Bartaman Patrika
রাজ্য
 

সফল পুর চেয়ারম্যান থেকে
এবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
মুখ্যমন্ত্রীর আস্থায় আপ্লুত

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় খাদ্যদপ্তরের গুরুদায়িত্ব পেলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। করোনাজয়ী রথীনবাবু সোমবার ভার্চুয়ালি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। রথীনবাবুর মন্ত্রী হওয়ার খবর প্রকাশ্যে আসায় মধ্যমগ্রাম তথা জেলার তৃণমূল কর্মীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে। তবে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব এখন রথীনবাবুর কাঁধে। তবে গত এক দশকের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে প্রথম মন্ত্রী হওয়া রথীনবাবুকে এই দায়িত্ব দেওয়ায় শাসক দলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সত্তরের দশক থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত রথীন ঘোষ। ১৯৯৪ সালে কংগ্রেসের টিকিটে তিনি প্রথমবার মধ্যমগ্রাম পুরসভার কাউন্সিলার নির্বাচিত হন। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। ১৯৯৯ সালে তিনি প্রথম মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান হন।  
টানা দশবছর ওই পদে ছিলেন। রাজনৈতিক দূরদৃষ্টি ও পুরসভা পরিচালনার ক্ষেত্রে তাঁর দক্ষতাকে বিরোধী দলের নেতা-কর্মীরাও সমীহ করেন। কিন্তু ২০০৯-এর পুরভোটে বামেদের কাছে হেরে যান রথীনবাবু। পাঁচবছর সামলেছেন বিরোধী দলনেতার দায়িত্ব। ২০১১ সালে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র গঠন হওয়ার পর তিনি বিধায়ক নির্বাচিত হন। পাশাপাশি ২০১৫ সালে তিনি পুর চেয়ারম্যান পদও ফিরে পান। এবার তিনি ৪৮ হাজারের বেশি ভোটে তৃতীয় বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন।
তিনি নেতৃত্বে থাকায় মধ্যমগ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তেমন মাথাচাড়া দিতে পারেনি। এমনকী, পুরসভাতেও বিভিন্ন দলের কাউন্সিলার ও সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। রথীনবাবুকে মন্ত্রী করার দাবি কর্মীদের থেকে বার বার উঠেছে গত একদশকে। সেই দাবি এবারও পূরণ হবে কি না তা নিয়ে জোর জল্পনা ছিল। এপ্রিলের শেষ সপ্তাহে তিনি করোনা আক্রান্ত হন। ভর্তি ছিলেন আইডি হাসপাতালে। গত শুক্রবার করোন জয় করে মাইকেলনগরের বাড়িতে ফিরেছেন। রবিবার তাঁর মন্ত্রী হওয়ার খবরে মধ্যমগ্রাম জুড়ে খুশির হাওয়া বইছে। সোমবার সকাল থেকেই তাঁর বাড়ির সামনে উৎসাহী দলীয় কর্মীরা ভীড় জমান। সবুজ আবির উড়িয়ে তাঁরা আনন্দে মেতে ওঠেন। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়বাবুকে  এবার বনমন্ত্রী করায় তাঁর অনুগামীরা কিছুটা যেন হতাশ।
জ্যোতিপ্রিয়বাবু বলেন, রথীন ঘোষের কর্মদক্ষতা অতুলনীয়। খাদ্যদপ্তরে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা এই দপ্তরের কাজ অনেকটা এগিয়ে রেখেছি। আমার বিশ্বাস, রথীনবাবু দক্ষতার সঙ্গেই খাদ্যদপ্তর পরিচালনা করবেন। অন্যদিকে রথীনবাবু বলেন, মুখ্যমন্ত্রী আমার উপর এমন আস্থা ও বিশ্বাস রাখায় আমি আপ্লুত। এখন করোনা পরিস্থিতি মোকাবিলা করাই আমাদের অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন দপ্তরের মন্ত্রী হিসেবে তা নিষ্ঠার সঙ্গেই পালন করব। রথীন ঘোষ বুধবার তাঁর নতুন দপ্তরে যাবেন।

সম্পূর্ণ লকডাউন নয় রাজ্যে: মমতা
কোভিড বিধি মেনে চলার জন্য ফের রাজ্যবাসীকে আবেদন 

কোভিড মোকাবিলা এখন তাঁর প্রথম কাজ। শপথ নিয়েই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গজুড়ে কিছু বিধিনিষেধ জারি রয়েছে। দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যে ঘোষণা হয়েছে সম্পূর্ণ লকডাউন। কিন্তু ‘দিন আনি, দিন খাই’ মানুষের কথা ভেবে সেই রাস্তায় হাঁটতে চান না মমতা। বিশদ

৬ মিনিটে শেষ তৃতীয়
মন্ত্রিসভার শপথগ্রহণ

সংক্রমণ এড়াতে রাজভবনের অনাড়ম্বর অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটে শেষ হয়ে গেল রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণ। সূত্রধর রাজ্যপাল জগদীপ ধনকার যখন এই প্রক্রিয়া শুরু করেন, সার বেঁধে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীরা। বিশদ

দায়িত্ব বৃদ্ধি ইন্দ্রনীলের, বেচারাম শ্রমদপ্তরে
‘দিদি’কে মন্ত্রী করে আক্ষেপ মেটালেন দিদি

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আক্ষেপের কারণ ছিলেন তিনি। রাজ্যের ‘দিদি’ তাঁর প্রিয় ‘দিদি’র সেই ভোটে হার কিছুতেই মানতে পারেননি। সেই রত্না দে নাগকে রাজ্য মন্ত্রিসভায় শামিল করে সুদে-আসলে আক্ষেপ মেটালেন মুখ্যমন্ত্রী মমতা। বিশদ

প্রতিটি মানুষের কাছে জল
পৌঁছনোই লক্ষ্য পুলকের

রাজ্যের প্রতিটি মানুষের কাছে জল পৌঁছে দেওয়াটাই আমার মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। সোমবার শপথ নেওয়ার পরে এই কথা বললেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বিশদ

রাজ্যে একদিনে মৃত্যু সর্বাধিক, আজ
থেকে শুরু ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ

সোমবার রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। একদিনে এই মৃতের সংখ্যা চলতি বছরে সর্বাধিক। এনিয়ে স্বাস্থ্যকর্তাদের দুশ্চিন্তার মধ্যেই সরকারিভাবে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে যাঁরা, তাঁদের টিকাকরণ। রবিবার রাজ্যে আসে এক লক্ষ ডোজ টিকা এবং সোমবার আসে আরও সাড়ে তিন লক্ষ টিকা। বিশদ

কোভিড বিধি মেনে চলব, তবে পূর্ণ লকডাউন
করবেন না, সরকারের কাছে আর্জি মালিকদের

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক অভিঘাত থেকে রাজ্যের সব শিল্প প্রতিষ্ঠানকে সতর্ক থাকতে বলল সরকার। শ্রমদপ্তর এই বিষয়ে আদেশনামা বের করেছে বিভাগীয় আধিকারিক এবং মালিকপক্ষের জন্য। সোমবার প্রধানসচিব বরুণ রায় দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন বণিকসভা ও শিল্প সংক্রান্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন।  বিশদ

বিজেপি বিধায়কদের নিরাপত্তায় 
আধাসেনা পাঠাচ্ছে কেন্দ্র, বিতর্ক

রাজ্যে নবনির্বাচিত সমস্ত বিজেপি বিধায়কের সুরক্ষায় বেনজির সিদ্ধান্ত নিল মোদি সরকার। ৭৭ জন বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা বলয় দেওয়া হবে বলে বিজেপি সূত্রে খবর। যা নিয়ে রাজ্য তথা জাতীয় পর্যায়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের বক্তব্য, সংবিধান অনুযায়ী আইন-শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। বিশদ

দুর্গাপুরের বাজার ছেয়েছে
পোস্তর নামে ঘাস বীজে

বাঙালির প্রিয় পোস্ত এখন মহার্ঘ্য। বর্তমানে এর দাম আকাশছোঁয়া। ফলে, দরিদ্র সহ মধ্যবিত্ত বাঙালির পাতে এখন পোস্তর দেখা মেলা ভার। এই পরিস্থিতিতেই দুর্গাপুরের শহরতলি থেকে গ্রামগঞ্জে বাঙালির পাতে জুটছে পোস্তর নামে পাখির খাবার হিসেবে ব্যবহৃত ঘাসের বীজের দানা। বিশদ

সোনা, জালনোট, গোরুকে টেক্কা
দিয়ে সীমান্তে পাচারের শীর্ষে চুল
চীন, মালয়েশিয়া সহ ২৬টি দেশে যাচ্ছে

সীমান্তে সোনার বিস্কুট, জালনোট কিংবা গোরু পাচারের ঘটনা আকছার শোনা যায়। তবে বহু চর্চিত এই সব পাচারকে করোনাকালে টপকে ‘শীর্ষস্থানে’ পৌঁছে গিয়েছে মানুষের চুল! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারত থেকে চোরাপথে লক্ষ লক্ষ টাকার চুল পাচার হচ্ছে বাংলাদেশে। বিশদ

চানাচুর, চিঁড়ে ভাজা সহ খাবারে
মিশছে বিষ, নজরদারি ইবি’র
কলকাতার এক সংস্থার বিরুদ্ধে কেস রুজু

পাড়ার অলিগলি বা মহল্লার দোকানে হামেশাই পাওয়া যায় চানাচুর, চিঁড়ে ভাজা বা মুগডাল ভাজা। খোলাই হোক বা প্যাকেটজাত— অনেকেই কেনেন এই মুখরোচক খাবার। কিন্তু এসব খাবারের আড়ালে রয়েছে ক্ষতিকারক রাসায়নিক। এই সব লোভনীয় খাবার খাওয়ার ফলে অজান্তেই শরীরে ঢুকছে বিষ। বিশদ

অনলাইনে পালন ২৫ বৈশাখ
করোনা যোদ্ধা ডাক্তারদের গলায়
ঘুরে দাঁড়ানোর গান-কবিতা

 

বাঙালির সব আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ। সব আনন্দে তাঁকে স্মরণ। সব ভেঙে পড়ায় তাঁকে অবলম্বন করে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই। করোনার ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম কেন! এবছর খোদ স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে অভিনব ২৫ বৈশাখ পালন হল অনলাইন প্ল্যাটফর্মেই। বিশদ

বুধবার পর্যন্ত চলবে
বৃষ্টি, ঝোড়ো হাওয়া

নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত থাকার কারণে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা আসতে এখনও মাসখানেক দেরি থাকলেও নিয়মিত বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। এর জেরে মে মাসের তীব্র গরম থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন রাজ্যবাসী। বিশদ

কৃষক বিক্ষোভে যোগ দিতে যাওয়া বাঙালি
সমাজকর্মীর মৃত্যুতে তোলপাড়, গ্রেপ্তার ৬
কিষান মোর্চার সঙ্গে যোগ নেই, জানালেন যোগেন্দ্র যাদব

তিক্রিতে কৃষকদের বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে সহকর্মীদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন পশ্চিমবঙ্গের এক সমাজকর্মী। পরে তাঁর করোনা ধরা পড়ে। ৩০ এপ্রিল হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনা জানাজানি হতেই তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বিশদ

আজ জেরা, কেন্দ্রীয় বাহিনীর দুই অফিসার
সহ ৬ জওয়ানকে ডেকে পাঠাল সিআইডি
শীতলকুচি গুলিকাণ্ড

শীতলকুচি কাণ্ডে সিআইএসএফ-এর দুই অফিসার সহ ছ’জন জওয়ানকে ডেকে পাঠাল সিআইডি। আজ মঙ্গলবার তাঁদের ভবানীভবনে আসতে বলা হয়েছে। সিআইএসএফ-এর এই টিমই গুলি চালিয়েছিল বলে অভিযোগ। বিশদ

Pages: 12345

একনজরে
কেজরি সরকারের পাশাপাশি পৃথকভাবে কোভিডে মৃতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে দিল্লি পুলিস। শ্মশান ও কবরাস্থানে ঘুরে তথ্য সংগ্রহ করছে তারা। সম্প্রতি এই মর্মে এক নির্দেশিকা পৌঁছেছে ১৫টি জেলার পুলিস কর্তাদের কাছে। ...

এলাকার গভীর নলকূপ ও জল প্রকল্পের পাম্প বিকল হয়ে যাওয়ায় খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। দূরের অন্য এলাকা থেকে জল বয়ে আনতে হচ্ছে। কিছু এলাকায় গত প্রায় চার-পাঁচদিন ধরে জল ...

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বাগদায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল শাসক শিবির। কিন্তু সেবার পদ্ধতিগত ত্রুটির কারণে সেই প্রস্তাব গৃহীত হয়নি। ভোট মিটতে না মিট঩তেই সোমবার নতুন করে অনাস্থা প্রস্তাব জমা দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ...

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব ফের পেয়েছেন অরূপ বিশ্বাস। স্বাভাবিকভাবেই ময়দানে খুশির হাওয়া। কর্মকর্তাদের ধারণা, ক্রীড়ামহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগই অরূপবাবুর মূলধন। নতুন কেউ এই দায়িত্ব নিলে কাজের ধরন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ও মানসিক কষ্ট। দূর ভ্রমণের সুযোগ। অর্থপ্রাপ্তির যোগ। যে কোনও শুভকর্মের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় প্রযুক্তি দিবস
৩৩০ - কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়
৯১২ - আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।
১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা
১৯০৪: স্পেনীয় চিত্রকর সালভাদর দালির জন্ম
১৯১৫: স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার বিশ্বাসের মৃত্যু।
১৯১৬: আপেক্ষিকতাবাদের উপস্থাপনা আইনস্টাইনের
১৯৮৪: স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তার জন্ম
১৯৯৮: পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা করল ভারত
২০১৬: বাগদাদে আইএসের হামলায় হত শতাধিক
২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে । তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি ।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৫২ টাকা ৭৪.২৩ টাকা
পাউন্ড ১০১.০৯ টাকা ১০৪.৬৩ টাকা
ইউরো ৮৭.৬০ টাকা ৯০.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ বৈশাখ ১৪২৮, মঙ্গলবার ১১ মে ২০২১। অমাবস্যা ৪৮/৩৯ রাত্রি ১২/৩০। ভরণী নক্ষত্র ৪৬/১২ রাত্রি ১১/৩১। সূর্যোদয় ৫/২/১৫, সূর্যাস্ত ৬/৩/৪১। অমৃতযোগ দিবা ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩৬ মধ্যে পুনঃ ৩/২৮ গতে ৫/১২ মধ্যে। রাত্রি ৬/৪৭ মধ্যে পুনঃ ৯/০ গতে ১১/১২ মধ্যে। পুনঃ ১/২৩ গতে ২/৫১ মধ্যে। বারবেলা ৬/৪১ গতে ৮/১৮ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৮ মধ্যে। কালরাত্রি ৭/২৫ গতে ৮/৪৮ মধ্যে। 
২৭ বৈশাখ ১৪২৮, মঙ্গলবার ১১ মে ২০২১। অমাবস্যা রাত্রি ১১/৩৬। ভরণী নক্ষত্র রাত্রি ১১/০। সূর্যোদয় ৫/৩, সূর্যাস্ত ৬/৫। অমৃতযোগ দিবা ৭/৩৭ গতে ১০/১৪ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৬ মধ্যে ও ৩/২৯ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২২ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/১৮ মধ্যে ও ১/১২ গতে ২/৫০ মধ্যে। কালরাত্রি ৭/২৭ গতে ৮/৫০ মধ্যে।
২৮ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
করোনার কোপে ঈদের নামাজ স্থগিত রাখল কমিটি
দেশের পাশাপাশি করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যেও। সেই ...বিশদ

10:35:00 PM

করোনামুক্ত হয়ে দিল্লির এইমস থেকে ছাড়া পেলেন ছোটা রাজন

08:37:41 PM

রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
রাজভবনের উত্তর গেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অফিস ফেরত এক বাইক ...বিশদ

07:03:50 PM

আপাতত নয় মাধ্যমিক
আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। ১ জুন থেকে পরীক্ষা নেওয়া ...বিশদ

06:53:00 PM

পূর্ব বর্ধমানের জেলা পরিষদে বিধায়কদের নিয়ে বৈঠক সারলেন স্বপন দেবনাথ
পূর্ব বর্ধমান জেলা পরিষদের গোলঘরে নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ...বিশদ

05:59:08 PM

 মালদহে ফিরেই সম্বর্ধনা সেচ, জলপথ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে

05:53:00 PM