Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মোদি সরকারের সবকিছুই জাতীয় স্বার্থে আর তার তালিকাটিও শেষ হওয়ার নয়
পি চিদম্বরম

গত ১৬ ফেব্রুয়ারি বারাণসীতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল এবং নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থে প্রয়োজন ছিল। বিভিন্ন আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও আমরা এই সিদ্ধান্তগুলির পক্ষে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’’
জাদু শব্দগুলো হল—‘জাতীয় স্বার্থ’। এরা সঠিকতার সঙ্কেত দেয় না, চূড়ান্ত অবস্থার সঙ্কেত দেয়। কারণ, প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সিদ্ধান্তটি জাতীয় স্বার্থে নেওয়া হয়েছিল। তাই তাঁর প্রত্যাশা ছিল যে সমস্ত সমালোচনা থেমে যাবে এবং যাবতীয় বিতর্কেরও অবসান ঘটবে।
বিজেপি তথা এনডিএ জমানায় কেন্দ্রীয় সরকারের তরফে গৃহীত সিদ্ধান্ত ও পদক্ষেপগুলির হিসেব নেওয়ার চেষ্টা করছি, দেখছি কতগুলি ক্ষেত্রে তারা জাতীয় স্বার্থের দোহাই দিয়েছিল। তালিকাটি লম্বা ও বিতর্কিত। যতগুলি জোগাড় করতে পারলাম এখানে জানাচ্ছি:
নোট বাতিল এবং জিএসটি
ডিমানিটাইজেশন বা নোট বাতিল করা হয়েছিল জাতীয় স্বার্থে—সরকার বারংবার এই দাবিটাই করেছিল। কিন্তু সমালোচকদের মতে, এটি ছিল একটি বিরাট ভুল এবং তার পরিণাম যা হয়েছিল তা বিপর্যকর। অর্থনীতির ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র হল কৃষি, নির্মাণ শিল্প, খুচরো ব্যবসা-বাণিজ্য এবং স্বনিযুক্তি। এগুলির চালিকা শক্তি হল নগদ টাকা। বাজার থেকে ব্যাপক হারে নগদ টাকা তুলে নেওয়ার কারণে এই অর্থনৈতিক ক্ষেত্রগুলি বিকল হয়ে পড়েছিল। অতি ক্ষুদ্র (মাইক্রো) এবং ছোট (স্মল) উদ্যোগগুলির মালিকরা বাধ্য হয়েছিলেন তাঁদের ব্যবসার ঝাঁপ বন্ধ করে দিতে এবং তাঁদের অনেকেই আর ব্যবসা-বাণিজ্য নতুন করে শুরুই করতে পারলেন না। সেই সময় কাজ হারানো বহু মানুষ পরবর্তীকালেও কর্মহীন বা বেকার রয়ে গেলেন। নোট বাতিল জাতীয় স্বার্থে না কি জাতীয় স্বার্থের বিরুদ্ধে করা হয়েছিল সেই মীমাংসাও হয়নি।
সরকারের দাবি অনুসারে, জিএসটি আইনটাও পাস করা হয়েছিল জাতীয় স্বার্থে। একটি সংগত বিতর্ক দেখা দিয়েছিল যে জিএসটি আইনটি আদৌ আটঘাট বেঁধে তৈরি হয়েছিল তো—তাহলে এই কর হারটা নরমসরম (মডারেট) একটিমাত্র করে করা যেত, সেইমতো সফটওয়্যারটাও প্রস্তুত রাখা দরকার ছিল, সংশ্লিষ্ট কর্মী ও অফিসারদের প্রশিক্ষণ দিয়ে প্রশাসন-যন্ত্রটাকেও উপযুক্তভাবে তৈরি রাখা জরুরি ছিল। অন্যদিকে, জিএসটি চালু হওয়ার প্রায় বছর দুই বাদে বাস্তবে কী দেখছি আমরা? জিএসটি যতটা সংগ্রহ হবে বলে সরকার ধরেছিল বাস্তবে সংগ্রহের পরিমাণ তার চেয়ে কম। ‘জিএসটি কমপেনসেশন সেস’ যতটা পাওয়া গিয়েছে কেন্দ্রের প্রতিশ্রুতিমতো রাজ্যগুলির ক্ষতিপূরণ করার পক্ষে তা যথেষ্ট নয়। আর ‘রিফান্ড’-এর বিষয়টি সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে গন্ডগোল বাধার একটি বড় ব্যাপার হয়ে উঠেছে। জাতীয় স্বার্থে জিএসটি থেকে সরে আসা যাবে না (রোল ব্যাক), যে ছকে এবং হারে এখন জিএসটি নেওয়া হচ্ছে সেটাকেও আঁকড়ে থাকা যাবে না জাতীয় স্বার্থে। তাই প্রশ্ন উঠছে, তাহলে দেশের স্বার্থটা কী?
অনুচ্ছেদ ৩৭০ এবং এনআরসি-সিএএ
জাতীয় স্বার্থে ৩৭০ ধারা ব্যবহৃত হয়েছিল ৩৭০ ধারা থেকে মুক্তি দিতেই। যুক্তি দিয়েছিল সরকার। জম্মু ও কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরিটাও জাতীয় স্বার্থে। ২০১৯-এর ৫ আগস্ট থেকে উপত্যকাটিকে বিচ্ছিন্ন করে রাখাটা সর্বোচ্চ জাতীয় স্বার্থে (সুপ্রিম ন্যাশনাল ইন্টারেস্ট)। তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিনা অপরাধে ছ’মাস আটক রাখা এবং তারপর পাবলিক সেফটি অ্যাক্টকে হাতিয়ার করে তাঁদেরকে বিনা অপরাধে আরও অতিরিক্ত দু’বছর আটকে রাখার বন্দোবস্ত—এসব পরম জাতীয় স্বার্থে (প্যারামাউন্ট ন্যাশনাল ইন্টারেস্ট)। হেবিয়াস করপাস পিটিশনগুলির শুনানি সাত মাসের বেশিকাল আটকে রাখাটাও ছিল জাতীয় স্বার্থ। তালিকাটি দীর্ঘ বটে কিন্তু কাশ্মীরের কেউ এই ব্যাপারে একমত বলে মনে হয় না।
অসমের জন্য জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি জাতীয় স্বার্থে। সরকার তাই দাবি করেছিল। সেখানে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনকে ‘বিদেশি’ বা ‘বেআইনি অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করা হয়েছিল জাতীয় স্বার্থে। এঁদেরকে ‘উইপোকা’র সঙ্গে তুলনা করে ২০২৪ সালের ভিতরে ভারতছাড়া করার অঙ্গীকারও করা হল। সেও তো জাতীয় স্বার্থে। ওই তথাকথিত বিদেশিদের মধ্যে ১২ লক্ষাধিক হিন্দু নরনারী আছেন জানার পরই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনের মতো ভয়ঙ্কর কৌশলটা নেওয়া হল, জাতীয় স্বার্থে। খসড়া বিল তৈরি থেকে সংসদে পাস করিয়ে আইনে পরিণত করা পর্যন্ত সময় নেওয়া হল মাত্র ৭২ ঘণ্টা! যে-আইনের সারকথা হল, অমুসলিমরা থাকবেন আর মুসলিমরা চলে যাবেন (অথবা তাঁদের বহিষ্কার করা হবে)—এটা করা হয়েছে সর্বোচ্চ জাতীয় স্বার্থে। জাতীয় স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তগুলি পুরো দেশটিকেই এক অভূতপূর্ব গোলযোগের মধ্যে এনে ফেলল।
জুবেদা বেগম নামে একজন নিজেকে ভারতের নাগরিক প্রমাণে ১৫টি নথি পেশ করেছিলেন। তার পরেও তাঁর দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখার জন্যে।
রাষ্ট্রদ্রোহিতা এবং বাজেট
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যাঁরা বলেছিলেন তাঁদের নামে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল জাতীয় স্বার্থে। শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন স্তব্ধ করতে লাঠি এবং জলকামান ব্যবহারের পাশাপাশি গুলিও চালানো হয়েছিল। কেবল উত্তরপ্রদেশেই গুলিতে প্রাণ গিয়েছে ২৩ জনের। এসব করা হয়েছিল জাতীয় স্বার্থে। মঞ্চস্থ নাটকে সিএএ-র তির্যক সমালোচনা ছিল। তাই জাতীয় স্বার্থে একজন শিক্ষক এবং একজন অভিভাবককে আটক করা হয়েছিল।
ভোট প্রচারের মিছিলে যোগ দেওয়া মানুষজনকে প্ররোচিত করতে আওয়াজ তোলা হল ‘গুলি মারো’ এবং একজন মুখ্যমন্ত্রীকে বলা হল ‘সন্ত্রাসবাদী’। বলা বাহুল্য, এটাও জাতীয় স্বার্থে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করল বিজেপি এবং আপ। জাতীয় স্বার্থরক্ষার্থে এটিকে ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ’ বলে চালানো হল!
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ১৬০ মিনিটের বাজেট ভাষণ (যদিও অসম্পূর্ণ রেখে যাওয়া হল) ছিল জাতীয় স্বার্থে। কর্পোরেট ট্যাক্সের হারে ছাড় দেওয়ার নামে কয়েকশো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার খয়রাতি দেওয়া হল, জাতীয় স্বার্থে। রিভাইজড এস্টিমেট বা সংশোধিত হিসেব অনুসারে কৃষি, খাদ্য সুরক্ষা, মিড ডে মিল কর্মসূচি, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির কর্মসূচি, আয়ুষ্মান যোজনার মতো স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি প্রভৃতি খাতে ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়াটাও জাতীয় স্বার্থে। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশনের (এনএসএসও) সেই সমীক্ষাটি চেপে রাখা হয়েছিল, যাতে বেকারত্ব (আনএমপ্লয়মেন্ট) বৃদ্ধি এবং উপভোগ (কনজামপশন) হ্রাসের দুঃসংবাদ ছিল। ওই রিপোর্টে ২০১৭-১৮ অর্থবর্ষে বর্ধিত বেকারত্বের হিসেবটি ছিল ৬.১ শতাংশ এবং উপভোগ হ্রাসের মাত্রাটি ছিল ৩.৭ শতাংশ। এসব করা হয়েছিল ন্যাশনাল ইন্টারেস্টের সেফগার্ডের কথা মাথায় রেখে। দেশবাসীর অন্তরে জাতীয় স্বার্থের চেতনা গড়ে দিতেই স্লোগানও তোলা হয়েছে।
নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, যতীন মেহতা, সনদেসারা ভাইগণ এবং আরও কিছু ব্যক্তিকে চুপিসারে দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়াটা জাতীয় স্বার্থে। ললিত মোদিকে দেশে ফেরানোর ব্যাপারে ব্রিটিশ (ইউকে) সরকারকে চাপ না-দেওয়াটাও জাতীয় স্বার্থে।
জাতীয় স্বার্থের তালিকাটি শেষ হওয়ার নয়। জাতীয় স্বার্থে এত কাঁড়ি সিদ্ধান্ত নিতে গিয়ে সরকারকে ‘ওভারটাইম’ কাজ করতে হচ্ছে। জিডিপি ফুলেফেঁপে উঠছে। আমাদের ভারত পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির দেশ এবং বিশ্বের মধ্যে সর্বাগ্রগণ্য শক্তিধর হয়ে ওঠাটা শুধু সময়ের অপেক্ষা। 
24th  February, 2020
পদবি বনাম ব্যক্তি, কংগ্রেসের নেতৃত্ব সঙ্কট
শান্তনু দত্তগুপ্ত

 তিনমূর্তি ভবনে শায়িত নিথর শরীরটা। পাশে দাঁড়িয়ে ১৪ বছর বয়সি এক কিশোর। নিষ্প্রাণ মুখটার দিকে তাকিয়ে স্থির হয়ে রয়েছে তার চোখ দুটো। ভবনের পরিবেশ ভারী হতে হতে প্রায় দম বন্ধ হওয়ার অবস্থা... ছেলেটি তার মৃত ঠাকুমার ভিজে গাল সবার অলক্ষে পরিষ্কার করে দিল।
বিশদ

25th  February, 2020
ঈশ্বরদর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অষ্টমার্গ
বাবুলাল দাস

ঈশ্বরে মন এলে ক্রমে বুদ্ধি সুপথে পরিচালিত হয়। মন শুদ্ধ হয়ে ওঠে। শুদ্ধ মনে সদা শান্তি বিরাজ করে। শান্ত মনে ঈশ্বর অনুভব হয়। এসব কেবল শাস্ত্রেরই কথা নয়। এটিই অতি বাস্তব সত্য। শ্রীরামকৃষ্ণ তা হাতেকলমে দেখিয়ে দিয়েছেন। সংসারে থেকে নানান প্রলোভনে পড়ে আমরা তা উপলব্ধি করতে ব্যর্থ হই। শুদ্ধ মন কী জিনিস বুঝি না। তাই এত গোল। এত কষ্ট। ঠাকুর উপায় বলে দিলেন। একহাতে সংসার ধরো, অন্য হাতে ঈশ্বর।
বিশদ

25th  February, 2020
কুকথায় পঞ্চমুখ, কণ্ঠভরা বিষ ...
সন্দীপন বিশ্বাস

আচ্ছা, দুধ থেকে কি করোনা ভাইরাসের আশঙ্কা থাকে?
আচমকা শিবের প্রশ্নে একটু থতমত খেয়ে যান পার্বতী। একটু থেমে বলেন, এমন কথা বলছো কেন?  বিশদ

24th  February, 2020
রাজ্যে বিধানসভা ভোটের আগে পুরভোট কার্যত সেমিফাইনাল
হিমাংশু সিংহ

মাত্র এক বছর পরেই বিধানসভার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পরপর তিনবার বাংলায় ক্ষমতা দখলের সুবর্ণ সুযোগ। এই অবস্থায় শাসক তৃণমূলের নিচুতলার কর্মী-সমর্থকদের উচিত সংযত থাকা। সেইসঙ্গে গণ্ডগোল, রক্তপাত এড়ানোর সবরকম চেষ্টা করা। তাহলেই এরাজ্যের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দ্বিধায় আরও একবার দু’হাত তুলে আশীর্বাদ করবেন।
বিশদ

23rd  February, 2020
প্রার্থী নির্বাচনে সাহসী হলে পুরভোটে লাভ পাবে শাসক দল তৃণমূল কংগ্রেস
তন্ময় মল্লিক

নির্বাচন মানেই পরীক্ষা। রাজনৈতিক দলের পরীক্ষা। আর সেই পরীক্ষা পুরসভা বা পঞ্চায়েতের হলে বিষয়বস্তু হয় উন্নয়ন, পরিষেবা ও সমস্যা। কিন্তু, এই ধরনের পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ প্রার্থীর মুখ। আর এবার পুরভোটে তৃণমূলের কাছে প্রার্থী নির্বাচনই অগ্নিপরীক্ষা। তার জন্য তৃণমূল সহ রাজ্যবাসী তাকিয়ে আছে টিম পিকের দিকে।  
বিশদ

22nd  February, 2020
বিশ্বাসের অভাব
সমৃদ্ধ দত্ত

 বিগত তিন বছর ধরে ভারতের সিংহভাগ সাধারণ মানুষ নিজেদের সঞ্চয়ের টাকা জমা রাখছে বেসরকারি ব্যাঙ্কে। সরকারি তথা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে নয়। দেশের আটটি সরকারি এবং আটটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বিশ্লেষণ করে এই তথ্য জানা গিয়েছে। যার ফলশ্রুতি হল সরকারি ব্যাঙ্কে যে টাকা জমা রয়েছে তার সিংহভাগই আগে থেকে জমা হয়ে থাকা ফিক্সড ডিপোজিট।
বিশদ

21st  February, 2020
মুখ চাই মুখ
মেরুনীল দাশগুপ্ত

মুখ হয়তো অনেক আছে। কিন্তু, ঠিক সেই মুখটির দেখা এখনও মেলেনি। কোন মুখটি? যে মুখটি সৌজন্যে পরাক্রমে রাজনৈতিক কূটকৌশলে এবং অবশ্যই জনপ্রীতিতে পাল্লা দিতে পারে বাংলার একচ্ছত্র নেত্রীকে, ২০২১ বিধানসভার রণাঙ্গনে ছুঁড়ে দিতে পারে চ্যালেঞ্জ, জাগাতে পারে আর এক মহাবিজয়ের সম্ভাবনা। সেই মুখ কোথায় পদ্মশিবিরে? 
বিশদ

20th  February, 2020
বিপুল অভ্যর্থনা পেয়ে বিশ্বজয়ী বিবেকানন্দ
কলকাতায় বলেন, এ ঠাকুরেরই ‌জয়জয়কার
হারাধন চৌধুরী

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ‘‘নরেন শিক্ষে দেবে।’’ ঠাকুরের কথা ফলিয়ে দেওয়ার জন্য তাঁর মানসপুত্রটি বেছে নিয়েছিলেন পাশ্চাত্যের মাটি। কারণ, যে-কোনও জিনিস পাশ্চাত্যের মানুষ গ্রহণ করার পরেই যে ভারতের মানুষ তা গ্রহণে অভ্যস্ত! স্বামী বিবেকানন্দের সামনে সেই সুযোগ এনে দিয়েছিল শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা।
বিশদ

19th  February, 2020
ট্রাম্পের ভারত সফর এবং প্রাপ্তিযোগের অঙ্ক 

শান্তনু দত্তগুপ্ত: সফর মাত্র দু’ঘণ্টার। আর তাতে আয়োজন পাহাড়প্রমাণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে কথা! তাই এতটুকু ফাঁক রাখতে নারাজ গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (বা বেসরকারিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)।  বিশদ

18th  February, 2020
টুকরে টুকরে গ্যাং-ই জিতল
পি চিদম্বরম

 গত ১১ ফেব্রুয়ারি লোকসভার কার্যবিবরণীতে নথিভুক্ত নিম্নলিখিত প্রশ্নোত্তরগুলি আনন্দের কারণ হতে পারত যদি না বিষয়টি বিজেপি নেতাদের (এই পঙ্‌ক্তিতে আছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য মন্ত্রীরাও) দুঃখের ধারাবিবরণীতে পরিণত হতো: বিশদ

17th  February, 2020
স্বর্গলোকে মহাত্মা ও
গুরুদেবের সাক্ষাৎকার
সন্দীপন বিশ্বাস

 অনেকদিন পর আবার দেখা হল মহাত্মা এবং গুরুদেবের। মর্ত্যে দু’জনের প্রথম সাক্ষাৎ ঘটেছিল শান্তিনিকেতনে ১৯১৫ সালে আজকের দিনে অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি। তারপর বেশ কয়েকবার তাঁদের দেখা হয়েছিল। কবিগুরু সবরমতী আশ্রমে গিয়েছিলেন ১৯২০ সালে। বিশদ

17th  February, 2020
এবার হ্যাটট্রিকের দোরগোড়ায় অগ্নিকন্যা
হিমাংশু সিংহ

তবে কি দিল্লিতে হেরে বোধোদয় হল অমিত শাহদের? নাকি ভোট জেতার নামে ঘৃণা ছড়ানো ঠিক হয়নি বলাটা আরও বড় কোনও নাটকের মহড়ারই অংশ? বোঝা কঠিন, তুখোড় রাজনীতিকরা কোন উদ্দেশ্যে কখন কোন খেলাটা খেলেন! আর সেই তালে অসহায় জনগণকে তুর্কি নাচন নাচানো চলে অবলীলায়। 
বিশদ

16th  February, 2020
একনজরে
বিএনএ, আসানসোল: বেসরকারি গ্যাস কোম্পানির নিরাপত্তারক্ষী ছাঁটাই নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে আসানসোলে। কোম্পানি থেকে ২৯জনকে ছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষীরা।   ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী আর্থিক বছর থেকে বিভিন্ন প্রশাসনিক খরচের বিল অনুমোদনের ক্ষেত্রে দপ্তরগুলিকে বিশেষ ছাড় দেওয়া হবে না। তাই দপ্তরগুলিকে বরাদ্দ টাকা যথাযথভাবে ও নিয়ম মেনে খরচ করার পরামর্শ দিয়েছে অর্থদপ্তর। দপ্তরগুলির আর্থিক পরামর্শদাতাদের সঙ্গে অর্থদপ্তরের বৈঠকের পর এই ...

 দুবাই, ২৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ব্যর্থতার জেরে স্টিভ স্মিথের কাছে মসনদ খোয়ালেন বিরাট কোহলি। আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক। তাঁর জায়গায় শীর্ষস্থানে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্মিথ। ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে, সেগুলির কয়েকটির বাজার বন্ধকালীন দর। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ। কর্মক্ষেত্রে আজ শুভ। শরীর-স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। লটারি, শেয়ার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০২- ফরাসি লেখক ভিক্টর হুগোর জন্ম
১৯০৮- লেখিকা লীলা মজুমদারের জন্ম
১৯৩১- স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের মৃত্যু
১৯৩৬- চিত্র পরিচালক মনমোহন দেশাইয়ের জন্ম
২০১২- কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৮৯ টাকা ৭২.৫৯ টাকা
পাউন্ড ৯১.৫৯ টাকা ৯৪.৮৮ টাকা
ইউরো ৭৬.৪৯ টাকা ৭৯.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ ফাল্গুন ১৪২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, (ফাল্গুন শুক্লপক্ষ) চতুর্থী অহোরাত্র। রেবতী ৪৭/৪০ রাত্রি ১/৮। সূ উ ৬/৪/১৪, অ ৫/৩৫/২, অমৃতযোগ রাত্রি ১/৫ গতে ৩/৩৫ বারবেলা ২/৪২ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪৯ গতে ১/৩৫ মধ্যে। 
১৪ ফাল্গুন ১৪২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, চতুর্থী, রেবতী ৪২/২৩/২২ রাত্রি ১১/৪/৩৪। সূ উ ৬/৭/১৩, অ ৫/৩৪/৯। অমৃতযোগ দিবা ১/০ গতে ৩/২৮ মধ্যে। কালবেলা ২/৪২/২৫ গতে ৪/৮/১৭ মধ্যে। কালরাত্রি ১১/৫০/৪১ গতে ১/২৪/৪৯ মধ্যে। 
২ রজব 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: লটারি, শেয়ার ফাটকায় অর্থপ্রাপ্তির যোগ। বৃষ: বাহন ক্রয়-বিক্রয়ের যোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮০২- ফরাসি লেখক ভিক্টর হুগোর জন্ম১৯০৮- লেখিকা লীলা মজুমদারের জন্ম১৯৩১- ...বিশদ

07:03:20 PM

এসএসকেএম থেকে ছাড়া পেল পোলবা দুর্ঘটনায় জখম দিব্যাংশ ভকত 

07:08:00 PM

দিল্লি হিংসার ঘটনায় দুটি সিট গঠন করল ক্রাইম ব্রাঞ্চ 

06:49:02 PM

১৪৩ পয়েন্ট পড়ল সেনসেক্স 

04:08:26 PM

জলপাইগুড়িতে ২১০ কেজি গাঁজা সহ ধৃত ৩ 

03:39:45 PM