Bartaman Patrika
কলকাতা
 

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার
বালির বিজেপি মণ্ডল সভাপতি

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল বালি এলাকার বিজেপি মণ্ডল সভাপতি রাধারঞ্জন ওরফে রাজা গোস্বামীকে। তাঁর দলেরই যুব মোর্চার নেতা বলে পরিচিত সৌরভ পালের অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের দীঘা এলাকা থেকে রাজাকে গ্রেপ্তার করে পুলিস। বালির বিজেপি যুবনেতা সৌরভ পাল অভিযোগ করেন, একটি বাড়ি তৈরি করার জন্য তাঁর কাছে থেকে রাজা গোস্বামী ১০ লাখ টাকা তোলা চেয়েছেন।
তবে এই গ্রেপ্তারি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে দলের মণ্ডল সভাপতির পাশে দাঁড়িয়েছেন বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা। অন্যদিকে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে পুলিস আইন মেনেই যা ব্যবস্থা নেওয়ার দরকার নিয়েছে বলে দাবি তৃণমূলের। মঙ্গলবার সকালে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত বিজেপি নেতা বলেন, সারা রাজ্যেই বিজেপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। অভিযোগকারী বিজেপি কর্মীকে তৃণমূল টাকা দিয়ে কিনে নিয়েছে। অভিযোগের পক্ষে সামান্য কোনও প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি।
ঘটনার সূত্রপাত আগস্ট মাসে। বালির গোস্বামীপাড়ায় নিজের বাড়ি তৈরি করতে উদ্যোগ নিচ্ছিলেন সৌরভবাবু। বাড়ি তৈরি করার আগে রাজা গোস্বামীকে ১০ লক্ষ টাকা না দিলে তাঁকে আর বিজেপি করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে সৌরভবাবুর অভিযোগ। এরপর আগস্টের ২০ তারিখ রাস্তা দিয়ে যাওয়ার সময় মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রাজা ও তাঁর দলবলের বিরুদ্ধে করেন তিনি। এই ঘটনার প্রতিকার চেয়ে এবং কাউকে বেআইনিভাবে কোনও টাকা না দিয়ে বাড়ি তৈরি করার জন্য সৌরভবাবু রাজ্যের মন্ত্রী তথা হাওড়া জেলার তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের দ্বারস্থ হন। মন্ত্রী তাঁকে আইনি পথে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সৌরভবাবু যাতে নিরাপদে এবং নির্ভয়ে বাড়ি তৈরি করতে পারেন, সেজন্য প্রশাসন ব্যবস্থা নেবে। তখন বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা বলেছিলেন, অভিযোগের সত্যতা থাকলে মণ্ডল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। তবে তিনি এই ঘটনাকে ষড়যন্ত্র বলে প্রাথমিকভাবে দাবি করেছিলেন। এদিন দলের মণ্ডল সভাপতির গ্রেপ্তারির পর সুরজিৎবাবু ষড়যন্ত্রের তত্ত্বকেই সামনে এনেছেন। বলেছেন, দল সম্পূর্ণভাবে ওই মণ্ডল সভাপতির পাশেই রয়েছে। তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। পাশাপাশি, একটি ইউনিয়ন অফিসে বেআইনিভাবে বিজেপির পতাকা লাগানোর জন্য সৌরভবাবুর বিরুদ্ধেও দলের তরফে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান সুরজিৎবাবু।
এদিকে, এই ঘটনা নিয়ে বালিতে বেশ হইচই শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন আগে নিজেকে তৃণমূলের বড় নেতা বলে দাবি করা এক ব্যক্তিকে পুলিস তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করে এই বালি এলাকা থেকেই। তাঁর সঙ্গে দলের সংযোগ অবশ্য অস্বীকার করেছেন তৃণমূলের নেতারা। তবে এই ধরনের একের পর এক ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।

নিষিদ্ধ বাজি তৈরি বন্ধের
নির্দেশ পুলিস কর্তাদের

 বারুইপুরের চম্পাহাটি হাড়ালে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে নড়েচড়ে বসল পুলিস প্রশাসন। এমন কোনও বিস্ফোরণ যাতে আর না হয়, তার জন্য আগাম কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের নির্দেশ দিল তাঁরা। বিশদ

কারচুপি রুখতে গিয়ে আক্রান্ত
বিদ্যুৎ সংস্থার ইঞ্জিনিয়ার
সালকিয়ায় ধৃত ১

 সালকিয়ার গোলাবাড়ি থানার পিলখানা এলাকায় অনেক দিন ধরে লাইন থেকে বিদ্যুৎ চুরি চলছিল। পাশাপাশি চলছিল মিটারবক্সে রকমারি কারচুপি। পুলিস জানিয়েছে, খবর পেয়ে কর্মীদের নিয়ে সিইএসসির এক ইঞ্জিনিয়ার সরেজমিনে তদন্তে গেলে তাঁদের উপর হামলা চালানো হয়। বিশদ

যান্ত্রিক ত্রুটি, মেট্রো
পরিষেবা ব্যাহত

  থার্ড লাইনে যান্ত্রিক গোলযোগে বিপর্যস্ত হল মেট্রো পরিষেবা। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ মাস্টারদা সূর্য সেন এবং নেতাজি স্টেশনের মাঝে এই সমস্যা ধরা পড়ে। যার জেরে আপ ও ডাউন লাইনে টালিগঞ্জ থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা সীমিত রাখা হয়। বিশদ

 উম-পুনের ধাক্কা, ভাঙা গাছ সরাতে
পুরসভার খরচ প্রায় সাড়ে ৫ কোটি

 চার মাস পেরিয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় উম-পুনের ধাক্কায় লণ্ডভণ্ড হয়েছিল শহর। তছনছ হয়েছিল তিলোত্তমা। ভেঙে পড়েছিল হাজার হাজার গাছ। শহরের শ্রী ফেরাতে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা খরচ হয়ে গিয়েছে পুরসভার। সরানো হয়েছে ভেঙে পড়া গাছ।
বিশদ

শিশুকন্যাকে যৌন নির্যাতন,
নাবালককে গণধোলাই

 আড়াই বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে এক নাবালককে মারধর করে পুলিসের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বিপিআর গেট ও নতুন গ্রাম এলাকায়। বিশদ

হাওড়া স্টেশনকে কেন্দ্র
করে সাট্টার রমরমা

 দরমার দেওয়ালের ঘুপচি ঘর। ভিতরে একটা টুল আর ছোট্ট টেবিল ছাড়া কিছু নেই। টিমটিম করে একটা কুপি জ্বলছে। সেই আলোয় ঘাড় গুঁজে স্লিপ লিখে চলেছে একজন। তাকে ঘিরে মানুষের জটলা। বিশদ

 রবিবারও কাজ, চুঁচুড়া পুরসভা
মেনে নিল সাফাইকর্মীদের দাবি

 কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারির মুখে পড়ে সাফাইকর্মীদের দাবি মেনে নিল চুঁচুড়া পুরসভা। কয়েকদিন আগে পুরসভার তরফে একটি নির্দেশ জারি করে বলা হয়, রবিবার শহরে সাফাইকর্মীরা কাজ করবেন না। প্রত্যেক রবিবার ওই কাজ বন্ধ থাকবে। বিশদ

 সিইএসসি কার্যালয়ে আগুন, আতঙ্ক

 মঙ্গলবার বেলায় উত্তরপাড়ার দোলতলায় সিইএসসি’র কার্যালয়ের একটি ঘরে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। সেখানকার একটি ঘর থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া বেরতে দেখা যায়। বিশদ

উদ্ধার লক্ষাধিক টাকা, ল্যাপটপ, মোবাইল
আইপিএলে বেটিং, উত্তরপাড়ার
ডেরা থেকে পাকড়াও চক্রের ৭

আইপিএলকে ঘিরে চলছে বেটিং চক্র। এই চক্রে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার উত্তরপাড়ার ধর্মডাঙা এলাকা থেকে সাত যুবককে গ্রেপ্তার করল পুলিস। সোমবার রাতে আইপিএলের ম্যাচ চলাকালীন ক্রিকেট বেটিং করার সময় সেখানে হানা দিয়ে পুলিস তাদের হাতেনাতে ধরে ফেলে। সেখানে ছিল মোট আটজন।
বিশদ

পরিযায়ী শ্রমিকদের মাধ্যমে সবুজমালা
প্রকল্পে নারকেল চাষে সাফল্য হুগলির

 ত্রিমুখী লাভের কারণে হুগলি জেলার পরিযায়ী শ্রমিক মহলে জনপ্রিয় হচ্ছে সবুজমালা প্রকল্প। আরও ভালো করে বললে, সবুজমালার নারকেল গাছ লাগানো প্রকল্প নিয়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
বিশদ

নিউটাউনে অ্যাপ নির্ভর সাইকেল
চালু, নভেম্বরে আসছে ই-বাইক

করোনাকালে সামাজিক দূরত্ববিধির কথা মাথায় রেখে নিউটাউনবাসীর জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হল অ্যাপ নির্ভর সাইকেল পরিষেবা। মঙ্গলবার বিকেলে এর সূচনায় একটি অনুষ্ঠান করে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। সেখানে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেন, বিধাননগরের পুলিস কমিশনার মুকেশ কুমার প্রমুখ। সাইকেল চালিয়ে প্রকল্পের উদ্বোধন করে পুরমন্ত্রী জানান
বিশদ

‘অমল’-এর চোখে পুজো
দেখবে বেহালা নূতন দল

 রাজার বাড়ির চিঠি বুঝি এবার মণ্ডপ ছুঁয়েই আসবে। নদী-পাহাড় ডিঙিয়ে চিঠি পাড়ি দেবে অসুস্থ অমলের কাছে। রবীন্দ্রনাথ সর্বদা বাঙালির অন্তরঙ্গে। দৈনন্দিন জীবনযাত্রার পরিস্থিতি অনুকূল হোক বা বিরূপ, তাঁর সৃষ্টির মধ্যে লুকিয়ে আছে সব কিছুই। বিশদ

বিষ্ণুপুরে অটো
উল্টে আহত ৩

 স্করপিও’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল যাত্রীবোঝাই অটো। দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন । স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। বিশদ

সন্দেশখালিতে বিজেপি
কর্মীদের বাড়িতে হামলা
অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 সোমবার সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, পুরাতন মালদহ: মাস খানেক আগেই বাড়ি ফিরেছিলেন ত্রাণ শিবির থেকে। কিন্তু আবার মহানন্দা নদী তীরবর্তী অসংরক্ষিত এলাকায় জল ঢুকতে শুরু করায় ঠাঁই নিতে হয়েছে ত্রাণ শিবিরেই। এনিয়ে এবছরে তিনবার ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হল পুরাতন মালদহ শহরের নদী সংলগ্ণ ...

  একটি দেশের সদিচ্ছা এবং সহযোগিতার অভাবে ২০০-এ মুম্বইয়ে এবং ২০১৬-তে পাঠানকোটে জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্তরা এখনও ন্যায়বিচার পাননি। পাকিস্তানের নাম না করে এভাবেই ইমরান প্রশাসনের কড়া সমালোচনা করেছে ভারত। ...

১৯৯২ সালের ৬ ডিসেম্বর। করসেবকরা গুঁড়িয়ে দিয়েছিল প্রায় ৪০০ বছরের পুরনো বাবরি সৌধ। ২৮ বছর পরে সেই ধ্বংস মামলার বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করতে চলেছে ...

সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার দুপুরে কান্দি পুরসভার বাঁধাপুকুর থেকে এক প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতার নাম শান্তিরানি প্রধান(৫০)। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীরা বেশ কিছু সুযোগের সংবাদে আনন্দিত হবেন। বিদ্যার্থীরা পরিশ্রমের সুফল নিশ্চয় পাবে। ভুল সিদ্ধান্ত থেকে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক অনুবাদ দিবস
১৯১৯: বিশিষ্ট শিক্ষাবিদ তথা ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীর মৃত্যু
১৮২৮ - ভারতীয় যোগী ও গুরু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়ের জন্ম
১৮৬০: ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়
১৮৬৪ - ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী সুনীতি দেবীর জন্ম
১৮৭৫: শিক্ষাবিদ প্যারীচরণ সরকারের মৃত্যু
১৯২২: পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্ম
১৯২৮: পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩৩: নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৩৯: ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৬২: অভিনেতা প্রসেনজিতের জন্ম
১৯৭২: গায়ক শান-এর জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৪ টাকা ৭৪.৬৫ টাকা
পাউন্ড ৯৩.২২ টাকা ৯৬.৫২ টাকা
ইউরো ৮৪.৫৭ টাকা ৮৭.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫১, ১৪০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮, ৫২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯, ২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০, ৮৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০, ৯৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ আশ্বিন ১৪২৭, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, চতুর্দশী ৪৭/৪৮ রাত্রি ১২/২৬। পূর্বভাদ্রপদ নক্ষত্র ৫৪/১৯ রাত্রি ৩/১৫। সূর্যোদয় ৫/৩১/২১, সূর্যাস্ত ৫/২২/১। অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৭ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে।
১৩ আশ্বিন ১৪২৭, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, চর্তুদশী রাত্রি ১১/৫১। পূর্বভাদ্রপদ নক্ষত্র রাত্রি ৩/৪৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৪। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে।
১২ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি  
মেষ: ভুল সিদ্ধান্ত থেকে সাবধান। বৃষ: কোনও সম্পদ লাভে আনন্দিত ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে  
আন্তর্জাতিক অনুবাদ দিবস১৯১৯: বিশিষ্ট শিক্ষাবিদ তথা ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীর ...বিশদ

04:28:18 PM

 আইপিএল: রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স

11:29:24 PM

আইপিএল: রাজস্থান রয়্যালস ৯০/৮ (১৫ ওভার) 

11:04:31 PM

আইপিএল: রাজস্থান রয়্যালস ৬১/৫ (১০ ওভার) 

10:41:22 PM

আইপিএল: রাজস্থান রয়্যালস ৩৬/২ (৫ ওভার) 

10:12:30 PM