Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

হৃদরোগীরা একদম বাইরে যাবেন না, দরকারে অন্যের সাহায্য নিন 

ডাঃ সত্যজিৎ বসু
(হৃদরোগ বিশেষজ্ঞ)
করোনা আতঙ্ক গ্রাস করেছে দেশবাসীকে। বিশেষ করে হৃদরোগে আক্রান্তদের এই রোগের সংক্রমণ হলে মৃত্যু হার বেশি হওয়ায় তারা বেশি করে আতঙ্কিত। আসলে হৃৎপিণ্ড ও ফুসফুস একটি ইউনিটের মতো কাজ করে। তাই যাদের হৃৎপিণ্ডের সমস্য রয়েছে তাদের করোনা সংক্রমণের জেরে যদি ফুসফুসে সংক্রমণ ছড়ায় তাহলে উদ্বেগ অন্যদের তুলনায় বেশিই বাড়িয়ে দেয়। একদিকে আপনার হৃৎপিণ্ডের কর্মক্ষমতা কম, তার উপর ফুসফুসেও বড় সমস্যা হলে পুরো ইউনিটই বিকল হওয়ার সম্ভবনা থাকে। হৃদরোগীরা করোনা আক্রান্ত হলে মৃত্যু হার দশ শতাংশ যা অন্যদের তুলনায় অনেকটাই বেশি। তাই যাঁদের হৃদরোগ রয়েছে তাঁরা একেবারেই বাড়ির বাইরে বের হবেন না। নিজেদের কোয়ারেন্টাইন করে রাখুন। নিয়মিত ওষুধ খান, বাইরের কোনও প্রয়োজন হলে অন্যের সহযোগিতা নিন। নিজে ঝুঁকি নেবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
করোনাকে আমি কখনও সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস বলব না। এর থেকে অনেক বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়ায় মারা যায়। তারা নিজেদের মিউটেশন করে চারিত্রিক বদলও ঘটায়। তাই ভ্যাকসিনেরও পরিবর্তন করতে হয়। কিন্তু করোনা একেবারে নতুন ভাইরাস। এই ভাইরাস সম্বন্ধে খুব বেশি ধারণা কারও নেই। তাই বিশেষ সতর্কতা নিতেই হবে। যাঁদের ক্রনিক অবস্ট্রাকটেটিভ পালমুনারি ডিজিস(সিওপিডি) রয়েছে, এছাড়া যাঁরা ধুমপান করেন, গুটকা খান, অ্যাজমা রয়েছে তাঁদের একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, তার উপর এই ভাইরাস আক্রমণ হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এসব রোগীর ক্ষেত্রে মৃত্যুর সম্ভবনাও বেড়ে যায়। এর পাশাপাশি যাঁরা সুগারের রোগী তাঁদেরও এই রোগে মৃত্যুর হার ৭.৩ শতাংশ। হাই ব্লাড প্রেসারের রোগীদের ক্ষেত্রেও মৃত্যু হার বেশি। তাই তাঁদের বাড়তি সাবধান হতেই হবে।
হৃদরোগ একাধিক প্রকার হয়। প্রথমত, জন্মগত হৃদরোগ, দ্বিতীয়ত, ভালভিউলার হৃদরোগ অর্থাৎ হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা। এছাড়াও হাট অ্যার্টাকের জেরে হৃৎপিণ্ডের সমস্যা। এক্ষেত্রে হৃৎপিণ্ডের পাম্পিং ক্ষমতা কমে যায়। প্রথমেই বলেছি হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যকারিতা অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই হৃদরোগের জেরে একটিতে আগে থেকেই সমস্যা থাকে। এরপর করোনার জেরে ফুসফুসে সংক্রমণ হলে তা ভয়ানক রূপ নেওয়ার সম্ভবনা থাকে। তাই আমার মতে যতটা সম্ভব সাবধানে থাকুন। আমার ছেলে বউমা কলকাতায় কার্যত নিজেদের কোয়ারেন্টাইন করে রেখেছে। আমিও দুর্গাপুরে নিজেকে কোয়ারেন্টাইন করে রেখেছি। খুব জরুরি অপারেশন ছাড়া এখন নিজে খুব বেশি কাজ করছি না। আপনারাও তাই করুন। অসুস্থ, বয়স্কদের সরকার, পুলিস, বিভিন্ন এনজিও বাইরের কাজ করে দিয়ে সাহায্য করছে, তাদের সাহায্য নিন।
তবে আমি বলব সরকার যথার্থ সময়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ইতালিতে এসব প্রথমে মানা হয়নি। সেখানে শুনেছি বিভিন্ন রোগে আক্রান্ত একের পর এক বৃদ্ধাশ্রমের আবাসিকরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দেশে এখনও সেই অবস্থা হয়নি। সরকারি নির্দেশ মেনে চলতে হবে। কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমরা তৃতীয় স্টেজে পদার্পণ করেছি। কমিউনিটি ট্রান্সমিশন যত কমানো সম্ভব, ততই মঙ্গল। কারণ একবার দেশের দরিদ্র শ্রেণির মধ্যে এই রোগ ব্যাপক সংক্রমিত হয়ে গেলে শ্মশানে দাহ করার লোক থাকবে না। কবর দেওয়ার জন্য জায়গা কম পড়ে যাবে। তাই আসুন আমরা সবাই মিলে সচেতন নাগরিকের পরিচয় দিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি নির্দেশ মেনে চলি। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি।  
করোনা পরিস্থিতি মোকাবিলায় তারাপীঠের বিলাসবহুল
হোটেলে আইসোলেশন সেন্টার করল স্বাস্থ্যদপ্তর 

সংবাদদাতা, রামপুরহাট: করোনা মোকাবিলায় কোমর বাঁধছে বীরভূম জেলা স্বাস্থ্যদপ্তর। বিভিন্ন ব্লক স্বাস্থ্যকেন্দ্র, মেডিক্যাল কলেজের পাশাপাশি তারাপীঠের একটি বিলাসবহুল হোটেলকেও আইসোলেশন সেন্টারে পরিণত করা হল।  বিশদ

লকডাউনের জের: উত্তরপ্রদেশ ও অসম থেকে
হেঁটে বাড়ি ফিরলেন কাটোয়ার দুই যুবক 

সংবাদদাতা, কাটোয়া: লকডাউনের জেরে আটকে পড়ার ভয়ে সুদূর উত্তরপ্রদেশ ও অসম থেকে হেঁটেই বাড়ি ফিরলেন কাটোয়া মহকুমার দুই যুবক। তাঁদের নাম দিলীপ চৌধুরী এবং আজিজ শেখ। দু’জনের বাড়ি কাটোয়া শহরের থানা মার্কেটিং পাড়া ও কেতুগ্রামের উজালপুরে।  বিশদ

নিজামুদ্দিন থেকে একজনের ফেরার কথা
জানাজানি হতেই শুনশান কান্দি মহকুমা 

সংবাদদাতা, কান্দি: লকডাউন চলায় বাড়িতে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তা মানা হচ্ছিল না। এবার এলাকায় এক বাসিন্দা নিজামুদ্দিন থেকে ফিরেছেন জানাজানি হতেই কান্দি মহকুমার বিভিন্ন এলাকা শুনশান হয়ে পড়ল।   বিশদ

গোঘাটে কোয়ারেন্টাইন সেন্টার খোলা নিয়ে বিক্ষোভ 

বিএনএ, আরামবাগ: করোনা পরিস্থিতির অবনতি হলে গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতে সরকারি খাদ্য দপ্তরের মার্কেট গোডাউনকে কোয়ারেন্টাইন সেন্টার করবে প্রশাসন। এই খবর চাউর হতেই রবিবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।  বিশদ

মোবাইলে বাচ্চাদের কণ্ঠস্বর শুনে মনকে সান্ত্বনা দিচ্ছেন মায়েরা 

সংবাদদাতা, কাটোয়া: সাড়ে তিনশো কিমি দূরে বিহারের গ্রামে ছোট সন্তানদের রেখে রুজির টানে কাটোয়ায় এসে আটকে পড়েছেন সেখানকার অনেক মহিলা। লকডাউনের জেরে গ্রামে ফিরতে না পেরে মোবাইলে দু’বেলা সন্তানদের কণ্ঠস্বর শুনে মনকে সান্ত্বনা দিচ্ছেন মায়েরা।  বিশদ

লকডাউনের জের: সব্জির দাম তলানিতে,
চরম সঙ্কটে পুরুলিয়ার চাষিরা 

সংবাদদাতা, পুরুলিয়া: লকডাউনের জেরে সব্জির দাম কমে যাওয়ায় চরম সঙ্কটে পড়েছেন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা। ভিন জেলা ও অন্য রাজ্যে সব্জি পাঠানো সম্ভব না হওয়াতেই দাম তলানিতে ঠেকেছে বলে জানান জেলার চাষিরা।  বিশদ

পাড়ুইয়ে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় এলাকা থমথমে 

রামকুমার আচার্য, পাড়ুই, বিএনএ: পাড়ুইয়ের তালিব গ্রামে বোমাবাজি ও খুনের ঘটনার জেরে রবিবার এলাকা ছিল থমথমে। গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের ছাপ দেখা গিয়েছে। তবে মৃতের বাড়িতে আত্মীয়দের ভিড় ছিল।  বিশদ

পুলিস লাঠি ছেড়ে গান ধরতেই মুর্শিদাবাদ
জেলাজুড়ে লকডাউন না মেনে বাইরে ভিড়, আড্ডা 

বিএনএ, বহরমপুর: পুলিস লাঠি ছেড়ে গান ধরতেই ফের মুর্শিদাবাদে লকডাউন ভাঙার প্রবণতা দেখা যাচ্ছে। লকডাউন চলছে বলে কান্দি, ডোমকল, জিয়াগঞ্জ, লালবাগ, আজিমগঞ্জ বা বহরমপুরের বেশ কিছু এলাকা দেখে বোঝার উপায় নেই।   বিশদ

শ্রমিকদের মনোবল বাড়াতে হলদিয়া বন্দরে স্যানিটাইজেশনের কাজ শুরু 

সংবাদদাতা, হলদিয়া: করোনা আতঙ্কগ্রস্ত শ্রমিকদের মনোবল বাড়াতে হলদিয়া বন্দরে স্যানিটাইজেশনের কাজ শুরু হল। গত শুক্রবার হলদিয়া বন্দরের ১৩নম্বর বার্থে বেসরকারি কার্গো হ্যান্ডেলিং সংস্থার এক কর্মীর করোনা ধরা পড়ায় বন্দরে শ্রমিক-কর্মচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।  বিশদ

বাজারে উপচে পড়া ভিড়, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা 

বাংলা নিউজ এজেন্সি: লকডাউন মানার জন্য সবার কাছেই অনুরোধ করলেন অনুব্রত মণ্ডল। রবিবার বোলপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি হাতজোড় করে সবার কাছেই করোনা পরিস্থিতিতে লকডাউন মানার জন্য অনুরোধ করেছেন।   বিশদ

পূর্ব মেদিনীপুরে অধিকাংশ ডাক্তারের চেম্বারে তালা 

শ্রীকান্ত পড়্যা, তমলুক, বিএনএ: করোনা আতঙ্কের জেরে পূর্ব মেদিনীপুর জেলায় অধিকাংশ চিকিৎসকের চেম্বারে তালা পড়ে গিয়েছে। এর পাশাপাশি জেলাজুড়ে নার্সিংহোমগুলিতে চিকিৎসকদের যাতায়াত প্রায় বন্ধ। এর ফলে স্বাস্থ্য পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে।   বিশদ

নিজামুদ্দিন থেকে ফেরা বড়ঞার একজনকে হোম কোয়ারেন্টাইনে 

সুখেন্দু পাল, বহরমপুর, বিএনএ: নিজামুদ্দিন থেকে ফিরে আসা মুর্শিদাবাদের আরও একজনকে স্বাস্থ্য দপ্তর চিহ্নিত করেছে। বড়ঞা এলাকার ওই ব্যক্তিকে স্বাস্থ্য দপ্তর কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।  বিশদ

আসানসোলের বৃদ্ধকে ভর্তি নিল না একাধিক সরকারি হাসপাতাল 

সুমন তেওয়ারি, আসানসোল, বিএনএ: আসানসোলে করোনা সন্দেহে চিকিৎসাধীন বৃদ্ধকে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠল একাধিক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। আসানসোল জেলা হাসপাতাল থেকে রেফার করা হলেও ওই বৃদ্ধকে ফিরিয়ে দিয়েছে কলকাতার একাধিক বড় হাসপাতাল।   বিশদ

জেলায় ৩৩ হাজারের বেশি হোম কোয়ারেন্টাইনে
পূর্ব বর্ধমানে বন্ধ থাকা স্কুলেই ভিন রাজ্যের শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা 

অলকাভ নিয়োগী, বর্ধমান, বিএনএ: করোনার জেরে রাজ্যের সমস্ত স্কুলই এখন বন্ধ। তাই লকডাউনে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের জন্য বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমানের একাধিক স্কুলে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করল জেলা প্রশাসন।  বিশদ

Pages: 12345

একনজরে
 মাদ্রিদ, ৫ এপ্রিল: করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিটি দেশে। ব্যতিক্রম নয় স্পেনও। প্রতিদিন সে দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার কারণে নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন আর্থিক সাহায্য তুলে দিতে বেশ কিছু প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। তাতে ব্যাঙ্কে ভিড় হওয়ার সম্ভাবনা প্রবল। এই ভিড় এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ...

সংবাদদাতা, দিনহাটা: করোনার জেরে দেশজুড়েই চলছে লকডাউন। যেজন্য কোচবিহার শহর দু’সপ্তাহ ধরে শুনশান হয়ে আছে। সকালে বাজার সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সামান্য কিছু মানুষকে রাস্তায় দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রাজপথ থেকে অলিগলি কার্যত জনশূন্য হয়ে ...

  নিজস্ব প্রতিনিধি কলকাতা: বছরের আর পাঁচটা সময় রীতিমত ঘড়ি ধরে আদালত বসে সকাল দশটায়। কোর্ট শেষ হতে গড়িয়ে যায় কোথাও পাঁচটা থেকে সাতটা পর্যন্তও। বিশেষ করে যে মহাকুমা কোর্টগুলিতে প্রতিদিন বেশি সংখ্যক অভিযুক্তদের হাজির করা হয়, সেখানে তো এই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম প্রণয়ে আগ্রহ বাড়বে। তবে তা বাস্তবায়িত হওয়াতে সমস্যা আছে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 আন্তর্জাতিক ক্রীড়া দিবস
১৪৮৩: ইতালির চিত্রশিল্পী রাফায়েলের জন্ম এবং ১৫২০ সালে আজকের দিনেই মৃত্যু
১৯৩১: মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম
১৯৫৬: ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকারের জন্ম
১৯৯২: কল্পবিজ্ঞানের লেখক আইজ্যাক অ্যারসিমভের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.২৪ টাকা ৭৬.৯৬ টাকা
পাউন্ড ৯২.৫১ টাকা ৯৫.৮২ টাকা
ইউরো ৮১.০৩ টাকা ৮৪.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
04th  April, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২৩ চৈত্র ১৪২৬, ৬ এপ্রিল ২০২০, সোমবার, (চৈত্র শুক্লপক্ষ) ত্রয়োদশী ২৬/০ রাত্রি ৩/৫২। পূর্বফাল্গুনী ১৬/৫৯ দিবা ১২/১৬। সূ উ ৫/২৮/২০, অ ৫/৪৯/৫৬, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১০/২৫ গতে ১২/৫৩ মধ্যে। রাত্রি ৬/৩৬ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ২/২১ মধ্যে। বারবেলা ৭/২ গতে ৮/৩৫ মধ্যে পুনঃ ২/৪৪ গতে ৪/১৭ মধ্যে। কালরাত্রি ১০/২২ গতে ১১/৩৯ মধ্যে।
২৩ চৈত্র ১৪২৬, ৬ এপ্রিল ২০২০, সোমবার, ত্রয়োদশী ১৯/৫৩/৪৭ দিবা ১/২৭/২১। পূর্বফাল্গুনী ১১/১০/২৪ দিবা ৯/৫৮/০। সূ উ ৫/২৯/৫০, অ ৫/৫০/৩০। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ১০/২৪ গতে ১২/৫৩ মধ্যে এবং রাত্রি ৬/৩৭ গতে ৮/৫৬ মধ্যে ও ১১/১৫ গতে ২/২০ মধ্যে। বারবেলা ২/৪৫/২০ গতে ৪/১৭/৫৫ মধ্যে, কালবেলা ৭/২/২৫ গতে ৮/৩৫/০ মধ্যে।
১২ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
আন্তর্জাতিক ক্রীড়া দিবস১৪৮৩: ইতালির চিত্রশিল্পী রাফায়েলের জন্ম এবং ১৫২০ সালে ...বিশদ

07:03:20 PM

ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ 

10:41:11 PM

নয়াদিল্লির হাসপাতালে ২ চিকিৎসক সহ আক্রান্ত ১৬ নার্স

নয়াদিল্লির স্টেট ক্যানসার ইনস্টিটিউটে নতুল করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ...বিশদ

10:14:38 PM

দিল্লিতে আরও ২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস, মোট আক্রান্ত ৫২৫ 

09:53:54 PM

করোনা: ব্রিটেনে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল 

09:24:30 PM

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৭৮, মৃত ১৩৭: পিটিআই 

09:13:09 PM