Bartaman Patrika
কলকাতা
 

সাগর, কাকদ্বীপ, গোসাবা, কুলতলিতে বাঁধ ভেঙে জল বসত এলাকায়
ডুবে যাওয়া ট্রলারের আরও ২ মৎস্যজীবীর দেহ উদ্ধার, আজ ফের চলবে তল্লাশি 

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: বুলবুলের তাণ্ডবের জেরে মারা গিয়েছেন আরও দু’জন মৎস্যজীবী। সোমবার দুপুরে নামখানার পাতিবুনিয়া খেয়াঘাট সংলগ্ন চরার জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। নাম অসিত ভুঁইঞা (৪০) ও শেখ মুজিবর রহমান (৩৬)। প্রথম ব্যক্তির বাড়ি কুলপির নিশ্চিন্তপুর গ্রামে। দ্বিতীয় ব্যক্তির বাড়ি কাকদ্বীপের ৮ নম্বর মাইতির চকের কালীনগরে। রবিবার ওই ঘাট থেকে কিছুটা তফাতে সঞ্জয়ের দেহ পাওয়া যায়। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বুলবুলের দাপটে ৩ জনের মৃত্যু হল। ঝড় ও বর্ষণের দাপটে সাগর, পাথরপ্রতিমা, নামখানা, বকখালি থেকে শুরু করে গোসাবা, বাসন্তী, জয়নগর, কুলতলিতে চাপা পড়ে গবাদি পশু ছাড়াও প্রচুর পালন করা মুরগি ও হাঁস মারা গিয়েছে।
ঝড়ের হাত থেকে বাঁচাতে শুক্রবার প্রায় ৪০টি ট্রলারকে নামখানার পাতিবুনিয়া ও মৌসুনি ফেরিঘাটের কাছে খাঁড়ির মধ্যে নোঙর করা হয়েছিল। সেই সব ট্রলারে বাইরে থেকে মাছ ধরতে যাওয়া অনেক মৎস্যজীবী ছিলেন। কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতি সোমবার পাতিবুনিয়া খেয়াঘাট থেকে টেলিফোনে জানান, শনিবার রাতে সাগর থেকে সরে গিয়ে বুলবুল যখন নামখানায় আছড়ে পড়ে সেই সময় হাওয়ার ধাক্কা ও জলোচ্ছ্বাসে ৪০টি ট্রলারের মধ্যে দু’টি ট্রলার উল্টে ডুবে যায়। একটি ট্রলারের থাকা ২১ জন সাঁতরে ডাঙায় চলে আসেন। চন্দ্রানী নামে আরও একটি ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৩ জন উঠে আসতে পারলেও ৯ জনের কোনও হদিশ ছিল না। রবিবার তল্লাশি চালানোর সময় নিখোঁজদের মধ্যে কাকদ্বীপের সঞ্জয় দাসের দেহ মেলে। সোমবার সকাল থেকে বাকি ৮ জনের খোঁজে উপকূলরক্ষী বাহিনী ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা তল্লাশি শুরু করে। দুপুরের পর চরাতে দু’জনকে পাওয়া গেলে বাকি আরও ৬ জনের খোঁজ মেলেনি।
প্রশাসনের এক আধিকারিক বলেন, ডুবে যাওয়া ট্রলারের মধ্যে বাকিরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তা তোলা যাচ্ছে না। কারণ, ট্রলারটি যেখানে ডুবে গিয়েছে, সেখানে ৯০ ফুট গভীর। উপকূলরক্ষী বাহিনীর ডুবুরি এলেও অত গভীরে যাওয়ার পরিকাঠামো ছিল না। সেই কারণে ট্রলার তোলা যায়নি। আজ, মঙ্গলবার ফের তল্লাশি হবে।
এদিকে, জলোচ্ছ্বাসে সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, গোসাবা, কুলতলি এলাকায় নদীবাঁধ ভেঙে গিয়েছে। কোথাও কোথাও মাটি ভেঙে সরাসরি নদীর জল বসত এলাকার মধ্যে ঢুকে গিয়েছে। ফলে আতঙ্কিত সেই সব এলাকার মানুষ। সোমবার পর্যন্ত ওই সব এলাকায় সেচ দপ্তরের কোনও আধিকারিকদের দেখা যায়নি বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সুন্দরবনের ব্লকগুলির অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বহু গ্রামীণ এলাকাতে এদিন পর্যন্ত গাছ কাটা ও বিদ্যুতের পড়ে থাকা খুঁটি সরানোর জন্য সংশ্লিষ্ট বিভাগের লোকজনকে দেখা যায়নি। সব জায়গাতে সন্ধ্যার পর অন্ধকারে জনজীবন ছিল স্তদ্ধ। বিদ্যুৎ না থাকায়, মোবাইল চার্জ থেকে শুরু করে অনেক জায়গাতে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে।
গোসাবা দ্বীপের দুলকি চণ্ডির মোড়ে পানীয় জল না পাওয়াতে রাস্তার ধারে মহিলাদের লম্বা লাইন দিতে দেখা গিয়েছে। ওই এলাকায় বিদ্যুতের মাধ্যমে জল সরবরাহ হয়ে থাকে। গত দু’দিন ধরে গোসাবা এলাকায় বিদ্যুৎহীন থাকায় জল আসছে না। অনেক জায়গাতে পুকুরের জল দিয়ে কাজ সারতে হচ্ছে। একই অবস্থা সাগরে। কাকদ্বীপ মহকুমা এলাকায়ও বিদ্যুৎ না থাকায় গ্রাম থেকে দলে দলে রেল স্টেশনে গিয়ে মোবাইল চার্জ দিচ্ছেন। সেখানেও লম্বা লাইন। কয়েক মাস বাদে মাধ্যমিক পরীক্ষা। বুলবুলের তাণ্ডবে কয়েকশো মাধ্যমিক পরীক্ষার্থীদের এখন নাভিশ্বাস। এরমধ্যে অনেকের বাড়ি ভেঙে গিয়ে বইপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। ফলে সাগর থেকে কাকদ্বীপ, নামখানা থেকে বকখালি, পাথরপ্রতিমা থেকে গোসাবা, কুলতলি সব জায়গাতে বইপত্র ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মাধ্যমিকের পরীক্ষার্থীদের পড়াশুনা এখন লাটে। আদৌ তাদের অনেকে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারবে কি না তা নিয়ে উদ্বেগে কোথাও খোলা আকাশের তলায় কোথাও ত্রাণ শিবিরে দিন কাটছে।
 

12th  November, 2019
গার্ডেনরিচে পিলার বক্স, পোল ‘দখল’ করে চলছে বিদ্যুৎ চুরির রমরমা ব্যবসা 

প্রসেনজিৎ কোলে, কলকাতা: কলকাতা ও শহরতলিতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে সিইএসসি। অথচ গার্ডেনরিচ এলাকার বহু গলি-তস্য গলির চিত্র একেবারেই ভিন্ন। যা নজরে আসায় তাজ্জব খোদ বিদ্যুৎ সংস্থার কর্তারাই।   বিশদ

শহরে বেপরোয়া গতির
বলি ৩ কিশোর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আহত হন আরও দু’জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নিউটাউন থানা এলাকার এমএআর রোডে। পাঁচ বন্ধু সল্টলেকে এক বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে ইকো পার্কের দিকে যাচ্ছিলেন।
বিশদ

ত্রাণে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘ
মনসাদ্বীপ ফের মাতল পুজোর আনন্দে, পুণ্যার্থীর ঢল, ছন্দে ফিরছে গঙ্গাসাগর

 বিমল বন্দ্যোপাধ্যায়, সাগর: চারপাশ জুড়ে সব হারানোর হাহাকারের মাঝেই ফের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে শুরু করেছে সাগরদ্বীপ। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত সাগরের দক্ষিণপ্রান্ত বেগুয়াখালি, মনসাদ্বীপ, শিবপুর, ধবলাট, বোটখালি, বঙ্কিমনগর, সুমতিনগর, নগেন্দ্রনগর, ছয়েরঘেরি থেকে চেমাগুড়ি, পুরোষত্তমপুর, গঙ্গাসাগর, ঘুরে সেই চিত্রই দেখা গেল। বিশদ

উত্সব প্রাঙ্গণে এলেন সৌমিত্র,
কিংবদন্তীদের সম্মান জ্ঞাপন

 সোহম কর, কলকাতা: এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এমন কিছু ব্যক্তিত্বকে সম্মান জ্ঞাপন করা হল, যাঁরা মঞ্চ এবং বড়পর্দার দিকপাল। নন্দন চত্বরের একতারা মঞ্চে এই সম্মান জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল ‘ডানা’। বিশদ

আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়াল
হাওড়া শহরে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ বাড়লেও উদাসীন পুরসভা 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত দু’দিনের বৃষ্টিতে হাওড়া শহরে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ ফের বেড়েছে। হাওড়া জেলা হাসপাতাল ও সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এখন ডেঙ্গু রোগীতে ভর্তি। এমনকী, প্রতিটি ওয়ার্ডেই প্রচুর লোক এখন জ্বরে আক্রান্ত।  
বিশদ

আজব কাণ্ড! পেঁপের
পেটেই মিলল পেঁপে

সংবাদদাতা, উলুবেড়িয়া: পেঁপের পেটেই পেঁপে মিলল। শুনলে অবাক লাগলেও বাস্তবে এটাই সত্যি। যা আজ স্বচক্ষে উপলব্ধি করলেন উলুবেড়িয়ার জগৎপতি প্রামানিক। এদিন পেঁপে কাটতেই চক্ষু চড়কগাছ জগৎপতি বাবুর। কাটা পেঁপের ভিতরে মিলল আরও একটি পেঁপে। বিশদ

উলুবেড়িয়ায় ১৮ কেজির ভেটকি,
বিক্রি হল ১২ হাজার টাকায়

সংবাদদাতা, উলুবেড়িয়া: নদীতে মাছ ধরার সময় হুইল ছিপে ধরা পড়ল ১৮ কেজির ভেটকি মাছ। পরে বিশালাকার এই মাছটি বিক্রি হল ১২ হাজার টাকায়। মঙ্গলবার সকালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ায়। বিশদ

বুলবুলের তাণ্ডবে রায়দিঘিতে
ট্রলার ডুবে নিখোঁজ আরও ৭

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বুলবুলের তাণ্ডবে সুন্দরবনের ছাইমারির কাছে রায়দিঘিতে একটি ট্রলার ডুবে যাওয়ায় আরও সাতজন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন। শনিবার রাতে ওই ঘটনা হলেও মঙ্গলবার বিকেলে এ নিয়ে রায়দিঘি থানায় অভিযোগ হয়েছে। বিশদ

আজ কপ্টারে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের বিধ্বস্ত এলাকা পরিদর্শন মমতার, সভা বসিরহাটে

 বিএনএ, বারাসত ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বসিরহাট ও তার আশপাশ এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশপথে তিনি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। বিশদ

  রাজনৈতিক আক্রোশ, পাল্টা দাবি অধ্যাপকের
ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে উপাচার্যের কাছে অভিযোগ জানালেন পড়ুয়ারা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন তাঁরই ছাত্রছাত্রীরা। মূলত দুর্ব্যবহার, অসহযোগিতা এবং ভুলপথে চালিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিশদ

ক্যান্সার চিকিৎসায় মাইলফলক
এই প্রথম ১০ কোটিতে দুই সরকারি
হাসপাতালে ‘ফোর ডি’ ছবির মেশিন

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর যন্ত্র দিয়ে চিকিৎসা এখন বেশ কিছুদিন হতে চলল। এবার সরকারি স্বাস্থ্য পরিষেবায় এই প্রথম রোগীরা পেতে চলেছেন ‘ফোর ডি সিটি সিম্যুলেটর’ যন্ত্র। বিশদ

অধরা দুষ্কৃতী সেলিম
শিয়ালদহ থেকে গুমায় নিয়ে গিয়ে দুই বাংলাদেশিকে অপহরণ, মুক্তি টাকা দিয়ে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ বিগবাজারের সামনে থেকে এক বাংলাদেশি ব্যবসায়ী ও তাঁর বন্ধুকে ভুল বুঝিয়ে ট্রেনে করে গুমা স্টেশনে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানেই তাঁদের অপরহণ করা হয়। পরে মোটা টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান ওই দুই বাংলাদেশি নাগরিক। বিশদ

  বারাসতে পণের দাবিতে বধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার ৩

 বিএনএ, বারাসত: অতিরিক্ত পণের দাবিতে মঙ্গলবার দুপুরে গৃহবধূকে খুনের অভিযোগে বারাসত থানার পুলিস মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। মৃত গৃহবধূর নাম রীতা গিরি (২১)। পুলিস মৃতার স্বামী কমল গিরি, শ্বশুর কালী গিরি ও শাশুড়ি বাসন্তী গিরিকে গ্রেপ্তার করেছে। বিশদ

  মৃত কুকুর নিয়ে টিটাগড়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের, কর্মবিরতি ভাটপাড়ায়

 বিএনএ, বারাকপুর: মঙ্গলবার মৃত কুকুর নিয়ে টিটাগড় পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, স্থায়ীকরণ করতে হবে। স্থায়ী পুরকর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলেও তাঁদের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান।
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, বর্ধমান: সর্বভারতীয় স্কুল পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জেলার মুখ উজ্জ্বল করল সর্বশ্রী মণ্ডল। রিদমিক যোগায় প্রথম হয়ে সে সোনার মুকুট পায়। এমাসের ৪ নভেম্বর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ...

 ইসলামাবাদ, ১২ নভেম্বর (পিটিআই): প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার বিষয়টি মন্ত্রিসভায় অনুমাদনের আগে বিস্তারিত আলোচিত হল বিশেষ সাব-কমিটির বৈঠকে। পাক সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত শরিফের নাম এখনও রয়েছে দেশের ‘নো ফ্লাই’ তালিকায়। ...

সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাট রাস উৎসব উপলক্ষে মঙ্গল ও বুধবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ৭০০ পুলিস কর্মী মোতায়েন করা হল। গোটা শহরজুড়ে পর্যাপ্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মঙ্গলবার থেকেই নো-এন্ট্রি চালু করা হয়েছে।  ...

সংবাদদাতা, গঙ্গারামপুর: বোল্লাকালীর অন্যতম ভোগ চিনির বাতাসা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন মিষ্টি বিক্রেতারা। শুক্রবারই মায়ের পুজো। তাই নাওয়াখাওয়া ভুলে কয়েক কুইন্টাল চিনি জাল দিয়ে তৈরি হচ্ছে কদমা, বাতাসা। দূরদূরান্ত থেকেন বোল্লাকালীর পুজো দিতে আসেন ভক্তেরা।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও চুক্তিবদ্ধ কাজে যুক্ত হবার যোগ আছে। ব্যবসা শুরু করা যেতে পারে। বিবাহের যোগাযোগ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম

11th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৭০ টাকা ৭২.৮৫ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯৩.৩৬ টাকা
ইউরো ৭৬.৭৩ টাকা ৮০.৪৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
12th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৫৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৫৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,১০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ কার্তিক ১৪২৬, ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, প্রতিপদ ৩৪/৩৬ রাত্রি ৭/৪২। কৃত্তিকা ৪০/২৩ রাত্রি ১০/১। সূ উ ৫/৫১/২৯, অ ৪/৫০/১৫, অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে পুনঃ ৭/১৯ গতে ৮/৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/২৭ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৪ মধ্যে পুনঃ ৮/১৯ গতে ৩/১৫ মধ্যে, বারবেলা ৮/৩৫ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২১ গতে ১২/৪৩ মধ্যে, কালরাত্রি ২/৩৬ গতে ৪/১৪ মধ্যে।
 ২৬ কার্তিক ১৪২৬, ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, প্রতিপদ ৩৪/২৪/৩৯ রাত্রি ৭/৩৮/৩৩। কৃত্তিকা ৪২/২৪/১১ রাত্রি ১০/৫০/২১, সূ উ ৫/৫২/৪১, অ ৪/৫০/৫২, অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৭/৩০ গতে ৮/১২ মধ্যে ও ১০/২১ গতে ১২/২৯ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে ও ৮/১৯ গতে ৩/২৪ মধ্যে, বারবেলা ১১/২১/৪৪ গতে ১২/৪৪/০ মধ্যে, কালবেলা ৮/৩৭/১৩ গতে ৯/৫৯/২৯ মধ্যে, কালরাত্রি ২/৩৭/১২ গতে ৪/১৪/৫৬ মধ্যে।
১৫ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিবাহের যোগাযোগ হবে। বৃষ: কোনও বকেয়া অর্থ পাবার যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৭৮০- শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিংয়ের জন্ম১৮৫০- স্কটিশ সাহিত্যিক ...বিশদ

07:03:20 PM

বায়ুদূষণের জেরে আগামী ২ দিন দিল্লিতে স্কুল বন্ধ 

07:49:58 PM

খড়্গপুরে নাকা চেকিংয়ের সময় এক ব্যবসায়ীর থেকে উদ্ধার হল ১৮ লক্ষ টাকা 

04:01:42 PM

যুব মোর্চার পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা 
যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা। চাঁদনি চকে ...বিশদ

03:26:39 PM

প্রধান বিচারপতির দপ্তরও আরটিআই-এর আওতায়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের 
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের ...বিশদ

03:21:00 PM