Bartaman Patrika
সম্পাদকীয়
 

লাল ‘দাগ’

যা  ভাবা গিয়েছিল, তাই হয়েছে। ছ’য়ে ছক্কা। বাংলায় ঝড়ের রং ফের ‘সবুজ’। লোকসভা ভোটের পর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের মতো এবারেও নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখল তৃণমূল এবং তা অনেকটা ভোট বাড়িয়ে। এই নির্বাচনের ফল দেখিয়ে দিল রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং গোটা রাজ্যে সাড়া ফেলে দেওয়া আর জি কর কাণ্ড সিতাই, তালডাংরা, মেদিনীপুর, হাড়োয়া, নৈহাটি ও মাদারিহাটের ভোটারদের মনে কোনও ছায়াই ফেলতে পারেনি। এ রাজ্যে যেহেতু ছ’টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন ছিল, তাই এর ফলাফলে শাসক তৃণমূল বা প্রধান বিরোধী দল বিজেপিতে ভারসাম্যের পরিবর্তন হওয়ার সেভাবে কোনও কথা ছিল না। শুধু দেখার ছিল, বামেরা কোনও দাগ কাটতে পারে কি না। মানতেই হবে, আলিমুদ্দিনের কর্তারা এবারেও বঙ্গবাসীকে ‘হতাশ’ করেননি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে বামেদের সেই যে শূন্য-যাত্রা শুরু হয়েছে, এই উপ নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকল। অবস্থা এতটাই করুণ যে, ৩৪ বছরের দোর্দণ্ডপ্রতাপ শাসকেরা তাদের প্রার্থীদের ‘জামানত’ পর্যন্ত ধরে রাখতে পারছে না। দেওয়াল লিখন স্পষ্ট। বহু অপকর্মের হোতা বামেদের এখনও বিশ্বাস করেন না রাজ্যের মানুষ। এই উপ নির্বাচনে সিপিএম সহ বামফ্রন্টের মূল চার শরিক দল ৪টি আসনে লড়েছিল। বৃহত্তর বাম ও গণতান্ত্রিক ঐক্যের কথা বলে বাকি দুটি আসন ছেড়ে দিয়েছিল নকশাল এবং আইএসএফকে। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। গত বিধানসভা ও লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করেছিল বামেরা। এবার দু’পক্ষ আলাদা প্রার্থী দিয়ে আখেরে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। এবার বাম কংগ্রেস দু’পক্ষই সব আসনে জামানত খুইয়েছে।
এই উপ নির্বাচন ফের বুঝিয়ে দিল রাজ্যের সংখ্যালঘুরা এখনও তাদের ত্রাতা ও রক্ষাকর্তা হিসেবে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি ৮ থেকে ৮০, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ৭২টি প্রকল্পের আর্থিক সুবিধা সরকারের হাত ধরে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, মমতার বিরুদ্ধে কাদা ছিটিয়ে তার মোকাবিলা করা সম্ভব নয়। এখানেই মার খেয়েছে বিজেপির হিন্দুত্ববাদী বিভাজনের রাজনীতি। মানুষ বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করায় তাদের হাতছাড়া হয়েছে মাদারিহাট আসনটি। আর বামেরা, বিশেষত সিপিএম বুঝেই উঠতে পারছে না বিরোধী হিসেবে তাদের কী করা উচিত। একথা ঠিক, মিটিং-মিছিলে বা সোশ্যাল মিডিয়ায় সিপিএমের উপস্থিতি যথেষ্ট সাড়া জাগানো। কিন্তু মুখে দু’পক্ষকেই সমান অপরাধী বললেও এই দল এখনও বিজেপির চেয়ে তৃণমূলকে বড় শত্রু বলে মনে করে। এমনকী মানুষের স্বার্থবাহী সরকারের সামাজিক প্রকল্পগুলি নিয়েও তারা ঘৃণ্য প্রচার চালাতে দ্বিধা করে না। এই দ্বিচারিতা, মূল শত্রু চিনতে ও ঠিক করতে ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে সিপিএমকে। ঘুরে দাঁড়ানোর জন্য বাস্তবের জমিতে তাদের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। এর ষোলো আনা ফায়দা তুলছে বিজেপি। বামের ভোটে পুষ্ট হচ্ছে ‘রাম’। প্রতিটি ভোটের ফলাফলের পর দেখা যাচ্ছে, সিপিএম এক পা এগনোর কথা বলে দু’ পা পিছিয়ে গিয়েছে। 
খবরে প্রকাশ, এবার নাকি ’২৬-এর বিধানসভা ভোটে ‘দাগ’ কাটতে ঝাঁপাতে চলেছে সিপিএম। এ জন্য ‘রাজনৈতিক বিশ্লেষক’ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে তারা। তার মানে দাঁড়ায়, সেলিম-সুজন-সূর্য মিশ্রদের পরামর্শ আর কাজে আসছে না। তাই পেশাদার পরামর্শদাতা ‘হায়ার’ করার সিদ্ধান্ত। প্রায় ষাট বছরের পুরনো দলে মতাদর্শগত আনুগত্য, পেশাদার বিপ্লবী তৈরি, জনগণতান্ত্রিক বিপ্লবের ভাবনা কালাধারে চলে গিয়েছে। হোলটাইমারদের দল এখন কর্মখালির বিজ্ঞাপন দিয়ে বেতনভুক্ত কর্মী নিয়োগ করে ভোটে ‘দাগ’ কাটার স্লোগান ও প্রচারের রণকৌশল ঠিক করতে চাইছে। নজিরবিহীন পরিবর্তন সন্দেহ নেই। ইতিহাস বলছে, একসময়ে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া, ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া, ‘শ্রেণিশত্রু’ কংগ্রেসের সঙ্গে সখ্যতা তৈরি করা, বিজেপির চেয়ে তৃণমূলকে বড় শত্রু ভাবার মতো একের পর এক ভুল করে সিপিএম আজ গোটা দেশে কার্যত ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। এখন বঙ্গ সিপিএমের পেশাদার নিয়োগ করে পরিস্থিতি মোকাবিলার নীতি এ রাজ্যে তাদের পায়ের তলায় জমি পেতে সাহায্য করবে কি না, তা ভবিষ্যতে বোঝা যাবে। তবে দলের বঙ্গ বিগ্রেডের এই পদক্ষেপকে প্রকাশ কারাত লবি কী চোখে দেখে, এখন সেটাই দেখার। 
24th  November, 2024
সংখ্যালঘু নির্যাতন বন্ধ হোক

টোকিও থেকে লস অ্যাঞ্জেলেস, রাশিয়া থেকে নিউজিল্যান্ড— ইসকনের কোটি কোটি ভক্ত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রার্থনা শুরু করেছেন। তাঁদের আশা, প্রার্থনার মধ্যে দিয়ে বাংলাদেশে শান্তি ফিরবে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘুরা।
বিশদ

বঞ্চনার অহিংস প্রতিবাদ

পশ্চিমবঙ্গে মনরেগার (১০০ দিনের কাজের প্রকল্প) টাকা আসছে না  তিনবছর যাবৎ। মোদি সরকার নানা অজুহাতে আটকে রেখেছে গরিব মানুষের জন্য পাকাবাড়ি তৈরির প্রকল্পের (আবাস) অর্থ বরাদ্দও। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার সঙ্গে আর্থিক বঞ্চনা চরম আকার ধারণ করেছে মোদি-যুগে।
বিশদ

02nd  December, 2024
দৈন্যদশা

আর শাক দিয়ে মাছ ঢাকা গেল না। একদিকে জিনিসপত্রের চড়া দাম, যার জেরে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছে, কমেছে কলকারখানার উৎপাদন। অন্যদিকে, বেকারত্বের গ্রাফ ঊর্ধ্বমুখী, তলানিতে ঠেকেছে টাকার দাম। বিশদ

01st  December, 2024
‘রাজার’ তন্ত্র!

দু’বছর আগে ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ডাক দিয়েছিল মোদি সরকার। এবার সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উপলক্ষে বছর ব্যাপী উদযাপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নিঃসন্দেহে যে কোনও ভারতবাসীর কাছে স্মরণীয় এই দুটি দিনই। বিশদ

30th  November, 2024
করের টাকায় কর্পোরেট সেবা

গত জুলাই মাসের শেষার্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ রিপোর্ট পেশ করেন। তাতে কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স (সিএফপিআইI) ভিত্তিক খাদ্য মূল্যস্ফীতির তথ্য ছিল। দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তা ছিল ৩.৮ শতাংশ। বিশদ

29th  November, 2024
আন্তর্জাতিক চাপ জরুরি

সোমবার হঠাৎই গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তাঁর জামিন পর্যন্ত মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে ওইদিন রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। বিশদ

28th  November, 2024
মোদির নয়া গ্যারান্টি

পিএফের আওতাভুক্ত কয়েক লক্ষ প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মী বর্ধিত হারে পেনশন গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। এজন্য ইপিএফও’র দাবিমতো মোটা অঙ্কের টাকাও যথাস্থানে জমা করেছেন তাঁরা। অথচ ঘোষিত পেনশন প্রদানের প্রক্রিয়া বন্ধ হয়েছে কোনোরকম ঘোষণা ছাড়াই। বিশদ

27th  November, 2024
সময়ের দাবি

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর তাদের সম্পর্কে বোধহয় আসল কথাটা বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীর দলকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে তাঁর টিপ্পনি, কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আঞ্চলিক দলগুলিকে ব্যবহার করছে। বিশদ

26th  November, 2024
নির্ণায়ক যখন নারী

নরেন্দ্র মোদি, অমিত শাহদের পার্টি শুধু ভাঙেনি, মচকেছেও। অন্যভাবে বলতে গেলে, ঘোমটা শুধু সরায়নি, নেচেছেও এবং জনসমক্ষে। তাদের নীতি বদলের শুরু মধ্যপ্রদেশ থেকে। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে দেখা গেল, তারা বদলে ফেলা নীতি আঁকড়ে ধরেছে আরও মরিয়া হয়ে।
বিশদ

25th  November, 2024
অন্ধ হলে কি...

‘জাস্টিস ফর ইন্ডিজেনাশ পিপ্‌ল।’ দেড় বছর ধরে হিংসাদীর্ণ মণিপুরে এবার ন্যায়বিচারের দাবি উঠল। চলতি মাসেই অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর, আইটিএলএফ-সহ কুকি-জো জনজাতিদের কয়েকটি সংগঠনের হাজার হাজার মানুষ কালো পোশাক ও কালো কাপড়ের মাস্কে মুখ ঢেকে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে ‘জাস্টিসের’ দাবিতে পথে নেমেছিলেন। বিশদ

23rd  November, 2024
পাকাবাড়ির কাঁচা প্রকল্প

পৃথিবীর মধ্যে সর্বাধিক জনসংখ্যার দেশই শুধু নয়, সবচেয়ে বেশি গৃহহীন মানুষও এই ভারতে বাস করে। কী গ্রীষ্ম, কী বর্ষা বা শীত তাদের মাথা গোঁজার ঠাঁই জোটে না। স্বাধীনতালাভের মাহাত্ম্য কি এটাই? তাও সাতাত্তর বছর আগে! স্বাধীনতার শতবর্ষ উদযাপনের তোড়জোড় নিশ্চয় শুরু হয়ে গিয়েছে। বিশদ

22nd  November, 2024
ভূরি ভূরি ভুয়ো

জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ধুমধামসহকারে রবিবার উদ্বোধন হয়েছিল এমনই গালভরা নামের একটি বেসরকারি সংস্থার। স্পেশালই বটে, তাও আবার মাল্টি! কিন্তু এত গুণপনা কীসে কীসে? আপাতত যা খবর, হাসপাতাল নামে ‘আবির্ভূত’ প্রতিষ্ঠানটির যাবতীয় স্পেশালিটি স্বীকৃত স্বাস্থ্য পরিষেবা বাদেই। বিশদ

21st  November, 2024
উপেক্ষা অথবা গলাবাজি

বেঁচে থাকার জন্য প্রথম দরকার খাদ্য। বিপুল জনসংখ্যা সত্ত্বেও, সুজলা সুফলা কৃষিপ্রধান ভারতবর্ষে খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কিন্তু এই সমাজ ক্রমবর্ধমান বৈষম্যে দীর্ণ। তাই হাড়ভাঙা খাটুনির পরও দুর্বল মানুষগুলির ঘরে খিদের অন্ন সবসময় বাড়ন্ত। একটি কল্যাণকামী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল নাগরিকের ক্ষুধার নিবৃত্তি। বিশদ

20th  November, 2024
ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। বিশদ

19th  November, 2024
অস্বস্তির ধারাবাহিকতা

২০ মার্চ, ২০২৩। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন প্রকাশ করেছিল ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। তাতে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বস্তুত ভারতের মোদি সরকারকে তুলোধোনাই করা হয়। বেআইনিভাবে ও নির্বিচারে হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাহরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ধর্মীয় ও জাতিগত হিংসাবৃদ্ধির মতো গুরুতর অভিযোগগুলিই ছিল প্রধান।
বিশদ

18th  November, 2024
চিরস্থায়ী বন্দোবস্তের কৌশল

লক্ষ্য স্থির। দলীয় এজেন্ডা মেনে ইতিমধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। ঘোষণা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধির। চেষ্টায় আছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি কার্যকর করার।
বিশদ

17th  November, 2024
একনজরে
চলতি মরশুমের শুরুর দিকে রক্ষণের সমস্যায় বারবার ভুগতে হয়েছে মোহন বাগানকে। ডুরান্ড কাপে ব্যর্থতার পর আইএসএলের প্রারম্ভিক পর্বেও অগোছাল ছিল হোসে মোলিনার রক্ষণ। তবে সম্প্রতি ...

স্বাধীনতার পর থেকে ভারতে সবচেয়ে বেশি কৃষি ঋণ মকুব। স্বাধীন ভারতে এক বছরে সর্বাধিক সরকারি চাকরির রেকর্ডও হয়েছে তেলেঙ্গানায়। ...

চা, কমলার পর সব্জি। একের পর এক গ্রিন হাউস ও পলিহাউসে ফলছে লেটুস, মাশরুম, পাক চোই, জুকিনি, ব্রোকলি ও বাঁধাকপি প্রভৃতি সব্জি। উদ্যানপালন দপ্তরের সহযোগিতায় তা চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিং পাহাড়। ...

রাজ্যের পর্যটনকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আন্তর্জাতিক পর্যটনে বাংলাকে ‘ডেস্টিনেশন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার প্রশ্নোত্তর পর্বে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। ‘হোম ট্যুরিজিমে’ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব প্রতিবন্ধী দিবস
১৮৮২: চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম
১৮৮৪: বিশিষ্ট দার্শনিক, রাজনীতিবিদ তথা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্ম
১৮৮৯: বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম
১৯৫৬: সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন
১৯৭৯: হকির জাদুকর ধ্যানচাঁদের মৃত্যু
১৯৮২: কবি বিষ্ণু দে’র মৃত্যু
১৯৮৩: বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা অ্যাকাডেমি
১৯৮৪: ভোপালে গ্যাস দুর্ঘটনায়  কমপক্ষে আড়াই হাজার মানুষ প্রাণ হারান
২০১১: অভিনেতা দেব আনন্দের মৃত্যু
২০২০: সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন স্মরণে কলকাতার মাঝেরহাটে জয় হিন্দ সেতু নামে নতুন ব্রিজের উদ্বোধন হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৭৩ টাকা ৮৫.৪৭ টাকা
পাউন্ড ১০৫.৮৫ টাকা ১০৯.৬১ টাকা
ইউরো ৮৭.৮২ টাকা ৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৭,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
01st  December, 2024

দিন পঞ্জিকা

১৭ অগ্রহায়ণ, ১৪৩১, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪। দ্বিতীয়া ১৭/৪৩ দিবা ১/১০। পূর্বাষাঢ়া ২৭/৫৩ সন্ধ্যা ৫/১৫। সূর্যোদয় ৬/৫/২১, সূর্যাস্ত ৪/৪৭/৩০। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৮ মধ্যে পুনঃ ৭/৩২ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ৮/২১ মধ্যে পুনঃ ৯/১৪ গতে ১১/৫৪ মধ্যে পুনঃ ১/৪১ গতে ৩/২৭ মধ্যে পুনঃ ৫/১৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/২৮ মধ্যে। বারবেলা ৭/২৫ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৭ মধ্যে। কালরাত্রি ৬/২৭ গতে ৮/৬ মধ্যে। 
১৭ অগ্রহায়ণ, ১৪৩১, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪। দ্বিতীয়া দিবা ১২/৩৫। মূলা নক্ষত্র সন্ধ্যা ৫/০। সূর্যোদয় ৬/৭, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ৮/২৯ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে ও ১/৫২ গতে ৩/৩৯ মধ্যে ও ৫/২৭ গতে ৬/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৩৫ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে ও ১২/৪৭ গতে ২/৮ মধ্যে। কালরাত্রি ৬/২৮ গতে ৮/৮ মধ্যে। 
৩০ জমাদিয়স আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পারিবারিক বিরোধের জের, রাজস্থানে সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন বাবা-মা

10:26:00 PM

তেলেঙ্গানায় মহিলা পুলিস কর্মীকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

10:00:00 PM

ঝাড়খণ্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিসের সঙ্গে বৈঠক করলেন হেমন্ত সোরেন

09:44:00 PM

কৃষকরা এমএসপির আইনি স্বীকৃতি চান, তাই প্রতিবাদ করছেন: তৃণমূল সাংসদ সৌগত রায়

09:23:00 PM

মুম্বইতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির সঙ্গে দেখা করলেন শচীন তেন্ডুলকর

09:10:00 PM

অভিনয় ছাড়ছেন না, আজ স্পষ্ট করে দিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি
অভিনয় ছাড়ছেন না। আজ, মঙ্গলবার স্পষ্ট করে দিলেন বলিউড অভিনেতা ...বিশদ

09:03:39 PM