Bartaman Patrika
রাজ্য
 

বাড়ির লক্ষ্মীপুজোয় অভিনেত্রী দেবলীনা কুমার। -নিজস্ব চিত্র

ফন্দি বদলে দোকান থেকে ইলেক্ট্রনিক্স
পণ্য হাতাচ্ছে জামতাড়া গ্যাং, ধৃত দুই 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়ের সঙ্গে প্রতারণার ফন্দিও পাল্টাচ্ছে জামতাড়া গ্যাং। এবার তাদের নতুন কায়দায় নতুন শিকার। ব্যাঙ্কের গ্রাহক ছেড়ে এই গ্যাংয়ের এখন টার্গেট মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান। সেখান থেকেই অভিনব কৌশলে হাতিয়ে নিচ্ছে দামি দামি মোবাইল হ্যান্ডসেট, আইপ্যাড, আইফোন, ম্যাকবুক প্রভৃতি। দিব্যি কলকাতা শহরে বসে একের পর এক প্রতারণা করে ঝাড়খণ্ডে পালানোর ছক করছিল একটি চক্র। তবে শেষ রক্ষা আর হয়নি। ভবানীপুর থানার পুলিসের তৎপরতায় ধরা পড়ে যায় ওই চক্রের দুই পাণ্ডা। নাম সেজন তাজ ও শাহবাজ রাজা। দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী। চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিস জানিয়েছে।
কীভাবে বিষয়টি প্রকাশ্যে এলো? গত ২৩ সেপ্টেম্বর তাজ-রাজা ভবানীপুর এলাকার একটি নামী শোরুমে যায়। সেখান থেকে আইফোন, আইপ্যাড সহ দামি দামি জিনিস পছন্দ করে। তারা জানায়, এই সমস্ত পণ্য বেশি পরিমাণে  লাগবে। এরজন্য কোটেশনও নেয়। সব মিলিয়ে বিল হয় ৫ লাখ ১৭ হাজারেরও বেশি টাকা। চেকে টাকা পেমেন্ট করা হবে বলে জানিয়ে শোরুম ছাড়ে অভিযুক্তরা। দোকানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও নিয়ে যায় তারা।  সেখান থেকে চলে আসে হোটেলে। এরপর একটি চেক ইস্যু করে ব্যাঙ্কে গিয়ে জমা করে আসে। কিছুক্ষণের মধ্যে তারা ওই দোকানে আসে। কর্মীদের জানায়, আপনাদের অ্যাকাউন্টে চেক জমা হয়ে গিয়েছে। এক কর্মী ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানতে পারেন, সত্যিই চেক জমা পড়েছে এবং খরিদ্দারের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকাও রয়েছে।
কিন্তু মজার বিষয় হল, চেক জমা পড়ার পর  কিছুক্ষণের মধ্যে সেটি রিভার্স হয়ে যায়। তা দেখে সন্দেহ হয় ওই শোরুমের। তখনই আটকে দেওয়া হয় মাল ডেলিভারির প্রক্রিয়া। তাজ ও রাজাকে বলা হয়, কিছু সমস্যা হচ্ছে। ডেলিভারি যেদিন হবে খবর যাবে।  এরই পাশাপাশি কর্মীরা খোঁজ করতে গিয়ে জানতে পারেন, রাজারহাট  ও চিনার পার্ক এলাকায় তাদের শোরুম থেকে একই কায়দায়  জিনিস ডেলিভারি নিয়ে নেওয়া হয়েছে। যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে তারা  ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করেন। এর পর তাজদের মাল ডেলিভারি দেওয়ার নাম করে ডেকে পাঠানো হয়। পুলিসও সেখানে হাজির হয়। ওই দুজন হাজির হলে পুলিস তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
কীভাবে এই প্রতারণা চক্র চালাচ্ছিল রাজারা?  তাদের জেরা করে পুলিস জানতে পারে, চেকের সই তারা উল্টো-পাল্টাভাবে করতো। শোরুমের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য দরদস্তুর করার পর চেক কেটে নিজেরা ব্যাঙ্কে জমা দিত। সেটি দেখিয়ে মাল ডেলিভারি নিয়ে নিত। চেকের সইয়ের সঙ্গে অভিযুক্তদের অ্যাকাউন্টের সই না মেলায় তা ক্লিয়ার হতো না। ফলে, সেটি ঘুরে আবার অভিযুক্তদের অ্যাকাউন্টে চলে যেত। এর মধ্যেই তারা দামি দামি জিনিস হাতিয়ে  ঝাড়খণ্ডে পালাতো। এই কায়দায় অভিযুক্তরা আরও অনেক জায়গায় প্রতারণা করেছে বলে জানা যাচ্ছে।  এরা সকলে জামতাড়া গ্যাং এর সদস্য বলে তদন্তে উঠে এসেছে। হাতানো সামগ্রী তারা বিক্রি করতো স্থানীয় দোকান বা ব্যাক্তিদের কাছে। চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।  

ডেপুটি স্পিকারের শেষকৃত্য নিয়ে
ঝাড়গ্রামে উত্তেজনা, বিক্ষোভ

রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার শেষকৃত্য সম্পন্ন করা নিয়ে শুক্রবার ঝাড়গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্থানীয় লোকজনের বাধায় দেড় ঘণ্টারও বেশি সময় চিতায় শোয়ানো ছিল দেহ। কেউ কেউ চিতা থেকে কাঠ টেনে ফেলে দেয়।
বিশদ

বিধি মেনে সচেতন রাজ্য,
পুজোয় লাগাম সংক্রমণে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, হাইকোর্টের রায় এবং সর্বোপরি রাজ্যবাসীর সচেতনতা। দুর্গাপুজোয় সংক্রমণ বৃদ্ধির আতঙ্কে লাগাম পরাল বাংলা। তাই পুজোর সপ্তাহে তো বটেই, এমনকী তারপরও করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু কোনওটাই বাড়েনি। অন্তত সরকারি পরিসংখ্যান সেটাই বলছে। কেরলের ওনাম উৎসবের দু’সপ্তাহের মধ্যে দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়ে হয়েছিল দ্বিগুণ।
বিশদ

বিনামূল্যে স্কুলছাত্রদের পাঠ্যপুস্তক
বিলিতে দেশের মধ্যে শীর্ষে বাংলা

স্কুলপড়ুয়াদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিলিতে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। একটি বেসরকারি সর্বভারতীয় সংস্থার রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য বেশ পিছিয়ে পশ্চিমবঙ্গের থেকে। শুধু তাই নয়, স্কুলছুটের সংখ্যা কমিয়ে আনার কাজেও এগিয়ে বাংলা। বর্তমানে স্কুলছুটের হার ৩.৩ শতাংশ থেকে কমে হয়েছে ১.৫ শতাংশ। বেসরকারি সংস্থা ‘প্রথম’ গত ১৫ বছর ধরে শিক্ষা বিষয়ক সমীক্ষা করে আসছে।
বিশদ

সীমান্তে আটক ১০ কোটির গম, তদন্তে ইডি

গম ভর্তি বস্তার গায়ে সরকারি সিলমোহর। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) লোগো। অথচ, বস্তা কিংবা গমের মালিক সরকার নয়! পুলিস, প্রশাসনকে ফাঁকি দিয়ে দিব্যি ৫ হাজার ২৫০ টন গম রপ্তানি হয়ে যাচ্ছিল বাংলাদেশে! পর্দা ফাঁস হল শুল্কদপ্তরের তৎপরতায়।  বিশদ

পিএসসি জানাল কয়েকটি
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি 

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ডব্লুবিসিএস (মেইন), মিসলেনিয়াস সার্ভিস এবং অডিট অ্যাকাউন্টস সার্ভিসের চূড়ান্ত পরীক্ষা আগামী বছর নেওয়া হবে।  
বিশদ

আরও ১৯টি বিমান রাখার পরিকাঠামো
তৈরি হচ্ছে, বাড়ছে ঢাকা-কলকাতা উড়ান  

কলকাতা বিমানবন্দরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। আরও বিমান রাখার পরিকাঠামো তৈরিতে জোর দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে ৫৩টি বিমান পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কলকাতায়। আরও ১৯টি বিমান রাখার জন্য নতুন করে পার্কিং এরিয়া তৈরি করা হচ্ছে। যাতে খরচ হচ্ছে ১২৭ কোটি ৬৫ লক্ষ টাকা।
বিশদ

নিয়মিত রেশন নেন ৭৩ জন
মৃত ব্যক্তি, বিস্মিত হাইকোর্ট
জেলাশাসকের রিপোর্টেও মিলেছে তথ্য

মারা গিয়েছেন অনেকদিন আগেই। তারপরও তাঁরা নিয়মিত চাল-গম নিচ্ছেন রেশন দোকান থেকে। এই সংখ্যা কম নয়, ৭৩। নদীয়ার জেলাশাসকের রিপোর্টেই উঠে এসেছে এই অবাক করার তথ্য। যা জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
বিশদ

ভিন রাজ্যে আলুর চড়া দামের সুযোগ নিচ্ছেন বাংলার ব্যবসায়ীরা?
কেন্দ্রীয় আইনের ফাঁদে পড়ে রাজ্য সরকারও অসহায়

খুচরো বাজারে আলুর চড়া দাম অনেক দিন ধরে চলছে। পুজো শেষ হওয়ার পরেও অধিকাংশ বাজারে ৩৪-৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফাবাজির জন্য আলুর এই চড়া দাম কি না সেই প্রশ্ন স্বাভবিকভাবেই উঠেছে। বিশদ

সুব্রতর অপসারণ: ফাটল আরএসএসে
কেন্দ্রে রদবদলে কি মন্ত্রী দিলীপ?

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণ ঘিরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মধ্যে ফাটল দেখা দিয়েছে। সূত্রের দাবি, বাংলা আরএসএসের শীর্ষ অধিকারিকদের অধিকাংশই এই পরিবর্তনের কথা জানতেন না। বিশদ

নয়া কৃষি আইন: মোদিবিরোধী প্রতিবাদে রাজ্যে
কোমর বেঁধে নামছে বাম, কংগ্রেস শিবির

কৃষি ও কৃষক স্বার্থ সংক্রান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আনা তিনটি আইনের বিরোধিতায় এবার কোমর বেঁধে আসরে নামছে এরাজ্যের বাম ও কংগ্রেস শিবির। তবে আপাতত এই ইস্যুতে কোনও যৌথ কর্মসূচিতে তাদের দেখা যাবে না। বিশদ

উপাচার্যের নাম করে যাদবপুরের
অধ্যাপকদের কাছে ভুয়ো মেল 

‘আমি একটা সেমিনারে আছি, একটা গিফট ভাউচার কিনে আমাকে এখনই পাঠান। আমি গিয়ে টাকা দিয়ে দেব।’ এই ভাষায় ই-মেল পেয়ে তাজ্জব হয়ে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কারণ, সেই মেল আসছে খোদ উপাচার্য সুরঞ্জন দাসের নামে। বিশদ

তিন কোটি শ্রমদিবস তৈরি করে একশো
দিনের কাজে নজির দক্ষিণ ২৪ পরগনার
চলতি আর্থিক বছরের হিসেব

১০০ দিনের কাজের নিরিখে সবচেয়ে বেশি শ্রমদিবস তৈরি করে নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা। চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত তারা প্রায় তিন কোটি শ্রমদিবস সৃষ্টি করতে পেরেছে। বিশদ

কৃষকবন্ধু প্রকল্পে উপভোক্তার
সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে

রাজ্যে কৃষকবন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকের সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে। কৃষিদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ ৮৮ হাজার কৃষক এই প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করেছেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পটির যাত্রা শুরু হয়। তারপর থেকে প্রকল্পের আওতায় থাকা কৃষকের সংখ্যা বেড়েই চলেছে। বিশদ

30th  October, 2020
লক্ষ্মীলাভের আশায় সায়
দিচ্ছে না মধ্যবিত্তের পকেট

পুজো এবার হচ্ছে নমো নমো করে। তা সে বারোয়ারি দুর্গাপুজো হোক কিংবা বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো। তার ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবারের শহরের বাজারগুলিতে। বেচাকেনা বেশ কম। ব্যবসায়ীরা গোমরা মুখে বসে। এদিকে করোনা আর দুর্গাপুজোর ঝক্কি সামলে ক্রেতাদের পকেটেও টান। তাও ছোট করে হলেও লক্ষ্মীপুজোর বাজার করতে যাচ্ছেন তাঁরা। কিন্তু গিয়ে দামের আগুনে ছেঁকা খাচ্ছেন।
বিশদ

30th  October, 2020

Pages: 12345

একনজরে
শুক্রবার ভোরে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস। সুভাষগ্রাম রেলগেটের কাছ থেকে তাদের ধরা হয়। তদন্তে পুলিস জানতে পেরেছে, দুষ্কৃতীরা এলাকায় চুরি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ...

পবিত্র মিলাদ-উন-নবির দিন নামাজে বাধা দেওয়া হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে। এমনকী বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে তাঁর বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেওয়া হয়েছে। ...

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জঙ্গলঘেরা গ্রাম। হাতির তাণ্ডব এখানে লেগেই থাকত। তা থেকে মুক্তির জন্য গজলক্ষ্মীর পুজো শুরু করেছিলেন বেলিয়াতোড় থানার রামকানালি গ্রামের বাসিন্দারা। গত ২৫০ বছর ধরে সেই রীতিই চলে আসছে।  ...

দেশের সবক’টি শোরুমে সোনার দাম একটাই রাখা হবে, ঘোষণা করল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাদের বক্তব্য, বিভিন্ন রাজ্যে সোনার দাম বিভিন্ন রকম নেওয়া হয়। অথচ স্বর্ণ ব্যবসায়ীরা ব্যাঙ্কের থেকে একটি নির্দিষ্ট ও স্বচ্ছ দামে সোনা কেনেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে ভাবনাচিন্তা করে বিষয় নির্বাচন করলে ভালো হবে। প্রেম-প্রণয়ে বাধাবিঘ্ন থাকবে। কারও সঙ্গে মতবিরোধ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব মিতব্যয়িতা দিবস
১৭৯৫ - ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক কবি জন কিটসের জন্ম
১৮৭৫- লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম
১৮৮৩: ধর্মীয় গুরু স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্ম
১৯৬৬- পানামা খাল অতিক্রম করেন বিশিষ্ট সাঁতারু মিহির সেন
১৯৭৫- সংগীতশিল্পী শচীন দেব বর্মনের মৃত্যু
১৯৮৪- আততায়ীর গুলিতে খুন হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
২০০০- নতুন রাজ্য হল ছত্তিশগড়
২০০৮- দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বিশ্বনাথন আনন্দ  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.২৪ টাকা ৭৪.৯৫ টাকা
পাউন্ড ৯৪.৭০ টাকা ৯৮.০৩ টাকা
ইউরো ৮৫.৫৪ টাকা ৮৮.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
30th  October, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৫১, ৪৯০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮, ৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯, ৫৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০, ৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০, ৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
30th  October, 2020

দিন পঞ্জিকা

১৪ কার্তিক, ১৪২৭, শনিবার, ৩১ অক্টোবর ২০২০, পূর্ণিমা ৩৬/২৭ রাত্রি ৮/১৯। অশ্বিনী নক্ষত্র ৩০/৩৪ সন্ধ্যা ৫/৫৮। সূর্যোদয় ৫/৪৪/২০, সূর্যাস্ত ৪/৫৬/১৮। অমৃতযোগ দিবা ৬/২৮ মধ্যে পুনঃ ৭/১৩ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৭ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৭ গতে ২/১৯ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/১৯ গতে ৩/১০ মধ্যে। বারবেলা ৭/৮ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৮ মধ্যে পুনঃ ৩/৩২ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৩৩ মধ্যে পুনঃ ৪/৯ গতে উদয়াবধি।
প্রাচীন পঞ্জিকা: ১৪ কার্তিক, ১৪২৭, শনিবার, ৩১ অক্টোবর ২০২০, পূর্ণিমা রাত্রি ৭/২৮। অশ্বিনী নক্ষত্র রাত্রি ৬/১৬। সূর্যোদয় ৫/৪৫, সূর্যাস্ত ৪/৫৭। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২২ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ১২/৩৯ গতে ২/২৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২৩ গতে ৩/১৫ মধ্যে। কালবেলা ৭/৯ মধ্যে ও ১২/৪৫ গতে ২/৯ মধ্যে ও ৩/৩৩ গতে ৪/৫৭ মধ্যে। কালরাত্রি ৬/৩৩ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪৬ মধ্যে।
১৩ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?  
মেষ: সৎ পরামর্শ মতো চললে ভালো হবে। বৃষ: বুঝেশুনে বিনিয়োগ করলে শুভ ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব মিতব্যয়িতা দিবস১৭৯৫ - ইংরেজি সাহিত্যের রোম্যান্টিক কবি জন কিটসের ...বিশদ

04:28:18 PM

 আইপিএল: বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারাল হায়দরাবাদ

10:58:29 PM

আইপিএল: হায়দরাবাদ ৬৪/২ (৮ ওভার)

10:11:15 PM

 আইপিএল: হায়দরাবাদকে ১২১ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

09:35:00 PM

 আইপিএল: আরসিবি ৭১/৩ (১১ ওভার)

08:25:27 PM