Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

হারানো ঐতিহ্য

বাংলার আনাচেকানাচে ছড়িয়ে হাজার  ‘বিপন্ন’ বিস্ময়। প্রচারের আলোর নীচে ঠিক কী অবস্থায় রয়েছে ইতিহাসের সেই নির্দশনগুলি। আন্তর্জাতিক হেরিটেজ সপ্তাহশেষে খোঁজ নিল ‘বর্তমান’। 
কলেজ থেকে টর্চার সেল

সাল ১৯৭২। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল নিমতলা ঘাট স্ট্রিট। ছিন্নভিন্ন কলকাতা পুলিসের এক কর্মীর দেহ। ভেঙে পড়ল জোড়াবাগান থানার একাংশ। আহত হলেন বহু পুলিস কর্মী। সেই থেকেই ধুঁকছে পেল্লাই বাড়িটি। অবশেষে ১৯৮৮ সালে থানা সরানো হল নতুন জায়গায়। কিন্তু পুরনো ভবনের কোনও পরিবর্তন হল না। আজও আবর্জনার স্তূপের উপর দাঁড়িয়ে পথচলতি মানুষকে অবাক করে ওই জীর্ণ অট্টালিকা। ৭৪, নিমতলা ঘাট স্ট্রিটের এই বাড়ির ইতিহাস কিন্তু এইটুকু নয়। স্কুল তৈরির জন্য ১৮ হাজার টাকায় জমিটি কিনেছিলেন আলেকজান্ডার ডাফ। সেখানেই তৈরি হয় ‘ডাফ কলেজ’। ২৮টি ঘর, তিনটি হল, দু’টি গ্যালারি, লাইব্রেরি এবং ল্যাবরেটরি নিয়ে ১৮৫৭ সালে বাড়িটির প্রথম আত্মপ্রকাশ। কিন্তু ১৮৬৩ সালে হঠাত্ই দেশ ছেড়ে চলে যান ডাফ সাহেব। আর ফেরেননি। কালক্রমে অন্য বাড়িতে উঠে যায় ‘ডাফ কলেজ’ বা ‘ফ্রি চার্চ ইনস্টিটিউট’। ১৯২০ সালে বাড়িটি কিনে নেয় কলকাতা পুলিস। তৈরি হয় থানা। তখন জোড়াবাগান থানার দায়িত্বে কুখ্যাত চার্লস টেগার্ট। বিপ্লবী বাঘাযতীনের হত্যাকারী বাহিনীর অন্যতম সদস্য। তাঁর নেতৃত্বে গোটা ভবনটি পরিণত হয় টর্চার সেলে। স্বাধীনতা সংগ্রামীদের এনে চলত অকথ্য অত্যাচার। সেসব দিন শেষে একসময় স্বাধীন হয় দেশ। কিন্তু জোড়াবাগানে অশান্তি থামেনি। শুরু হয় নকশাল আমল। ’৭২ সালে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দু’বাক্স পেটো ভুলবশত নিষ্ক্রিয় না করেই রেখে দেওয়া হয়েছিল মালখানায়। তা আদালতে নিয়ে যাওয়ার সময় চাপ লেগে ঘটে বিস্ফোরণ। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটির হাড়-পাঁজর বেরিয়ে এসেছে। দেওয়ালে ঝুলছে ‘বিপজ্জনক বাড়ি’র নোটিস। ঘোরানো সিঁড়ি, কড়ি-বর্গার ছাদ, আর লম্বা খড়খড়ির জানলা দেখে গা ছমছম করে। ২০১৬ সালে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। তারপরও ফেরেনি হাল। — ছবি: অতূণ বন্দ্যোপাধ্যায়
মহাভারতেও যা নেই

কয়েক হাজার বছরের ইতিহাসের সাক্ষী! তাম্রলিপ্ত রাজবাড়ি নিয়ে তাই আজও কৌতূহল কমেনি। ব্রিটিশ ঐতিহাসিক হান্টার বলেছেন, মহাভারতীয় যুগে বিষ্ণুভক্ত রাজা ময়ূরধ্বজ এই রাজবংশের প্রতিষ্ঠাতা। তার সাক্ষী রাজবাড়িতে থাকা এই রাজবংশের কোর্ষিনামা। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষে অংশ নিয়েছিল তাম্রলিপ্তের সৈন্যবাহিনী। রাজ পরিবারের বর্তমান সদস্যদের দাবি, তাঁরা ময়ূরধ্বজের বংশের ৬৪তম প্রজন্ম। তাম্রলিপ্ত রাজবাড়ির কুলদেবতা হলেন শ্রী শ্রী রাধামাধব জীউ। মন্দিরের মধ্যে খোদাই করা আছে, তাম্রলিপ্ত ময়ূরধ্বজ রাজবংশ। মধ্যোত্তর যুগের এক অপূর্ব স্থাপত্যকলা এই রাজবাড়ি। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) মতে, ইন্দো-ইসলামীয় এবং নব্য-ধ্রুপদী স্থাপত্য শিল্পের ‌এক অপূর্ব মিশ্রণ। বর্তমানে তার পুরনো কাঠামো ধ্বংসপ্রাপ্ত। নীচে মিলেছে সুড়ঙ্গের হদিশ। বহিঃশত্রু থেকে রক্ষা পেতে এই সুড়ঙ্গ খুঁড়ে রাখা হয়েছিল বলে অনুমান ঐতিহাসিকদের। ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্রলিপ্ত রাজবাড়িকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করে এএসআই। শুরু হয় রক্ষণাবেক্ষণ। বসে লোহার রেলিং। পাঁচের দশকে রাজবাড়ি ক্যাম্পাসে খোঁড়াখুঁড়ি করে অনেক পুরনো স্থাপত্য ও শিল্পকলার হদিশ পাওয়া যায়। তমলুকের বিশিষ্ট শিক্ষক তথা ইতিহাসবিদ রাজর্ষি মহাপাত্রের দাবি, সিন্ধু সভ্যতার থেকেও পুরনো হাড়গোড় এবং অন্যান্য জিনিসপত্রের সন্ধান মিলেছে। কয়েকজন বাসিন্দা সেইসব জিনিস নিয়ে পুরসভার একটি ঘর ভাড়া করে মিউজিয়াম গড়েছিলেন। পরে এএসআই সেইসব সামগ্রী নিয়ে শহরে পাঁশকুড়া বাসস্ট্যান্ড এলাকায় সাইট মিউজিয়াম বানিয়েছে। আগামী ২৫-২৭ ডিসেম্বর রাজবাড়ির চত্বরেই আয়োজন করা হয়েছে তমলুকের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক আলোচনা চক্রের। — শ্রীকান্ত পড়্যা, ছবি: চন্দ্রভানু বিজলি
অনাদরে শায়িত বিশ্বযুদ্ধের সৈনিকরা

হলুদ রঙের তোরণ। দেওয়ালে লেখা ‘কমনওয়েলথ ওয়ার গ্রেভস’। ভিতরে এক অন্য পৃথিবী। চারদিকে জঙ্গল। মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে সারি সারি বিষণ্ণ ক্রস। বারাকপুরের এই কবরস্থানেই শায়িত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকজন সৈনিকের দেহ। ঢুকতেই নজরে আসে ছ’টি পিলার বিশিষ্ট এক স্থাপত্য। তার নীচে ১৮৭১ সাল থেকে শায়িত আলেকজান্ডার লান্ডাল। অদূরে কয়েকটি সাদা ফলক। নাম ও মৃত্যুদিন লেখা। জঙ্গলের একটু ভিতরে রয়েছে আরও বেশ কয়েকটি কবর। যাঁদের কবর তাঁদের বাড়ির লোক কি আসেন? উত্তর দিলেন এসকে আলম। বংশ পরম্পরায় এই কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। জানালেন, অনেকের বাড়ির লোক রক্ষণাবেক্ষণের জন্য চার্চে টাকা পাঠান। মাঝে মধ্যে কেউ কেউ আসেন। আসার দু’দিন আগে খবর আসে। তখন চারপাশ সাফাই হয়। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন স্টিভ ওয়া এসেছিলেন একবার। তাঁর এক পূর্বপুরুষের কবর দেখতে। গাছপালায় ঢাকা পড়েছে সেই কবর-ফলক। ২০১৯ সালে হেরিটেজ তকমা পেয়েছে এই কবরস্থানটি। তবে দেখভালের ভার এখনও চার্চের হাতেই। পরিস্থিতি বদলাবেই, অপেক্ষায় আলম। — সোহম কর
যুদ্ধজয়ের স্মারক বারোদুয়ারি

ইতিহাসের শহর বর্ধমান। ছড়িয়ে রয়েছে অজস্র ঐতিহাসিক স্থাপত্য। অধিকাংশই সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। সেই তালিকার অন্যতম কাঞ্চননগরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বারোদুয়ারি তোরণ। প্রাচীন এই ফটকে কান পাতলে আজও যেন শোনা যায় রাজারানিদের নানা কাহিনি। বয়স শুনে অনেকের চক্ষু চড়কগাছ হতে বাধ্য। ১৭৩৭ সালে মহারাজা কীর্তিচাঁদের আমলে এটি তৈরি হয়। তারপর বহু কিছু বদলে গিয়েছে। অবসান হয়েছে রাজ আমলের। কিন্তু বারোদুয়ারির কোনও পরিবর্তন হয়নি। ইতিহাসবিদরা বলেন, ১৭০২ খ্রিস্টাব্দের ৩ মার্চ কৃষ্ণসায়েরে স্নান করার সময় গুপ্ত ঘাতকদের হাতে খুন হয়েছিলেন তৎকালীন রাজা জগৎরাম রায়। তাঁর জেষ্ঠপুত্র কীর্তিচাঁদ। তিনি ছিলেন যোদ্ধা। অত্যন্ত সাহসী। কোনও কিছুতে পিছু হটতেন না। একটি যুদ্ধে জয়লাভের পর স্মারক হিসেবে তিনি ১০ মিটার উঁচু, সাত মিটার চওড়া এই তোরণ নির্মাণ করেন। তবে এব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। একাংশের মতে, রাজ আমলে বর্ধমান শহর থেকে কাঞ্চননগরে প্রবেশের জন্য নির্মিত হয়েছিল এই তোরণ। আবার কেউ কেউ বলেন, কোনও এক সময় এখানে ১২টি ফটক ছিল। যুদ্ধজয়ের স্মারক হিসাবে সেগুলির নির্মাণ করেছিলেন রাজা কীর্তিচাঁদ। কালের ফেরে সেগুলি নষ্ট হয়ে গিয়েছে। ঝড়, দুর্যোগ উপেক্ষা করে শুধু রয়েছে গিয়েছে এই ফটকটি। তবে এই বারোদুয়ারির অভিনবত্ব তার চূড়ায়। সেটির পশ্চিম ও পূর্বদিকে পাঁচটি করে মোট ১০টি ছোট ছোট গেট রয়েছে। দক্ষিণ এবং উত্তরদিকের চূড়াতে দেখা যায় আরও দু’টি। সেই কারণেও নামকরণ হয়ে থাকতে পারে। যাই হোক, বর্ধমানবাসী আজও এই স্থাপত্য নিয়ে গর্বিত।
— সুখেন্দু পাল, ছবি: মুকুল রহমান
বাণেশ্বরে বিপন্ন‘মোহন’রা

কোনওটির বয়স একশো বছর। কোনওটির আবার তারও বেশি। রাজার শহর কোচবিহারে হেরিটেজ বাণেশ্বর শিবমন্দিরের দক্ষিণদিকের পুকুরে (শিবদিঘি) এদের বাস। পুকুরের পাড়ে দাঁড়িয়ে ‘মোহন’ বলে ডাক দিলেই ডাঙায় চলে আসে তারা। খাবার দিলে পরম আনন্দে খেতে শুরু করে। শুধু বয়সের নিরিখে নয়, পবিত্রতার দিক থেকেও দুর্লভ ‘সফ্ট শেল’ প্রজাতির এই কচ্ছপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল-সিঁদুর মাখিয়ে মোহনদের কুর্মাবতার জ্ঞানে পুজো করেন ভক্তরা। কিন্তু সেই মোহনরা আজ বিপন্ন। গত একমাসে সাতটি মোহনের মৃত্যু হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমী থেকে হেরিটেজ রক্ষা কমিটির সদস্যরা। মোহনদের মৃত্যুর জন্য দেবত্র ট্রাস্ট বোর্ড ও প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকে। বছর দু’য়েক আগে বাণেশ্বর শিবমন্দির পরিদর্শনে আসেন তৎকালীন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। সেসময় তিনি জানিয়েছিলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নতুন তালিকায় যাতে ১৬০০ শতাব্দীর এই মন্দির স্থান পায়, তার চেষ্টা করবেন তিনি। মোহনদের রক্ষায় নেওয়া হবে বিশেষ উদ্যোগ। আজও তা বাস্তবায়িত হয়নি। কথিত আছে, অসুররাজ ‘বান’ তার ইষ্টদেবতা শিবকে পাতালপুরীতে স্থাপনের চেষ্টা করেও ব্যর্থ হন। কোচবিহার শহর থেকে ১৩ কিমি দূরে বর্তমানে যেখানে বাণেশ্বর শিবমন্দির, সেখানেই প্রতিষ্ঠা পায় তার ইষ্টদেবতা। ১৮৯৭ সালের ভূমিকম্পের সময় মন্দিরটি পূর্বদিকে সামান্য হেলে যায়। এখনও সেই অবস্থাতেই রয়েছে। ইতিহাসের পাতা উল্টিয়ে জানা যায়, কোচ রাজবংশের মহারাজা নর নারায়ণ বাণেশ্বর শিবমন্দিরটি প্রতিষ্ঠা করেন। এরপর ১৬৬৫ সালে মহারাজা প্রাণ নারায়ণের উদ্যোগে মন্দিরটি পুনর্নিমাণ করা হয়।  — ব্রতীন দাস, ছবি: অঞ্জন চক্রবর্তী
27th  November, 2022
বিশ্বকাপের রণাঙ্গন
শেষ সুযোগ
সোমনাথ বসু

ক্যারিংটন গ্রাউন্ডে ফ্রি-কিক অনুশীলনে ব্যস্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বক্সের সামান্য বাইরে পাশাপাশি কয়েক গজ অন্তর বসানো সাতটি বল। নির্দিষ্ট দূরত্বে কৃত্রিম মানবপ্রাচীর। আর দুর্গরক্ষায় ডেভিড ডি গিয়া। এক, দুই, তিন... জালের হদিশ পেলেন না সিআরসেভেন। প্রথম দু’টি জমা পড়ল ডি গিয়ার গ্লাভসে। বিশদ

20th  November, 2022
স্মৃতির পর্দায় দূরদর্শন
জগন্নাথ বসু

বিগত শতাব্দীর অন্যতম বিস্ময়! সেই অক্টাগন থেকে আজকের স্মার্ট, ওএলইডি—টেলিভিশনের বিবর্তন বন্ধ হয়নি এই ফাইভজি যুগেও। আর একসপ্তাহ পরেই ২১ নভেম্বর। ১৯৯৬ সালের এই দিনেই রাষ্ট্রসঙ্ঘে আয়োজিত হয়েছিল প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম। সেই থেকে তারিখটি বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পরিচিত। তার আগে এই মাধ্যমের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির পথে হাঁটল ‘বর্তমান’
বিশদ

13th  November, 2022
ঋষি সুলভ
 

বাঙালি রেস্তরাঁর ওয়েটার থেকে প্রধানমন্ত্রী। সেই চমকপ্রদ উত্থানের নেপথ্য কাহিনি লিখলেন মৃণালকান্তি দাস।  বিশদ

06th  November, 2022
রাজার ঘরেও সে ধন নেই
রূপাঞ্জনা দত্ত

ব্রিলিয়ান্ট। ফুলব্রাইট স্কলার। হ্যান্ডসাম। সৎ। আরও যা যা বিশেষণ কাউকে আর পাঁচজনের থেকে আলাদা করে তোলে, তিনি তা-ই। জন্মসূত্রে বিত্তবান নন। বলা যায়, ভারতীয় বংশোদ্ভূত এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা ডাক্তার। মা ওষুধের দোকান চালাতেন। তাঁদের ছেলে আজ বৈভবে টেক্কা দেন স্বয়ং রাজা চার্লসকে। বিশদ

06th  November, 2022
ধন্বন্তরি নীলরতন
রজত চক্রবর্তী

চলতি মাসেই ছিল তাঁর জন্মদিন। নিঃশব্দে পেরিয়ে গেল সেই দিনটি। প্রাতঃস্মরণীয় বাঙালি চিকিৎসকদের মধ্যে তাঁর নাম অগ্রগণ্য। তিনি ডাঃ নীলরতন সরকার। দেশ স্বাধীন হওয়ার পর একসময়ের শিয়ালদহ মেডিক্যাল স্কুলের নামকরণ করা হয় এই প্রাক্তনীর নামেই যা আমাদের চিরপরিচিত— এনআরএস হাসপাতাল। বিশদ

30th  October, 2022
নানা রূপে কালী
ভাস্কর বন্দ্যোপাধ্যায়

 

মহাপরাক্রমী মহাবীর দুই অসুর শুম্ভ ও নিশুম্ভ স্বর্গ-মর্ত-পাতাল ত্রিলোকের অধীশ্বর। ইন্দ্র রাজ্যহীন। দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত। সূর্য, চন্দ্র, কুবের, বরুণ, অগ্নির জন্য যে কাজ নির্দিষ্ট, সেই কাজ করতে লাগল ওই দুই অসুর। পরাজিত, রাজ্যচ্যুত দেবতারা বিপদ থেকে বাঁচতে আদিশক্তি মহাদেবীকে স্মরণ করলেন। বিশদ

23rd  October, 2022
দক্ষিণাকালীর মাহাত্ম্য

সাধক যে মূর্তির সাধনা করছেন, সাধারণভাবে তার তাৎপর্য বোঝা যায় না। আসলে সাধকের মূর্তি বর্ণনায় থাকে গভীর আধ্যাত্মিক সঙ্কেত। দক্ষিণাকালীর যে রূপ আমরা প্রত্যক্ষ করি, পুজো করি— তারও গভীরে রয়েছে আধ্যাত্মিক সঙ্কেত। বিশদ

23rd  October, 2022
কাঁটার মুকুট
 

২২ বছর পর হতে চলেছে কংগ্রেসের সভাপতি নির্বাচন। লড়াইয়ে খাতায় কলমে নেই ‘গান্ধী-নেহরু’ পরিবারের কোনও সদস্য। দেশের শতাব্দী প্রাচীন দলটির সর্বোচ্চ পদ নিয়ে বিভিন্ন সময়ে হয়েছে নানান জলঘোলা। সোমবার থারুর বনাম খাড়্গের লড়াইয়ের আগে ফের একবার ইতিহাসের পাতা উল্টে দেখলেন 
বিশদ

16th  October, 2022
বাঙালির বাণিজ্যে 
লক্ষ্মীলাভ
শান্তনু বসু

কোনও সন্দেহ নেই উনিশ শতকের নবজাগরণ, পাশ্চাত্যের খোলা হাওয়া এবং সাহেব সংসর্গ এক দল সাহসী বাঙালিকে লক্ষ্মীর সাধনায় উদ্বুদ্ধ করেছিল। বিশদ

09th  October, 2022
মা দুর্গার নৈবেদ্য
লোকনাথ চক্রবর্তী

 

আমরা যা খাই বা গ্রহণ করি, তা যখন দেবতাকে দিই, তখন তাকে বলে নৈবেদ্য। বাড়িতে কেউ এলে তাকে যেমন আমরা হাত-পা ধোয়ার জল দিই, আসন দিই, কিছু খেতেও দিই। সেইরকম পুজোর সময় যে দেবতাকে আমাদের ভদ্রাসনে ডেকে আনি তাঁকেও নানা আচারে-উপচারে সম্মানিত করতে চাই। বিশদ

02nd  October, 2022
প্রথম ফোনটা এল
ভোর চারটে পাঁচে
সায়ম ভদ্র
(বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাতি)

প্রথম ফোনটা এল ভোর চারটে পাঁচে। সালটা ১৯৭৬। তার পাঁচ মিনিট আগেই শুরু হয়েছে মহালয়া উপলক্ষে বেতারের প্রভাতী অনুষ্ঠান ‘দুর্গা-দুর্গতিহারিণীম‌’। যেটি উত্তমকুমারের মহালয়া বলে পরিচিত। আমরা সকলে বাড়ির রেডিওটি চালিয়ে শুনতে বসেছি। সকলে বলতে দিদা, বড় পিসি, মা আর আমি। দাদু আছেন পাশের ঘরে। বিশদ

25th  September, 2022
 মহালয়ার শঙ্খধ্বনি

এক হাতে তুলে বাজাতে বেশ বেগ পেতে হয়, এত ভারী! বয়স দুশো কিংবা তারও বেশি। নিত্যানন্দ মহাপ্রভুর প্রত্যক্ষ বংশধরদের যে ধারাটি কলকাতার সিমলে অঞ্চলে রয়েছে, তাঁদের মন্দিরে রাখা রয়েছে শঙ্খটি। এই শাঁখটাই বাজানো হয়েছিল আকাশবাণীর ‘মহিষাসুরমর্দিনী’তে। বিশদ

25th  September, 2022
জাগো দুর্গা... জাগো
দশপ্রহরণধারিণী
কলহার মুখোপাধ্যায়

প্রচুর আলো। গঙ্গার জলে রোদ্দুর পড়লে চোখ ঝলসে যায়। তবে তা সত্ত্বেও আর্চের নীচে এ দিকটায় রোদ তেমন আসতে পারে না। একটু ছায়া ছায়া। ঝুপসি অন্ধকার। ‘মালিশ পার্টি’ না থাকলে কালো কাঠের পাটা পেতে এখানেই শুয়ে থাকে লখেশ্বর। বিশদ

25th  September, 2022
বিদায় এলিজাবেথ
শাসন-হীন এক শাসকের গল্প

বিষণ্ণ বৃষ্টিটা বন্ধ হয়েছিল শেষপর্যন্ত। জলে ধোয়া পরিষ্কার আকাশ। জোড়া রামধনুর দেখা পেতে বেশিক্ষণ লাগেনি। মনে হচ্ছিল ও দুটো বোধহয় বাকিংহাম প্যালেসেরই তোরণ।
বিশদ

18th  September, 2022
একনজরে
সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন সঙ্গীতশিল্পী জুবিন নটিয়াল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গায়কের ডান হাতে একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে। আপাতত তিনি বিপন্মুক্ত। গায়কের মুখপাত্র জানিয়েছেন, ‘জুবিনের কনুই আর পাঁজরের হাড় ভেঙেছে। ...

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। তবে প্রত্যাবর্তন মঞ্চে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ডাচ-ব্রিগেড। তিন ম্যাচের দু’টিতে জয় ও একটি ড্রয়ের সুবাদে গ্রুপ এ-এর শীর্ষে থেকে নক-আউটে পৌঁছছে লুই ফন গলের দল। ...

এবছর জলপাইগুড়ি জেলা বইমেলা আয়োজিত হতে চলেছে ধূপগুড়িতে। আগামী ২২ ডিসেম্বর থেকে ধূপগুড়ি পুরসভার মাঠে শুরু হচ্ছে বইমেলা। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। সাত দিনব্যাপী বইমেলা করতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। ...

পশ্চিমবঙ্গে গত বছর নভেম্বর মাসে জিএসটি আদায় হয়েছিল ৪ হাজার ৮৩ কোটি টাকা। এ বছর নভেম্বরে তা ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৩৭১ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দুর্ঘটনা আর আঘাত যোগ আছে; সতর্ক হোন। মানসিক উত্তেজনায় লাগাম দিন, বাক বিতণ্ডা এড়িয়ে চলুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব প্রতিবন্ধী দিবস
১৮৮২: চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম
১৮৮৪: বিশিষ্ট দার্শনিক, রাজনীতিবিদ তথা ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্ম
১৮৮৯: বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম
১৯৫৬: সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৬৭: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন
১৯৭৯: হকির জাদুকর ধ্যানচাঁদের মৃত্যু
১৯৮২: কবি বিষ্ণু দে’র মৃত্যু
১৯৮৩: বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা অ্যাকাডেমি
১৯৮৪: ভোপালে গ্যাস দুর্ঘটনায়  কমপক্ষে আড়াই হাজার মানুষ প্রাণ হারান
২০১১: অভিনেতা দেব আনন্দের মৃত্যু
২০২০: সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন স্মরণে কলকাতার মাঝেরহাটে জয় হিন্দ সেতু নামে নতুন ব্রিজের উদ্বোধন হয়।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮০.৩২ টাকা ৮২.০৬ টাকা
পাউন্ড ৯৭.৭৯ টাকা ১০১.১৪ টাকা
ইউরো ৮৩.৮৯ টাকা ৮৬.৯৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৭ অগ্রহায়ণ, ১৪২৯, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২। একাদশী ৫৮/৪৪ শেষ রাত্রি ৫/৩৫। রেবতী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/৫/২, সূর্যাস্ত ৪/৪৭/৩০। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে পুনঃ ৭/২৯ গতে ৯/৩৮ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ১২/৪৫ গতে ২/৩২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/৩২ গতে ৩/২৫ মধ্যে। বারবেলা ৭/২৫ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৭ মধ্যে পুনঃ ৩/২৭ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/২৭ মধ্যে পুনঃ ৪/২৫ গতে উদয়াবধি। 
১৬ অগ্রহায়ণ, ১৪২৯, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২। দশমী দিবা ৮/২৬। উত্তরভাদ্রপদ নক্ষত্র দিবা ৯/৪। সূর্যোদয় ৬/৬, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/১ মধ্যে ও ৭/৪৩ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫২ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ১২/৫৬ গতে ২/৪৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/৪৩ গতে ৩/৩৭ মধ্যে। কালবেলা ৭/২৭ মধ্যে ও ১১/৪৭ গতে ২/৮ মধ্যে ও ৩/২৮ গতে ৪/৪৮ মধ্যে। কালরাত্রি ৬/২৮ মধ্যে ও ৪/২৭ গতে ৬/৭ মধ্যে। 
৮ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিশ্বকাপ ২০২২: আর্জেন্টিনা-১ : অস্ট্রেলিয়া-০ (৩৫ মিনিট) (ভারতীয় সময় ১:০৫ এ.এম.)

11:59:00 PM

বিশ্বকাপ ২০২২: ইউএসএ-কে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

10:27:10 PM

বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডস-৩ : ইউএসএ-১ (৮০ মিনিট)

10:12:03 PM

বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডস-২ : ইউএসএ-১ (৭৬ মিনিট)

10:07:28 PM

বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডস-২ : ইউএসএ-০ (হাফ টাইম)

09:21:28 PM

বিশ্বকাপ ২০২২: নেদারল্যান্ডস-১ : ইউএসএ-০ (৯ মিনিট)

08:45:26 PM