দেশ

গুজরাতে চিটফান্ড কেলেঙ্কারি: টাকা লগ্নি করেন ক্রিকেটাররাও

আমেদাবাদ: গুজরাতে ৬ হাজার কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি। কিন্তু মূল অভিযুক্ত ভূপেন্দ্রসিং জালা এখনও অধরা। বিরোধীদের অভিযোগ, আর্থিক প্রতারণার ঘটনায় অভিযুক্ত জালা বিজেপির সঙ্গে যুক্ত। তাই তাঁকে ধরছে না পুলিস।  যদিও এই তত্ত্ব মানতে নারাজ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিস (সিআইডি ক্রাইম ও রেলওয়ে) রাজকুমার পান্ডিয়ান। জালার বিজেপি যোগ সম্পর্কে প্রশ্নের উত্তরে তাঁর সাফাই, একজন অপরাধীকে কোনও রাজনৈতিক দল বা সেই নেতাদের সঙ্গে জুড়ে দেওয়াটা ঠিক নয়। কারণ, প্রতারিতদের মধ্যে অনেকেই ওই দলের সঙ্গে যুক্ত। ‌ ওই দলের দু’একজন সদস্যের সঙ্গে দেখা গিয়েছে। এই যুক্তিতে অপরাধীকে ওই দলের সঙ্গে যুক্ত হিসেবে দাবি করা সমীচিন নয়। পান্ডিয়ান জানিয়েছেন প্রতারিত আমানতকারীরা সেভাবে অভিযোগ দায়েরের ক্ষেত্রে এগিয়ে আসছেন না। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। যদিও এক্ষেত্রে রাজনৈতিক চাপে রয়েছে কিনা, সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এব্যাপারে কোনও মন্তব্য না করলেও গুজরাত সিআইডির কর্তা পান্ডিয়ান জানিয়েছেন, প্রতারিতরা এগিয়ে এসে প্রয়োজনীয় নথি জমা দিলে আরও মামলা আরও জোরালো করা যাবে। এদিন তদন্তের অগ্রগতি সম্পর্কেও বেশ কিছু তথ্য উল্লেখ করেছেন পান্ডিয়ান। তিনি জানিয়েছেন, গুজরাত সহ বেশ কয়েকটি রাজ্যের ৫-৬ জন ক্রিকেটার ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছিলেন। তবে তাঁদের কারও নাম প্রকাশ্যে আনেননি ওই পুলিসকর্তা। কী কারণে ওই সংস্থার মোটা অঙ্কের লগ্নি করা হল, তা জানতে ওই ক্রিকেটারদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন।  সম্ভবত সংস্থার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য ক্রিকেট জগতে পরিচিত বেশ কয়েকজনকে দিয়ে বিনিয়োগ করিয়েছিলেন জালা। তদন্তে নেমে সপ্তাহ খানেক আগে দু’টি অ্যাকাউন্টে ১৭৫ কোটি টাকা লেনদেনের খোঁজ পায় সিআইডি।
20d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা