গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ আগমনের সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ
গতকাল দুই ধর্ষক বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের দায়ের করা কিউরেটিভ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে জানিয়ে দেয়, দোষীদের করা আবেদনের কোনও ভিত্তি নেই। ফলে ফাঁসি কার্যত নিশ্চিত হয়ে যায়। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় মুকেশ। পাশাপাশি নিম্ন আদালতের মৃত্যু পরোয়ানার বিরুদ্ধে তার আইনজীবী দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন।
গত ৭ জানুয়ারি দিল্লির এক আদালত নির্ভয়া কাণ্ডের চার আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। তিহার জেলে আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় একসঙ্গে ফাঁসি হওয়ার কথা ছিল বিনয়, মুকেশ, পবন ও অক্ষয়ের। শেষ সুযোগ হিসেবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন জমার রাস্তা খোলা ছিল। গত ৯ জানুয়ারি শীর্ষ আদালতে তা দায়ের করে বিনয় ও মুকেশের আইনজীবীরা।