স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ
প্রবীণ নাগরিকদের জীবন বিমার প্রিমিয়াম ইস্যুতে দীপক অধিকারী (দেব) সরকারের লিখিত জবাব চান। প্রিমিয়ামের অঙ্ক কেন অত্যাধিক, তোলেন প্রশ্ন। জবাবে তৃণমূলের দাবি নাকচ করেছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাঁর বক্তব্য, ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি সবদিক বিবেচনা করেই প্রিমিয়ামের অঙ্ক ঠিক করে। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পেতে বছর বছর প্রবীণ নাগরিকদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
অন্যদিকে, জিএসটি আদায় নিয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূলের মালা রায়। যার উত্তরে তথ্যমন্ত্রী পঙ্কজ চৌধুরী যে তথ্য দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে বৃদ্ধির হার কমেছে। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বরের মধ্যে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার ছিল ১৫ শতাংশ। সেটিই ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ’২৪শের সেপ্টেম্বরের মধ্যে দাঁড়িয়েছে মাত্র ৬ শতাংশ। অর্থাৎ সংগ্রহের হার কমছে।
এদিকে, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার দাবিতে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। আর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাইমা খাতুনের
সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তৃণমূলের আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, অসিত মাল এবং সামিরুল ইসলাম। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এএমইউ-র সেন্টারের উন্নয়ন আটকে আছে বলে অভিযোগ বাংলার শাসক দলের। ফাইল চিত্র