কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
পুলিস জানিয়েছে, শক্তিগড় থানার বামচাঁদাইপুরের বাসিন্দা মহম্মদ সুরজ আনসারি তাঁর টোটোটি ৩১ অক্টোবর রাতে উল্লাস এলাকায় একটি গ্যারেজে চার্জ দেওয়ার জন্য রেখেছিলেন। সেখান থেকে সেটি চুরি হয়ে যায়। পরেরদিন সকালে বিষয়টি জানতে পারেন তিনি। সেদিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস চুরিতে মাখনের জড়িত থাকার ব্যাপারে জানতে পারে।
মেমারিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার অধীন সাতগেছিয়া আউটপোস্টের পুলিস। ধৃতের নাম মিঠু শেখ। দেওয়ানদিঘি থানার নাড়াগোহালিয়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান-কালনা রোডে আশাপুর বাস প্রতীক্ষালয়ের কাছে ঘোরাঘুরি করছিল মিঠু। গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিস তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
গুসকরায় বালি বোঝাই ট্রাক সহ ধৃত ২: বালিবোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করল আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগের ট্রাকের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। মন্তেশ্বর থানার মূলগ্রামে তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার ভোররাতে বোলপুরের দিক থেকে বালিবোঝাই ট্রাকটি বর্ধমানের দিকে আসছিল। বর্ধমান-বোলপুর রোডে দীঘা মোড়ের কাছে সেটিকে আটকানো হয়। চালক ও খালাসি বালির কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। বীরভূম এলাকায় অবৈধ খাদান থেকে বালি তুলে তা নদীয়ায় চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।