিশদ

22nd  January, 2025
যোগ্য জবাব

সরকার চালাতে গিয়ে নরেন্দ্র মোদি ও তাঁর দলবল বারবার বুঝিয়ে দিয়েছেন দেশি-বিদেশি বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে তাঁদের সম্পর্ক অনেকটা ‘সুখী দম্পতি’র মতো। কয়েকমাস আগে ‘নির্বাচনী বন্ড’-কেলেঙ্কারির তথ্য সামনে আসতেই দেখা গিয়েছে, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কীভাবে নিজেদের দলীয় তহবিল ভরিয়ে তুলেছিল শাসক দল।
বিশদ

21st  January, 2025
উঠোন বাঁকা তত্ত্ব

এবার ভারতের যে আর্থিক বৃদ্ধি ঘটতে চলেছে তা ব্যাপক। জিডিপি বৃদ্ধির অনুমিত হার ৭ শতাংশ। একইসঙ্গে নিম্নমুখী হবে মুদ্রাস্ফীতি এবং দারিদ্রের হার।
বিশদ

20th  January, 2025
চক্রব্যূহে ঘুরপাক

একদিকে ডলারের নিরিখে টাকার অবিশ্বাস্য পতন, অন্যদিকে আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়া—এই দুই সাঁড়াশি চাপে গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে ভারতের অর্থনীতি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) জানিয়েছে, মোদির ভারতে শিল্পের উৎপাদন অস্বাভাবিক হারে কমে গিয়েছে। বিশদ

19th  January, 2025
মোদির ‘স্বাস্থ্যবান’ অর্থনীতি 

দু’শোর মাইল ফলক অতিক্রম করেছে ভারত, আর এই প্রথম! ব্যাপারটা কী? ধনাঢ্য (বিলিওনিয়ার) ব্যক্তির সংখ্যায় এই প্রথম ‘ডাবল সেঞ্চুরি’ হাসিল হল ভারতের। মহান ভারতে বিলিওনিয়ারের মোট সংখ্যা আপাতত ২০১। একশো কোটি ডলার সম্পদের অধিকারীর সংখ্যা বেড়েই চলেছে। বিশদ

17th  January, 2025
উদ্ভট কিন্তু উপেক্ষণীয় নয়

স্বাধীনতাই সব প্রাণীর সেরা প্রাপ্তি। কিন্তু মানুষকে পরাধীন করেছে মানুষই। মানুষের কারাগার থেকে মুক্তির জন্যই মানুষ আমৃত্যু লড়াই সংগ্রাম করে। সমাজবদ্ধ জীব হিসেবে, আধুনিক মানুষ রাষ্ট্রের ধারণা নিয়ে নিরাপত্তাসহকারে বিকশিত হতে চায়। বিশদ

16th  January, 2025
নয়া এনপিএ

জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদির উত্থান নিঃসন্দেহে চমকপ্রদ। একেবারে দেশের প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করেই সংসদ কক্ষে পা রেখেছিলেন তিনি। অর্থাৎ ২০১৪ সালে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে মোদি উঠে এসেছিলেন ভারতেশ্বরের রাজসিংহাসনে! এদেশের রাজনীতিতে এ এক বেনজির দৃষ্টান্ত। বিশদ

15th  January, 2025
শুধুই প্রচারের ঢক্কানিনাদ!

উত্তরপ্রদেশে গঙ্গার তীরে অবস্থিত বারাণসী থেকে ২০১৪ সালের মে মাসে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘মা গঙ্গার সেবা করাই আমার ভাগ্যের লিখন।’ সে বছর নিউ ইয়র্কের ম্যাসিডন স্কোয়ার পার্কে প্রবাসী ভারতীয়দের এক সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘যদি এই নদীকে আমরা পরিষ্কার করে তুলতে পারি, তাহলে দেশের ৪০ শতাংশ মানুষের বিরাট উপকার হবে। বিশদ

14th  January, 2025
দায়িত্বশীল উত্তরণ

অপরাধের সঙ্গে মানব সভ্যতার সম্পর্কটি ওতপ্রোত। ‘অপরাধ’-এর ইংরেজি প্রতিশব্দ হল—‘crime’।  এই ‘crime’ কথাটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ ‘crimne’ থেকে। সেটির সূত্র আবার ল্যাটিন শব্দ ‘crimen’।  
বিশদ

13th  January, 2025
গেম চেঞ্জার

শুরুর সময় থেকে কটাক্ষ-শ্লেষ কম শুনতে হয়নি। কেউ বলেছে, এ হল ‘ভিক্ষা দানে’র প্রকল্প। কেউ প্রশ্ন তুলেছিল, এটা কি দারিদ্র্য-নিবারক ভাতা, না গৃহশ্রমের মজুরি? অনেকের মত ছিল, এটা প্রাপ্য নয়, উৎকোচ। অনেক তাত্ত্বিক আবার বলেছিলেন, এই টাকা দেওয়ার চেয়ে পরিবারের বেকার ছেলেটার একটা চাকরি হলে মা বেশি খুশি বিশদ

12th  January, 2025
জনকল্যাণের নামে প্রহসন

সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে ভারতের হাল অত্যন্ত খারাপ। ১৫তম বার্ষিক মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স (এমসিজিপিআই) অনুসারে, ২০২৩ সালে ৪৭টি দেশের মধ্যে ভারতের র‍্যাঙ্ক ছিল ৪৫। আমাদের জন্য ওই র‍্যাঙ্ক ৪৪টি দেশের মধ্যে ৪১ ছিল ২০২২ সালে। বিশদ

10th  January, 2025
ফের মহাজনি ফাঁদে ছোট শিল্প?

ভারতে বৃহৎ শিল্পের প্রসারে সবচেয়ে বড় বাধা পুঁজি। আজকের বৃহৎ শিল্প অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর। অত্যাধুনিক প্রযুক্তিকে ভিত্তি করে গড়ে ওঠা শিল্পে যত পুঁজির প্রয়োজন কর্মসংস্থান সেই অনুপাতে হয় না। ভারত হল সর্বাধিক জনসংখ্যার দেশ। বিশদ

09th  January, 2025
স্বাস্থ্যে কাঙ্ক্ষিত পদক্ষেপ

নতুন বছরের প্রথম সোমবার রাজ্যের স্বাস্থ্যসচিব জারি করেছেন একটি উল্লেখযোগ্য সরকারি বিজ্ঞপ্তি। তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোনও সরকারি ডাক্তার তাঁর কর্মস্থল থেকে ২০ কিমি দূরত্বের বাইরে গিয়ে আর প্র্যাকটিস করতে পারবেন না। বিশদ

08th  January, 2025
‘ফকিরের’ কেরামতি!

প্রধানমন্ত্রী হিসাবে দশ বছর নরেন্দ্র মোদিকে দেখে ও তাঁর কথাবার্তা শুনে দেশবাসী একটা বিষয়ে নিশ্চিত হয়েছে। তা হল, তিনি যা বলেন, আসল সত্যটি অনেক সময়েই ঠিক তার উল্টো। নিজের সম্পর্কে একবার তিনি বলেছিলেন, ‘আমি তো ফকির (গরিব) মানুষ। বিশদ

07th  January, 2025
একনজরে
কারখানা থেকে জামাকাপড় চুরি। এর জেরে চোর সন্দেহে এক মহিলা ও তাঁর তিন কন্যার মুখে কালি মাখিয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘোরানো হল প্রকাশ্য রাস্তায়। ...

এই সময়ে উপাচার্য ও শিক্ষক নিয়োগ, পদোন্নতি প্রভৃতির নিয়মাবলিতে ইউজিসির পরিবর্তন আনার কারণ কী? আরও গভীর কোন উদ্দেশ্য কি লুকিয়ে রয়েছে? ...

রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাসে খাবার রান্না করার নির্দেশ দিয়েছে সরকার। এই ব্যাপারে নারী ও শিশু কল্যাণ দপ্তর একটি নির্দেশিকাও জারি করেছে। ...

মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বাসিন্দাদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। কুমেদপুর, হরিশ্চন্দ্রপুর, মিলনগড় ও ভালুকা রোড এই চার স্টেশন এই থানার মধ্যে পড়ে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় শিশুকন্যা দিবস
১৮২৬: ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৮৪৮:  জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন
১৮৫৭: ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়
১৯২৭:  তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়
১৯৪২: প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিওর জন্ম
১৯৪৫: পরিচালক সুভাষ ঘাইয়ের জন্ম
১৯৫০: ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন
১৯৫০: ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হল ‘জনগণমন অধিনায়ক’
১৯৫২: তৎকালীন বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু
১৯৫৪: ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায়ের মৃত্যু
১৯৬৫: ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন  চার্চিলের মৃত্যু
১৯৬৬: বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যু
১৯৮১: অভিনেত্রী রিয়া সেনের জন্ম
১৯৮৪: অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়
১৯৮৭: উরুগুয়ের ফুটবল লুইস সুয়ারেজের জন্ম
১৯৮৮: ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিংয়ের মৃত্যু
২০১১: হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ভীমসেন জোশীর মৃত্যু
২০২২:  বিশিষ্ট  চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৯৮ টাকা ৮৭.০৭ টাকা
পাউন্ড ১০৫.০৯ টাকা ১০৮.০০ টাকা
ইউরো ৮৮.৭০ টাকা ৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮০,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  January, 2025

দিন পঞ্জিকা

১০ মাঘ ১৪৩১, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫। দশমী  ৩২/৪০, রাত্রি ৭/২৬। অনুরাধা নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/২২/২১, সূর্যাস্ত ৫/১৫/২০। অমৃতযোগ রাত্রি ৭/৪৮ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫৩ গতে ২/২০ মধ্যে পুনঃ ৩/৪৭ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৯ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে ৪/৩৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/২২ মধ্যে পুনঃ ৪/৩৭ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫ গতে ১১/৪৮ মধ্যে। কালরাত্রি ৮/৩২ গতে ১০/১১ মধ্যে। 
১০ মাঘ ১৪৩১, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫। দশমী  সন্ধ্যা ৫/১৭। অনুরাধা নক্ষত্র শেষরাত্রি ৫/৪৩। সূর্যোদয় ৬/২৫, সূর্যাস্ত ৫/১৪। অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ৮/৩১ গতে ১০/৪৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/১৪ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে ও ৩/৪৩ গতে ৪/৩৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে ও ৪/৩৩ গতে ৬/২৫ মধ্যে। বারবেলা ৯/৮ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৩২ গতে ১০/১১ মধ্যে।     
২৩ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বাদুড়িয়াতে পুলিসের গ্রেনেড ফেটে দুই কিশোর জখম হওয়ার অভিযোগ, চাঞ্চল্য
হঠাৎ করেই আইন-শৃঙ্খলার অবনতি হলে চিলি বা কালারিং-গ্রেনেড ফাটিয়ে পরিস্থিতির ...বিশদ

11:24:00 PM

বিহারে জমি নিয়ে বিবাদের জের, ভাইকে পোস্টে বেঁধে পুড়িয়ে মারল দাদা ও শ্যালিকা, গ্রেপ্তার অভিযুক্ত

10:12:00 PM

কেরলের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী ইস্ট বেঙ্গল

09:26:00 PM

পূর্ণকুম্ভ ২০২৫: প্রয়াগরাজের সঙ্গমঘাটে পুজো করলেন অভিনেত্রী মমতা কুলকার্নি

09:16:00 PM

আইএসএল: ইস্ট বেঙ্গল ২-কেরল ০ (৮০ মিনিট)

09:07:00 PM

আইএসএল: ইস্ট বেঙ্গল ১-কেরল ০ (৭২ মিনিট)

08:59:00 PM