Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

মমতার ওঠানো টেম্পো ধরে রাখতে প্রচারের
শেষদিনে শহর চষে ফেললেন কাউন্সিলাররা 

সংবাদদাতা, খড়্গপুর: প্রচারের একেবারে শেষলগ্নে এসে বৃহস্পতিবার খড়্গপুর শহরে দলের ‘টেম্পো’ তুলে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সেই টেম্পো ধরে রাখতে প্রচারের শেষ দিন শুক্রবার সকাল থেকে তৃণমূলের কাউন্সিলাররা এলাকা চষে ফেললেন। এদিন অনেক ওয়ার্ডেই তাঁরা বাড়ি বাড়ি প্রচার চালান। মিছিলও করা হয়। অনেক ওয়ার্ডে এদিন সকাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরেছে প্রচার মাইক। লক্ষ্য একটাই, মুখ্যমন্ত্রীর তুলে দিয়ে যাওয়া টেম্পোকে ধরে রেখে দলের পক্ষে ভোট করানো। বসে ছিল না প্রধান প্রতিপক্ষ বিজেপিও। এদিন দলের প্রার্থী দিলীপ ঘোষও শহরের বিভিন্ন এলাকায় রোড শো করেন। বাড়ি বাড়ি প্রচার চালান। এক এলাকা থেকে আর এক এলাকা চষে বেড়ান।
প্রসঙ্গত, ২০০৯ সালের লোকসভা ভোটে এই শহরে বিজেপি প্রথমস্থান পায়। ২০১৪’র লোকসভাতেও সেই ট্র্যাডিশন বজায় থাকে। ২০১৬’র বিধানসভা ভোটে তো দলের প্রার্থী দিলীপ ঘোষ খড়্গপুর শহরের মিথ জ্ঞানসিং সোহনপাল তথা চাচাকে হারিয়ে জয় ছিনিয়ে নেন। ২০১৫ সালের পুরসভা নির্বাচনে তৃণমূল ও কংগ্রেস ১১টি করে আসনে জয়ী হয়। বিজেপি দখল করে ৭টি আসন। পরে অবশ্য কয়েকজন বিজেপি কাউন্সিলার তৃণমূলে যোগ দেন। কিন্তু, গত বিধানসভা ভোটে বেশিরভাগ তৃণমূলের ওয়ার্ডে দলীয় প্রার্থী গোহারা হেরে যান। অনেক ওয়ার্ডে জমানতও বাজেয়াপ্ত হয়ে যায়। এবার লোকসভা ভোটের মুখে তৃণমূল জানিয়ে দেয়, যদি কোনও কাউন্সিলারের ওয়ার্ডে দলীয় প্রার্থী হেরে যান, তাহলে সেই কাউন্সিলারকে দল আর পুরসভায় প্রার্থী করবে না।
লোকসভা ভোট মিটলেই পুরসভার ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। তাই এবার দোটানায় পড়েছেন দলের কাউন্সিলাররা। একদিকে লোকসভা ভোটে দলের প্রার্থীকে ভালো ভোটের ব্যবধানে জয়ী করানোর চাপ, অন্যদিকে, ওয়ার্ডে জয় এনে পুরসভা ভোটের টিকিট পাওয়া নিশ্চিত করা। এই শহরে তীব্র গোষ্ঠী বিরোধের ফলে দলের অবস্থা খুবই খারাপ বলে অভিযোগ। সেদিক দিয়ে দেখতে গেলে বিজেপি অনেকটাই এগিয়ে আছে। তার উপর দলের বিধায়ক থাকায় তাদের একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। উপরি পাওনা অবাঙালি ভোটের আধিক্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বিশেষ করে রেলের কর্মীদের ভোটের বেশিরভাগটাই যায় কেন্দ্রের শাসক দলের পক্ষে। সব মিলিয়ে চিন্তায় তৃণমূল কাউন্সিলার ও শহরের নেতারা।
এর আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সভা করে বলে গিয়েছিলেন, দলের চার নেতা অর্থাৎ শহর সভাপতি রবিশঙ্কর পাণ্ডে, চেয়ারম্যান প্রদীপ সরকার এবং দুই কাউন্সিলার দেবাশিস চৌধুরী ও জওহরলাল পাল একসঙ্গে দলের হৃতগৌরব ফিরিয়ে আনবেন। তবুও একটা কোথাও চির থেকেই গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাই শেষলগ্নে শহরে সভা করে দলের পক্ষে টেম্পো তুলে দিয়ে যান তৃণমূল নেত্রী। প্রশংসা করেন চেয়ারম্যানের।
মুখ্যমন্ত্রীর প্রচারকে কাজে লাগাতে সবরকম চেষ্টা চালাচ্ছেন দলের কাউন্সিলাররা। এদিন সকাল থেকে এলাকায় এলাকায় বাড়ি বাড়ি প্রচার শুরু করে দেন কাউন্সিলাররা। দেবাশিসবাবু বলেন, এদিন সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালিয়েছি। বিকেলে এলাকায় মিছিল হয়। প্রদীপবাবুও এদিন বাড়ি বাড়ি প্রচার করেন। বিকেলে মিছিল করে এলাকা পরিক্রমা করেন। আর এক কাউন্সিলার তুষার চৌধুরী বলেন, বাড়ি বাড়ি প্রচার দু’দফা হয়ে গিয়েছে। এদিনও কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যাই। তবে আমি এদিন গোটা এলাকায় মাইকে প্রচারে জোর দিয়েছি।
গত বিধানসভা ভোটে যাঁরা জয় ধরে রেখেছিলেন, তাঁদের মধ্যে তৈমুর আলি খান একজন। এদিন তিনিও বাড়ি বাড়ি প্রচার করেন। তিনি বলেন, আমার এলাকায় শেষ মুহূর্তেই প্রচারে জোর দেওয়া হয়েছে। তার উপর নেত্রী সভা করে যাওয়ার পর আর প্রচার লাগে না। তবুও এদিন কয়েকটি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেছি। রবিবাবু বলেন, মুখ্যমন্ত্রী সভা করে যাওয়ার পর একটা টেম্পো উঠেছে। তা ধরে রাখতে এদিন যেমন অনেক কাউন্সিলার বাড়ি বাড়ি প্রচার চালিয়েছেন, তেমনই অনেক ওয়ার্ডেই মিছিলের আয়োজন করা হয়েছিল। 
হাতিয়ার উন্নয়ন, খাসতালুকে দলকে রেকর্ড
ভোটে জেতানোই লক্ষ্য সেনাপতি শুভেন্দুর

  বিএনএ, তমলুক: উন্নয়নকে হাতিয়ার করেই পূর্ব মেদিনীপুরের দু’টি আসনে তৃণমূলকে রেকর্ড ভোটে জেতানোর লক্ষ্যে ঝাঁপিয়েছেন দলের অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারী। নিজের খাসতালুক পূর্ব মেদিনীপুরে দলের রেকর্ড অক্ষত রাখাই তাঁর টার্গেট।
বিশদ

কান্দিতে নাম না করে ডেভিডকে আক্রমণ অধীরের 

সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার রাতে কান্দিতে এক নির্বাচনী সভায় দলের কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী।  বিশদ

সন্ধ্যা ৬টার পর আশ্রম এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি বিশ্বভারতী কর্তৃপক্ষের 

সংবাদদাতা, শান্তিনিকেতন: বিগত বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে বেশকিছু কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতনের আশ্রম এলাকায় সন্ধ্যা ৬টার পর সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিশদ

গ্রেপ্তারের দাবিতে অবরোধ, মিছিল
টাকা উদ্ধার, ভারতীর বিরুদ্ধে মামলা রুজু পুলিসের 

বিএনএ, মেদিনীপুর: বৃহস্পতিবার রাতে পিংলায় ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনা ঘিরে রাত প্রায় ২টো পর্যন্ত চরম টানাপোড়েন চলে। পুলিসের দাবি, ভারতী ঘোষের কাছে থাকা কালো রঙের একটি ব্যাগ থেকে ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা পাওয়া যায়।  বিশদ

বহরমপুরে ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, ব্যাপক বোমাবাজি 

সংবাদদাতা, বহরমপুর: বৃহস্পতিবার রাতে ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বহরমপুর থানার গোয়ালজান এলাকা। গত দু’দিন ধরে ওই এলাকায় দু’দলের মধ্যে সংঘর্ষের জেরে তীব্র উত্তেজনা ছিল। ওই রাতে ফের দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।  বিশদ

কান্দিতে নাম না করে ডেভিডকে আক্রমণ
আগের হিন্দুপ্রার্থী ‘মীরজাফর’ হওয়ায় এবার
‘মীরমদন’ হিসেবে মুসলিমপ্রার্থী দিয়েছি: অধীর 

সংবাদদাতা, কান্দি: আগে এখানে হিন্দু প্রার্থী দিয়েছিলাম। কিন্তু, মীরজাফর হয়ে গিয়েছে। তাই এবার কান্দিতে মীরমদন হিসেবে মুসলিম প্রার্থী দিয়েছি। যে টাকার কাছে বিক্রি হবে না। এই গ্যারান্টি আমি অধীর চৌধুরী দিচ্ছি।  বিশদ

বহরমপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে চুরি, চাঞ্চল্য 

সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দলীয় কার্যালয় থেকে একটি এলইডি টিভি চুরি গিয়েছে বলে অভিযোগ। টেবিলের ড্রয়ার ভেঙে গুরুত্বপূর্ণ সামগ্রী খোঁজার চেষ্টা করে দুষ্কৃতীরা।  বিশদ

পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনী বেড়ে হল ১৭৪ কোম্পানি 

বিএনএ, মেদিনীপুর: ৭৫ থেকে কেন্দ্রীয় বাহিনী বেড়ে দাঁড়াল ১৭৪ কোম্পানি। ফলে পশ্চিম মেদিনীপুর জেলায় এবার ৯৪.২ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। জেলা পুলিস ও প্রশাসন সূত্রে এই খবর জানা গিয়েছে।   বিশদ

পশ্চিম মেদিনীপুরে শেষ-প্রচারে ঝাঁপালেন প্রার্থীরাই 

শীর্ষেন্দু দেবনাথ, মেদিনীপুর, বিএনএ: শেষবেলার প্রচারে প্রার্থীরাই ঝড় তুললেন। তীব্র রোদ, ভ্যাপসা গরম উপেক্ষা করে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব, মানস ভুঁইয়া, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও ভারতী ঘোষ।  বিশদ

প্রবল তাপপ্রবাহ উপেক্ষা করে পূর্ব মেদিনীপুরে শেষ প্রচারে ঝড় তুলল সব দলই 

বিশ্বজিৎ মাইতি, তমলুক, বিএনএ: প্রবল তাপপ্রবাহ উপেক্ষা করে পূর্ব মেদিনীপুরে শুক্রবার শেষ প্রচারে সবক’টি রাজনৈতিক দলই রীতিমতো ঝড় তুলল। এদিন বর্ণাঢ্য রোড শো করে তমলুক বিধানসভা কেন্দ্রে ঝড় তোলেন শুভেন্দু অধিকারী।  বিশদ

ভোটে প্রয়োজনীয় গাড়ি জোগাড়
করতে কালঘাম ছুটছে জেলা প্রশাসনের 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: ভোটের দিনে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি জোগাড় করতে গিয়ে কালঘাম ছুটছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের। গাড়ির সংস্থান করতে পরিবহণ দপ্তরের আধিকারিক ও কর্মীরা কেউ ছুটেছেন দুর্গাপুর, কেউ ছুটেছেন আসানসোল।  বিশদ

পিছিয়ে থাকলেও বিষ্ণুপুরের তিন বিধানসভা কেন্দ্রে বাম-বিজেপির ভোট ভাগাভাগিতে সুবিধা হতে পারে তৃণমূলের 

সংবাদদাতা, বিষ্ণুপুর: তিন বছর আগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকলেও এবার সিপিএম ও বিজেপির ভোট ভাগাভাগির কারণে তৃণমূল কংগ্রেস বাড়তি সুবিধা পাবে।  বিশদ

আজ না হোক কাল পশ্চিমবঙ্গে সরকার
গড়বে বিজেপিই, রামনগরে বললেন রাজনাথ 

সংবাদদাতা, কাঁথি: আজ না হোক কাল,পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপিই। আর রাজ্যে যদি কোনও হিংসা হয়, তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হয়। ভোটে যাতে কোনও রাজনৈতিক হিংসা না হয়, তা সুনিশ্চিত করা মুখ্যমন্ত্রীরই কাজ।   বিশদ

আসানসোলে বিস্কুট কারখানায় বন্ধের
নোটিস, কর্মীদের কপালে চিন্তার ভাঁজ  

বিএনএ, আসানসোল: কন্যাপুরে আসানসোল শিল্পতালুকে একটি বিস্কুট কারখানা কর্তৃপক্ষ শুক্রবার হঠাৎ করেই সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রায় ৫০০ কর্মীর। কারখানার গেটে জমায়েত হয়ে হয়ে তাঁরা উৎপাদন চালুর দাবি জানান।   বিশদ

Pages: 12345

একনজরে
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 রূপাঞ্জনা দত্ত, লন্ডন, ১০ মে: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হামলায় মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের। ঘটনাটি ঘটেছে লন্ডনের কাছে বার্কশায়ারের স্লাও এলাকায়। নিহত ওই যুবকের নাম ...

 সায়ন্ত ভট্টাচার্য, কলকাতা: লর্ডসের মোড় পেরিয়ে তখন হুডখোলা জিপ ঢুকছে বিক্রমগড়ে। চারপাশে মানুষ। কেউ হাত নাড়ছেন, কেউ নমস্কার করছেন। প্রত্যুত্তরে প্রত্যেককে হাতজোড় করে নমস্কার করছেন ...

সংবাদদাতা, বালুরঘাট: পথদুর্ঘটনায় মৃত্যু হওয়া একব্যক্তির মৃতদেহ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্ত করতে এসে বিপাকে পড়ে একটি দরিদ্র পরিবার। মৃত ব্যক্তির নাম বাবুলাল চৌধুরী(৫৫)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার গচিহারে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা
১৯০৪: ১৯০৪ - স্পেনীয় চিত্রকর সালভাদর দালির জন্ম
১৯১৫: স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার বিশ্বাসের জন্ম।
১৯১৬: আপেক্ষিকতাবাদের উপস্থাপনা আইনস্টাইনের
১৯৮৪: স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তার জন্ম
১৯৯৮: পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা করল ভারত
২০১৬: বাগদাদে আইএসের হামলায় হত শতাধিক



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭০.৮৮ টাকা
পাউন্ড ৮৯.৫৭ টাকা ৯২.৮২ টাকা
ইউরো ৭৭.১৮ টাকা ৮০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৩২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬৬৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,১২৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
10th  May, 2019

দিন পঞ্জিকা

২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৬/৪৫ রাত্রি ৭/৪৫। পুষ্যা ২০/২৭ দিবা ১/১৩। সূ উ ৫/২/৩২, অ ৬/৩/৩০, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ১/২৩ মধ্যে পুনঃ ২/৭ গতে ৩/৩৫ মধ্যে, বারবেলা ৬/৪১ মধ্যে পুনঃ ১/১১ গতে ২/৪৮ মধ্যে পুনঃ ৪/২৫ গতে অস্তাবধি, কালরাত্রি ৭/২৫ মধ্যে পুনঃ ৩/৪০ গতে উদয়াবধি। 
২৭ বৈশাখ ১৪২৬, ১১ মে ২০১৯, শনিবার, সপ্তমী ৩৪/৪৭/৪১ রাত্রি ৬/৫৮/৭। পুষ্যানক্ষত্র ১৯/২৭/১৬ দিবা ১২/৪৯/৫৭, সূ উ ৫/৩/৩, অ ৬/৪/৩৯, অমৃতযোগ দিবা ৯/২২ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৮/১৬ গতে ১০/২৭ মধ্যে ও ১১/৫৬ গতে ১/৫২ মধ্যে ও ২/৩ গতে ৩/৩৩ মধ্যে, বারবেলা ১/১১/৩৩ গতে ২/৪৯/১৫ মধ্যে, কালবেলা ৬/৪০/৪৫ মধ্যে ও ৪/২৬/৫৭ গতে ৬/৪/৩৯ মধ্যে, কালরাত্রি ৭/২৬/৫৭ মধ্যে ও ৩/৪০/৪৫ গতে ৫/২/৩০ মধ্যে। 
৫ রমজান 
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: বিদ্যার্থীদের পঠন-পাঠনে আগ্রহ থাকবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৫৭: ব্রিটিশদের থেকে দিল্লি দখল করল সিপাহী বিদ্রোহের সেনারা১৯০৪: ১৯০৪ ...বিশদ

07:03:20 PM

পাকিস্তানের একটি পাঁচতারা হোটেলে ৩ বন্দুকবাজের হামলা, চলছে গোলাগুলি

07:18:04 PM

অন্ধ্রপ্রদেশের কুরনুলে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ১৩, জখম বেশ কয়েকজন 

06:18:00 PM

বাইক বাহিনী ও বহিরাগতদের দাপাদাপি রোখার দাবিতে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের অবস্থান বিক্ষোভ 

05:05:00 PM

উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাত

04:55:00 PM