Bartaman Patrika
সম্পাদকীয়
 

ফাঁকা ভাষণের দিন শেষ

মঙ্গলবারের কাগজে প্রকাশিত খবর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন এবং মারা গিয়েছেন ৩ হাজার ৪১৭ জন। সংক্রমণের হার সামান্য কমেছে বলেও সরকারি তথ্যের দাবি। কিন্তু এখানে একাধিক প্রশ্ন রয়ে যায়: (এক) প্রয়োজনীয় সংখ্যক নাগরিকের পরীক্ষা করা হচ্ছে কি? (দুই) প্রচলিত টেস্টের রেজাল্ট কতটা নির্ভরযোগ্য? নিউ ভ্যারিয়েন্টের উপস্থিতির পুরোটা কি উদ্ঘাটন করা যাচ্ছে? (তিন) সংক্রমণের এই নিম্নগতির স্থিরতা কতটুকু? ছবিটা অচিরেই যে উল্টে যাবে না, তার গ্যারান্টি কোথায়? করোনার প্রথম ঢেউয়ের কথাই ধরা যাক। কিছুদিন আগে আমরাই তো আত্মপ্রসাদ লাভ করেছি, প্রথম ঢেউ জব্দ করে ফেলেছি! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকেও একদিন (২৯ জানুয়ারি, ২০২১) দাবি করা হল, অন্যান্য দেশ যখন কোভিডের নতুন স্ট্রেইন নিয়ে হিমশিম খাচ্ছে, এমনকী তারা নতুনভাবে লকডাউনের পথে যাচ্ছে, তখন ভারতের পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে। গত এক সপ্তাহের খবর, প্রতি পাঁচটি জেলার একটি থেকে নতুন করে কোনও সংক্রমণের খবর আসেনি। সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেওয়া গিয়েছে। এই প্রথম করোনা সংক্রমণের গ্রাফকে ‘ফ্ল্যাট’ করতে সক্ষম হল ভারত। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ভারতে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমতে থাকে। দেশের কিছু অঞ্চলে মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাও বেড়েছে ইত্যাদি। 
ওই সময় দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন ‘মহামারী মোকাবিলায় ভারতের অভূতপূর্ব সাফল্যের’ ফিরিস্তি দিয়ে। নরেন্দ্র মোদি উল্লেখ করেন টিকাকরণে ‘স্বনির্ভর’ ভারতের রেকর্ড এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় আয়ুর্বেদশাস্ত্রের ভূমিকার কথা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও দাবি করা হয়, করোনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে নিম্নতম। তরুণ প্রজন্মের ক্ষতি ভারতেই সবচেয়ে কম হয়েছে। কেন্দ্রীয় শাসক দল এবং মোদি সরকারের কেউ কেউ এমনও দাবি করেন, সারা পৃথিবী আজ শিখে নিক করোনার মোকাবিলা কী করে করতে হয়। গত ৮ অক্টোবর কানাডায় অনুষ্ঠিত ‘অ্যানুয়াল ইনভেস্ট ইন্ডিয়া’ ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মোদি দাবি করেন, ‘ভারত সারা পৃথিবীর ঔষধালয়ের’ ভূমিকা পালন করছে। আমরা মোটামুটি দেড়শোটি দেশকে ওষুধের জোগান দিয়েছি। গত ৭ মার্চ ‘জন ঔষধি দিবস’ উদযাপনের ভার্চুয়াল অনুষ্ঠানে মোদি ফের পুনরাবৃত্তি করেন, ভারতই পৃথিবীর ঔষধালয়ের রূপ নিয়েছে। করোনা মহামারীর পরই সারা পৃথিবী ভারতকে গুরুত্ব দিতে শুরু করেছে। করোনা পরিস্থিতিতেই ভারত সারা বিশ্বের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। 
একজন ভারতবাসী এসব শুনতে এবং ভাবতে ভালোবাসবেন, গর্ববোধ করবেন নিশ্চয়। কিন্তু বাস্তবটা যে আদৌ তা নয়, সেটা জানেন ভুক্তভোগীরা। করোনার যন্ত্রণা প্রায় প্রতিটি নাগরিককে এমনভাবে বিঁধছে, সেই অর্থে ভুক্তভোগী আজ সকলেই। হয় তিনি নিজে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। অথবা, করোনায় এক বা একাধিক বার ভুগেছেন তাঁর পরিবারের সকলে। কিংবা, এক বা একাধিক বন্ধুকে, প্রিয়-পরিজনকে হারিয়েছেন কেউ কেউ। একমাত্র অবলম্বনকে হারিয়ে চরম বিপন্ন হয়ে পড়েছেন হাজার মানুষ অথবা পরিবার। পরিবার এবং সমাজের আর্থিক কাঠামো ভেঙে পড়ার ব্যাপারটা এর পাশে যেন অনেক ছোট মনে হয় ইদানীং! বৎসরাধিককাল সময় মিলেছিল। যুদ্ধকালীন তৎপরতায় জনস্বাস্থ্য পরিকাঠামো আন্তর্জাতিক মানের করে তোলা যেত। সকলকে ভ্যাকসিনও দেওয়া যেত দ্রুত। তাহলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। বিশেষজ্ঞরা সেরকমই বলছেন। ভারতই পৃথিবীর বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ। বহু দেশকে ভ্যাকসিন সাপ্লাইও করেছে। কিন্তু ব্যাপকভাবে বঞ্চিত রয়ে গিয়েছে দেশবাসী। বিশেষ করে গরিব ভারতবাসী। বাজেটে ৩৫ হাজার কোটি টাকার সংস্থান এবং পিএম কেয়ার্স নামক ফান্ড তৈরি হওয়ার পরেও। আসলে নরেন্দ্র মোদি স্বয়ং এবং তাঁর সরকারের স্বাস্থ্যমন্ত্রক কাজ করার চেয়ে ভাষণেই বেশি ওস্তাদ। ভারতের বিপদ এটাই। আজ, কলকাতা রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছেন বাংলার জননেত্রী। ২ মে রাজ্য বিধানসভার ভোটের ফলাফল প্রকাশের দিনই তিনি বুঝিয়ে দিয়েছেন, তাঁর সরকারের অভিমুখ কী হতে চলেছে। কোন কাজটা এই মুহূর্তের অগ্রাধিকার পাচ্ছে তাঁর কাছে। করোনা মোকাবিলা এবং বাংলাসহ সারা ভারতের সব মানুষকে বিনা পয়সায় টিকাকরণই তাঁর এক ও একমাত্র লক্ষ্য। যে কাজটা মোদি এবং তাঁর পার্ষদরা করলেন না, সেটাই করার দায়িত্ব নেবেন মমতা। প্রয়োজনে তিনি অহিংস আন্দোলনেও নামবেন বলে ঘোষণা করে দিয়েছেন। জয় হোক তাঁর মানবিক মুখের। তাঁর বিবেকের পথ ধরে ভারতের দিকে দিকে ছড়িয়ে পড়ুক রাজধর্ম পালনের যাথার্থ্য।
05th  May, 2021
সাফাইয়ের দীর্ঘ ফিরিস্তি!

এক বিচিত্র সরকার চলছে কেন্দ্রে। এটা এখন জলের মতো পরিষ্কার যে করোনা মোকাবিলায় ল্যাজে-গোবরে হয়ে মোদি সরকারের নাক কাটা গিয়েছে। পাড়ার মুদি দোকান থেকে সুপ্রিম কোর্ট—প্রতিদিন সর্বত্র ধিকৃত ও ধস্ত হতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। বিশদ

প্রতিবাদ নয়, দায়িত্বপালনই পথ

রবিবারের কাগজে প্রকাশিত কয়েকটি খবরে চোখ রাখা যায়। (এক) কোভিডে মৃত মানুষের সৎকারে নজির গড়লেন দিল্লি পুলিসের এক অফিসার। তাঁর তদারকিতে দিল্লির একটি শ্মশানে মাত্র ২২ দিনে দাহ করা হল এগারোশো দেহ। অর্থাৎ দৈনিক ৫০টি মৃতদেহের সৎকারের ব্যবস্থা তাঁকে করতে হয়েছে। বিশদ

10th  May, 2021
অধিকার, অগ্রাধিকার

অধিকার আসলে কী? জীবনধারণের ন্যূনতম চাহিদা মেটাতে সকলের জন্য অন্ন-বস্ত্র-বাসস্থান-পানীয় জলের ব্যবস্থা করবে রাষ্ট্র। প্রাথমিক শিক্ষার আলো পৌঁছে যাবে দেশের প্রতিটি কোণে ঘরে ঘরে। সংবিধানই মৌলিক অধিকারের কথা বলেছে। বিশদ

09th  May, 2021
করুণাই বরাদ্দ থাক

থাপ্পড়টা গালে পড়েছে সজোরে। মার্চ-এপ্রিলের ভোটপর্বে গোটা দল ও রাষ্ট্রযন্ত্রকে বঙ্গে উড়িয়ে এনে মোদি-শাহরা ২০০ আসনে জেতার খোয়াব দেখিয়েছিলেন। রাজ্যের মানুষ তাঁদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করায় ভাবা গিয়েছিল, গণতন্ত্রের সাধারণ নিয়মে এই পরাজয়কে মেনে নিয়ে দিল্লীশ্বররা বুঝি শিষ্টাচার দেখাবেন। বিশদ

08th  May, 2021
ন্যাশনাল ইমার্জেন্সি

মানুষের দ্বারা বিজেপিকে প্রত্যাখ্যানের পালা অব্যাহত। ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা, পুর কর্পোরেশন, আদিবাসী অধ্যুষিত স্বশাসিত জেলা পরিষদ, বিধানসভা প্রভৃতি প্রায় সব ধরনের ভোটে। নরেন্দ্র মোদির পার্টি প্রত্যাখ্যাত হয়েছে দেশের পূর্ব, উত্তর-পূর্ব, পশ্চিম, দক্ষিণ, এমনকী উত্তরাঞ্চলের গেরুয়া গড়েও। বিশদ

07th  May, 2021
বিজেপিকে প্রত্যাখ্যানের ধারা

ফেব্রুয়ারির মাঝামাঝি পাঞ্জাবের পুরভোটে গোহারা হয়েছে বিজেপি। এই ভোটে মোদি সরকারের নতুন কৃষি আইনগুলি বাতিলের দাবিতে কৃষক আন্দোলনের ছাপটা স্পষ্টভাবে ধরা পড়েছে। হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপি।
বিশদ

06th  May, 2021
‘সুনার’ নয়, সোনার বাংলা 

রবিবার কয়েক ঘণ্টার বৈশাখী ঝড়। তাতেই পদ্মের পাপড়ি খসে বেসামাল হয়ে পড়ল বিজেপি। আর ইতিহাস তৈরি করে কোমায় চলে গেল বাম-কংগ্রেস। লড়াইটা ছিল সোনার বাংলা বনাম ‘সুনার’ বাংলা তৈরির।  
বিশদ

04th  May, 2021
এবার অগ্রাধিকার

তেত্রিশ দিন। আট দফা। সব মিলিয়ে এক নজিরবিহীন অলস ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২৯ এপ্রিল। তার পর প্রতীক্ষা গিয়েছে আরও দু’দিনের। অবশেষে এল সেই বহু কাঙ্ক্ষিত ২ মে। রবিবার শেষ হল ভোটগণনা। জলের মতোই পরিষ্কার হয়ে গিয়েছে কাদের দখলে যাচ্ছে নবান্ন। বিশদ

03rd  May, 2021
কাউন্টডাউন শুরু

ভোটগ্রহণ শেষ। অঙ্ক কষা শুরু। সহজ পাটিগণিতের নিয়মে এই অঙ্ক মিলিয়ে দিতে পারলেই ল্যাটা চুকে যেত। কিন্তু ভোট রাজনীতিতে অঙ্ক শাস্ত্রের জটিল নিয়ম চলে। সেই অঙ্ক মেলাতে বাঘা বাঘা বিশারদ ও পোড়খাওয়া রাজনীতিককে দিশেহারা হয়ে পড়তে দেখা গিয়েছে বারবার। বিশদ

01st  May, 2021
বৃদ্ধির পথের কাঁটা

করোনা সংক্রমণের গ্রাফ এখনও জেদি। এখনও ঊর্ধ্বমুখী। দেশজুড়ে বেড়ে চলছে সংক্রামিতের সংখ্যা। বেলাগাম মৃত্যুমিছিল গড়ে দিচ্ছে শোকের আবহ। দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সাক্ষী। রীতিমতো টলোমলো। বিশদ

30th  April, 2021
নেহাত রাজনৈতিক স্লোগান

এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই স্লোগান নরেন্দ্র মোদির। তিনি প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাস পরেই এই মন্ত্রে বিচিত্র বৈশিষ্ট্যের ভারতকে একসূত্রে গাঁথার শপথ নিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে উদযাপন করে তাঁর সরকার। বিশদ

29th  April, 2021
আত্মসমীক্ষা করুক কমিশন

কোভিডের এই ভয়াবহ পরিস্থিতির জন্য একমাত্র দায়ী ভারতের নির্বাচন কমিশন। এই মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের। এটাই সাধারণ মানুষের উপলব্ধি। তারা এই উপসংহারে উপনীত হয়েছে আগেই। দেশবাসী নানাভাবে তাদের মনোভাব ব্যক্তও করে চলেছে। বিশদ

28th  April, 2021
শুধুই ঢক্কানিনাদ

যন্ত্রণাক্লিষ্ট মানুষের ভাষণ শুনতে ভালো লাগে না। অথচ রাজধর্ম পালনে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাণী বিতরণে তাঁর পারদর্শিতা দেখিয়েই চলেছেন! সারা দেশ যখন অক্সিজেনের সঙ্কটে ধুঁকছে তখন তিনি শীতঘুম থেকে উঠে বলছেন ‘গোটা দেশে অক্সিজেন উৎপাদক ৫৫১টি প্লান্ট গড়ে তোলা হবে’। বিশদ

27th  April, 2021
সবার করুণার পাত্র 

ভারতবাসীর সবচেয়ে বড় কষ্ট ছিল পরাধীনতা। ইংরেজের শোষণের যন্ত্রণা সয়েছে দু’শো বছর। ভারতবাসীর আক্ষেপ, বিপুল সম্পদের অধিকারী হয়েও ভারত এগতে পারেনি শুধু এই জন্যে। চার্চিলকে ভারতবাসী ক্ষমা করবে না কোনওদিন। বিশেষ করে বাংলার মানুষ। 
বিশদ

26th  April, 2021
আট দফা কাল হল?

একপক্ষ ভোটে দাঁড়িয়েছে, অন্য পক্ষ তার হাতে রাজ্যকে তুলে দিতে যেন ধর্নুভাঙা পণ করেছে। বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেক আগেই এ ধরনের অভিযোগ উঠছিল। অভিযোগ ছিল পক্ষপাতিত্বের। বিশদ

25th  April, 2021
যুক্তিহীন বিলম্ব

করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়ল মোদির ভারত। একদিনে সংক্রমণ ৩ লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যু টপকে গেল ২ হাজারের বেড়া। সর্বনাশের জেদি গ্রাফ ঊর্ধ্বমুখী। অতএব ক্ষান্ত দিলেন ‘আসল পরিবর্তন’-এর স্বঘোষিত ভগীরথ। আপাতত প্রধানমন্ত্রী আর বাংলায় আসছেন না ‘সোনার বাংলা’ নির্মাণের ঝাঁকা নিয়ে। বিশদ

24th  April, 2021
একনজরে
ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব ফের পেয়েছেন অরূপ বিশ্বাস। স্বাভাবিকভাবেই ময়দানে খুশির হাওয়া। কর্মকর্তাদের ধারণা, ক্রীড়ামহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগই অরূপবাবুর মূলধন। নতুন কেউ এই দায়িত্ব নিলে কাজের ধরন ...

দীর্ঘ পাঁচ বছর পরে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য পেল মালদহ। পূর্ণ মন্ত্রী না পেলেও রাষ্ট্রমন্ত্রী হিসেবে মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের পাওয়া দপ্তরগুলি নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছে মালদহের বাসিন্দাদের। একইসঙ্গে দীর্ঘদিন ধরে জমে থাকা বেশকিছু দাবি, চাহিদা নতুন করে ডানা ...

নির্বাচন পরবর্তী হিংসা রাজ্যে থেমে গিয়েছে। ৮ মে’র পর রাজ্যে কোনও খুনের ঘটনা ঘটেনি। সোমবার কলকাতা হাইকোর্টে এক জনস্বার্থ মামলায় এমনটাই দাবি করল রাজ্য সরকার। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ পীড়িত, নিগৃহীত মানুষ যাতে ...

কেজরি সরকারের পাশাপাশি পৃথকভাবে কোভিডে মৃতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে দিল্লি পুলিস। শ্মশান ও কবরাস্থানে ঘুরে তথ্য সংগ্রহ করছে তারা। সম্প্রতি এই মর্মে এক নির্দেশিকা পৌঁছেছে ১৫টি জেলার পুলিস কর্তাদের কাছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ও মানসিক কষ্ট। দূর ভ্রমণের সুযোগ। অর্থপ্রাপ্তির যোগ। যে কোনও শুভকর্মের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় প্রযুক্তি দিবস
৩৩০ - কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়
৯১২ - আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।
১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা
১৯০৪: স্পেনীয় চিত্রকর সালভাদর দালির জন্ম
১৯১৫: স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার বিশ্বাসের মৃত্যু।
১৯১৬: আপেক্ষিকতাবাদের উপস্থাপনা আইনস্টাইনের
১৯৮৪: স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তার জন্ম
১৯৯৮: পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা করল ভারত
২০১৬: বাগদাদে আইএসের হামলায় হত শতাধিক
২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে । তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি ।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৫২ টাকা ৭৪.২৩ টাকা
পাউন্ড ১০১.০৯ টাকা ১০৪.৬৩ টাকা
ইউরো ৮৭.৬০ টাকা ৯০.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ বৈশাখ ১৪২৮, মঙ্গলবার ১১ মে ২০২১। অমাবস্যা ৪৮/৩৯ রাত্রি ১২/৩০। ভরণী নক্ষত্র ৪৬/১২ রাত্রি ১১/৩১। সূর্যোদয় ৫/২/১৫, সূর্যাস্ত ৬/৩/৪১। অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩৬ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/১২ মধ্যে। রাত্রি ৬/৪৭ মধ্যে পুনঃ ৯/০ গতে ১১/১২ মধ্যে। পুনঃ ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৪১ গতে ৮/১৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৮ মধ্যে। কালরাত্রি ৭/২৫ গতে ৮/৪৮ মধ্যে। 
২৭ বৈশাখ ১৪২৮, মঙ্গলবার ১১ মে ২০২১। অমাবস্যা রাত্রি ১১/৩৬। ভরণী নক্ষত্র রাত্রি ১১/০। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/৫। অমৃতযোগ দিবা ৭/৩৭ গতে ১০/১৪ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৬ মধ্যে ও ৩/২৯ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২২ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/১৮ মধ্যে ও ১/১২ গতে ২/৫০ মধ্যে। কালরাত্রি ৭/২৭ গতে ৮/৫০ মধ্যে।
২৮ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
করোনার কোপে ঈদের নামাজ স্থগিত রাখল কমিটি
দেশের পাশাপাশি করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যেও। সেই ...বিশদ

10:35:00 PM

করোনামুক্ত হয়ে দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন ছোটা রাজন

08:37:41 PM

রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
রাজভবনের উত্তর গেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অফিস ফেরত এক বাইক ...বিশদ

07:03:50 PM

আপাতত নয় মাধ্যমিক
আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। ১ জুন থেকে পরীক্ষা নেওয়া ...বিশদ

06:53:00 PM

পূর্ব বর্ধমানের জেলা পরিষদে বিধায়কদের নিয়ে বৈঠক সারলেন স্বপন দেবনাথ
পূর্ব বর্ধমান জেলা পরিষদের গোলঘরে নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ...বিশদ

05:59:08 PM

 মালদহে ফিরেই সম্বর্ধনা সেচ, জলপথ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে

05:53:00 PM