দেশ

গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি চালালেন চালক, বাঁচালেন ১৫ যাত্রীর প্রাণ

পাটনা: চলন্ত গাড়িতেই গুলিবিদ্ধ হন চালক। রক্তাক্ত শরীর আর অসহ্য যন্ত্রণা। গাড়ির মধ্যে যাত্রী প্রায় ১৫ জন। কিন্তু স্টিয়ারিং থেকে হাত সরালেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। তাই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের জীবন বাঁচাতে এক মুহূর্তের জন্যও নিজের কথা ভাবেননি সন্তোষ সিং। পেটে বুলেট নিয়েই আরও কয়েক কিলোমিটার গাড়ি চালান এবং বাকিদের রক্ষা করেন। বিহারের ভোজপুর জেলার ঘটনা। শনিবার পুলিসের তরফে জানানো হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছেন ওই গাড়িচালক।
মূল ঘটনাটি বুধবার গভীর রাতের। গাড়িতে ১৫ জনকে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন সন্তোষ। ঝাউন গ্রামের কাছে বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে বুলেটের ক্ষত নিয়ে এবং যন্ত্রণা উপেক্ষা করেই এগিয়ে চলেন তিনি। কারণ মাঝপথে স্টিয়ারিং ছাড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। পরে এক নিরাপদ স্থানে এসে গাড়ি থামান। এরপর অন্যান্য যাত্রী ও স্থানীয়রা তড়িঘড়ি পুলিসে খবর দেন এবং তাঁকে আরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। 
ইতিমধ্যেই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন জখম ব্যক্তির পরিবার। দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, ওই দিন অন্য একটি গাড়িকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। ভুল করেই এই ঘটনা ঘটেছে।
18d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা