Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

নদী চরে ইটভাটা-ভেড়ি রুখতে কঠোর প্রশাসন
পূর্ব মেদিনীপুরে এসডিওদের নিয়ে কমিটি গঠন

শ্রীকান্ত পড়্যা, তমলুক : নদীর পাড়, খাল ও ক্যানেল দখল করে সেচদপ্তরের জায়গায় গজিয়ে ওঠা ইটভাটা, মাছের ভেড়ি সহ যাবতীয় নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানোর কঠিন সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ফি বছর বর্ষায় জেলার বিস্তীর্ণ এলাকা মাসের পর মাস জলমগ্ন থাকার মূল কারণ নিকাশির অব্যবস্থা। সম্প্রতি কেলেঘাই নদীর বাঁধ ভেঙে পটাশপুর ও ভগবানপুর প্লাবিত হওয়ার নেপথ্যেও সেই নদীর পাড় জবরদখল করে ইটভাটা, ভেড়ি ও দোকানপাট তৈরির ঘটনাই সামনে এসেছে। সেচদপ্তরের জায়গা থেকে নির্মাণ সরিয়ে নিকাশি ব্যবস্থাকে সাজানোর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এই কাজ কতটা মসৃণ গতিতে করা যাবে, তা নিয়ে সংশয় থাকলেও প্রশাসন এনিয়ে কোনওরকম নমনীয়তা দেখাবে না বলে জানিয়েছে।
জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, এসডিওদের মাথায় রেখে প্রতিটি মহকুমায় বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। সেচদপ্তরের জায়গা দখল করে নির্মাণের তালিকা তৈরি হবে। তারপর আমরা ব্যবস্থা নেব। ফি-বছর এভাবে কয়েক মাস ধরে জলযন্ত্রণা নিয়ে থাকা যায় না। এর সমাধান হওয়া দরকার।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরার মহকুমা শাসকের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হবে। সেই টিমে বিডিও, ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসার, সেচদপ্তর, পুলিস, সব গ্রাম পঞ্চায়েত প্রধান ও পুরসভার প্রতিনিধিরা থাকবেন। ঠিক হয়েছে, সেচদপ্তর প্রতিটি মহকুমা এলাকায় নদী, খাল ও ক্যানেলের পাড়ে নিজেদের জায়গায় গজিয়ে ওঠা দোকানপাট, বসতবাড়ি, ইটভাটা ও মাছের ভেড়ি চিহ্নিত করতে একটি সার্ভে করবে। সেই রিপোর্ট মহকুমা শাসকদের কাছে জমা পড়বে। এভাবেই চার মহকুমা থেকে এনিয়ে রিপোর্ট আসবে জেলায়। এরপরই পুলিস, সেচদপ্তর ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অভিযান চালানো হবে।প্রতি বছর বর্ষার শুরু থেকেই চার-পাঁচ মাস পাঁশকুড়া, ময়না, শহিদ মাতঙ্গিনী ও কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকে। ফি-বছর হাজার হাজার মানুষের এই দুর্ভোগ লেগেই থাকে। এবছর নিম্নচাপের জেরে বেশ কয়েকবার ভারী বৃষ্টি হওয়ায় ওই চার ব্লকের প্রচুর গ্রামীণ রাস্তা, নিচু এলাকায় ঘরবাড়ি, দোকানপাট জলমগ্ন। শহিদ মাতঙ্গিনী বিডিও অফিসও জলমগ্ন। বিডিও নিজের অফিস ছেড়ে ওই প্রেমিসেসে পুরাতন ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসে বসছেন।গত ১৭সেপ্টেম্বর পটাশপুরের তালছিটকিনি গ্রামের কেলেঘাই নদীবাঁধ ভেঙে পটাশপুর ও ভগবানপুর প্লাবিত করে। ৬অক্টোবর রাতে সেই নদীবাঁধ মেরামত হলেও আজও ভগবানপুর-১ ব্লকের কোটবাড়, বিভীষণপুর, কাকড়া, কাজলাগড় প্রভৃতি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আজও কয়েক হাজার দুর্গত স্কুলে আশ্রয় নিয়ে আছেন। নদীতে জলস্তর কমলেও কেন প্লাবিত এলাকা থেকে জল গড়াচ্ছে না, তা নিয়ে এলাকা ভিজিট করে প্রশাসন ও সেচদপ্তরের পর্যবেক্ষণ, নিকাশি খাল জবরদখল হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভগবানপুর-১ ব্লকের নিকাশির গুরুত্বপূর্ণ মাধ্যম হল কলাবেড়িয়া খাল। কলাবেড়িয়া বাজারে অন্তত দু’শো দোকান খালের দু’পাড় দখল করে নিয়েছে। ভগবানপুর ও পটাশপুরে বেশকিছু জায়গায় কেলেঘাই নদীর চর জবরদখল করে ইটভাটা তৈরি হয়েছে। নদীর স্বাভাবিক গতিপথ অবরুদ্ধ হওয়ায় বর্ষার সময় জলস্ফীতি হলে নদীবাঁধের উপর অতিরিক্ত চাপ পড়ছে। যেকারণে তালছিটকিনি গ্রামে কেলেঘাই নদীবাঁধ ভেঙে কয়েক লক্ষ মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। এবারের বন্যায় জেলায় মোট ন’জনের প্রাণ গিয়েছে।

অস্ত্র কারখানার হদিশ, ধৃত ২
টালির বাড়িতে সুড়ঙ্গ ,
সেপটিক ট্যাঙ্কের আড়ালে কারবার

উপরের টালির চালার নীচে অপ্রশস্থ ঘর। অটো চালিয়ে হয় দিন গুজরান। বাইরে থেকে দারিদ্রের ছাপ স্পষ্ট। যদিও সবটাই ছিল তার ‘ভেক’। নিজের বাড়িতেই অস্ত্র কারখানা গড়ে তুলেছিল মহম্মদ জাভেদ। বিশদ

পিস্তল ও ছুরি ভর্তি ব্যাগ উদ্ধারে রহস্য
রায়নায় ব্যবসায়ী খুনকাণ্ড

রায়নায় গ্রামের বাড়িতে ব্যবসায়ী খুনের ঘটনা নয়া মোড় নিল। দরিয়াপুরের ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে নয়ানজুলি থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করেছে পুলিস। ওই ব্যাগ ঘিরেই দানা বাঁধছে রহস্য। কারণ ওই ব্যাগে একটি সেভেন এমএম পিস্তল, একটি ওয়ান শটার বন্দুক, পাঁচটি গুলি ও তিনটি ধারালো আধুনিক ছুরি ছিল। বিশদ

ভাণ্ডারে টাকা না ঢুকলে
ত্রুটি খুঁজে সমাধান শুরু
পঃ মেদিনীপুরে প্রশাসনিক
সিদ্ধান্তে খুশি মহিলারা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন অনুমোদন করে পাঠিয়ে দেওয়া হলেও ত্রুটি থাকায় অনেকে মেসেজ পাননি। এরফলে প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টেই ক্রেডিট হয়নি। এবার সেইসব ত্রুটি খতিয়ে দেখে সংশোধনের কাজ শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলায়। বিশদ

রাজগ্রামে ডিজেল ১০১ টাকা, প্রতিবাদে
অবরোধ, বিক্ষোভ ট্রাক মালিকদের

পেট্রল আগেই সেঞ্চুরি হাঁকিয়েছে। এবার সেই পথেই লিটারপিছু একশো টাকার গণ্ডি পার করল ডিজেলও। সোমবার মুরারইয়ের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপিছু একশো টাকা এক পয়সা। আর এতেই সমস্যায় পড়েছেন শিল্পাঞ্চলের লরি মালিকরা। বিশদ

২০০টি মাইক লাগিয়েও ৫০জন
লোক জোগাড় করতে পারছে না
শান্তিপুরে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

আগামী ৩০অক্টোবর শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন জনসভা, পথসভা, পদযাত্রা করে ভোট চাইছেন প্রার্থীরা। কিন্তু বিজেপির পথসভায় নিচুতলার কর্মীদের অনুপস্থিতি ভোটের আগে রাজ্য নেতাদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিশদ

আরামবাগে বন্যায় কৃষিতে
প্রায় ১৪৩ কোটি টাকা ক্ষতি

বন্যায় ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে আরামবাগে। দিশেহারা মহকুমার চাষিরা। ক্ষতির পরিমাণ প্রায় দেড়শো কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খানাকুল-১ ও ২ ব্লকে। জেলা কৃষিদপ্তররের তথ্য অনুযায়ী, ধান ছাড়াও সব্জি ও বাদামচাষে মহকুমাজুড়ে ক্ষতির পরিমাণ ১৪৩ কোটি ২৩ লক্ষ ৬৯ হাজার টাকা। বিশদ

সাড়ে ৭ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরির উদ্যোগ
মুখ্যমন্ত্রীর নির্দেশে পদক্ষেপ জেলা প্রশাসনের

মুখ্যমন্ত্রী চান রাজ্যের প্রতিটি পরিবার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হোক। তাই তাঁর নির্দেশ মেনেই বাঁকুড়ায় চলতি বছরে সাড়ে সাত হাজার নতুন স্বনির্ভর গোষ্ঠী গড়ার উদ্যোগ নিয়েছে জেলা গ্রামোন্নয়ন শাখা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে জোর দেওয়া হয়েছে। বিশদ

করোনা সংক্রমণ নিয়ে বর্ধমান
শহরবাসীকে সতর্ক করল পুলিস

 

করোনা সংক্রমণ নিয়ে শহরবাসীকে সতর্ক করল বর্ধমান জেলা পুলিস। রবিবার রাত ১১টার পর শহরজুড়ে বিধি নিষেধ কার্যকর করতে তৎপর হয় পুলিস। সোমবার বর্ধমান থানার উদ্যোগে শহরের কার্জন গেট থেকে পার্কাস মোড় পর্যন্ত পথচলতি মানুষ ও দোকানদারদের করোনা নিয়ে সতর্ক করা হয়। বিশদ

বীরভূমে নমুনা সংগ্রহ ও পরীক্ষা
বাড়ানোর নির্দেশ দিল স্বাস্থ্যদপ্তর
২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ১৫ ,বাড়ছে উদ্বেগ

 

করোনা সংক্রমণ রোধে বেশি করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর। সেই মতো বীরভূম ও রামপুরহাট স্বাস্থ্যজেলায় একাজে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় করোনা আক্রান্তের হদিশ মিলছে, সেখানকার বাসিন্দাদের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বিশদ

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে
যাওয়া যুবক নিখোঁজ
উৎকণ্ঠায় রানাঘাটের পরিবার

দু’সপ্তাহ পেরিয়ে গেলেও রানাঘাটের যুবক প্রীতম রায়ের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে যাওয়া ডাক্তারি পড়ুয়া প্রীতমের পরিজনেরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। রাতে দু’চোখের পাতা এক করতে পারছেন না ওই যুবকের বাবা-মা। বিশদ

জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি, ‘বুর্জ
খলিফা’ হচ্ছে এবার কৃষ্ণনগরে

 

এবার দুর্গাপুজোয় ট্রেনে করে কলকাতায় গিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ‘বুর্জ খলিফা’ পুজো মণ্ডপ দেখার সুযোগ পায়নি কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা নবম শ্রেণির ছাত্র অগ্নিভ পাল। কিন্তু দুর্গাপুজোয় না হোক, জগদ্ধাত্রী পুজোতে বুর্জ খলিফা দর্শন কোনওভাবেই হাতছাড়া করতে চায় না সে। বিশদ

কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে
মিলল প্রচুর নোট, ঘটনায় চাঞ্চল্য

সোমবার সকালে অফিস বা কর্মস্থলে যাওয়ার ব্যস্ততা। এদিন থেকে খুলেছে সরকারি অফিসও। তাই কাটোয়া স্টেশনে ট্রেন ধরার জন্য ভালোই ভিড় ছিল। আচমকা এক হকার দেখতে পান, প্ল্যাটফর্মে একটি জায়গায় প্রচুর টাকার নোট পড়ে আছে। বিশদ

পশ্চিম মেদিনীপুরে টেস্ট কমতেই
আক্রান্তের সংখ্যাও কমে গেল

পশ্চিম মেদিনীপুর জেলায় দৈনিক সংক্রমণের হার একলাফে অনেকটাই কমে গেল। জেলা স্বাস্থ্য দপ্তরের এক তথ্যে দেখা যাচ্ছে শনিবার পজিটিভের হার ছিল ০১.০৩ শতাংশ। রবিবার তা কমে হয়েছে ০০.৪৯ শতাংশ। তবে এদিন একজনের মৃত্যুর ঘটনাও ঘটে। বিশদ

ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ,
পাঁশকুড়ায় ধৃত ব্যায়াম শিক্ষক

 

ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে পাঁশকুড়া থানার পীতপুর থেকে এক ব্যায়াম শিক্ষককে বেধড়ক মারধর করে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ধৃতের নাম সমীর দাস। বাড়ি কোলাঘাট ব্লকের সিদ্ধা-২গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামে। বিশদ

Pages: 12345

একনজরে
ত্রিপুরা, গোয়ার পর এবার গেরুয়া শিবিরের ‘স্বপ্নরাজ্য’ উত্তরপ্রদেশ! বিজেপির ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথের গড়ে হানা দিতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছট পুজোর পরেই ‘রাজনৈতিক এজেন্ডা’ নিয়ে লখনউ পৌঁছবেন বলে সোমবারই শিলিগুড়িতে ঘোষণা করেছেন মমতা। ...

জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালের প্রশংসা করল কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। রাজ্যের দু’টি গ্রামীণ হাসপাতাল প্রশংসাপত্র পেয়েছে কেন্দ্রের স্বাস্থ্যদপ্তর থেকে। তার মধ্যে একটি এই জাঙ্গিপাড়া গ্রামীণ ...

এবার আমতা ২নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি গ্রামে ভ্যাকসিন দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগ উঠল। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে ...

‘বিক্রিই যদি হতে হয়, তাহলে খেলার কী প্রয়োজন? পাকিস্তানের থেকে কত টাকা খেয়েছেন বলতে পারেন?’ সোশ্যাল মিডিয়ায় এমনই কুরুচিকর সব তির্যক মন্তব্য ভেসে এসেছে মহম্মদ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মের প্রসার ও উন্নতি হবে। ব্যবসায়ীদের দিনটি অনুকূল। অর্থকড়ি প্রাপ্তি যোগ শুভ। অর্থ সঞ্চয় বাড়বে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭৩: শের-ই-বাংলা ফজলুল হকের জন্ম
১৮৭৯: রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কির জন্ম
১৮৮১: দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্ম
১৮৯০: ভাষাচার্য তথা বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম
১৯১৭: বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেনের মৃত্যু
১৯২৭: গোয়েন্দা কাহিনীকার শ্রীস্বপন কুমার, জ্যোতিষী শ্রীভৃগু ও ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডের জন্ম
১৯৩৪: মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়
১৯৩৭: সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের জন্ম
১৯৪৭: জম্মু ও কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে সায় দিলেন সেখানকার মহারাজারা
১৯৫০: মাদার টেরিজা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন
১৯৬৪: পশ্চিম অস্ট্রেলিয়ায় শেষ মৃত্যুদণ্ড কার্যকর হল এরিক এডগার কুকের
১৯৭৪: অভিনেত্রী রবিনা ট্যান্ডনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ১০১.৬৫ টাকা ১০৫.১৪ টাকা
ইউরো ৮৫.৯৩ টাকা ৮৯.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১। পঞ্চমী ৬/৪৭ দিবা ৮/২৫। আর্দ্রা নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/৪১/৩৬, সূর্যাস্ত ৪/৫৯/৪৬।  অমৃতযোগ দিবা ৬/২৬ মধ্যে পুনঃ ৭/১২ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/৩৩ গতে ৮/২৩ মধ্যে পুনঃ ৯/১৪ গতে ১১/৪৭ মধ্যে পুনঃ ১/২৮ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/৫১ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৩৩ মধ্যে। বারবেলা ৭/৬ গতে ৮/৩১ মধ্যে পুনঃ ১২/৪৬ গতে ২/১১ মধ্যে। কালরাত্রি ৬/৩৭ গতে ৮/১১ মধ্যে। 
৮ কার্তিক, ১৪২৮, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১। ষষ্ঠী অহোরাত্র। আর্দ্রা নক্ষত্র শেষরাত্রি ৪/২৯। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/০।  অমৃতযোগ  দিবা ৬/৩৭ মধ্যে ও ৭/২১ গতে ১০/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/২৬ গতে ৮/১৮ মধ্যে ও ৯/১০ গতে ১১/৪৭ মধ্যে ও ১/৩২ গতে ৩/১৬ মধ্যে ও ৫/১ গতে ৫/৪৩ মধ্যে। মাহেন্দ্রযোগ  রাত্রি ৭/২৬ মধ্যে। বারবেলা ৭/৮ গতে ৮/৩২ মধ্যে ও ১২/৪৬ গতে ২/১১ মধ্যে। কালরাত্রি ৬/৩৬ গতে ৮/১১ মধ্যে। 
১৯ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল পাকিস্তান

11:07:27 PM

টি ২০: পাকিস্তান ৯১/৫ (ওভার ১৫)

10:39:06 PM

টি ২০: পাকিস্তান ৫৮/২ (ওভার ১০)

10:11:38 PM

টি ২০: পাকিস্তানকে ১৩৫ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

09:16:14 PM

টি ২০: নিউজিল্যান্ড ১০০/৪ (ওভার ১৫)

08:46:52 PM

টি ২০: নিউজিল্যান্ড ৫৬/২ (ওভার ৯)

08:16:01 PM