কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
জলপথে পর্যটকদের নজরদারির জন্য জেলা প্রশাসন আগেই দীঘা ও মন্দারমণি পর্যটন কেন্দ্রের জন্য সাতটি বোট দিয়েছে। এই বোটের মাধ্যমে পর্যটকরা যতক্ষণ জলে থাকবেন ততক্ষণ নজরদারি চালাবেন সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা। হোটেল-লজে রুমের অতিরিক্ত ভাড়া নিয়ে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। পর্যটকের সংখ্যা বেড়ে গেলে হোটেল-লজের রুমের চাহিদা বেড়ে যায়। এর ফলে সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে হোটেল-লজ মালিকদের বিরুদ্ধে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁদের সতর্ক করা সত্ত্বেও এই প্রবণতা কমেনি। সেকথা মাথায় রেখেই পদক্ষেপ করছে প্রশাসন। বড়দিন কিংবা বিভিন্ন ছুটির মরশুমে বাড়তি ভাড়া না নেওয়া হয়, তার জন্য ভাড়ার তালিকা কাউন্টারে ডিসপ্লে বোর্ডে ঝুলিয়ে রাখতে বলা হয়েছে। এছাড়া পর্যটকরা যাতে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ জানাতে পারেন, তার জন্য হোটেল-লজে কমপ্লেন বক্স রাখা হচ্ছে। এই নিয়ম-নির্দেশিকা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। দীঘার হোটেল-লজ, দোকানপাট সহ সর্বত্র জমে থাকা আবর্জনাকে কাজে লাগিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়া হচ্ছে। দীঘার রতনপুর এলাকায় এই প্রকল্পের পরিকাঠামো গড়ে তোলার কাজ শেষের পথে। চলতি বছরেই তা চালু হওয়ার কথা। এই প্রকল্পটি চালু হলে ‘ক্লিন দীঘা’ গড়ার পরিকল্পনা একধাপ এগবে। মেরিন ড্রাইভ রাস্তায় মন্দারমণির দাদনপাত্রবাড় থেকে তাজপুর ব্রিজ পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা সংস্কারের কাজে হাত দিচ্ছে উন্নয়ন সংস্থা। রাস্তার জন্য আগেই ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছে। রাস্তাটি তৈরির জন্য স্থানীয় বাসিন্দা এবং হোটেল ব্যবসায়ীরা অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। দাদনপাত্রবাড়ের অংশে মেরিনড্রাইভের সম্প্রসারণের কাজও চলছে জোরকদমে।
ঢেউসাগর, অমরাবতী পার্ক নানা বিনোদনের সামগ্রীতে নতুনভাবে সাজছে। দীঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের সামনের নতুন নেচার পার্ক তৈরির কাজে হাত দিয়েছে উন্নয়ন সংস্থা। সংস্থার নবনিযুক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, বড়দিনের আগে দীঘাকে সাজানোর ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।