বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ। কর্মক্ষেত্রে আজ শুভ। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। লটারি, শেয়ার ... বিশদ
রবিবার ইম্ফলে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাউ এফসি’কে হারিয়ে সোমবার কলকাতায় ফিরেছে দল। বিমানবন্দর থেকে সরাসরি সল্টলেক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে এসে অনুশীলন করেন কোলাডো-মার্কোসরা। দুপুর একটা থেকে প্রায় তিনটে পর্যন্ত। ট্রাউ ম্যাচে খেলা ফুটবলারদের রিকভারি সেশনে জোর দিয়ে বাকিদের প্র্যাকটিস করান ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ। আগামী শনিবার সল্টলেক স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। এবার আই লিগে প্রথম ডার্বি ছাড়া সব হোম ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে খেলেছে তারা। বহুদিন পর আবার যুবভারতীতে খেলবেন লাল-হলুদ ফুটবলাররা। টিকিটের মূল্য করা হয়েছে যথাক্রমে ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকা। দু’হাজার টাকার সিজন টিকিট যারা কেটেছেন তাঁরা কোয়েস ইস্ট বেঙ্গলের থেকে উপহার পাবেন। এদিন অনুশীলনের পর ইস্ট বেঙ্গল কোচ মারিও রিভেরা বলেন, ‘লিগ টেবলে কোথায় শেষ করব, তা নিয়ে এখনই ভাবতে চাই না। আমাদের লক্ষ্য এখন চার্চিল ব্রাদার্সকে হারানো। কার্ড সমস্যার জন্য সেন্ট্রাল মিডফিল্ডার কাসিম আইদারা আগামী ম্যাচে খেলতে পারবেন না। লালরিনডিকা রালতের চোট গুরুতর নয়। আগামী সপ্তাহেই আসার কথা বিশ্বকাপার ডিফেন্ডার জনি অ্যাকোস্টার। তবে আশার খবর, স্ট্রাইকার এডমুন্ড লালরিনডিকা ক্রমশই সুস্থ হয়ে উঠছেন।