Bartaman Patrika
বিনোদন
 

 ফেস্টিভ্যালের ডায়েরি

কড়া নজর
রবীন্দ্রসদনের টিকিট কাউন্টার থেকে লাইনটা সিঁড়ে বেয়ে নেমে এসে আচমকা বাঁক নিয়েছে বাংলা অ্যাকাডেমির দিকে। সেই বাঁকের মুখেই মনোমালিন্য। লাইন ও বেলাইন নিয়ে তরজা। কে আগে থেকে ছিলেন, আর কে পরে এসে সেঁধিয়ে গিয়েছেন। বেলাইন নিয়ে তুমুল তরজা যখন বেলাগাম, তখন আর্বিভাব এক ঊর্দ্ধিধারী পুলিশ অফিসারের। সঙ্গে জনা দুই সহকর্মী। বাঁজখাই গলায় তিনি দিলেন এক প্রচণ্ড ধমক : চুপ! চুপ করে দাঁড়ান সব। আমরা কী করতে আছি? আমরা তো আছিই, সেইসঙ্গে আছে শখানেক সি সি ক্যামেরাও। অতএব, কেউ কোনও চালাকি করবেন না। চারদিকে কড়া নজর। বেয়াদপি করেছেন কি ঘাড় ধরে চত্বরের বাইরে বার করে দেব।’ এক ধমকেই চুপ। অদূরে মোহর কুঞ্জের সামনের গাড়ির যাতায়াতের শব্দ ছাড়া তখন আর কোনও শব্দ নেই কাউন্টারের সামনে। প্রসঙ্গত এবার প্রায় দেড়শো সি সি ক্যামেরা লাগানো হয়েছে গোটা উৎসব চত্বর জুড়ে।
আমি কে?
পাঁচটায় শুরু হবার কথা সাংবাদিক সম্মেলনের। কিন্তু পৌনে ছ’টাতেও দেখা নেই ‘উড়োজাহাজ’-এর। সোমবার বর্ষীয়াণ পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর নতুন ছবি ‘উড়োজাহাজ’ দেখানো হল উৎসবে। সন্ধ্যার শো-তে। তার আগে পরিচালক তাঁর অভিনেতা, সহকারীদের নিয়ে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে। খবর পাওয়া গেল মা উড়ালপুলে আচমকা যান নিয়ন্ত্রণের জন্য এহেন বিলম্বের বিড়ম্বনা। সেটি কাটিয়ে বুদ্ধবাবুকে নিয়ে গাড়ি এসে দাঁড়াল উৎসব প্রাঙ্গণে। অসুস্থ। তাতে কী! মাথায় টুপি। মুখে সেই অমলিন হাসি ছড়িয়ে গাড়ি থেকে নামলেন বিশ্ববন্দিত পরিচালক। ধীরে শুভানুধ্যায়ীদের সাহায্যে প্রেস কর্ণারে প্রবেশ করেই বসে পড়লেন সেখানকার দায়িত্বে থাকা সরকারি অফিসারদের চেয়ারে। ‘একটু জল খাবেন?’ জলের বোতল এগিয়ে দিয়ে প্রশ্ম করলেন এক উৎসব কর্মী। ‘আমি একদম ফিট। আমাকে নিয়ে ভাবতে হবে না। চন্দন না আসা পর্যন্ত আমি ককপিটে বসব না।’ বলে হাসলেন বুদ্ধবাবু। চন্দন হলেন চন্দন রায় সান্যাল। ‘উড়োজাহাজ’-এর নায়ক। তিনিও জ্যামজটে আটকে পড়েছিলেন রাস্তায়। ‘ওই তো আসল। আমি কে? আগে অভিনেতা। টেকনিশিয়ানরা। তারপর আমি।’ মৃদু স্বরে কথাগুলি বলে বুদ্ধবাবু হেলান দিলেন চেয়ারে। তার কিছুক্ষণ পর সোহিনীর সঙ্গে এসে পৌঁছলেন চন্দন। তাঁদের দেখে এবার তাঁর জন্য নির্ধারিত আসনের দিকে এগিয়ে গেলেন বিনয়ী পরিচালক।
মাস্টারমশাই
একতারা মঞ্চে সিনে আড্ডার শুরুতেই সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায় বক্তব্য রাখার জন্য মাইক এগিয়ে দিলেন পরিচালক গৌতম ঘোষের দিকে। বিষয় ’৭০ এম এম থেকে স্ক্রিন’। সিনেমা শিল্পে পণ্ডিত, সুবক্তা গৌতমবাবু বলতে শুরু করলেন : যখন সিনেমা শিল্প হয়ে উঠল, সাউণ্ড আসার পর নির্বাক ছবি বাদ। এটা মাথায় রেখেই আমরা আলোচনা শুরু করব। ...সিনেমা বড় পর্দার জন্যই করা হয়েছিল। লুমিয়ের ব্রাদার্স বড় পর্দাতেই প্রথম সিনেমা দেখিয়ে ছিলেন। তখন সেটার ছিল অ্যাকাডেমি রেশিও স্কোয়্যার ফ্রেম, সায়লেন্ট ছবি থেকে শুরু করে পরবর্তীকালে দীর্ঘদিন ওয়ান ইজ টু থ্রি রেশিওতে ছবি করেছেন সারা পৃথিবীর পরিচালকরা...’। গৌতমবাবুর বক্তব্যের মধ্যেই একতারা মঞ্চের পেছনের ভিড় ঠেলে সামনের দিকে হুড়মুড়িয়ে এগিয়ে এসে ফিল্ম স্টাডির একদল ছাত্রছাত্রী জিজ্ঞাসা করলেন, ‘এখানে কি কোনও সিনেমার ক্লাস হচ্ছে?’ সেই শুনে চেয়ারে বসে থাকা এক বিরক্ত শ্রোতা ঝাঁঝিয়ে উঠলেন, ‘আপনাদের এই জায়গাটাকে কি শ্রেণিকক্ষ বলে মনে হচ্ছে? থামুন শুনতে দিন।’ থতমত খেয়ে এক তরুণী বললেন, ‘আসলে স্যার স্পিচ দিচ্ছেন তো...’। ‘তাতে কি হয়েছে শুনি? গৌতমবাবু সর্বত্রই একটু মাস্টারমশাইয়ের গলায় কথা বলেন, তাই বলে এই এতবড় ভিড়ে ঠাসা জায়গাটাকে আপনাদের ক্লাসরুম বলে মনে হল? যত্তোসব!’ বলে সঙ্গের ঝোলাটিকে বগলে নিয়ে সেই ভদ্রলোক অন্যত্র ফাঁকা চেয়ারের সন্ধানে পা বাড়ালেন।
চিত্রাঙ্গদা শতরূপা
পদবি কি শুধু পিতৃপুরুষের পরিচয় বহন করবে? প্রাসঙ্গিকভাবে বিষয়টি আজকের সিঙ্গল মাদারের যুগে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শতরূপা সান্যাল ও উৎপলেন্দু চক্রবর্তীর কন্যা চিত্রাঙ্গদা এখন তাঁর নামের সঙ্গে মাতৃপরিচয় যুক্ত করেছেন। তবে পদবি নয়, নাম। শতরূপার কণিষ্ঠ কন্যা এখন চিত্রাঙ্গদা শতরূপা নামে পরিচিত। ‘এতে যেমন কোনও পদবির প্রতি পক্ষপাতিত্ব রইল না, তেমনই যিনি আমাকে জন্ম থেকে আজও যত্নে, শাসনে, আদরে, প্রশ্রয়ে লালন করে চলেছেন, তাঁর জীবনভর সংগ্রামকে স্বীকৃতি দেওয়াও হল,’ চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত ছবির সাংবাদিক সম্মেলনের পর, নন্দনের মুক্ত চত্বরে আড্ডার মেজাজে খোলা মনে কথাগুলি বললেন চিত্রাঙ্গদা। যোগ করলেন, ‘আমি আর দিদি (ঋতাভরী) ছোটবেলা থেকেই দেখেছি মাকে সবাই জিজ্ঞাসা করত, মেয়েরা সান্যাল পদবি ব্যবহার করে না কেন? মা উত্তরে বলতেন, ‘আমি আমার বাবার পদবি ব্যবহার করি, মেয়েরা ওদের বাবার পদবি ব্যবহার করে।’ দেখুন, পদবি শুদ্ধ আমি একটা নামই তো বহন করে চলেছি। তার বেশি কিছু তো নয়। সেখানে যিনি জীবনভর আমার জন্য এতকিছু করলেন তাঁকে আমার নামের সঙ্গে যুক্ত করতে অসুবিধে কোথায়, প্রশ্ন চিত্রাঙ্গদার। এই নিয়ে একদিন এক বন্ধুর সঙ্গে আলোচনা করতে করতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন নিজের নামের সঙ্গে মায়ের নাম যোগ করবেন। যেমন ভাবা তেমন কাজ। আইনের সাহায্য নিয়ে চিত্রাঙ্গদা দ্রুত বদলেও ফেললেন আশৈশবের নাম তথা পদবি। সমাজের নানা স্তর থেকে এল স্বীকৃতি, প্রশংসা ও সমর্থন। কিন্তু গোল বেঁধেছে একটি ক্ষেত্রে। কোথায়? খিলখিল করে হেসে কপাল চাপড়ে চিত্রাঙ্গদার জবাব, ‘পাসপোর্টে নাম বদল করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার।’
খলনায়িকা আর নয়

 মানসী নাথ: শবনমকে প্যাঁচে ফেলতে হাসপাতালের মুমূর্ষু রোগীকে ভুল ওষুধ দিয়ে হত্যার ষড়যন্ত্র করতে দু’বার ভাবেনি রোহিণী। ওদিকে মিষ্টি গ্রাম্য কলিকে মানুষরূপী হায়নাদের হাতে তুলে দিতে চায় তার সৎমা আর পিসি শাশুড়ি।এখানেই শেষ নয়-দুগ্গার জীবনটা একা হাতে তছনছ করতে আসরে নেমেছে দামিনী।
বিশদ

 বিদ্যার স্বামী যিশু

  গণিতজ্ঞ তথা ‘হিউম্যান কম্পিউটার’ শকুন্তলা দেবীর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা বালন। কিন্তু ছবিতে তাঁর স্বামীর চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে কৌতূহল দানা বাঁধছিল। অবশেষে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল।
বিশদ

 সৃজিতের ফেলুদা টোটা

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যেই মুহূর্তে ঘোষণা করেন যে তিনি ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ করতে চলেছেন, তখন থেকেই সকলের একটাই প্রশ্ন ছিল যে কে হতে চলেছেন ফেলু মিত্তির? সৃজিত নিজেও কয়েকটি নাম ভাসিয়ে দিয়েছিলেন—অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায় আর ইন্দ্রনীল সেনগুপ্ত। বিশদ

  সেলফির আবদার

 তিনি চলচ্চিত্র উৎসবের কর্মকর্তা। এক মুহূর্ত দম নেওয়ার সময় পাচ্ছেন না। পরপর ইভেন্ট। কিন্তু ক্লান্তি নেই। মুখে লেগে রয়েছে একগাল হাসি। কিন্তু কাজের ফাকেঁ দর্শকদের আবদারও মেটাতে হচ্ছে রাজ চক্রবর্তীকে। পরিচালক হলেও যে তিনি সেলিব্রিটি। বিশদ

সবে মিলে করি কাজ 

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এদিকে মঞ্চে শাহরুখ খান। তাঁর সঙ্গে ছবি তুলতে হবে তো। এই সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে নাকি! কিন্তু কে তুলে দেবে ছবি? অগত্যা একে অপরকে সাহায্য করতে এগিয়ে এলেন। বলা হচ্ছে সৌরসেনী মৈত্র ও ইন্দ্রাণী হালদারের কথা।  
বিশদ

12th  November, 2019
কেদারা নয় অব্যক্ত  

পিছন থেকে দেখতে প্রায় এক রকম! রবিবার বিকেলে নন্দন চত্বরে পিছন ফিরে সামনের রাস্তার দিকে মুখ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে যে বিপুল চেহারার মানুষটি চা খাচ্ছিলেন তাকে দেখে সিনে উৎসাহীর দল ছুটল ‘ওই যে ইন্দ্রদীপ দাশগুপ্ত’ বলে। ‘ইন্দ্রদীপদা’ বলে সামনে গিয়ে দাঁড়াতেই ভুল ভাঙল তাদের।  
বিশদ

12th  November, 2019
সেলফি জোনে 

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন সংযোজন সেলফি জোন। একটি নয় দু-দু’টি। একটি নন্দনে প্রবেশ পথের বাঁদিকে, অন্যটি বাংলা অ্যাকাডেমির দিকে। রবিবার যত সময় গড়িয়েছে ক্রমশ ভিড় বেড়েছে নন্দন চত্বরে। উৎসাহী সেলফি-স্যাভিরা কখনও একা কখনও দল বেঁধে সেলফি তুলেছেন দেদার।  
বিশদ

12th  November, 2019
ভর সন্ধ্যায় একা সূর্য 

গ্যালিলিওর তত্ত্বকে নস্যাৎ করে তিনিই সূর্যের পৃথিবীকে প্রদক্ষিণের প্রবক্তা। সেই ১৯৭৪ সাল থেকে। তিনি কে সি পাল। হাসি-ঠাট্টা, ব্যঙ্গ-বিদ্রুপ উজিয়ে আজও বিশ্বাস ও যুক্তিকে হাতিয়ার করে বিতরণ করে চলেছেন তাঁর তত্ত্ব ও তথ্য সম্বলিত পুস্তিকা।  
বিশদ

12th  November, 2019
বিটুইন রেন ড্রপ 

তখন বিকেল। বুলবুল বাইবাই বলেও যেন বিদায় নিচ্ছে না। হঠাৎ গুঁড়ি গুঁড়ি কয়েক ফোঁটা। সেগুলিকে কেশবিহীন মাথায় মেখে, কপালে চিন্তার মেঘ ছড়িয়ে হন্তদন্ত হয়ে রবীন্দ্রসদনের দিকে হাঁটছিলেন অভিজিৎ গুহ। রবিসন্ধ্যায় সেখানে দেখানোর কথা তাঁর ও সুদেষ্ণা রায় পরিচালিত নতুন ছবি ‘বিটুইন রেন ড্রপ’। 
বিশদ

12th  November, 2019
কলকাতার রসগোল্লা 

বহুদিন বাদে আলো ঝলমলে মঞ্চে ‘বিবর’-এর নীতাকে দেখল কলকাতা। তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় শহরে পা রেখেছেন নিজের প্রথম পরিচালিত ছবি ‘রোম রোম মে’ নিয়ে। রবিবার উৎসবে দেখানো হল ছবিটি। বরাবরের প্রবাসী বাঙালি তন্নিষ্ঠার অভিনেত্রী হিসেবে ভুবনজোড়া সিনেসমাজে এই মহূর্তে বেশ নাম ডাক। 
বিশদ

12th  November, 2019
অসন্তুষ্ট অশোক! 

কলকাতা চলচ্চিত্র উৎসবের অন্যতম কর্মকর্তা পরিচালক অশোক বিশ্বনাথন। কিন্তু তাঁকেই নাকি ‘না বলা পর্যন্ত’ উৎসবের গেস্ট কার্ড দেওয়া হয়নি। উৎসবের একটি আলোচনাচক্রে বক্তব্য রাখার সময়ে অশোক এই কথা বলে দুঃখ প্রকাশ করেন।  
বিশদ

12th  November, 2019
অসুস্থ দীপিকা 

সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখা যাচ্ছিল, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং তাঁদের প্রিয় বন্ধুর বিয়েতে খুব মজা করেছেন। সেই ছবি একেবারে ভাইরাল। এখন বোঝা যাচ্ছে, মজাটা একটু বেশিই করে ফেলেছেন দীপিকা। সে কথা তিনি নিজেও বুঝতে পেরেছেন। তার ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী।  
বিশদ

12th  November, 2019
ন ট রা জ 

স্যাম কুরান আর টম কুরান। ভারতীয় ক্রিকেট ভক্তকুলের মধ্যে যাঁরা নব প্রজন্ম তাঁরা নিশ্চয়ই এই দু’জনের নাম জানেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৮ মরশুমে দলে ছিলেন টম। আর তাঁর ছোট ভাই স্যাম তো ইংল্যান্ডের সঙ্গে ভারতের শেষ টেস্ট সিরিজে ভারতীয় সমর্থকদের কাঁদিয়ে ছেড়েছিলেন।  
বিশদ

12th  November, 2019
কলকাতায় নিঃশব্দে আসেন রাখী 

রবিবারের কলকাতা চলচ্চিত্র উত্সবের নন্দন প্রাঙ্গণ তখন আলোকসজ্জায় সজ্জিত। নন্দনের বাইরে তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের ছবি ‘রোম রোম মে’ দেখার লম্বা লাইন পড়েছে। তার মধ্যেই একখানা পেল্লাই কালো রঙের গাড়ি এসে দাঁড়াল। নিমেষে সেই গাড়িকে ঘিরে ধরল কয়েক জোড়া উত্সাহী চোখ। ক্রমেই সেই চোখের সংখ্যা বাড়তে থাকে।
বিশদ

12th  November, 2019
একনজরে
 নয়াদিল্লি, ১২ নভেম্বর (পিটিআই): কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লি আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ...

সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাট রাস উৎসব উপলক্ষে মঙ্গল ও বুধবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ৭০০ পুলিস কর্মী মোতায়েন করা হল। গোটা শহরজুড়ে পর্যাপ্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মঙ্গলবার থেকেই নো-এন্ট্রি চালু করা হয়েছে।  ...

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত দু’দিনের বৃষ্টিতে হাওড়া শহরে ডেঙ্গু ও অজানা জ্বরের প্রকোপ ফের বেড়েছে। হাওড়া জেলা হাসপাতাল ও সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এখন ...

সংবাদদাতা, নবদ্বীপ: রাজ্য সরকারের বাংলা ভাষায় জয়েন্ট পরীক্ষার দাবি অনর্থক। কেন্দ্র অনেক আগেই সব রাজ্যকে জানিয়েছিল। বাংলার সরকার সেই সময় হ্যাঁ বা না কিছুই বলেনি। এখন নাটকবাজি শুরু করেছে। বাংলার মানুষকে বোঝাচ্ছে আমরা কত বাংলা দরদি।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও চুক্তিবদ্ধ কাজে যুক্ত হবার যোগ আছে। ব্যবসা শুরু করা যেতে পারে। বিবাহের যোগাযোগ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২১: রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম
১৮৮৮: স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯১৮: শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ
১৯৩৬: অভিনেত্রী মালা সিনহার জন্ম

11th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৭০ টাকা ৭২.৮৫ টাকা
পাউন্ড ৮৯.০৬ টাকা ৯৩.৩৬ টাকা
ইউরো ৭৬.৭৩ টাকা ৮০.৪৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
12th  November, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৫৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৫৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,১০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ কার্তিক ১৪২৬, ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, প্রতিপদ ৩৪/৩৬ রাত্রি ৭/৪২। কৃত্তিকা ৪০/২৩ রাত্রি ১০/১। সূ উ ৫/৫১/২৯, অ ৪/৫০/১৫, অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে পুনঃ ৭/১৯ গতে ৮/৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/২৭ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৬/৩৪ মধ্যে পুনঃ ৮/১৯ গতে ৩/১৫ মধ্যে, বারবেলা ৮/৩৫ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২১ গতে ১২/৪৩ মধ্যে, কালরাত্রি ২/৩৬ গতে ৪/১৪ মধ্যে।
 ২৬ কার্তিক ১৪২৬, ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, প্রতিপদ ৩৪/২৪/৩৯ রাত্রি ৭/৩৮/৩৩। কৃত্তিকা ৪২/২৪/১১ রাত্রি ১০/৫০/২১, সূ উ ৫/৫২/৪১, অ ৪/৫০/৫২, অমৃতযোগ দিবা ৬/৪৭ মধ্যে ও ৭/৩০ গতে ৮/১২ মধ্যে ও ১০/২১ গতে ১২/২৯ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৬/৩৩ মধ্যে ও ৮/১৯ গতে ৩/২৪ মধ্যে, বারবেলা ১১/২১/৪৪ গতে ১২/৪৪/০ মধ্যে, কালবেলা ৮/৩৭/১৩ গতে ৯/৫৯/২৯ মধ্যে, কালরাত্রি ২/৩৭/১২ গতে ৪/১৪/৫৬ মধ্যে।
১৫ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: বিবাহের যোগাযোগ হবে। বৃষ: কোনও বকেয়া অর্থ পাবার যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৭৮০- শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিংয়ের জন্ম১৮৫০- স্কটিশ সাহিত্যিক ...বিশদ

07:03:20 PM

বায়ুদূষণের জেরে আগামী ২ দিন দিল্লিতে স্কুল বন্ধ 

07:49:58 PM

খড়্গপুরে নাকা চেকিংয়ের সময় এক ব্যবসায়ীর থেকে উদ্ধার হল ১৮ লক্ষ টাকা 

04:01:42 PM

যুব মোর্চার পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা 
যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা। চাঁদনি চকে ...বিশদ

03:26:39 PM

প্রধান বিচারপতির দপ্তরও আরটিআই-এর আওতায়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের 
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের ...বিশদ

03:21:00 PM