Bartaman Patrika
বিদেশ
 

অভিনন্দনের মুক্তি প্রসঙ্গে তোলপাড় পাক সংসদ
ভারতের হামলার ভয়ে
কাঁপছিলেন সেনাপ্রধান

নয়াদিল্লি: পুলওয়ামা হামলা পাকিস্তানের ‘সাফল্য’। আর অভিনন্দন বর্তমানের মুক্তি ‘ব্যর্থতা’। অবশেষে এই স্বীকারোক্তির সুর শোনা গেল খোদ পাক সংসদে। ফিরে এল গত বছরের ভারত বিরোধী নাশকতার ইস্যু। আর গোটা বিশ্বের সামনে মুখ পুড়ল ইমরান খান সরকারের।
ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ২০১৯ সালের ফ্রেব্রুয়ারি মাস। বালাকোটে বিমানহানার পর দু’দেশের সেনা জড়িয়ে পড়ে আকাশ-যুদ্ধে। সেই সময় অভিনন্দনের মিগ-২১ ভেঙে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে। তাঁকে ‘যুদ্ধবন্দি’ করে পাক সেনা। তাঁর প্রত্যাবর্তন নিয়ে বুধবার পাকিস্তানের পার্লামেন্টে মুখ খোলেন বিরোধী দল পিএমএনএলের নেতা তথা এমপি আয়াজ সাদিক। রাখঢাক না করেই তিনি বলেন—‘অভিনন্দনকে ছাড়া না হলে পাকিস্তানের সেনাঘাঁটি উড়িয়ে দিত ভারতীয় বায়ুসেনা। আর সেই ভয়ে দরদর করে ঘামছিলেন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তাঁর হাঁটু কাঁপছিল।’ 
জেনেবুঝেই হোক কিংবা বেফাঁস, সাদিকের এই মন্তব্যকে ঘিরে তুমুল ঝড় বয়ে যায় পাক পার্লামেন্টে। তোলপাড় শুরু হয় সে দেশের সংবাদ মাধ্যমেও। বিড়ম্বনায় পড়ে শাসকদল সহ সেনাবাহিনী। মুখ বাঁচাতে পুলওয়ামার নাশকতাকে ইমরান সরকারের ‘সাফল্য’ বলে সংসদেই উল্লেখ করেন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। অর্থাৎ, পাকিস্তান স্বীকার করে নিল, পুলওয়ামা হামলায় মদত ছিল ইমরান সরকারেরই। মওকা বুঝে অভিনন্দন ইস্যুকে লুফে নেয় ভারতও। কংগ্রেসকে আক্রমণ করতে মাঠে নেমে পড়ে বিজেপি। পাকিস্তানের এই ‘স্বীকারোক্তি’র অস্ত্রে শান দিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একঝাঁক ট্যুইট করেন। তাঁর নিশানায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘ভারতের শক্তির উপর কোনও ভরসাই নেই যুবরাজের। তা সে দেশের সেনাবাহিনীই হোক কিংবা সরকার। এবার অন্তত বন্ধু পাকিস্তানের কথা বিশ্বাস করবেন ওঁরা।’ প্রাক্তন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়াও এদিন বলেছেন, ‘ভারতের সেনাশক্তির আঁচ তাঁরা (পাক সেনা) পেয়েছিলেন। বুঝেছিলেন, ভারত পাক সেনাঘাঁটি উড়িয়ে দিতে পারে।’ 
পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিরোধী দলগুলির তিক্ততা এখন প্রকাশ্যে। তা নিয়ে ভীষণ চাপের মুখে ইমরানের সরকার। এই পরিস্থিতিতে সে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে সাদিকের পাক সেনাবাহিনীর মুখোশ খুলে দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অভিনন্দনের প্রত্যাবর্তন নিয়ে ঠিক কী বলেছেন পিএমএনএলের এমপি? দু’দেশের দীর্ঘ চাপানউতোরের পর মুক্তি পান ভারতের উইং কমান্ডার। সেই সূত্র ধরে পাক সংসদে সাদিকের দাবি, ‘অভিনন্দনের মুক্তির আগে সরকারের কর্তাব্যক্তিদের মধ্যে লাগাতার বৈঠক চলে। এমনই এক বৈঠক বসে পার্লামেন্টে। বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির ডাকা ওই বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান অবশ্য ছিলেন না। তবে পার্লামেন্টের ওই ঘরে সেনাপ্রধান বাজওয়া ঢুকতেই তাঁরা চমকে যান। ভয়ে বাজওয়া পুরো ঘেমে গিয়েছিলেন। এমনকী তাঁর পা-ও কাঁপছিল।’ এরপরই সবাইকে অবাক করে সাদিক বলেন, ‘ওই বৈঠকে কুরেশিও সেনাপ্রধানকে উদ্দেশ করে জানিয়ে দেন, অভিনন্দনকে দ্রুত মুক্তি দিন। তা না হলে রাত ৯টার মধ্যে ভারত হামলা চালাবে।’ অকপটে সাদিক এও স্বীকার করেছেন, ‘অভিনন্দন ইস্যুতে ইমরান সরকারকে সমর্থন করেছিল বিরোধী দল।’ পরিস্থিতি বেগতিক বুঝে ‘ড্যামেজ কন্ট্রোলে নামেন ফাওয়াদ। সংসদে তিনি বলেন, ‘ইমরান খানের নেতৃত্বে পুলওয়ামা আমাদের সাফল্য। আমরা ভারতের ভিতরে ঢুকে আঘাত করেছি।’ পুলওয়ামার বদলা নিতেই বালাকোটে বিমানহানা চালায় ভারত। এতদিন তার দায় নিতে অস্বীকার করেছে পাকিস্তান। এবার তাতে ‘সিলমোহর’ দেওয়ায় কংগ্রেসকে নিশানা করতে তেড়েফুঁড়ে ওঠে বিজেপি। এদিন নাড্ডা বলেছেন, ‘আমাদের সেনাবাহিনীকে ছোট করে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছে কংগ্রেস। আধুনিক রাফাল বিমান যাতে ভারত না পায়, তা নিশ্চিত করতে ওরা সেনাবহিনীর যোগ্যতা নিয়ে মজা করে গিয়েছে।’ 

30th  October, 2020
মেল-ইন-ব্যালট: সুপ্রিম
কোর্টে ধাক্কা ট্রাম্পের

মেল-ইন-ব্যালট নিয়ে শীর্ষ আদালতে জোর ধাক্কা খেলেন ট্রাম্প। প্রথম থেকেই এনিয়ে বেসুরো গেয়ে চলেছেন তিনি। কারচুপির অভিযোগও তুলেছেন বহুবার। লাভ হয়নি। শেষে দাবি করেছিলেন, ৩ নভেম্বর নির্বাচনের পর আর যেন ডাকযোগে পাঠানো ব্যালট গ্রহণ না করা হয়। বিশদ

পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করুক
এফএটিএফ, জোরালো সওয়াল দিল্লির

পুলওয়ামা সন্ত্রাসকে নিজেদের ‘সাফল্য’ বলে পাকমন্ত্রীর স্বীকারোক্তির পর ইমরান খানের সরকারকে ‘একঘরে’ করতে মরিয়া ভারত। এ ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে জোরালো সওয়াল করতে তৎপর হয়েছে নয়াদিল্লি। বিশদ

কোনও কিছুর কাছেই ফ্রান্স
আত্মসমর্পণ করবে না: ম্যাক্রঁ
সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি

ধর্মীয় উগ্রপন্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ফ্রান্স। নিস শহরের ঐতিহাসিক নোৎরদাম গির্জায় জঙ্গি হামলার পর এমনই হুঁশিয়ারি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। সেইসঙ্গে তিনি বলেছেন, কোনও কিছুর কাছেই মাথা নত করা হবে না। বিশদ

ফ্রান্সে ফের জঙ্গিহানা, ছুরি দিয়ে
মহিলার মুণ্ডচ্ছেদ, হত আরও ২

চলতি মাসে দ্বিতীয়বার। ফের ভয়াবহ জঙ্গিহানার সাক্ষী থাকল ফ্রান্স। এবার নিস শহরের ঐতিহাসিক নোৎরদাম গির্জায় হামলার ঘটনাটি ঘটে। এক জঙ্গি ছুরি দিয়ে এক মহিলার মুণ্ডচ্ছেদ করে এবং আরও দু’জনকে খুন করে। তার ছুরির কোপে আহত হয়েছেন কয়েকজন। ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়েছেন শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি।
বিশদ

30th  October, 2020
আগাম ভোট দিয়েই করোনা ইস্যুতে 
ট্রাম্পের সমালোচনায় মুখর বিডেন

‘আপনাদের কোনও মিথ্যে প্রতিশ্রুতি দেব না। একটা সুইচ টিপে বিশ্বব্যাপী মহামারী রুখে দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে, এটা আশ্বস্ত করতে পারি, আমরা জিতলে প্রথম দিন থেকেই সঠিকভাবে কাজ শুরু করব। বিজ্ঞানী-বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেব।’ বিশদ

30th  October, 2020
 ছ’দিনের জন্য ত্রিদেশীয়
সফরে বিদেশ সচিব শ্রিংলা
 
​​​​​​​

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সফরে আসছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার ফ্রান্সের উদ্দেশে রওনা হয় তাঁর বিমান। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই সফর। বিশদ

30th  October, 2020
এইচ- ১বি ভিসা: লটারি তুলে
দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

এইচ-১বি ভিসা দেওয়ার নিয়মে বদল আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। এবার আর কম্পিউটারে লটারির ভিত্তিতে এইচ- ১বি ভিসা দেওয়া হবে না। পরিবর্তে পারিশ্রমিক স্তর অনুযায়ী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অভিবাসন দপ্তর। বিশদ

30th  October, 2020
কোভিড রুখতে নয়া গবেষণা,
হাত মেলাল ভারত-ব্রিটেন

ভারত ও ব্রিটেনে বসবাসকারী দক্ষিণ এশীয়দের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা? তার হদিশ পেতে শুরু হল যৌথ গবেষণা। এতে অংশ নিয়েছে ব্রিটেনের ‘ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন’ (ইউকেআরআই), ভারতের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি (ডিবিটি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।
বিশদ

29th  October, 2020
ট্রাম্পের জন্যই আমেরিকায় এতটা
প্রাণঘাতী করোনা, মন্তব্য ওবামার

স্বামীর হয়ে প্রচারে মেলানিয়া

প্রথম থেকে করোনা নিয়ে গাছাড়া মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার খেসারত দিতে হয়েছে দেশবাসীকে। ট্রাম্পের সৌজন্যেই হোয়াইট হাউস করোনার ‘হট জোন’-এ পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে মঙ্গলবার এই মন্তব্য করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশদ

29th  October, 2020
কার্টুন বিতর্ক
ইসলামিক দেশে  নাগরিকদের
সতর্ক থাকার পরামর্শ ফ্রান্সের

হজরত মহম্মদের কার্টুন বিতর্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর বিরুদ্ধে বিভাজনের রাজনীতি ও মুসলিম বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ উঠল। প্রতিবাদ শুরু হয়েছে একের পর এক মুসলিম প্রধান দেশে। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ায় মুসলিম দেশগুলিতে বসবাসকারী ফরাসি নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিল ফ্রান্স। বিশদ

29th  October, 2020
লক্ষ্য কর্মসংস্থান-লগ্নি, অর্থমন্ত্রী
পর্যায়ের বৈঠক ভারত-ব্রিটেনের

করোনা মহামারীর মধ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগ টানতে আগ্রহী ভারত ও ব্রিটেন। বুধবার সেই লক্ষ্যেই এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন দুই দেশের অর্থমন্ত্রী। নেওয়া হয়েছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশদ

29th  October, 2020
রিপাবলিকানদের ঘাঁটিতে হানা বিডেনের 

নির্বাচনের বাকি মাত্র ছ’দিন। প্রচার চলছে পুরোদমে। শেষ পর্বে এসেই কৌশল বদলে ফেলেছে ডেমোক্র্যাট শিবির। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটি হিসেবে চিহ্নিত প্রদেশগুলি এখন জো বিডেনের পাখির চোখ। যাবতীয় জাতীয় সমীক্ষায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। বিশদ

29th  October, 2020
৩৭০ ধারা: ইরান ও সৌদির
কাছে বড় ধাক্কা পাকিস্তানের

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহল, বিশেষ করে দুই মুসলিম দেশের কাছে বড় ধাক্কা খেল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ইরানে কালা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিল ইমরান খানের সরকার। এমনকী, সৌদি আরবের রিয়াধেও সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশদ

29th  October, 2020
 ব্রিটেনে ২ নভেম্বর অক্সফোর্ড টিকা
 প্রত্যেক দেশবাসী বিনামূল্যে
পাবেন ভ্যাকসিন: কেন্দ্র

ভ্যাকসিন নিয়ে ভোট-রাজনীতি অস্বস্তি বাড়িয়েছে কেন্দ্রের। সেই অস্বস্তি ঢাকতেই অবশেষে গোটা দেশের জন্য খুশির খবর দিল মোদি সরকার। শুধু বিহার, তামিলনাডুর বাসিন্দারা নয়, প্রত্যেক দেশবাসী করোনা ভ্যাকসিন পাবেন বিনামূল্যেই। স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ ষড়ঙ্গী একথা ঘোষণা করেছেন। তবে কিছুটা চাপের মুখেই। কারণ ওড়িশায় তাঁর নিজের লোকসভা আসনের অন্তর্গত বালেশ্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মুখ বাঁচাতেই এই ঘোষণা বলে কার্যত ‘বিজয়ীর হাসি’ এখন বিরোধীদের মুখে। 
বিশদ

28th  October, 2020

Pages: 12345

একনজরে
পবিত্র মিলাদ-উন-নবির দিন নামাজে বাধা দেওয়া হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে। এমনকী বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে তাঁর বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেওয়া হয়েছে। ...

সংবাদদাতা, ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষকদের এরিয়ারের বিল আটকে প্রায় এক বছর ধরে। যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা। জেলা শিক্ষাদপ্তরের তরফে অবশ্য জানানো হয়েছে, বকেয়া এরিয়ারের এস্টিমেট পাঠানো হয়েছে বিকাশ ভবনে।   ...

খুচরো বাজারে আলুর চড়া দাম অনেক দিন ধরে চলছে। পুজো শেষ হওয়ার পরেও অধিকাংশ বাজারে ৩৪-৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফাবাজির ...

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জঙ্গলঘেরা গ্রাম। হাতির তাণ্ডব এখানে লেগেই থাকত। তা থেকে মুক্তির জন্য গজলক্ষ্মীর পুজো শুরু করেছিলেন বেলিয়াতোড় থানার রামকানালি গ্রামের বাসিন্দারা। গত ২৫০ বছর ধরে সেই রীতিই চলে আসছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে ভাবনাচিন্তা করে বিষয় নির্বাচন করলে ভালো হবে। প্রেম-প্রণয়ে বাধাবিঘ্ন থাকবে। কারও সঙ্গে মতবিরোধ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব মিতব্যয়িতা দিবস
১৭৯৫ - ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক কবি জন কিটসের জন্ম
১৮৭৫- লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম
১৮৮৩: ধর্মীয় গুরু স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্ম
১৯৬৬- পানামা খাল অতিক্রম করেন বিশিষ্ট সাঁতারু মিহির সেন
১৯৭৫- সংগীতশিল্পী শচীন দেব বর্মনের মৃত্যু
১৯৮৪- আততায়ীর গুলিতে খুন হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
২০০০- নতুন রাজ্য হল ছত্তিশগড়
২০০৮- দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বিশ্বনাথন আনন্দ  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.২৪ টাকা ৭৪.৯৫ টাকা
পাউন্ড ৯৪.৭০ টাকা ৯৮.০৩ টাকা
ইউরো ৮৫.৫৪ টাকা ৮৮.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
30th  October, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৫১, ৪৯০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮, ৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯, ৫৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০, ৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০, ৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
30th  October, 2020

দিন পঞ্জিকা

১৪ কার্তিক, ১৪২৭, শনিবার, ৩১ অক্টোবর ২০২০, পূর্ণিমা ৩৬/২৭ রাত্রি ৮/১৯। অশ্বিনী নক্ষত্র ৩০/৩৪ সন্ধ্যা ৫/৫৮। সূর্যোদয় ৫/৪৪/২০, সূর্যাস্ত ৪/৫৬/১৮। অমৃতযোগ দিবা ৬/২৮ মধ্যে পুনঃ ৭/১৩ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৭ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৭ গতে ২/১৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৯ গতে ৩/১০ মধ্যে। বারবেলা ৭/৮ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৮ মধ্যে পুনঃ ৩/৩২ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৩৩ মধ্যে পুনঃ ৪/৯ গতে উদয়াবধি।
প্রাচীন পঞ্জিকা: ১৪ কার্তিক, ১৪২৭, শনিবার, ৩১ অক্টোবর ২০২০, পূর্ণিমা রাত্রি ৭/২৮। অশ্বিনী নক্ষত্র রাত্রি ৬/১৬। সূর্যোদয় ৫/৪৫, সূর্যাস্ত ৪/৫৭। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২২ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ১২/৩৯ গতে ২/২৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২৩ গতে ৩/১৫ মধ্যে। কালবেলা ৭/৯ মধ্যে ও ১২/৪৫ গতে ২/৯ মধ্যে ও ৩/৩৩ গতে ৪/৫৭ মধ্যে। কালরাত্রি ৬/৩৩ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪৬ মধ্যে।
১৩ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: সৎ পরামর্শ মতো চললে ভালো হবে। বৃষ: বুঝেশুনে বিনিয়োগ করলে শুভ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব মিতব্যয়িতা দিবস১৭৯৫ - ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক কবি জন কিটসের ...বিশদ

04:28:18 PM

 আইপিএল: বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারাল হায়দরাবাদ

10:58:29 PM

আইপিএল: হায়দরাবাদ ৬৪/২ (৮ ওভার)

10:11:15 PM

 আইপিএল: হায়দরাবাদকে ১২১ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

09:35:00 PM

 আইপিএল: আরসিবি ৭১/৩ (১১ ওভার)

08:25:27 PM