সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১৪ জানুয়ারি: ন্যাশনাল ইনসিওরেন্স, ওরিয়েন্টাল ইনসিওরেন্স এবং ইউনাইডেট ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানিকে সংযুক্ত করে একটিই বিমা সংস্থায় পরিণত করার প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। আগামী ১ ফেব্রুয়ারি বাজেটের পরই ওই প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বাজেটে এই লক্ষ্যেই প্রায় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকার বিশেষ অতিরিক্ত পুঁজি সহায়তা বরাদ্দ করা হতে পারে। ২০১৮ সালের বাজেট ঘোষণায় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন ভবিষ্যতে এই তিনটি বিমা সংস্থাকে সংযুক্ত করা হবে। এতদিন ধরে সেই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। কারণ একটাই। আর্থিক মন্দা ও আর্থিক সঙ্কট। এই তিনটি বিমা সংস্থাই লোকসানে চলছে। গত মাসেই বাজেটের অতিরিক্ত বরাদ্দ হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হতে পারে আসন্ন বাজেটে। আর সেই আর্থিক প্যাকেজ দেওয়ার পর তিনটি বিমা সংস্থার পৃথক অস্তিত্ব বাতিল করে একটিই বিমা (নন লাইফ অর্থাৎ জীবন বিমা ছাড়া) সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশজুড়ে ৬ হাজার শাখা এবং ৪৪ হাজার কর্মী রয়েছে এই তিন বিমা সংস্থায়। সুতরাং সংযুক্তিকরণের পর কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। যদিও সরকারি স্তরে দাবি করা হয়েছে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা নেই। কারণ, এই তিন সংস্থা বেশ কয়েক বছর ধরেই কর্মীনিয়োগ বন্ধ করে দিয়েছিল। আগাম জানানো হয়েছিল এই তিন সংস্থাকেই সংযুক্ত করা হতে পারে।
একদিকে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ করা হচ্ছে। আবার অন্যদিকে কয়েকটি ক্ষেত্রে সরকার চেষ্টা করছে অতিরিক্ত আর্থিক সহায়তা দিয়ে যদি ঐতিহ্যশালী কয়েকটি সংস্থাকে আবার পুনরুজ্জীবিত করা যায়। সেই লক্ষ্যে বিএসএনএলের সঙ্গে এমটিএনএলের সংযুক্তি ঘটানো হয়েছে। শেষবারের মতো চেষ্টা করা হচ্ছে যাতে এই সংযুক্ত টেলিকম সংস্থা কার্যক্ষম হয়। ফাইভ জি চালু হওয়ার প্রাক্কালে ওই সংযুক্তিকরণের সিদ্ধান্ত হয়। এবার সেভাবেই ন্যাশনাল, ইউনাইটেড এবং ওরিয়েন্টাল তিনটি বিমা সংস্থাকে একজোট করা হবে। চলতি আর্থিক বছরের প্রথমার্ধে ইউনাইটেড ইন্ডিয়া বিমা সংস্থার লোকসান হয়েছে ৩০০ কোটি টাকা। ওরিয়েন্টাল সংস্থার লোকসান ১৪২ কোটি টাকা। অর্থমন্ত্রক প্ল্যান করেছে আগামী আর্থিক বছরের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে এই তিন বিমা সংস্থা নতুন একটি সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে কাজ শুরু করবে।