Bartaman Patrika
খেলা
 
বল-দান

কপিল দেবকে নিয়ে বায়োপিক ‘৮৩’-র প্রচার অনুষ্ঠান। অভিনেতা রণবীর সিংয়ের হাতে বল তুলে দিচ্ছেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক। পাশে কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ছবি: পিটিআই 

অহঙ্কারই পতন ডেকে এনেছে আলেজান্দ্রোর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হারের হ্যাটট্রিক। নয় নয় করে ৯ পয়েন্ট নষ্ট। তা সত্ত্বেও খেতাবের স্বপ্ন দেখছেন কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া! কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে কান পাতলে হতাশার সুর স্পষ্ট শোনা যাচ্ছে। প্রায় সারা বছর ক্লোজড ডোর প্র্যাকটিস করে মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেলে আখেরে লাভ কী হল স্প্যানিশ কোচের? ডার্বিতে তো তাঁর স্ট্র্যাটেজির ঝুলি থেকে কিছুই বেরল না। আসলে অহঙ্কারই আলেজান্দ্রোর পতনের মূল কারণ। ইতিহাস না জেনেই নিজেকে ইস্ট বেঙ্গলের সেরা কোচের আসনে বসিয়ে দেওয়ার চেষ্টা দেখে রাস্তাঘাটে রীতিমতো হাসির খোরাক উঠছেন আলেজান্দ্রো। বছরের শুরু থেকে শেষ সেই একই গতে বাধা প্র্যাকটিস ও গতানুগতিক ফুটবল। একদা হোসে মরিনহোর সহকারীর কোনও প্ল্যান ‘বি’ বা ‘সি’ নেই। আর এই চূড়ান্ত ব্যর্থ আলে স্যারকে নিয়ে সমর্থকদের একাংশের লাফালাফি বড়ই বেমানান। ক্লাবের প্রশাসনিক ডামাডোল প্রকাশ্যে চলে আসায় ইস্ট বেঙ্গলের ফোকাস নষ্ট হয়ে গিয়েছে। গোকুলামের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর কল্যাণী স্টেডিয়ামের গ্যালারিতে কোয়েসের সিইও সঞ্জিত সেন ক্লাবের সাবেক শীর্ষকর্তাদের পেটোয়া সমর্থকদের দ্বারা আক্রাম্ত হয়েছেন। যা কখনোই কাম্য নয়। প্রশ্ন উঠতে বাধ্য, ইনভেস্টর হিসেবে কোয়েস আসার আগে আই লিগে ইস্ট বেঙ্গলের কী সাফল্য রয়েছে? সবচেয়ে বড় কথা, এখনও আই লিগ আসেনি লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে। আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সর্ষের ভিতর ভূত থাকলে কি আর ওঝা ডেকে কী লাভ?
ফুটবলার চয়নে আলেজান্দ্রোর গোঁয়ার্তুমি খুবই বিরক্তিকর। মোহন বাগান চটজলদি সালভা চামোরো, জুলেন কলিনাসের পরিবর্ত হিসেবে পাপা দিওয়ারা, কমরন টারসুনভকে এনে ফায়দা তুলেছে। আর আলেজান্দ্রো একেবারেই ইচ্ছাকৃতভাবে কলকাতা লিগে চোট পাওয়া স্টপার বোরহা গোমেজের পরিবর্ত নিলেন না। অথচ একসময় আল আমনাকে ছেঁটে ফেলতে বিন্দুমাত্র সময় নেননি আলেজান্দ্রো। মার্কোস, ক্রেসপিদের মতো ধারাবাহিক খারাপ খেলা বিদেশি, ফর্ম হারানো কোলাডোকে দিনের পর দিন সঙ্গে নিয়ে ঘুরছেন তিনি। শুভ ঘোষ, নাওরেম, শেখ সাহিলকে সুযোগ দিয়ে তৈরি করে নিয়েছেন মোহন বাগান কোচ ভিকুনা। আলেজান্দ্রোর সেই প্রচেষ্টা কোথায়? তাঁর জায়গায় কোনও বাঙালি বা ভিন রাজ্যের কোচ থাকলে এতদিনে তাঁর বিদায়ঘণ্টা বেজে যেত।
ডার্বি হারের পর কোচ বদলের হাওয়া উঠেছে ইস্ট বেঙ্গলে। একই সঙ্গে প্লেয়ার পরিবর্তনেরও। মঙ্গলবার কোয়েস কর্তা সুব্রত নাগের সঙ্গে আলোচনায় বসছেন ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তা। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। আগামী শনিবার চেন্নাই সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবেন কাসিম-কোলাডোরা। এই ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু। ইস্ট বেঙ্গল কোচের নির্দেশমতো ম্যাচের আগেরদিনই চেন্নাই রওনা হবেন লাল-হলুদ ফুটবলাররা। সোমবার সকালে সল্টলেক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে ইস্ট বেঙ্গলের অনুশীলনে ছিলেন না স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা। ডার্বিতে নজরকাড়া এই স্ট্রাইকারের ডান হাঁটুতে গুরুতর জার্ক হয়েছে। সোমবার তাঁর হাঁটুতে এমআরআই স্ক্যান করা হয়েছে। আপাতত সাতদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। চেন্নাই সিটির বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। ডার্বিতে এডমুন্ডের পাস থেকেই মার্কোসের গোলে ইস্ট বেঙ্গল ব্যবধান কমিয়েছিল। প্রতিভাবান এই স্ট্রাইকার চোট পাওয়ায় আলেজান্দ্রোর চিন্তা বেড়েছে। সোমবার অনুশীলনে ডার্বিতে খেলা ফুটবলারদের নিয়ে রিকভারি সেশনে জোর দেন ট্রেনার কার্লোস নোডার। মঙ্গলবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন কোচ আলেজান্দ্রো। সোমবারই ইস্ট বেঙ্গলের চাকরি ছেড়ে সিঙ্গাপুরে চলে যাচ্ছেন সহকারী কোচ ও আলেজান্দ্রোর দোভাষীর কাজ করা জোসেফ ফেরে। তাঁর বদলে এদিন অনুশীলনে হাজির ছিলেন আলেজান্দ্রোর নতুন সহকারী সেভিলানো। ডার্বিতে একেবারেই অফ ফর্মে থাকা হাইমে স্যান্টোস কোলাডোর মাথার পিছন দিকে ফেটেছে। তবে তা গুরুতর নয়। চেন্নাই ম্যাচে দলে একাধিক ভুলত্রুটি কীভাবে আলেজান্দ্রো কাটিয়ে ওঠেন সেটাই এখন দেখার।
পাঞ্জাব এফসি’র জয়: সোমবার আই লিগের ম্যাচে পাঞ্জাব এফসি ৩-১ গোলে হারিয়ে দেয় গোকুলাম এফসি’কে। লুধিয়ানায় পাঞ্জাবকে প্রথমে এগিয়ে দেন জুনিয়র। ৬৪ আর ৯১ মিনিটে গোল করেন ডিপান্ডা ডিকা। মোহন বাগানের বিরুদ্ধে খেলার জন্য মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি তিনি। তারপর কোচ ইয়ান ল তাঁকে ছুটি দিতে চেয়েছিলেন। কিন্তু আই লিগ শেষ করেই ডিকা বাড়ি যেতে চান। এদিন গোকুলামের গোলটি করেন হেনরি কিসেকা। পাঞ্জাব এফসি ৯ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবলে মোহন বাগানের পরেই আছে। প্রথম ম্যাচে চার্চিলের কাছে হেরে গেলেও শেষ আটটি ম্যাচে তারা অপরাজিত। 

21st  January, 2020
ইস্ট বেঙ্গল কোচের পদে ইস্তফা আলেজান্দ্রোর, কথা চলছে ক্রোমার সঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বি হারের জেরে অগ্নিগর্ভ ইস্ট বেঙ্গল। মঙ্গলবার বিকেলে কোচের পদ থেকে ইস্তফা দিলেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া। পরবর্তী কোচের দৌড়ে সুব্রত ভট্টাচার্য ও বিশ্বজিৎ ভট্টাচার্যের নাম শোনা গেলেও কোয়েসের আপত্তি রয়েছে। বিশদ

22nd  January, 2020
দ্বিতীয় রাউন্ডে নাদাল, বিদায় শারাপোভার 

মেলবোর্ন, ২১ জানুয়ারি: শীর্ষ বাছাই রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। একই দিনে মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন প্রাক্তন এক নম্বর মারিয়া শারাপোভা। নাদালের সামনে এবার ২০তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে।
বিশদ

22nd  January, 2020
প্রদর্শনী ক্রিকেট ম্যাচের কোচ শচীন ও ওয়ালশ 

সিডনি, ২১ জানুয়ারি: ভয়ঙ্কর দাবানলের কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আগামী ৮ ফেব্রুয়ারি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে রিকি পন্টিং একাদশ বনাম শেন ওয়ার্ন একাদশ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই ম্যাচের নাম দেওয়া হয়েছে, বুশফায়ার ক্রিকেট ব্যাশ।  
বিশদ

22nd  January, 2020
সোনা জিতলেন শ্যুটার দিব্যাংশ, অপূর্বি 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি: অস্ট্রিয়ায় অনুষ্ঠিত মেটন কাপে সোনা জিতলেন ভারতের শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার, অপূর্বি চান্ডিলা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দিব্যাংশ স্কোর করেন ২৪৯.৭ পয়েন্ট। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন অপূর্বি। তাঁর স্কোর ২৫১.৪ পয়েন্ট।  
বিশদ

22nd  January, 2020
ঘুরে দাঁড়াতে তৈরি আমরা: রস টেলর 

অকল্যান্ড, ২১ জানুয়ারি: অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে চূর্ণ হয়েছে নিউজিল্যান্ড। ক্যাঙ্গারুদের দেশে ০-৩ ব্যবধানে হেরে ঘরে-বাইরে সমালোচিত কেন উইলিয়ামসন-টম লাথামরা। কিন্তু দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলর মনে করেন, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে তাঁরা ঘুরে দাঁড়াতে পারবেন। 
বিশদ

22nd  January, 2020
ওএনজিসি’র সাইকেল র‌্যালি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওএনজিসি এবং পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশনের (পিসিআরএ) পরিচালনায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হল রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাকৃতিক সম্পদ পেট্রল ও ডিজেল সাশ্রয় করার জন্য সাইকেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
বিশদ

22nd  January, 2020
হাসপাতালে পিকে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জি মঙ্গলবার অসুস্থ হয়ে মুকুন্দপুরের একটি সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তারদের একটি টিম তাঁর এখন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।  বিশদ

22nd  January, 2020
মহমেডান নামছে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় ডিভিশন আই লিগে মহমেডান স্পোর্টিং অভিযান শুরু করছে শনিবার। কল্যাণী স্টেডিয়ামে তাদের অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ ভবানীপুর এফসি।   বিশদ

22nd  January, 2020
রাহুলকেই কিপার রেখে দিতে চান কোহলি 

বেঙ্গালুরু, ২০ জানুয়ারি: উইকেটরক্ষক হিসেবে লোকেশ রাহুলের উত্থানে যেন হাতে চাঁদ পেয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের মতে, এর ফলে দলের ভারসাম্য অনেকটাই বেড়ে গিয়েছে। তাই স্পেশালিস্ট ব্যাটসম্যান রাহুলের হাতেই দীর্ঘমেয়াদী ভিত্তিতে কিপিং গ্লাভস সঁপে দেওয়ার কথা ভাবছেন তিনি। 
বিশদ

21st  January, 2020
আসন্ন দু’টি অ্যাওয়ে ম্যাচকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছেন কোচ কিবু ভিকুনা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ২৪ মাস পর ডার্বি জিতেছে মোহন বাগান। কিন্তু সেই সাফল্যের জোয়ারে ভাসতে নারাজ কোচ কিবু ভিকুনা। কারণ, আগামী ১০ দিনে তাদের সামনে দু’টি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ। ২৩ জানুয়ারি নেরোকার বিরুদ্ধে খেলার পর ৩১ জানুয়ারি মোহন বাগানের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। 
বিশদ

21st  January, 2020
মনোজের ত্রিশতরান, জয়ের খোঁজে বাংলা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মনোজ তিওয়ারির অপরাজিত ট্রিপল সেঞ্চুরির সৌজন্যে হায়দরাবাদের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা। সোমবার চা-বিরতির পর প্রথম ইনিংসে তারা ৭ উইকেটে ৬৩৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। বাংলা ১৫১.৪ ওভার ব্যাট করায় কোচ অরুণলাল তৃপ্ত।
বিশদ

21st  January, 2020
বাগানের নতুন সচিব সৃঞ্জয় বসু, সহ সচিব সত্যজিৎ চ্যাটার্জি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ১৬ মাসের মধ্যে মোহন বাগান ক্লাবের সভাপতি পদে ফিরলেন স্বপন সাধন (টুটু) বসু। গত ডিসেম্বরে প্রয়াত হয়েছিলেন ক্লাব সভাপতি গীতানাথ গাঙ্গুলি। ফলে এই পদ খালি ছিল। সোমবার কর্মসমিতির সভায় প্রত্যাশিতভাবেই তা পূরণ করলেন টুটু বসু। তাঁর জায়গায় সচিব হলেন সৃঞ্জয় বসু। 
বিশদ

21st  January, 2020
বিরাটই সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার: ফিনচ 

বেঙ্গালুরু, ২০ জানুয়ারি: বিরাট কোহলিই বিশ্বের সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার। ভারত অধিনায়ককে মহার্ঘ এই সার্টিফিকেট দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিনচ। পাশাপাশি রোহিত শর্মাকেও সেরা পাঁচের তালিকায় রাখছেন তিনি।  
বিশদ

21st  January, 2020
রোনাল্ডোর জোড়া গোলে জয়ী জুভেন্তাস

তুরিন, ২০ জানুয়ারি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুরন্ত জোড়া গোলে পারমাকে হারিয়ে লিগ শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল জুভেন্তাস। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। উল্লেখ্য, লিগের গত দু’টি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্তার মিলান (২০ ম্যাচে ৪৭ পয়েন্ট)। 
বিশদ

21st  January, 2020

Pages: 12345

একনজরে
 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: যেসব শর্তে জলজীবন মিশন শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তাতে আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এদিকে, কেন জলজীবন মিশন, তা বোঝাতে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের একটি বড় টিম রাজ্যে আসতে চাইছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সিনিয়র অফিসারদের ওই টিম ...

বিএনএ, তমলুক: রেশন সামগ্রী লরিতে ভর্তি করে পাচার করার সময় হাতে নাতে ধরে পাঁশকুড়া থানার পুলিসের হাতে তুলে দিলেন জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী ...

 নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (পিটিআই): বিনিয়োগ, বাণিজ্য, তেল, গ্যাস, সাইবার সুরক্ষা এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্রাজিলের সঙ্গে ১৫টি চুক্তি করল ভারত। শনিবার ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের মেসিয়াস বলসোনারোর ...

 নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (পিটিআই): জাতীয় ভোটার দিবস উপলক্ষে শনিবার দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কৃতজ্ঞতা জানালেন নির্বাচন কমিশনের প্রতি। নির্বাচনের প্রক্রিয়াকে আরও প্রাণোচ্ছ্বল করে তোলা ও আরও বেশি মানুষের অংশগ্রহণে কমিশনের ভূমিকার জন্য। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

সাধারণতন্ত্র দিবস
১৮৪১: আনুষ্ঠানিকভাবে হংকং দখল করল ব্রিটিশরা
১৯৩০: পরাধীন ভারতে এই দিনটিকে ‘পূর্ণ স্বরাজ দিবস’ বা ‘স্বাধীনতা দিবস’ হিসাবে ঘোষণা করল জাতীয় কংগ্রেস
১৯৫০: লাগু হল ভারতের সংবিধান। রাষ্ট্রপতি পদে রাজেন্দ্র প্রসাদ দায়িত্ব গ্রহণ করে সূচনা করলেন গণতন্ত্রের।
১৯৫৪: রাজনীতিবিদ মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যু
১৯৬৫- হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র
১৯৯২: পরমাণু অস্ত্রের মাধ্যমে আমেরিকার বিভিন্ন শহরকে নিশানা করা থেকে রাশিয়া বিরত হবে বলে জানালেন বরিস ইয়েলৎসেন
২০০১: গুজরাতের ভুজে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হল প্রায় ২০ হাজার মানুষের
২০০৪: আফগানিস্তানের নয়া সংবিধানে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫১ টাকা ৭২.২১ টাকা
পাউন্ড ৯১.৯৮ টাকা ৯৫.৩২ টাকা
ইউরো ৭৭.৩৮ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  January, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৯৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,৪৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, (মাঘ শুক্লপক্ষ) দ্বিতীয়া ৫৯/৪৫ শেষ রাত্রি ৬/১৬। ধনিষ্ঠা অহোরাত্র। সূ উ ৬/২১/৫৩, অ ৫/১৬/১৩, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৮/৪৬ মধ্যে। বারবেলা ১০/২৭ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৫৬/১৭/৫২ শেষরাত্রি ৪/৫৬/৫। ধনিষ্ঠা ৫৮/৫৪/২৯ শেষরাত্রি ৫/৫৮/৪৪। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/১৪/৫৬, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে ও রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। কালবেলা ১১/৪৯/৫৬ গতে ১/১১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৮/৪১ গতে ৩/৭/২৬ মধ্যে।
৩০ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শুভেচ্ছা ও ছুটি

আজ রবিবার দেশের ৭১তম সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বর্তমান পত্রিকার ...বিশদ

08:00:00 AM

আজকের রাশিফল  
মেষ: দাম্পত্যজীবন শুভ। বৃষ: উপার্জন ভাগ্য শুভাশুভ মিশ্রিত। মিথুন: কথাবার্তায় সংযত না ...বিশদ

25-01-2020 - 07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় ভোটদাতা দিবস১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম১৮৫৬: সমাজসেবক ও ...বিশদ

25-01-2020 - 07:03:20 PM

পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ 

25-01-2020 - 09:18:00 PM

পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, স্বরাজ, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ 

25-01-2020 - 09:13:00 PM

 পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা রানউত, একতা কাপুর, আদনান সামি এবং করণ জোহর

25-01-2020 - 09:07:04 PM