কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, সৌমিত্র মণ্ডল নামে ওই যুবকের ছ’লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা। ওই যুবকের বাড়ি দক্ষিণ ২৪পরগনার পাথরপ্রতিমায়। তিনি কর্মসূত্রে দীর্ঘদিন ধরে হলদিয়ার শ্রীকৃষ্ণপুরে রয়েছেন। ওই যুবকের কাছে কিছুদিন আগে মোবাইলে একটি ইনভেস্টমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন আসে। তিনি নোটিফিকেশনে ক্লিক করতেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। পরে কয়েকটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বিনিয়োগ করলে কয়েকগুণ বেশি রিটার্ন পাওয়া যাবে বলে প্রলোভন দেখায়। প্রলোভনের ফাঁদে পড়ে ওই যুবক একটি অ্যাপ ইনস্টল করে টাকা ঢালতে শুরু করেন। কয়েক দফায় ছ’লক্ষ ৭৫হাজার টাকা বিনিয়োগ করে ফেলেন। পরে বিনিয়োগ করা টাকা তুলতে চাইলে ওই সংস্থা যুবককে আরও ১ লক্ষ ৭০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। যুবকের অভিযোগ, বিনিয়োগ করা টাকা ফেরত চাইতেই সাইবার প্রতারকদের সংস্থা প্রথমে শর্ত দেয় এবং পরে তাদের গ্রুপ থেকে সরিয়ে দেয়। শেষে পুলিসের দ্বারস্থ হয়েছেন।