Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

উম-পুনে ক্ষতিগ্রস্ত জমি থেকে ধান কেটে গোরুর গাড়িতে তুলে নিয়ে যাচ্ছন কৃষকরা। - নিজস্ব চিত্র  

হীরাপুর হত্যাকাণ্ড: ছেলেকে খুন করেও অনুতপ্ত নয় বাবা
নিজেকে বাঁচাতে বিভ্রান্ত করছে পুলিসকে

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মা-হারা একমাত্র ছেলেকে খুন করেও অনুতপ্ত নয় বাবা। নিজেকে বাঁচাতে তদন্তকে বিভ্রান্ত করছে ধৃত। হীরাপুরের ঘটনায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছে পুলিস। ছেলে বায়না ধরতেই বদমেজাজি বাবা তার কপালে বন্ধুক ঠেকিয়ে গুলি করেছে বলে পুলিস একপ্রকার নিশ্চিত হলেও নিজের কাজে অনুতাপ নেই বাবার। বরং আদালত চত্বরে নিজেকে নির্দোষ দাবি করেছে সে। ১২ বছরের ছেলেকে বাড়িতে তালাবন্ধ করে রাখত সে। সময় মতো ভর্তি করেনি স্কুলেও। আত্মীয় থেকে প্রতিবেশী কারও সঙ্গেই ছেলেকে মিশতে দিত না। এমনকী পর্যাপ্ত খাবার ও পোশাকও দিত না বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে। এমনকী ভাইকে রড দিয়ে বেধড়ক মারধরের জন্য হীরাপুর থানায় ধৃতের বিরুদ্ধে একটি অভিযোগও রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে প্রায়ই ঝামেলায় জড়িয়ে পড়ত সে।
এসিপি(পশ্চিম) শান্তব্রত চন্দ্র বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় বাবার যোগ স্পষ্ট। আমরা তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছি। ছেলের মৃত্যুর পর ঘটনা নিয়ে নানা ভ্রান্ত তথ্য দিয়ে মোড় ঘোরানোর চেষ্টা করছে ধৃত।
সোমবার রাতে হীরাপুর থানার চিত্রা সিনেমা হলের পিছনে পাঞ্জাবি পাড়ায় নিজেদের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নাবালক শরণদীপ সিংয়ের। হাসপাতালেই তার বাবা ভূপেন্দ্রর সিং বলে, ছেলে হালুয়া ও সমোসা খেতে চেয়েছিল। তাই চিত্রা মোড় থেকে চিনি, সুজি, সমোসা আনতে গিয়েছিলাম। বাইরে থেকে চাবি লাগিয়ে গিয়েছিলাম। চাবি খুলে দেখি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুলিস তদন্তে নেমে বাড়ি থেকেই উদ্ধার করে দুটি আগ্নেয়াস্ত্র। তারপরই ঘটনায় মৃতের বাবাকে সন্দেহ করে। পুলিস চিত্রা মোড়ের দোকানগুলিতে সন্দেহভাজনের ছবি দেখিয়ে খোঁজ নেয় যে সে শুক্রবার সন্ধ্যায় দোকান এসেছিল কি না। কিন্তু প্রত্যেকেই জানায় সে সেদিন তাদের দোকানে আসেনি। এরপর পুলিস সিসি ক্যামেরার ফুটেজ চেক করেও নিশ্চিত হয় যে ওই সময়ে মৃতের বাবা বাইরে থাকার দাবি করলেও তা মিথ্যা। কখনও জানালা থেকে দুষ্কৃতীরা গুলি করেছে বলে, কখনও অন্যদের বিরুদ্ধে আঙুল তুলে পুলিসকে বিভ্রান্ত করতে থাকে ভূপেন্দ্র। তবে বাবার এই অপরাধ নিয়ে পুলিস নিশ্চিত হয় তার অস্বাভাবিক জীবনযাপন থেকে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, স্ত্রী মারা যাওয়ার পর ছেলেকে নিজের কাছেই সব সময়ে রাখতে গিয়ে কার্যত তার উপর অত্যাচার শুরু করে বাবা। নিজে বাইরে গেলে ছেলেকে তালবন্ধ করে রাখত। এমনকী প্রথমদিকে তাকে স্কুলেও ভর্তি করেনি। পরে আত্মীয়দের চাপে সরাসরি গুরুদোয়ারা স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি করে। পাশ করে সে এখন পঞ্চম শ্রেণীতে পড়ছে। কিন্তু দীর্ঘদিন স্বাভাবিক জীবন না পেয়ে ছেলেও বাবার মতো বদমেজাজি হয়ে ওঠে। ভূপেন্দ্র একাধিক ঝামেলার সঙ্গে জড়িত ছিল। কথায় কথায় লাঠি, রড নিয়ে কখনও প্রতিবেশী, কখনও আত্মীয়দের মারতে উদ্যত হয়েছে। পুলিস জানিয়েছে, ভূপেন্দ্রর এক দাদা সংসার চালানোর জন্য ঘটনার দিনই সাড়ে চার হাজার টাকা দিয়েছিল। খুব সম্ভবত তা জানতে পেরে কিছু কেনার জন্য বায়না ধরে শরণদীপ। তা নিয়েই বাবা ছেলের মধ্যে অশান্তি হয়। তখনই নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালিয়ে বসে সে। যদিও পুরো ঘটনাটি এখনও স্বীকার করেনি ধৃত। এদিন তাকে আসানসোল আদালতে তোলা হয়। বিচারক পাঁচদিন পুলিস হেফাজত মঞ্জুর করেছেন।
 
‘করোনা মোকাবিলায় এরাজ্য ভালো কাজ করছে’
পরিকল্পনা ছাড়াই কাজ করায় ভুগতে হচ্ছে মানুষকে, কেন্দ্রকে তোপ মহুয়ার 

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: করোনা মোকাবিলায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন সংসদ সদস্য তৃণমূলের মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পদে পদে পরিকল্পনাহীনভাবে এগিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ফল ভুগতে হচ্ছে মানুষকে। সঠিক পরিকল্পনা না করলে করোনার থেকেও বেশি লোক অনাহারে মারা যাবে।   বিশদ

নিয়ামতপুরে অস্ত্র কারখানা খোঁজের জের
এবার লেদ মেশিনের ডেটা ব্যাঙ্ক তৈরি করছে পুলিস
পশ্চিম বর্ধমান

সুমন তেওয়ারি, আসানসোল: নিয়ামতপুরে অস্ত্র কারখানার হদিশ পাওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিস এবার লেদ মেশিনের ডেটাব্যাঙ্ক তৈরি করছে। যেখানেই লেদ মেশিনের কাজ হয় সেখানেই পুলিস গিয়ে তার যাবতীয় তথ্য সংগ্রহ করছে। কী প্রস্তুত হচ্ছে, কারা তা প্রস্তুত করছে, কতদিন ধরে কাজ হচ্ছে, সব প্রশ্নেরই উত্তর নিচ্ছে পুলিস।   বিশদ

পঃ মেদিনীপুরে পরিযায়ী শ্রমিকদের
জন্য এবার ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’

দক্ষতা অনুযায়ী জেলাতেই মিলবে কাজ 

হরিহর ঘোষাল, মেদিনীপুর: জেলাতেই দক্ষতা অনুযায়ী কাজ দিতে পশ্চিম মেদিনীপুরে পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি হচ্ছে ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের নাম নথিভুক্ত করার পাশাপাশি পেশাক্ষেত্রে তাঁদের দক্ষতার বিষয়টিও নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।  বিশদ

পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজ
তিন জেলায় বেড়েছে উল্লেখযোগ্য শ্রমদিবস 

সুখেন্দু পাল  বহরমপুর, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে ১০০দিনের প্রকল্পের কাজে ব্যাপক অগ্রগতি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি পরিযায়ী শ্রমিকরাও এই প্রকল্পের কাজ পাচ্ছেন। তবে যেসব পরিযায়ী শ্রমিকের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে তাঁদেরই কাজ দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।  বিশদ

করোনা সংক্রমণ ঠেকাতে বাসের দুই সিটের মাঝখানে ঝোলানো হচ্ছে প্লাস্টিকের পর্দা 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গোটা দেশ এখন গভীর উদ্বিগ্ন। পূর্ব বর্ধমান জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছে। এদিকে, দু’মাসের বেশি লকডাউন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার জন্য শুরু হয়েছে আনলক-১।  
বিশদ

স্কুল বন্ধ, রাজ্য সরকারের সবুজসাথীর
সাইকেলই এখন অভিভাবকদের ভরসা 

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: করোনার হাত থেকে বাঁচতে রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেলই বাহন হয়ে উঠেছে অভিভাবকদের। এখন স্কুল ছুটি। তাই ছাত্রছাত্রীদের সাইকেল তেমন দরকার হচ্ছে না। কিন্তু অফিস বা দূরে কোথাও যেতে হলে অভিভাবকরাই সেই বাহনের উপর ভরসা করছেন।   বিশদ

যুদ্ধকালীন তৎপরতায় চলছে পুনর্গঠন ও ক্ষতিপূরণ দেওয়ার কাজ: শিশির 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: উম-পুন বিধ্বস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় পুনর্গঠনের কাজ চলছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজও চলছে সমান গুরুত্ব দিয়ে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথির সংসদ সদস্য শিশির অধিকারী তমলুকে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন।  বিশদ

বীরভূমে চিহ্নিত ৫৫টি কন্টেইনমেন্ট জোন 

রামকুমার আচার্য, সিউড়ি: বীরভূমে চিহ্নিত হল ৫৫টি কন্টেইনমেন্ট জোন। সেই কন্টেইনমেন্ট জোনে স্থানীয় বাসিন্দাদের গতিপ্রকৃতি দেখতে ড্রোন উড়িয়ে নজরদারি করবে প্রশাসন। তবে, ১৪দিনের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ না হলে ওই এলাকায় কন্টেইনমেন্ট জোনের তকমা উঠে যাবে। 
বিশদ

নদীয়ায় করোনা পজিটিভ আরও চার, কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৫৭
তিন-চারদিনের মধ্যে জেলায় নমুনা পরীক্ষা শুরুর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় আরও চারজন করোনা আক্রান্ত হলেন। কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ৫৭। জেলার করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই খারাপ হয়েছে। তবে এর মধ্যে বুধবার কল্যাণীর জেএনএম হাসপাতালে করোনা পরীক্ষার জন্য কোয়ালিটি কন্ট্রোল রান হল।  বিশদ

ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা চলতি সপ্তাহে
উম-পুন: প্রথম দফায় বরাদ্দ ৩৯ কোটি টাকা
পশ্চিম মেদিনীপুর

হরিহর ঘোষাল  মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় উম-পুনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রথম দফায় ৩৯ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এর মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ কোটি টাকা, পানচাষিদের জন্য ৫ কোটি টাকা এবং অন্যান্য চাষিদের জন্য ক্ষতিপূরণ বাবদ ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।   বিশদ

মুর্শিদাবাদে কোভিড পজিটিভ আরও পাঁচ, আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দু’জন

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে বুধবার আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা কান্দি, ডোমকল, নবগ্রাম, বেলডাঙা-২ এবং সূতি এলাকার বাসিন্দা। তাঁদের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে চারজনই পরিযায়ী শ্রমিক। তাঁরা মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন।   বিশদ

বয়স বাড়িয়ে ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ রাইপুরের সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সিপিএম ও নির্দল পরিচালিত বাঁকুড়ার রাইপুরের সোনাগড়া পঞ্চায়েতের বিরুদ্ধে বয়স বাড়িয়ে সরকারি প্রকল্পের ভাতা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এই মর্মে স্থানীয় বাসিন্দাদের একাংশ ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।  
বিশদ

আরামবাগের ২৬ জন করোনা
জয়ীকে নিয়ে সচেতনতা টিম
সাধারণ মানুষের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: করোনা নিয়ে গুজব ও আতঙ্ক ঠেকাতে আরামবাগের ২৬ জন কোভিড-১৯ জয়ীকে নিয়ে ‘করোনা সচেতনতা টিম’ গড়ল প্রশাসন। টিমে থাকবেন একজন করে করোনা জয়ী, ভিলেজ পুলিস, আশাকর্মী ও পঞ্চায়েত সদস্য। মহকুমার গ্রামেগঞ্জে গিয়ে ওই টিম প্রচার চালাবে।  বিশদ

রামপুরহাটে বাবার থেকে করোনা সংক্রামিত মেয়ে
পরিবারের বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে 

সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে দিল্লি ফেরত করোনা আক্রান্ত বাবার সংস্পর্শে আসা নাবালিকা মেয়ের রিপোর্ট এল পজিটিভ। পরিবারের বাকি সদস্যরা উপসর্গ নিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। দুশ্চিন্তায় স্বাস্থ্যকর্তারা।   বিশদ

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৩ জুন: ট্রেনের সাধারণ কোচকে করোনার কোয়ারেন্টাইনের কাজে ব্যবহার করার বিষয়টিকে ‘গিমিক’ বলেই তোপ দাগল তৃণমূল। শ্রমিক স্পেশালে ৮০ জন পরিযায়ী শ্রমিকের বেঘোরে প্রাণ হারানো নিয়েও মোদি-শাহকে কাঠগড়ায় দাঁড় করালেন দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূলের নেতা ...

 রূপঞ্জনা দত্ত, লন্ডন, ৩ জুন: করোনায় মৃত্যু এবং আক্রান্তের নিরিখে ব্রিটেনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ব্ল্যাক অ্যান্ড এথনিক মাইনরিটি (বিএএম‌ই) গোষ্ঠীর মানুষ। এ ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচ‌ই)। ...

সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার নিশিগঞ্জের মাঘপালা সহ কোচবিহার-১ ব্লকের চান্দামারি এলাকায় ব্যাপক গাঁজা চাষ হয়। এখানকার গাঁজা চাষের কথা জেলা সহ রাজ্যের নজরেও রয়েছে। বিগত বছরগুলিতে হাজার হাজার বিঘা গাঁজা গাছ নষ্ট করেছে পুলিস। তারপরও এসব এলাকায় চাষ ...

নিজস্ব প্রতিনিধি,বারাসত: মঙ্গলবার সন্ধ্যার প্রবল বৃষ্টিতে বসিরহাট পুরসভার একাধিক ওয়ার্ডের কয়েকশো বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় ঘরের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসাতে যুক্ত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫ - মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.২৯ টাকা ৭৬.০১ টাকা
পাউন্ড ৯২.৯৪ টাকা ৯৬.২৩ টাকা
ইউরো ৮২.৬৮ টাকা ৮৫.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ত্রয়োদশী ২/৫৮ প্রাতঃ ৬/৭ পরে চর্তুদশী ৫৫/৫২ রাত্রি ৩/১৬। বিশাখা নক্ষত্র ৩৪/১৩ রাত্রি ৬/৩৭। সূর্যোদয় ৪/৫৫/১৬, সূর্যাস্ত ৬/১৪/৯। অমৃতযোগ দিবা ৩/৩৪ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৭ গতে ৯/৫ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ২/৫৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৫ গতে ১২/৫৫ মধ্যে।
২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ত্রয়োদশী প্রাতঃ ৫/১ পরে চর্তুদশী রাত্রি ২/৫৩। বিশাখানক্ষত্র সন্ধ্যা ৬/২২। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৩/৪১ গতে ৬/১৬ মধ্যে এবং রাত্রি ৭/৫ গতে ৯/১১ মধ্যে ও ১২/০ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। কালবেলা ২/৫৬ গতে ৬/১৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১২/৫৬ মধ্যে।
১১ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। বৃষ: শেয়ার-ফাটকায় বিনিয়োগ করা যেতে পারে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু১৯৩৬: অভিনেত্রী নূতনের ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃত্যু ২৮৩
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:02:37 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ১,৩৭৩, মৃত ১২ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩৭৩ জন। মৃত্যু ...বিশদ

07:01:52 PM

কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত ২৫৭, মৃত ৪ 
কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ...বিশদ

06:51:26 PM

বাংলাদেশে একদিনে করোনা আক্রান্ত ২,৪২৩, মৃত ৩৫
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ২,৪২৩ জন। ফলে ...বিশদ

06:04:57 PM