Bartaman Patrika
কলকাতা
 

 সাধারণতন্ত্র দিবসের আগে কাশ্মীরে সন্ত্রাসবাদী দমনে বড় সাফল্য
সেনা-জঙ্গি সংঘর্ষে খতম জয়েশের কাশ্মীর শাখার স্বঘোষিত প্রধান ইয়াসির সহ তিন

শ্রীনগর, ২৫ জানুয়ারি (পিটিআই): সাধারণতন্ত্র দিবসের একদিন আগে উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার পুলওয়ামা জেলার ত্রালে সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হল জয়েশ-ই-মহম্মদের কাশ্মীর শাখার স্বঘোষিত প্রধান কাইরি ইয়াসির সহ তিন জঙ্গি। তাদের মধ্যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত আত্মঘাতী জঙ্গিও রয়েছে বলে খবর। দু’পক্ষের সংঘর্ষে একজন জওয়ান জখম হয়েছেন বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলা থেকে লস্কর-ই-তোইবা ও হিজবুল মুজাহিদিনের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিস।
পুলিস জানিয়েছে, শনিবার সকালে পুলওয়ামা জেলার ত্রালে জঙ্গিদের উপস্থিতির খবর পায় নিরাপত্তা বাহিনী। জানা যায়, জয়েশ জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা কাইরি ইয়াসির সহ বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিস জানিয়েছে, ত্রালের হরি-পৌরি এলাকায় তল্লাশি চলানোর সময়ে আচমকাই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। বেশ কয়েক ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। খতম হয় কাইরি ইয়াসির সহ তিন জঙ্গি। ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান জারি রয়েছে বলে খবর।
এদিকে, উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় তল্লাশি অভিযান চালিয়ে লস্কর ও হিজবুল জঙ্গিগোষ্ঠীর সাত সদস্যকে গ্রেপ্তার করল পুলিস, সেনা ও সিআরপিএফের যৌথ বাহিনী। এসএসপি রাহুল মালিক জানিয়েছেন, গতকাল রাত থেকে অভিযান চালিয়ে এই জেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা প্রত্যেকে প্রকাশ্যেই লস্কর ও হিজবুল জঙ্গিগোষ্ঠীর হয়ে কাজকর্ম চালাত। লস্কর ও হিজবুল জঙ্গিদের থাকার জায়গা, প্রয়োজন মতো গাড়ি ও অন্যান্য বিভিন্ন জিনিসপত্রের ব্যবস্থার ভার ছিল এই সদস্যদের উপর। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, ম্যাপ ও গোপন নথিপত্র মিলেছে বলে জানিয়েছে পুলিস। তারা কী পরিকল্পনা করছিল, জানতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন রাহুল মালিক।
সাধারণতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলার ছক অবশ্য নতুন কিছু নয়। প্রতিবারই পাক মদতে সাধারণতন্ত্র দিবসের সময় ভারতে হামলার ছক কষে জঙ্গিগোষ্ঠীগুলি। এবারও একই কৌশল নিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি। সম্প্রতি পুলওয়ামার সংঘর্ষে এক জঙ্গি খতম হয়েছে। সে পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য বলে জানতে পেরেছে পুলিস। একাধিক ছদ্মনামে দক্ষিণ কাশ্মীরে ত্রাস হয়ে উঠেছিল আবু সইফুল্লা নামে ওই জঙ্গি। দীর্ঘদিন ধরেই সেনা-পুলিসের কাছে সে ছিল ‘মোস্ট ওয়ান্টেড’। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুলিসের তরফে এমনটাই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার পুলওয়ামার অবন্তীপুরার একটি গ্রামে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে খবর আসে পুলিসের কাছে। সেই মতো ওই গ্রামে অভিযান চালায় বাহিনী। সেই সময় জঙ্গিদের সঙ্গে বাহিনীর তুমুল গুলিযুদ্ধ শুরু হয়। জঙ্গিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হন এক পুলিস অফিসার ও এক সেনা জওয়ান। পরে তাঁদের মৃত্যু হয়। জখম দু’জনকে সরিয়ে নিয়ে যাওয়ার সময়ই সুযোগ বুঝে পালিয়ে যায় জঙ্গিরা। পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে একটি জঙ্গলঘেরা গ্রামে আশ্রয় নেয় জঙ্গিরা। তখনও পর্যন্ত পুলিসের কাছে খবর ছিল না, ওই দলে সইফুল্লা রয়েছে। বুধবার ভোর থেকেই ওই গ্রাম ঘিরে ফের তল্লাশি শুরু হয়। জঙ্গি-বাহিনীর তুমুল সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষেই মারা পড়ে এক জঙ্গি। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত জঙ্গিকে শনাক্ত করার পরই জানা যায় সে আবু সইফুল্লা।

বড়বাজারে তল্লাশি, উদ্ধার হল
সাড়ে ৬ কোটির চোরাই সোনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজারে তিনটি জায়গায় হানা দিয়ে ১০ কেজি চোরাই সোনা বাজেয়াপ্ত করল ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। যার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকে চোরাপথে এই সোনা কলকাতায় আনা হয়েছিল। যে সব জায়গায় তল্লাশি চালানো হয়, সেখানে বিদেশ থেকে অবৈধভাবে আসা সোনা গলিয়ে ফেলার কাজ হতো। 
বিশদ

কেন্দ্রীয় পোর্টালে নাম নেই,
অমিল এমপি ল্যাডের টাকা

অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া, বিএনএ: কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাম না থাকায় রাজ্যের বহু পুরসভা উন্নয়ন খাতে সাংসদ কোটার টাকা পাচ্ছে না। পুরভোটের মুখে উন্নয়নমূলক কাজে এই টাকা ব্যবহার করতে না পারায় প্রবল সমস্যা তৈরি হয়েছে। মাসাধিক কাল ধরে রাজ্য সরকারের একাধিক চিঠির পরেও কেন্দ্র সমস্যা মেটায়নি। 
বিশদ

 নেপথ্যে কে? জানতে চায় লালবাজার
ফের শহরে স্টিং অপারেশন, নয়ডা থেকে
একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিস

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে তথাকথিত ‘স্টিং অপারেশন’ করতে গিয়ে গ্রেপ্তার হলেন এক সাংবাদিক। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, স্টিং কাণ্ডে আমরা উত্তরপ্রদেশ থেকে ইমরান পাশা নামে একজনকে গ্রেপ্তার করেছি। তবে এতদিন লালবাজার এই গ্রেপ্তারের খবর জানায়নি। বিশদ

কলকাতা বিশ্ববিদ্যালয়
খোদ গাইডের আনা জালিয়াতির অভিযোগে
সমাবর্তনে এম ফিল শংসাপত্র পাবেন না গবেষক

 অর্পণ সেনগুপ্ত, কলকাতা: খোদ গাইডই জালিয়াতির অভিযোগ এনেছেন। তাই এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এম ফিলের শংসাপত্র পাওয়া হচ্ছে না গবেষক কার্তিক নস্করের। দু’বছর ধরে এই অভিযোগের কোনও মীমাংসাও হয়নি। বাংলা বিভাগের গবেষক কার্তিকের দাবি, বোর্ড অব ডিসিপ্লিন বিষয়টি দেখছে। মাঝে মধ্যে তাঁকে ডেকে পাঠানো হচ্ছে। কিন্তু এখনও কোনও আশ্বাস পাননি। আবার তিনিই যে দোষী, সেটাও কমিটি বলেনি। বিশদ

গুলিও চালায় দুষ্কৃতীরা
‘গুন্ডা ট্যাক্সে’র তথ্য দেওয়ার সন্দেহে তৃণমূলের উপপ্রধান ও কর্মীকে মারধর

 বিএনএ, বারাসত: শুক্রবার রাতে গাছা আকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম শিশির দত্ত নামের উপপ্রধানকে কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শিশিরবাবুর সঙ্গে থাকা তৃণমূলের অপর কর্মী নিমাই হালদারও জখম হয়েছেন। বিশদ

বেলঘরিয়ায় বিরল রোগে আক্রান্ত যুবক
প্রধানমন্ত্রী, রাজ্যপালের কাছে
আর্জিতেও সাহায্য মেলেনি

 বিএনএ, বারাকপুর: বিরল রোগে আক্রান্ত বেলঘরিয়ার হরিদাস বেকারি রোডের এক যুবক। চিকিৎসার জন্য খরচ প্রায় ১৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী, রাজ্যপালের হেল্থ রিলিফ তহবিলে আবেদন করেও কোনও আর্থিক সাহায্য মিলছে না বলে অভিযোগ উঠেছে। অসুস্থ যুবকের স্ত্রী হন্যে হয়ে ঘুরছেন বিভিন্ন দপ্তরে। বিশদ

দ্বিধায় শাসকদলের নেতারা
৮ পুরসভায় ভোট হবে, নাকি গড়া
হবে কর্পোরেশন, ধন্দে বারাকপুর

 বিএনএ, বারাকপুর: পুরভোট হবে, নাকি গঠন হবে কর্পোরেশন? বারাকপুর লোকসভা কেন্দ্র এলাকার আট পুরসভায় খোদ শাসকদলের নেতারাই এনিয়ে দ্বিধায় আছেন। ইতিমধ্যেই আট পুরসভাকে নিয়ে কর্পোরেশন গঠনের প্রস্তাব পাশ হয়েছে। তবে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, আমরা পুরভোটের প্রস্তুতিই নিচ্ছি। সরকারি নির্দেশিকা এলে তখন কর্পোরেশন নির্বাচনের কথা ভাবা যাবে।
বিশদ

‘পথটুকু এখন বিভীষিকা’
টালা ব্রিজ ভাঙা শুরু হলে উত্তর কলকাতায় যানজট বৃদ্ধির আশঙ্কা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালা ব্রিজ ভাঙা শুরু হলে উত্তর কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকাজুড়ে যানজট সমস্যা অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। তাঁদের কথায়, বর্তমানে টালা ব্রিজ বন্ধ থাকায় চিড়িয়ামোড় ও পাইকপাড়া থেকে বাসে করে বেলগাছিয়া ব্রিজ দিয়ে শ্যামবাজারে আসতে লেগে যাচ্ছে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট। বিশদ

কুলতলি জোড়া খুনের রহস্যভেদ
খোরপোশ এড়াতেই স্ত্রী ও
শ্যালিকাকে ডেকে পাঠিয়ে খুন

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কুলতলির পিয়ালি নদীর চরা ও সংলগ্ন এলাকায় জোড়া খুনের মূল কারণ দাম্পত্য বিরোধ। আপাতত তদন্তে তেমনটাই উঠে এসেছে। ওই ঘটনায় মূল অভিযুক্ত মিজানুর মণ্ডলের সঙ্গে তার স্ত্রী মুস্তারি বিবির বধূ নির্যাতন ও খোরপোশের মামলা চলছিল।
বিশদ

  মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর নাম ভাঙিয়ে হাসপাতালে ভর্তির ব্যবসা, পাকড়াও ঠগ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে সরকারি হাসপাতালে রোগী ভর্তি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে সুমন স্বর্ণকার নামে একজনকে পাকড়াও করল ভবানীপুর থানার পুলিস। শনিবার দুপুরে কয়েকজন রোগীর আত্মীয়ের সঙ্গে কথাবার্তা চালানোর সময় তাকে ধরা হয়। বিশদ

  হাড়োয়ার স্কুলে সরস্বতী পুজো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি, এলাকা থমথমে

 বিএনএ, বারাসত: হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে সরস্বতী পুজো করার দাবিকে কেন্দ্র করে ঝামেলার জেরে এখনও থমথমে এলাকা। নতুন করে অশান্তির আশঙ্কায় এদিন স্কুল বন্ধ ছিল। পুজো হবে কি না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অশান্তির আবহে স্কুলের ছাত্রছাত্রীদের মতো শিক্ষক ও শিক্ষিকারাও আতঙ্কে রয়েছেন।
বিশদ

  নিউটাউনে এক পরিবারের ৩ জনের মৃত্যু আগুনে, খুনের অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। ঘটনাটি ঘটেছে পাথরঘাটা পঞ্চায়েতের ছাপনা গ্রামে। নিউটাউন টেকনো ইন্ডিয়া থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, গত ২৩ জানুয়ারি ভোররাতে ছাপনা গ্রামের কুজ্জুস আলি মোল্লার বাড়িতে আচমকাই আগুন লেগে গিয়েছিল। বিশদ

  হাওড়ার পার্কিং লটে ভাঙচুরে গ্রেপ্তার প্রহৃত সুপারভাইজার সহ ২

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে শুক্রবার দুপুরে পার্কিং লটে ভাঙচুর এবং লুটপাটের ঘটনার অভিযোগ এবং পাল্টা অভিযোগের প্রেক্ষিতে মোট দু’জনকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিস। তারা জানিয়েছে, দু’জনের নাম মনোতোষ সাউ এবং রোহিত সিং। বিশদ

  প্রোমোটিংয়ে বাধা দেওয়ায় বাড়ি
ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ২

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রোমোটিংয়ে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে হামলা ও ভয় দেখানোর অভিযোগ উঠল প্রোমোটারের সঙ্গীদের বিরুদ্ধে। গত ২৩ জানুয়ারি ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকার রাখাল ঘোষ লেনে। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে বেলেঘাটা থানার পুলিস। বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, তমলুক: রেশন সামগ্রী লরিতে ভর্তি করে পাচার করার সময় হাতে নাতে ধরে পাঁশকুড়া থানার পুলিসের হাতে তুলে দিলেন জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী ...

সংবাদদাতা, বর্ধমান: টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে আনার জন্য উদ্যোগ আইসিসিকেই নিতে হবে। তা চারদিনের হোক বা পাঁচদিনের টেস্ট হোক। মানুষ টেস্টে ফল দেখতে চায়। নিস্ফলা ড্র দেখতে মানুষ মাঠে আসবে না। ফলটাই হল আসল। সেই জন্য চারদিন হোক বা পাঁচদিনের ...

 সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: যেসব শর্তে জলজীবন মিশন শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তাতে আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এদিকে, কেন জলজীবন মিশন, তা বোঝাতে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের একটি বড় টিম রাজ্যে আসতে চাইছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সিনিয়র অফিসারদের ওই টিম ...

সংবাদদাতা, ইংলিশবাজার: সারা দেশের সঙ্গে আজ শনিবার মালদহ জেলায় পালিত হল জাতীয় ভোটার দিবস। নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য ২৫ জানুয়ারি জাতীয় ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

সাধারণতন্ত্র দিবস
১৮৪১: আনুষ্ঠানিকভাবে হংকং দখল করল ব্রিটিশরা
১৯৩০: পরাধীন ভারতে এই দিনটিকে ‘পূর্ণ স্বরাজ দিবস’ বা ‘স্বাধীনতা দিবস’ হিসাবে ঘোষণা করল জাতীয় কংগ্রেস
১৯৫০: লাগু হল ভারতের সংবিধান। রাষ্ট্রপতি পদে রাজেন্দ্র প্রসাদ দায়িত্ব গ্রহণ করে সূচনা করলেন গণতন্ত্রের।
১৯৫৪: রাজনীতিবিদ মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যু
১৯৬৫- হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্র
১৯৯২: পরমাণু অস্ত্রের মাধ্যমে আমেরিকার বিভিন্ন শহরকে নিশানা করা থেকে রাশিয়া বিরত হবে বলে জানালেন বরিস ইয়েলৎসেন
২০০১: গুজরাতের ভুজে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হল প্রায় ২০ হাজার মানুষের
২০০৪: আফগানিস্তানের নয়া সংবিধানে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫১ টাকা ৭২.২১ টাকা
পাউন্ড ৯১.৯৮ টাকা ৯৫.৩২ টাকা
ইউরো ৭৭.৩৮ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  January, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৯৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৮৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,৪৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, (মাঘ শুক্লপক্ষ) দ্বিতীয়া ৫৯/৪৫ শেষ রাত্রি ৬/১৬। ধনিষ্ঠা অহোরাত্র। সূ উ ৬/২১/৫৩, অ ৫/১৬/১৩, অমৃতযোগ দিবা ৭/৫ গতে ১০/০ মধ্যে। রাত্রি ৭/১ গতে ৮/৪৬ মধ্যে। বারবেলা ১০/২৭ গতে ১/১০ মধ্যে। কালরাত্রি ১/২৭ গতে ৩/৬ মধ্যে। 
১১ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, দ্বিতীয়া ৫৬/১৭/৫২ শেষরাত্রি ৪/৫৬/৫। ধনিষ্ঠা ৫৮/৫৪/২৯ শেষরাত্রি ৫/৫৮/৪৪। সূ উ ৬/২৪/৫৬, অ ৫/১৪/৫৬, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৫৯ মধ্যে ও রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে। কালবেলা ১১/৪৯/৫৬ গতে ১/১১/১১ মধ্যে। কালরাত্রি ১/২৮/৪১ গতে ৩/৭/২৬ মধ্যে।
৩০ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শুভেচ্ছা ও ছুটি

আজ রবিবার দেশের ৭১তম সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বর্তমান পত্রিকার ...বিশদ

08:00:00 AM

আজকের রাশিফল  
মেষ: দাম্পত্যজীবন শুভ। বৃষ: উপার্জন ভাগ্য শুভাশুভ মিশ্রিত। মিথুন: কথাবার্তায় সংযত না ...বিশদ

25-01-2020 - 07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় ভোটদাতা দিবস১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম১৮৫৬: সমাজসেবক ও ...বিশদ

25-01-2020 - 07:03:20 PM

পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ 

25-01-2020 - 09:18:00 PM

পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, স্বরাজ, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ 

25-01-2020 - 09:13:00 PM

 পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা রানউত, একতা কাপুর, আদনান সামি এবং করণ জোহর

25-01-2020 - 09:07:04 PM